Pothik fashion

Pothik fashion Pothik – A journey told through every step. Born from creativity, freedom & exploration, it reflects the soul that dares to move.

More than a brand — it's a mindset, a movement & a message for every wanderer at heart. We are offering our customers different types of gents item like shirts,polo shirts,pants etc. and also offering you ladies items like orna , tops,3pcs,different types of ladies accessories,ladies pants etc.

প্রিয় মানুষ মানে শুধু ভালোবাসার মানুষ না —সে এমন একজন, যাকে দেখলেই মনটা শান্ত হয়ে যায়।যার সাথে কিছু না বললেও মনে হয় ...
04/05/2025

প্রিয় মানুষ মানে শুধু ভালোবাসার মানুষ না —
সে এমন একজন, যাকে দেখলেই মনটা শান্ত হয়ে যায়।
যার সাথে কিছু না বললেও মনে হয় সব কিছু বলা হয়ে গেছে।
একটা ছোট্ট মেসেজ, একটা ফোন কল — পুরো দিনটাই বদলে দিতে পারে।

প্রিয় মানুষ মানে —
যে রাগ করলে মন খারাপ হয়,
যে চুপ থাকলে অস্থির লাগে,
আর যার হাসি দেখলে মনে হয়, জীবনটা অনেক সুন্দর।

প্রিয় মানুষ সবসময় পাশে না থাকলেও,
তার উপস্থিতি মনে হয় হৃদয়ের খুব কাছেই আছে।
তার সুখে মন হাসে, আর কষ্টে নিজেও ভেঙে পড়ি।

সব সম্পর্ক এক রকম হয় না,
কিন্তু একেকটা প্রিয় মানুষ মনে এমন জায়গা করে নেয় —
যেখান থেকে তাকে আর কখনও মুছে ফেলা যায় নাl

Pothik

#প্রিয়মানুষ #মনেপ্রিয় #ভালোবাসারশব্দ

পাহাড়ের নীরবতা, নদীর স্রোত, আকাশের রঙ বদল—প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে। যুগে যুগে মানুষ এই সৌন্দর্যের প্রেমে পড়েছে, ...
03/05/2025

পাহাড়ের নীরবতা, নদীর স্রোত, আকাশের রঙ বদল—প্রকৃতি তার নিজস্ব ভাষায় কথা বলে। যুগে যুগে মানুষ এই সৌন্দর্যের প্রেমে পড়েছে, লিখেছে গান, আঁকেছে ছবি।

আজও যখন প্রকৃতির মাঝে হাঁটতে যাই, মনে হয়—এটাই আসল শান্তি।
প্রকৃতিকে ভালোবাসুন, কারণ ওর মাঝেই আছে আমাদের প্রাণের স্পন্দন।

Pothik

30/04/2025

জীবনে চলার পথে আমরা সবাই কোনো না কোনো সময় হেরে যাই, থেমে যাই, ভেঙে পড়ি। কিন্তু জানো কি? হেরে যাওয়াই শেষ না—হতাশ হওয়ার পরেও আবার উঠে দাঁড়ানোই আসল শক্তি।

আজ তুমি যদি ব্যর্থ হও, মনে রেখো—এটা তোমার গল্পের শেষ নয়, বরং শুরু। প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখায়, গড়ে তোলে, আর তোমাকে আরও শক্ত করে তোলে। সফল মানুষরা একদিনে সফল হননি। তারা বারবার হেরেছেন, কিন্তু কখনো থেমে যাননি।

তুমি হয়তো এখন পড়াশোনায় পিছিয়ে, জীবনে দিশেহারা, অথবা সমাজের চোখে "ব্যর্থ"—কিন্তু মনে রেখো, তোমার ভেতরে সেই আগুন আছে যা পাহাড়ও গলিয়ে দিতে পারে।
নিজেকে বিশ্বাস করো, ছোট লক্ষ্য নয়—বড় স্বপ্ন দেখো, আর প্রতিদিন এক ধাপ করে এগিয়ে যাও।

তোমার সময় আসবেই—শুধু লেগে থাকতে হবে।
সফলতা তার কাছেই আসে, যে কখনো হাল ছাড়ে না।

তুমি পারবে—কারণ তুমি থেমে যাওয়ার জন্য জন্মাওনি।

🙂🙂🙂

26/04/2025
06/01/2025

ইলিয়াসের টক শো করা মেজর ডালিম আসল ডালিম নয়! আসল ডালিমের ছবি প্রথম কমেন্টে আছে

Address

London

Telephone

+447448831718

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pothik fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pothik fashion:

Share