01/01/2026
রাজনীতির টেবিলে এমন দৃশ্য দেখে অবাক হওয়ার কিছু নয়। নতুন বাংলাদেশ গড়ার নতুন প্রতিচ্ছবি।। এটাই হচ্ছে রাজনীতির আসল সৌন্দর্য।৷ চিন্তা ভাবনার ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে,, সার্বভৌমত্ব রক্ষার্থে একই টেবিলে বৈঠক খুব জরুরি।। ধন্যবাদ সকল নেতা এবং কর্মীদের।। ইনশাআল্লাহ জনগণের স্বার্থে সুন্দর একটা সমোঝোতায়ই পারে নতুন, নিরাপদ দেশ গড়া।। এটাই হোক সংকল্প।।