
17/09/2025
"এক নযরে মহামানবের জীবন"
১ম পর্বঃ
৫৭০ ঈসায়ী সন
বছরটি বাদশাহ আবরাহার মক্কা আক্রমণের বছর নামে খ্যাত। একই বছরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর পিতা- আবদুল্লাহর ইন্তেকাল। ৯ই রবিউল আউয়াল তাঁর জন্ম।
৫৭০-৫৭৫ ঈসায়ী
এটা ছিলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম- এর হালিমার ঘরে প্রতিপালনের সময়।
৫৭৬ ঈসায়ী: মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর মা - আমেনার ইন্তেকাল।
৫৭৮ ঈসায়ী
রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর দাদা আবদুল মোত্তালেবের ইন্তেকাল। চাচা আবু তালেবের তাঁর অভিভাবত্ব গ্রহন।
৫৮০-৫৯০ ঈসায়ী: ফুজ্জারের যুদ্ধ
৫৮২ ঈসায়ী
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর প্রথম সিরিয়া সফর ও খৃস্টান পাদ্রী বোহায়রার সাথে সাক্ষাৎ।
৫৮৬ ঈসায়ী
খাদিজা রাঃ-এর ব্যবসায় তদারকিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর নিয়োগ।
৫৯৫ ঈসায়ী
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর দ্বিতীয়বার সিরিয়া সফর ও ব্যাপক ব্যবসায়িক সাফল্য অর্জন। হযরত খাদিজা রা.-এর সাথে তাঁর বিয়ে।
৬০৫ ঈসায়ী
কা'বা সংস্কারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর সাহায্য প্রদান ও তাঁর আল আমীন উপাধী লাভ।
৬১০ ঈসায়ী
এ বছরের জুন মাসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর নবুওত প্রাপ্তি। তাঁর ওপর কোরআন নাযিলের শুরু। হযরত খাদিজা রা., হযরত আলী রা. ও হযরত আবু বকর রা. -এর ইসলাম গ্রহণ।
৬১৩ ঈসায়ী
হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর প্রকাশ্যভাবে ইসলাম প্রচার শুরু।
২য় পর্ব:
৬১৫ ঈসায়ী
হযরত হামযা রাঃ এর ইসলাম গ্রহণ। আবিসিনিয়ার পথে মুসলমানদের প্রথম হিজরত। হযরত ওমর রা. এর ইসলাম গ্রহণ।
৬১৬ ঈসায়ী
মক্কাবাসীদের পক্ষ থেকে বনী হাশিমদের অবরোধ। আবিসিনিয়া থেকে মোহাজেরদের মক্কায় প্রত্যাবর্তন।
৬১৭ ঈসায়ী
আবিসিনিয়ায় মুসলমানদের দ্বিতীয় হিজরত।
৬১৯ ঈসায়ী
স্ত্রী হযরত খাদিজা রা. ও তাঁর প্রাণ প্রিয় চাচা আবু তালেবের ইন্তেকাল।
বন্ধুগোত্রের কাছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর সাহায্য কামনা। ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাঁর তায়েফ গমন।
৬২০ ঈসায়ী
হযরত আয়েশা রা.-এর সাথে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর বিয়ের চূড়ান্ত কথাবার্তা।
৬২১ ঈসায়ী
আকাবার প্রথম বৈঠক। ইসরা কিংবা মে'রাজের ঘটনা।
৬২২ ঈসায়ী
আকাবায় দ্বিতীয় বৈঠক। এই বৈঠকের স্বার্থক আলোচনার পথ ধরেই সে বছরের ১৬ই জুলাই তারিখে রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর মদীনায় দিকে হিজরত গমন।
৬২২ সালের ১৬ই জুলাই
ইসলামী ক্যালেন্ডারের শুরু। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর মদীনায় প্রথম মসজিদ ও বসতি নির্মাণ। ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজের নতুন কতিপয় নীতিমালা স্থাপন। একটি নতুন জাতি হিসেবে মুসলমানদের জন্মলাভ। ঐতিহাসিক মদীনা সনদ স্বাক্ষর। হযরত আয়েশার সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর বিয়ে সম্পন্ন। নিয়মতান্ত্রিকভাবে নামাযের প্রবর্তন।
১ম হিজরী (৬২৩ খৃঃ)
কোরায়েশদের বিরুদ্ধে ইয়ানবুতে হযরত হামযার অভিযান।
২ হিজরী ৬২৪ ঈসায়ী
মাসজিদে আকসার বদলে কেবলা হিসেবে কাবার নির্ধারণ। ঐতিহাসিক বদরের যুদ্ধ।
৩ হিজরী ৬২৫ ঈসায়ী
হযরত ওমরের বিধবা মেয়ে হযরত হাফসার সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর বিয়ে।
৪ হিজরী ৬২৫ ঈসায়ী
হযরত আলীর সাথে রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম প্রিয় কন্যা হযরত ফাতেমার বিয়ে।
৪ হিজরী ৬২৬ ঈসায়ী
ওহুদের বিয়োগান্ত ঘটনা, হযরত হামযা রা. সহ ৭০ জন বীর সাহাবীর শাহাদাত।
৩য় পর্ব :
৫ হিজরী ৬২৬ ঈসায়ী
খন্দকের যুদ্ধ ও কাফেরদের শোচনীয় পরাজয়
৬ হিজরী ৬২৮ ঈসায়ী
দুমাতুল জান্দালের দ্বিতীয় অভিযান। খায়বর বিজয়।
মক্কার কোরায়েশদের সাথে হোদায়বিয়ার সন্ধি চুক্তি। প্রতিবেশী দেশসমূহের রাষ্ট্র প্রধানদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে রসূল সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম- এর দূত প্রেরণ।
৭ হিজরী ৬২৯ ঈসায়ী
এর ইসলামের প্রথম হজ্জ। খালেদ ইবনে ওয়ালিদ ও আমর ইবনুল আস-এর ইসলাম গ্রহণ।
৮ হিজরী ৬২৯ ঈসায়ী
মক্কা বিজয়। কাবা থেকে যাবতীয় মূর্তির অপসারণ, গোটা আরব ও হেজাযের ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ। হোনায়নের যুদ্ধ।
৯ হিজরী ৬৩১ ঈসায়ী
হযরত আবু বকর রা.-এর নেতৃত্বে ইসলামের দ্বিতীয় হজ্জ।
১০ হিজরী ৬৩১ ঈসায়ী
মুসলিম উম্মার সাথে নাজরানের (আধুনিক ইয়েমান) যোগদান। অধিকাংশ আরব গোত্রের হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর প্রতি আনুগত্য স্বীকার।
১০ হিজরী ৬৩২ ঈসায়ী
হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম -এর ছেলে ইবরাহীমের মৃত্যু। রসূলের বিদায় হজ্ব। কোরআন নাযিলের সমাপ্তি।
১১ হিজরী ৬৩২ ঈসায়ী
হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম-এর ইন্তেকাল। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। আল্লাহ তায়ালা তাঁর কবরকে আলোকিত করুন।
মুতা অভিযান।
(৮ম পর্ব)
(পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ)
আল কোরআন একাডেমী পাবলিকেশন্স প্রকাশিত সিরাতুন্নবী এ্যালবাম থেকে
গ্রন্থণায় মোহতারাম খাদিজা আখতার রেজায়ী