আপোসহীন মিডিয়া

আপোসহীন মিডিয়া সত্য ও ন্যায়ের পক্ষে।

লীগারদের ত্রাণকর্তা জামায়াত
20/10/2025

লীগারদের ত্রাণকর্তা জামায়াত

পলিটিক্যাল প্রস্টিটিউট
19/10/2025

পলিটিক্যাল প্রস্টিটিউট

19/10/2025

ঠিক না বেঠিক?

মুরুব্বিরা কথা বলতে না বলতেই ফলে যায়🤪
18/10/2025

মুরুব্বিরা কথা বলতে না বলতেই ফলে যায়🤪

পরপর তিনটি অগ্নিকান্ডের পর ১২০০ টন মাল নিয়ে জাহাজডুবি। এরপর কিছুক্ষনের ভেতর আরও দুটি আগুনের ঘটনার খবর এলো মাত্র।স্বাভাবি...
18/10/2025

পরপর তিনটি অগ্নিকান্ডের পর ১২০০ টন মাল নিয়ে জাহাজডুবি। এরপর কিছুক্ষনের ভেতর আরও দুটি আগুনের ঘটনার খবর এলো মাত্র।

স্বাভাবিক নয় কোন ভাবেই। কারা ঘটাতে পারে এসব ঘটনা!

১) যারা নির্বাচনে অংশ নিতে পারছে না; তাদের প্রভুরা?

২) যারা নির্বাচন বানচাল করে ডিফ্যাক্টো ক্ষমতা দীর্ঘায়িত করতে চান; তাদের প্রভুরা?

আপনার সন্দেহ কোন দিকে?

পালটা ইন্টেলিজেন্স একসানের ভয় না থাকলে এমন দেশ এমন ঘটনা ঘটাতে দ্বিতীয়বার ভাববে না।

এরা শুয়োর
18/10/2025

এরা শুয়োর

18/10/2025

এতিমখানারও একটা এডমিন ও কিছু দায়িত্বশীল লোক থাকে কিন্তু আমাদের দেশের দায়িত্বপ্রাপ্তদের কোন দায়িত্বশীল আচরণ দেখি না।

একটা দেশের প্রধান ও আন্তর্জাতিক বিমানবন্দর আগুনে পুড়ে ছাই হয়ে যায় কিভাবে ? এতো দায়িত্বহীন আচরণ হয় কিভাবে ?

একটা ছোট্ট গ্যাসের দোকানে আগুন নির্বাপক যন্ত্রপাতির জন্য ফায়ার ব্রিগেড ও ডিসি এবং পুলিশ প্রশাসন যেভাবে ডিস্টার্ব করে কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে খোজ নেয়ার জন্য কোন প্রতিষ্ঠান নাই।

আমাদের দেশ একটা এতিমখানা থেকেও অসহায়।

আল্লাহ তোমার খাস গায়েবি সাহায্য ছাড়া আমি ও আমাদের দেশ আইসিইউ রোগীর ন্যায় অসহায়।
সমস্ত অকল্যান থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।
আমিন।

Simply মোনাফেকি
17/10/2025

Simply মোনাফেকি

16/10/2025

বিএনপিই বাংলাদেশ 🔥❤️

16/10/2025

জামায়াতে ইসলামী আন্দোলন করছে পি আর পদ্ধতির জন্য। যেটা অনেকটা ভারতের পছন্দের পদ্ধতি। কেননা পি আর বাস্তবায়ন হলে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা চিরস্থায়ীভাবে বিদ্যমান থাকবে, একটা দূর্বল সরকার প্রতিষ্ঠা পাবে, যেটা ভারত সবসময় চায়, যত দূর্বল সরকার, ততই ভারতের এদেশে নিয়ন্ত্রণ । কারণ তাদের পাপেট সরকার এই মূহুর্তে বাংলাদেশে নেই।

অন্যদিকে বিএনপি আন্দোলন করছে জনগনকে সাথে নিয়ে তিস্তার পানির জন্য। যে তিস্তার উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় কোটি মানুষ নির্ভরশীল। আর এই তিস্তা ইস্যু ভারতকে আরো খেপিয়ে তুলবে জেনেও বিএনপি এটা করছে এদেশের মানুষের জন্য।

এখন সিদ্ধান্ত এদেশের মানুষের, তারা কাদের গ্রহন করবে আর কাদের বর্জন করবে। আর এটাও বুঝে নেওয়ার যে এই দেশে কোন দল কোন দেশের পারপার্স প্রত্যক্ষ পরোক্ষভাবে সার্ভ করে।

জাগো বাহে তিস্তা বাঁচাই। ধন্যবাদ, বিএনপি।
16/10/2025

জাগো বাহে তিস্তা বাঁচাই। ধন্যবাদ, বিএনপি।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when আপোসহীন মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপোসহীন মিডিয়া:

Share

Category