আপোসহীন মিডিয়া

আপোসহীন মিডিয়া সত্য ও ন্যায়ের পক্ষে।

জামায়াত এর রাজনীতির সাথে আওয়ামিলীগ যে জড়িত, এর একটা দালিলিক প্রমাণ এই ছবি। ছবিতে দেখতে পাচ্ছেন জামায়াতের আমিরের পররাষ্ট্...
01/10/2025

জামায়াত এর রাজনীতির সাথে আওয়ামিলীগ যে জড়িত, এর একটা দালিলিক প্রমাণ এই ছবি।

ছবিতে দেখতে পাচ্ছেন জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান। যার সাথে শেখ হাসিনার ছবি, যুবলীগ সভাপতির ছবি, এছাড়া আওয়ামিলীগ এর এক প্রভাবশালী মন্ত্রীর ছবি। এই লোক শেখ হাসিনার কাছাকাছি পর্যন্ত ছিলো, আওয়ামিলীগ এ তার এই প্রভাব নিয়ে এখন সে জামায়াত এর আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা।

জামায়াত এত বছর আওয়ামিলীগ এর সাথে যে গোপন লিয়াজু করে জাতির সাথে বেইমানি করে গেছে, সেগুলো আস্তে আস্তে সামনে আসবে। আল্লাহ এই মোনাফেকদের হাত থেকে রক্ষা করুক।

জামায়াত লীগ ভাই ভাই বাংলাদেশের রক্ষা নাই
01/10/2025

জামায়াত লীগ ভাই ভাই বাংলাদেশের রক্ষা নাই

30/09/2025
29/09/2025

আমরা আপনাকে দিবো সবচেয়ে ভালো বিকল্প, সিলেকশন আপনার কাছে,আপনি কোনটা নিবেন...!

আগামী নির্বাচনে জয়লাভ করলে বিএনপি অন্তত ৫ টা জিনিস আপনাকে দিবে,যার ধারেকাছেও কোনো দল চিন্তা করতে পারেনি।চলুন আজ জানি সেই ৫ টা জিনিস কি কি?

১.কৃষকদের জন্য "Farmer's কার্ড"

কৃষিপ্রধান বাংলাদেশে ৭০% মানুষ এখনো গ্রামে বাস করে,যেখানে সিংহভাগ মানুষ জড়িত কৃষিকাজে।কিন্তু আমার দেশের মেরুদণ্ড কৃষকদের জীবনই পার হয় সবচেয়ে বেশি দুঃখ দুর্দশায়।অথচ সোনার ফসল ফলিয়ে তারাই আমাদের খাদ্য চাহিদা মেটান।মোটাদাগে আমাদের কৃষকদের সবচেয়ে বড় সমস্যা গুলো হলো---
⭕ফসলের ন্যায্য মূল্য না পাওয়া
⭕অপর্যাপ্ত হিমাগারের জন্য ফসল সংরক্ষণ করতে না পারা
⭕বীজের উচ্চমূল্য
⭕তথ্যের অপ্রতুলতার জন্য ফসলহানি
⭕উৎপাদন খরচ অত্যধিক বেশি

সমাধান:

এ সবগুলো সমস্যা থেকে কৃষকদের মুক্তি দিবে Farmer's কার্ড।কিভাবে??

কৃষি কার্ডের ডিজিটালাইজেশনের মাধ্যমে তথ্যের অপ্রতুলতা দূর হবে।কৃষকেরা সারাদেশের বাজার সিস্টেমের সাথে নিজেদের সংযুক্ত করতে পারবে।বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী সকল ফসলের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হলে ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত হবে।তাছাড়া কোন কৃষক কি ফসল উৎপাদন করেন,কতটুকু জমি চাষ করেন এসব তথ্য সরকারি ডাটাবেসে থাকার ফলে সরকার আমদানি-রপ্তানির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করতে পারবে।উপজেলা স্তরে হিমাগারের সংখ্যা বাড়ানো এবং নতুন করে স্থাপন বিএনপির আরো একটা প্রতিশ্রুতি। এর ফলে সারাবছর সব ধরনের ফসল পাওয়া নিশ্চিত হবে।দাম হঠাৎ করে অস্বাভাবিক হারে কমে যাবে না বা বেড়ে যাবে না।বীজ সংরক্ষণ করতে পারায় বীজের উচ্চ মূল্য দূর হবে।
আর সবচেয়ে বড় বিষয় হলো কৃষকদের সরবরাহ করা কার্ড কৃষি ঋণ প্রাপ্তি সহজলভ্য করবে।সরকারি সহায়তা,সার,কীটনাশক, বীজ সরবরাহ সুনিশ্চিত করবে।

------------------------------------------------------------------------------------

২.প্রতি পরিবারে "ফ্যামিলি কার্ড"

গ্রাম এবং শহর উভয় জায়গাতেই বাংলাদেশের বড় সমস্যা হলো দারিদ্র্য। ২০-৩০% মানুষ এখানে দারিদ্র্য সীমার নিচে বাস করে।আরো অন্তত ৩০-৪০% মানুষ এখানে নামে নিম্ন মধ্যবিত্ত,আদতে ঋণে জর্জরিত জীবন নির্বাহ করে।এ বিশালসংখ্যক মানুষ কেবলমাত্র নিজেদের খাদ্য সমস্যা সমাধানেই হিমশিম খায় প্রতিনিয়ত।

উপরে উল্লেখিত ৫০-৭০% পরিবারের এই মানবেতর জীবনে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ হতে পারে যুগান্তকারী একটা বিষয়। মোটাদাগে এই উদ্যোগ প্রতিটি পরিবারে আর্থিক দুর্দশা লাঘব,খাদ্য সমস্যার সমাধান, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করবে যেহেতু গৃহকর্ত্রীর নামে এই কার্ড সার্কুলেট করা হবে। দারিদ্র্য, দারিদ্র্যসীমার নিচে এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে এই কার্ড আশার আলো হয়ে আসবে।এর আওতাধীন পরিবারগুলোকে মাসিক ভিত্তিতে সরকারি ভাবে খাদ্য সহায়তা,ভাতা,এককালীন আর্থিক সহায়তা করার কথা বলা হয়েছে পরিকল্পনায়।এর ফলে পরিবারগুলোর মৌলিক চাহিদা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে।

------------------------------------------------------------------------------------

৩.স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে "Health কার্ড"

একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে স্বাস্থ্যখাতের দুর্দশা আর নাজেহাল অবস্থার কিছুটা হলেও গত দেড় বছরে খুব কাছ থেকে চাক্ষুষ দেখেছি।
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সমস্যা গুলো হলো:
⭕সরকারি হাসপাতাল বাংলাদেশে হাতে গোনা,সরকারি হাসপাতাল গুলোতে পর্যাপ্ত সেবা মিলে না
⭕অর্থাভাবে থাকা আমাদের জনগণ ঠিকমতো চিকিৎসা সেবা পায় না
⭕বিভিন্ন টেস্টের উচ্চ মূল্য বড় বাধা রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে
⭕ভ্যাকসিনেশন কর্মসূচি প্রয়োজনের তুলনায় খুবই কম

স্বাস্থ্য কার্ড কিভাবে সমস্যা সমাধান করবে??

--কার্ডের আওতাভুক্ত মানুষগুলো বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা পাবে চিকিৎসার জন্য। তাছাড়া দরকারি মেডিসিন সরবরাহ করা হবে সরকারি উদ্যোগে।কার্ডের ইনফো ব্যবহারের মাধ্যমে ভ্যাক্সিনেশন প্রোগ্রাম সফল করা যাবে,এর ফলে তথ্য ঘাটতি থাকবে না।নির্দিষ্ট এলাকায় কোন রোগের প্রকোপ বেশি সরকার সে তথ্য কাজে লাগিয়ে প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে পারবে।

"Health কার্ড" কিভাবে কাজ করবে??

-- পশ্চিমবঙ্গে মমতার সরকার ২০২১ সালে বিধানসভা ভোটে জিতে "স্বাস্থ্য সাথী" নামে এ ধরনের উদ্যোগ নিয়েছে।পুরো রাজ্যে এখন তা বিস্তৃত হয়েছে।ভারত সরকারও "আয়ুষ্মান ভারত" নামে এ ধরনের কর্মসূচি চালু করেছে অনেক দিন আগে।উদ্দেশ্য দরিদ্র মানুষগুলো যেন স্বাস্থ্যসেবা পায়।এ উদ্যোগ গুলোর সুফল সেখানে মানুষ ভালোভাবেই পাচ্ছে। তাছাড়া আমেরিকার ওবামা কেয়ার কিংবা যুক্তরাজ্যের পাবলিক হেলথ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করলেও এ বিষয়টা নিয়ে আরো ক্লিয়ার ধারনা পাওয়া সম্ভব।
(বিস্তারিত লিখবো আরেক দিন)

------------------------------------------------------------------------------------

৪.এক কোটি কর্মসংস্থান সৃষ্টি

বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা গুলোর একটি বেকারত্ব। লাখ লাখ শিক্ষিত ছেলে বেকার ঘুরছে।চার দেয়ালের অন্তরালে চোখের পানি ফেলে হাজার হাজার স্নাতক সার্টিফিকেট ধারী।চাকরির পরীক্ষা দিতে দিতে ক্লান্ত কত তরুণ।সুতরাং সরকার যেই চালাক এ সমস্যার সমাধান করতেই হবে,সেটা যেভাবেই হোক।

প্রশ্ন হলো, এক কোটি কর্মসংস্থান তৈরি করা কি সম্ভব??

-- আমির খসরু এ প্রশ্নের উত্তরে বলেছিলেন,"সম্ভব না হলে প্রতিশ্রুতি দিচ্ছি নাকি?"

সম্পূরক প্রশ্ন : কিভাবে সম্ভব?

--বাংলাদেশে সরকারি চাকরিতেই অন্তত ৫ লাখ পদে নতুন করে নিয়োগ দিতে পারবেন,যে পদগুলো শূণ্য হয়ে আছে।

--তারেক রহমানের ভাবনা বাস্তবায়ন হলে প্রাথমিক ও মাধ্যমিক লেবেলে স্কুল,কলেজ,মাদ্রাসা গুলোতে অন্তত একজন করে ভাষা বিষয়ক, একজন খেলাধুলা বিষয়ক, একজন সংস্কৃতি বিষয়ক শিক্ষক নিয়োগ দিতে হবে।আপনি জানেন কি সারাদেশে কতগুলো প্রাথমিক,মাধ্যমিক লেবেলের স্কুল এবং মাদ্রাসা আছে??
সংখ্যা টা ১ লক্ষ ৫০ হাজারের আশেপাশে। তাহলে হিসাব করেন এই খাতে কতজনের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে?

--সারাদেশে থাকা ৩ লক্ষের মতো মসজিদে সরকারি উদ্যোগে অন্তত ৬ লক্ষ মাদ্রাসা ছাত্রের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হতে পারে(একজন ইমাম+একজন মুয়াজ্জিন)।

--সরকারি-বেসরকারি এবং বৈদেশিক বিনিয়োগে নতুন সরকার ১০ টা নতুন ইকোনমিক জোন তৈরি করার উদ্যোগ নিলে সেখানে কর্মসংস্থান নিশ্চিত হবে অন্তত ১০ লক্ষ মানুষের।

-- উপজেলা স্তরে কৃষকদের দুর্দশা লাঘবে সরকারি উদ্যোগে হিমাগার,কৃষি সহায়তা সেন্টার,কৃষি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিলে খাত গুলো কৃষকদের সুদিন আনয়নের সাথে কমপক্ষে কয়েক লক্ষ মানুষের জীবিকার ব্যবস্থা করবে।

-- প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং নির্দিষ্ট কাজে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বিশাল সংখ্যক বেকার যুবককে মুক্তি দিবে বেকারত্বের অভিশাপ থেকে

সুতরাং বিএনপির লক্ষ্য এবং পরিকল্পনা খুব বেশি বাস্তব, দরকার শুধু সাহস,সাহসী মানুষ,গোছানো পরিকল্পনা আর মানুষের সমর্থন।

----------------------------------------------------------------------------------

৫. শিক্ষিত তরুণদের জন্য "বেকার ভাতা"

বিএনপি প্রতিশ্রুতি দিয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যদি তাৎক্ষণিক সেটা নিশ্চিত করতে না পারে তাহলে একাডেমিক পড়াশোনা শেষে অন্তত এক বছর পর্যন্ত মাসিক আর্থিক সহায়তা করা হবে তরুণদের।বেকারত্ব যেন কোনো জীবন কেড়ে নিতে না পারে,হতাশায় যেন ডুবে না যায় আমার দেশের সম্ভাবনাময় জনশক্তি তার জন্য সম্ভাব্য সকল বিকল্প প্রস্তুত।

অন্তত শিক্ষিত ছেলেগুলো যেন নিজেদেরকে সমাজের বোঝা মনে না করে,অন্ন সংস্থানের জন্য, নিজের ভরণপোষণের জন্য পড়াশোনা শেষে পরিবারের ওপর নির্ভরশীল হতে না হয় তার জন্য আর্থিক সহায়তা হতে পারে সম্ভাব্য সবচেয়ে ভালো অপশন,যতদিন না কাজের ব্যবস্থা না হয়।উন্নত দেশগুলো সহ অনেক উন্নয়নশীল দেশেও এই ব্যবস্থা চালু আছে।আমাদের জন্য এটা ভালো লাগার বিষয় হলো অন্তত একটা দল ও সে দলের প্রধান নেতা এ বিষয়টাকে সামনে নিয়ে এসেছেন।

--------------------------------------------------------------------------------

এখন প্রশ্ন আপনার কাছে, আপনি আসলে কি চান??

আমরা সকল বিকল্প আপনাকে দেখাচ্ছি,আমরা বলছি কৃষি সমস্যার সমাধান করবো,কৃষক তার ন্যায্য মূল্য পাবে,খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে(বিএনপি দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে ১৯৭৫ এর পরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দেখিয়েছে),স্বাস্থ্য সুরক্ষা আমাদের প্রতিশ্রুতি, আমরা নিশ্চয়তা দিচ্ছি আপনার কর্মসংস্থানের।আমরা কোনো বেকারকে সমাজের বোঝা হতে দিবো না বরং প্রত্যেক কে তৈরি করবো আত্মনির্ভরশীল মানুষ হিসেবে।
আমরা যাকাত কিংবা অনুদানের জন্য বিদেশে হাত পাতবো না,আমরা দেশের ভিতর সম্পদ তৈরি করবো,দেশের সম্পদ সুষমভাবে বন্টনের ব্যবস্থা করবো।আমরা ভিক্ষা করে নয়,কাজ করে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি।

প্রশ্ন আপনার কাছে,আপনি কি আমাদের এই যাত্রায় আমাদের সঙ্গী হবেন? সমর্থন দিবেন আমাদের??

আমাদের পরিকল্পনা সুস্পষ্ট, আমাদের কর্মসূচিও প্রকাশ্য, আমরা কি করতে চাই তা আমরা জানি, সে অনুযায়ী পরিকল্পনা এবং কর্মপন্থাও প্রস্তুত।আমাদের দরকার কেবল আপনাদের সমর্থন।

কৃষি,খাদ্য,স্বাস্থ্য,বেকারত্ব সমস্যার সমাধান-আমাদের অঙ্গীকার

সবাই মিলে গড়বো দেশ
সবার আগে বাংলাদেশ।

বাংলাদেশ জিন্দাবাদ 🇧🇩

দলীয় লোগো থেকে আল্লাহ ও আকিমুদ দ্বীন শব্দ বাদ দিয়েছে জামায়াতে ইসলামী।তো এরা নাকি ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবে?😀
28/09/2025

দলীয় লোগো থেকে আল্লাহ ও আকিমুদ দ্বীন শব্দ বাদ দিয়েছে জামায়াতে ইসলামী।তো এরা নাকি ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবে?😀

28/09/2025

চরমোনাই এর দালালি!

28/09/2025

ভোট চাইতে গিয়ে বিক্রি করে ইসলাম, মন্দিরে গিয়ে করে গিতা পাঠ এরই নাম মুনাফেকি জামাত!

28/09/2025

জামায়াতের নেতা জামায়াতের আমীরকে কাফের বলছে আমি না সরি🙄

27/09/2025

নিউইয়র্কে ম্রা খাবার পর .....

" তোদের একটাকেও ছাড়বো না "
- মুবাইলে শেঁকাচিনাহ্

27/09/2025

জামাতে ইসলাম, তারা ইসলামের আদর্শ বাস্তবায়ন করবে বলে রাজনীতি করে। ভালো কথা, আলহামদুলিল্লাহ।

এদের আমির কোন ইসলামি স্কলার নন, ছাত্রজীবনে করেছেন বাম রাজনীতি, যে বামকে তার দলের লোকজনই দিনরাত গোসল করতে বলে শাহবাগী বলে খোদ তাদের সর্বোচ্চ নেতার রাজনৈতিক পাঠশালা হইলো একটা "গোসল না করা নাস্তিকের" দল।

তাদের সেক্রেটারি জেনারেল, মিয়া গোলাম পারওয়ার, রাজনীতি শুরু করেন জাসদ ছাত্রলীগের আন্ডারে, যেটাও আরেক বামপন্থী সংগঠন। তারও পড়াশোনা জেনারেল লাইনে, হিসাববিজ্ঞান। ইসলামি স্কলার নন।

জামাতের আরেক শীর্ষ নেতা ডাঃ তাহের, বর্তমান জামাতের নায়েবে আমির। তিনি জেনারেল লাইনে পড়সেন শুধু তাই নয়, সপ্তাহ খানেক আগে তিনি একজায়গায় সুরা তেলাওয়াত করছিলেন যেখানে মিনিমাম ৫টা ভুল করসেন উনি।

একটা কথিত ইসলামি দলের শীর্ষ নেতাদের অবস্থা এই, যারা আবার কথায় কথায় বলে বেড়ায় তাদের ভোট দিলে জান্নাত কনফার্ম। অথচ নিজেরা দল চালাইতেসে দুইজন "গোসল না করা" সংগঠন এর লোক দিয়ে।

এরা আবার ইসলামের রক্ষাকর্তা সাজতে চায়। মুনাফেকি যে কোন লেভেলে চলতেসে আপনারা টেরও পাচ্ছেন না। 🥱

27/09/2025

জামায়াত লীগের সাথে যোগাযোগ রাখছে?

মানবজমিন প্রতিবেদন অনুসারে-- হাসিনাকে বাদ দিয়ে রিফর্মড আওয়ামী লীগের প্রস্তাব হাসিনাকে দেওয়া হয়েছে।- দুইটা দেশ আওয়ামী লীগ...
25/09/2025

মানবজমিন প্রতিবেদন অনুসারে-

- হাসিনাকে বাদ দিয়ে রিফর্মড আওয়ামী লীগের প্রস্তাব হাসিনাকে দেওয়া হয়েছে।

- দুইটা দেশ আওয়ামী লীগের হয়ে ওকালতি করছে।

- বড় দলগুলি আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে থাকলেও জনরোষের ভয়ে কিছু করতে পারছে না।

- তলে তলে একটা রাজনৈতিক শক্তি হাসিনার সাথে যোগাযোগ রাখছে।

- হাসিনা মনে করে ইউনুস চলে গেলেই সে রাজনীতিতে ফিরতে পারবে।

সর্বজন শ্রদ্ধেয় এসব ইস্যুতে মানবজমিনকে কোট করলেও সেই রাজনৈতিক শক্তির পরিচয় দিতে ভুলে গেছেন।

প্রশ্ন হচ্ছে কারা সেই রাজনৈতিক শক্তি?

মানব জমিন জানাচ্ছে :এই রাজনৈতিক শক্তির প্রধাননেতা ৩ই সেপ্টেম্বর সব পাপ ক্ষমা করে দিয়েছিলেন।

তিনি কে?

ছবিতে দেখে নিন।

________

ব্যক্তিগত দ্বায়বদ্ধতার জায়গা থেকে মানব জমিনের খবরের বাইরে আরেকটা খবর জানিয়ে রাখতে চাই:

পশ্চিমা দুইটিদেশ যার একটি ফ্রান্স ( আরেকটার পরিচয় সম্পর্কে আমি নিশ্চিত না) এর পক্ষ থেকে আরেকটা বড় দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে (যিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন) "আওয়ামী লীগ" এর বিষয়ে আলাপ করার জন্য এপ্রোচ করা হয়েছিলো। আলোচনার বিষয়বস্ত ছিলো:

ক) আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া ;
খ) আওয়ামীলীগ কে নির্বাচনে অংশ গ্রহণ করতে দেওয়া;
গ) শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন।

এর জবাবে জানানো হয়

ক) বিচারিক প্রক্রিয়ায় যে আদেশ আসবে তার বিষয়ে সেই বড় দলটি কোন হস্তক্ষেপ করবে না, বিচারিক প্রক্রিয়ায় যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে তাদের করার কিছু থাকবে না। একই প্রক্রিয়ায় যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুকে নেওয়া হয়..তাতেও তাদের আপত্তি থাকবে না। সেই বড় দলটি বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোন গ্যারান্টি তারা কাউকে দিতে পারবে না।

খ) নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে অভ্যুত্থানে অংশ নেওয়া সব ক্রিয়াশীল শক্তি গুলো একমত হয়ে যে সিদ্ধান্ত নিবে সেটি সেই বড় দলটি মেনে নিবে। সেটা যাই হোক।

গ) শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক ফৌজদারী মামলা চলমান। তিনি দেশে আসলে তাকে অবশ্যই সেই বিচারিক প্রক্রিয়ায় বিচারের সম্মুখীন হতে হবে। জুলাই ম্যাসাকার এর সাথে সরাসরি জড়িত সবাইকেই এই বিচারের মধ্যে দিয়েই যেতে হবে। এখানে দ্বায়মুক্তির কোন সুযোগ নেই। এই সময় সেই শীর্ষ দলের দ্বিতীয় প্রধান নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারাবাস এবং আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাদের মৃত্যুদন্ড কার্যকরের বিষয়টি উদাহারণ হিসেবে আনেন।

এরপর সেই পশ্চিমা শক্তিগুলো থেকে আলোচ্য বড় ইসলামিক দলকে এপ্রোচ করা হলে তারা আনঅফিসিয়াল চ্যানেলে জানান

"তাদের প্রতিদ্বন্ধী বড় দলটি যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে আপত্তি না করে তাহলে তাদের ও কোন আপত্তি নেই। এমনকি লীগ শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচনে এলেও তারা এর জন্য প্রস্তুত আছে।"

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when আপোসহীন মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপোসহীন মিডিয়া:

Share

Category