আপোসহীন মিডিয়া

আপোসহীন মিডিয়া সত্য ও ন্যায়ের পক্ষে।

Great move
21/06/2025

Great move

21/06/2025

আগে বলবেন না🙂

19/06/2025

জাশি be like😄

18/06/2025

ইশরাক হোসেন আমাদের পলিটিক্যাল প্রস্টিটিউটটাকে ২০ কোটি টাকা দিয়ে দিলেই পারতো, দক্ষিণ সিটি নিয়ে এত আলোচনাই থাকতোনা তাহলে 🌚
Context in comment section

যারা ২ জুন,২০২৫ বলেছে নির্বাচনের ব্যাপারে সরকারকে চাপ দিবেনা। তারাই আবার  নির্বাচনের তারিখ ঘোষনার কারন দেখিয়ে ১৭ জুন, ২০...
17/06/2025

যারা ২ জুন,২০২৫ বলেছে নির্বাচনের ব্যাপারে সরকারকে চাপ দিবেনা। তারাই আবার নির্বাচনের তারিখ ঘোষনার কারন দেখিয়ে ১৭ জুন, ২০২৫ এ এসে সংস্কার বিষয়ক সংলাপ বয়কট করেছে।

আপনাদের কি মনে হয় জামায়াত শিবির সংস্কার চায়??

15/06/2025

ভোট দিলে পাল্লায়,
পাছা মারবে মোল্লায়!
শরীর থাকবে দেশে,
রক্ত খাবে পাকিস্তান

10/06/2025

দুদু ভাইয়ের পুরো বক্তব্য থেকে খন্ডিত অংশ কেটে গুজব ছড়াচ্ছে মলদ্বার দিয়ে জন্ম নেওয়া শিবির ছানারা।পুরা বক্তব্য দেখেন।

লক্ষ্মীপুরের ঘটনা এবং বাস্তবতা। ঘটনার সূত্রপাত ইমামের ভাতিজার কল চুরি নিয়ে।সেটাকে কেন্দ্র করে বিচার আহ্বানের পরও ঐ ফ্যাম...
08/06/2025

লক্ষ্মীপুরের ঘটনা এবং বাস্তবতা। ঘটনার সূত্রপাত ইমামের ভাতিজার কল চুরি নিয়ে।সেটাকে কেন্দ্র করে বিচার আহ্বানের পরও ঐ ফ্যামিলি বসলো না।এর পর ঐ ছেলেকে এলাকায় আসলো এটা নিয়া ঝামেলা হয়। শেষে তা গড়ায় মারামারিতে। ইমাম সাহেবও এই মারামারিতে অংশগ্রহণ করছিলেন স্থানীয়দের ভাষ্য মতে।পরে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি আসলেন যথারীতি যোহর এবং আসরের নামাজ পড়ালেন। মাগরিবের সময় ঘুমিয়ে ছিলেন।উনি আবার দুবার স্ট্রোক করা রোগী।এরপর উনি মৃত্যুবরণ করেন।সেটাকে নিয়ে যে পরিমাণ নোংরামী করলো মাশাল্লাহ।
সুস্থ তদন্তের মাধ্যমে দোষীর বিচার হোক

31/05/2025

ঠিকানা টিভির একটি আলোচনায় এবি পার্টির মঞ্জু ভাই মন্তব্য করেছেন—বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে, সেটা নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের উপর। তার ভাষ্য অনুযায়ী, যদি তারেক রহমান জাশি এবং এনসিপি-কে যথাক্রমে নির্দিষ্ট পরিমাণ আসন ছেড়ে দেন, তাহলে নির্বাচন সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হতে পারে।

এই বক্তব্যে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন ড. জাহিদ, যিনি জানতে চান: “তাহলে কি ড. ইউনূস এখন জাশি এবং এনসিপির ম্যানেজার?” উত্তরে মঞ্জু ভাই বলেন—“সেটা বুঝে নিন।”

ওনার সংলাপ আমলে নিলে আপনার কাছে একটি বিষয় স্পষ্ট হবে: সংস্কার প্রক্রিয়া বা জাতীয় ঐকমত্য নয়, মূল লক্ষ্য হচ্ছে এনসিপি-র সংসদে প্রবেশ এবং প্রধান বিরোধী দল হিসেবে নিশ্চিত করা। নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে যখন এ ধরনের শর্তাধীন ভাগাভাগি কিংবা বৈষম্যের সমীকরণ সামনে আনে কেউ, যা গণতন্ত্র নয়—বরং কৌশলগত জায়গা দখলের খেলা, তখন খুবই হতাশ লাগে। আশা করি প্রফেসর ইউনূস এই পৃষ্ঠায় অবস্থান করছেন না।

এ প্রকারের প্রক্রিয়াকে রাজনৈতিক সংস্কার বলা কতটা যুক্তিযুক্ত আপনিই নির্ধারণ করেন।

31/05/2025

পিনাকী তারেক রহমানকে দেশে আসতে বারবার চাপাচাপি করছে।

এদিকে সুব্রত বাইন লন্ডন যাওয়ায় বিলম্ব হচ্ছিল। ফলে দেশ বেশ সুবিধাজনক জায়গা অপারেশন শেষ করার জন্য।
---
এখন পিনাকী আর ইলিয়াসের যুক্তি অনুসারে অবশ্যই পিনাকীকে র' এর এজেন্ট হতে হবে।

- আবু নুসাইবা।

10/05/2025

ফেব্রুয়ারীর ১০ তারিখে বিএনপির পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দেওয়া হয়।

একটা গনতান্ত্রিক পার্টি হিসাবে বিএনপি তার কাজ করেছে। সরকার যদি বিচার না করে, তাহলে বিএনপি কী করবে সেটাও বলেছে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে বিচার করবে।

এখানে কোনো লুকোচুরি নেই। মুনাফেকি নেই।

06/05/2025

বাংলাদেশে খালেদা যুগান্তকারী যত কাজ..

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when আপোসহীন মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপোসহীন মিডিয়া:

Share

Category