19/07/2024
এত বছরের অভিজ্ঞতা কি যতেষ্ট নয় এই বাঙালিদের জন্য?
কান পেতে ভালো করে শুনোন,
বাংলার মাটি স্বাধিনতার স্বাদ এখনো পায়নি।
যেই স্বাধিনতার স্বাদ গ্রহণ করেছিলো ১৪০০ শত বছর আগে
মক্কা, কায়সার এবং কিসরা।
বাংলার মাটিতে রক্ত প্রবাহ থামবে না,
মানুষের স্বাধিনতার তৃষ্ণা মিটবে না,
যতই ক্ষমতার পালা বদল করেন,
ইসলামিক রাষ্ট-ব্যবস্থা-ই একমাত্র স্বধিনতার পথ।
যে ভাই এবং বোনেরা আজ রাজপথে নেমেছে অন্যায়ের বিরুদ্ধে এবং যারা আহত এবং নিহত হয়েছেন,
আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন এবং ইসলামের প্রতি চেতনা জাগিয়ে দেন।
যাতে আমরা যেনো বলতে পারি যে,
আমার ভাই এবং বোনেরা শুধু নিজের অধিকারের জন্য নয়,
বরং আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যায়ের বিরুদ্ধে রক্ত প্রবাহিত করছেন।