Shoaib’s UK life

Shoaib’s UK life I’m a Bangladeshi
I share my UK lifestyle in this page

04/01/2025

 Recently I have been invited for a dinner party at my Northumbria University as recent graduate. As a recent graduate I...
03/01/2025


Recently I have been invited for a dinner party at my Northumbria University as recent graduate. As a recent graduate I was the luckiest student of my batch of 2022-2024 among 232 students.
It was a great experience indeed.

English Speaking দেশগুলো Student ভিসায় যাওয়ার জন‍্য প্রথম Criteria হলো ইংরেজি বলার, পড়ার, লেখার এবং শ্রবণ করে বুঝার দক্ষ...
03/01/2025

English Speaking দেশগুলো Student ভিসায় যাওয়ার জন‍্য প্রথম Criteria হলো ইংরেজি বলার, পড়ার, লেখার এবং শ্রবণ করে বুঝার দক্ষতা থাকা।

‼️ IELTS কি এবং কেন দরকার?

IELTS (International English Language Testing System) হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় ইংরেজি দক্ষতার পরীক্ষা, যা প্রধানত উচ্চশিক্ষা, অভিবাসন এবং চাকরির জন্য ব্যবহৃত হয়। এটি আপনার ইংরেজিতে কথা বলা, শোনা, পড়া এবং লেখার দক্ষতা পরিমাপ করে।
IELTS-এর কিছু প্রকারভেদ রয়েছে যা মোটামুটি নিম্নরূপ-

IELTS পরীক্ষা প্রধানত দুটি ধরণের হয়:

1. IELTS Academic:
• উচ্চশিক্ষার জন্য প্রয়োজন।
• বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়।
2. IELTS General Training:
• অভিবাসন বা চাকরির জন্য।
• ইংরেজিভাষী দেশে অভিবাসনের জন্য প্রয়োজন হয়।

IELTS-এর ফরম্যাট
IELTS-এ মোট ৪টি সেকশন থাকে:

১. Listening (শোনা):
• সময়: ৩০ মিনিট।
• ৪টি অংশ, ৪০টি প্রশ্ন।
• অডিও ক্লিপ শোনার পর প্রশ্নের উত্তর দিতে হয়।

২. Reading (পড়া):
• সময়: ৬০ মিনিট।
• ৩টি অংশ, ৪০টি প্রশ্ন।
• Academic: একাডেমিক বিষয়বস্তু।
• General Training: দৈনন্দিন জীবনের বিষয়বস্তু।

৩. Writing (লেখা):
• সময়: ৬০ মিনিট।
• ২টি টাস্ক:
• Task 1 (Academic): একটি গ্রাফ, চার্ট বা ডায়াগ্রাম ব্যাখ্যা করতে হয়।
• Task 1 (General Training): একটি অফিসিয়াল চিঠি লিখতে হয়।
• Task 2 (উভয়ের জন্য): একটি এসে (Essay) লিখতে হয়।

৪. Speaking (কথা বলা):
• সময়: ১১-১৪ মিনিট।
• ৩টি অংশ:
1. নিজের পরিচিতি এবং সাধারণ প্রশ্ন।
2. একটি টপিক নিয়ে ২ মিনিট কথা বলা।
3. বিষয়ভিত্তিক আলোচনা।

IELTS স্কোরিং সিস্টেম

IELTS স্কোর ০-৯ ব্যান্ড স্কেলে দেওয়া হয়।
• প্রতিটি সেকশনের জন্য আলাদা স্কোর।
• চারটি সেকশনের গড় স্কোর থেকে ফাইনাল ব্যান্ড নির্ধারণ করা হয়।

ব্যান্ড স্কোর দক্ষতা
৯.০ Expert User (অসাধারণ)
৮.০ Very Good User
৭.০ Good User
৬.০ Competent User
৫.০ Modest User

IELTS পরীক্ষা কোথায় দেওয়া যায়?
• British Council বা IDP Education প্রতিষ্ঠান IELTS পরিচালনা করে।
• আপনি পেপার-বেসড বা কম্পিউটার-বেসড পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন।

IELTS পরীক্ষার খরচ:
• বাংলাদেশে IELTS পরীক্ষার খরচ সাধারণত ২০,০০০–২৩,০০০ টাকা।

IELTS-এ ভালো করার জন্য প্রস্তুতি টিপস:
1. ভাষার দক্ষতা বাড়ান: নিয়মিত ইংরেজি পড়া, লেখা, শোনা, এবং বলার অভ্যাস করুন।
2. প্র‍্যাক্টিস টেস্ট দিন: অফিসিয়াল ওয়েবসাইট ও বই থেকে প্র‍্যাক্টিস করুন।
3. টাইম ম্যানেজমেন্ট শিখুন: পরীক্ষার সময়সীমা মেনে অনুশীলন করুন।
4. অফিশিয়াল ম্যাটেরিয়াল ফলো করুন: Cambridge IELTS বই সিরিজ বা British Council এর প্র‍্যাক্টিস ম্যাটেরিয়াল ব্যবহার করুন।
5. কোচিং: আপনার যদি দিকনির্দেশনার প্রয়োজন হয়, ভালো কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারেন।

IELTS রেজিস্ট্রেশনের প্রক্রিয়া:
1. British Council বা IDP-এর ওয়েবসাইটে যান।
2. নিজের তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
3. পরীক্ষার ফি পরিশোধ করুন।
4. পরীক্ষার তারিখ এবং সেন্টার নির্ধারণ করুন।

অনেকেই ইনবক্সে প্রশ্ন করে থাকেন IELTS ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া যাওয়া যাবে কিনা?
অথবা IELTS ছাড়া এসে সারভাইভ করা যাবে কিনা?
এটার সদুত্তর যদি আমার ভাষায় আমি বলি তা হলো যেহেতু English Speaking দেশে যাবেনই তাহলে ইংরেজি বলা শোনার মিনিমাম দক্ষতা অর্জন করে যান। তা না হলে আপনি যদি MOI দিয়ে চলে আসেন ও তবে আসার পর আপনার struggle অনেক বেশি হবে।
IELTS দিয়ে আসুন, আসার পরের জার্নি টা সহজ হবে।
ধন‍্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ধৈর্য্যসহকারে এতবড় লিখা পড়ার জন্য।
Pic for attention

03/12/2024

বন্যেরা বনে সুন্দর

 #ঘুরাঘুরি আজকে আমরা ঘুরতে আসছি লেইকসাইড পার্কে
03/12/2024

#ঘুরাঘুরি
আজকে আমরা ঘুরতে আসছি লেইকসাইড পার্কে

   আজকে আমরা ঘুরতে আসছি লন্ডন ক্যাবল কার এNORTH GREENWICHঅত্যন্ত সুন্দর জায়গা ধন্যবাদ সবাইকে।
17/10/2024


আজকে আমরা ঘুরতে আসছি লন্ডন ক্যাবল কার এ
NORTH GREENWICH
অত্যন্ত সুন্দর জায়গা
ধন্যবাদ সবাইকে।

  Today is my day off.On my day off, I wake up late.It’s a routine to enjoy our life after working week long. Now we wil...
17/10/2024



Today is my day off.
On my day off, I wake up late.
It’s a routine to enjoy our life after working week long. Now we will go outside to enjoy our day off and to have dinner outside.

  This is our final project report submission day.End of student life.We have worked hard for this group consultancy rep...
15/10/2024



This is our final project report submission day.
End of student life.
We have worked hard for this group consultancy report through these months.
It was a great experience in life.

Welcome to my page This is the page where I will share my day to day lifestyle in the United Kingdom and abroad.Here, I ...
12/10/2024

Welcome to my page
This is the page where I will share my day to day lifestyle in the United Kingdom and abroad.
Here, I am going to share my foreign trips in details whenever I visit any country. I will update how I visit so many countries with low budget.
Thank you so much for being with us.
This picture is from my Antalya Turkey trip

Address

Ley Street
London
IG27HU

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoaib’s UK life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share