
04/05/2025
প্রিয় মানুষ মানে শুধু ভালোবাসার মানুষ না —
সে এমন একজন, যাকে দেখলেই মনটা শান্ত হয়ে যায়।
যার সাথে কিছু না বললেও মনে হয় সব কিছু বলা হয়ে গেছে।
একটা ছোট্ট মেসেজ, একটা ফোন কল — পুরো দিনটাই বদলে দিতে পারে।
প্রিয় মানুষ মানে —
যে রাগ করলে মন খারাপ হয়,
যে চুপ থাকলে অস্থির লাগে,
আর যার হাসি দেখলে মনে হয়, জীবনটা অনেক সুন্দর।
প্রিয় মানুষ সবসময় পাশে না থাকলেও,
তার উপস্থিতি মনে হয় হৃদয়ের খুব কাছেই আছে।
তার সুখে মন হাসে, আর কষ্টে নিজেও ভেঙে পড়ি।
সব সম্পর্ক এক রকম হয় না,
কিন্তু একেকটা প্রিয় মানুষ মনে এমন জায়গা করে নেয় —
যেখান থেকে তাকে আর কখনও মুছে ফেলা যায় নাl
Pothik
#প্রিয়মানুষ #মনেপ্রিয় #ভালোবাসারশব্দ