শূন্য

শূন্য শূন্যের শূন্যতায় শূন্যস্থান শূন্য !

তুমি থাইকা গেলে যন্ত্রণার ভার আমার বইতে হইত না" তুমি থাকবা কইয়াও থাকলানা.! 🥺💔🥀
25/05/2025

তুমি থাইকা গেলে যন্ত্রণার ভার আমার বইতে হইত না" তুমি থাকবা কইয়াও থাকলানা.! 🥺💔🥀

অযত্নে মানুষ পাখি হয়ে যায়! 🖤           #শূন্য
24/05/2025

অযত্নে মানুষ পাখি হয়ে যায়! 🖤
#শূন্য

যে ভালোবাসা যত বেশি গোপন, সে ভালোবাসায় বি'চ্ছেদের সম্ভাবনাও তত বেশি থাকে.! ❤️‍🩹
24/05/2025

যে ভালোবাসা যত বেশি গোপন, সে ভালোবাসায় বি'চ্ছেদের সম্ভাবনাও তত বেশি থাকে.! ❤️‍🩹

24/05/2025

আমার অভিমান তোমার দিকে ধেয়ে আসা এক নিরব চিৎকার। তুমি বুঝলে প্রেম, না বুঝলে দুঃখ!🖤

একটা সময় পর সকল অবহেলা, অযত্ন, তুচ্ছতাচ্ছিল্য স্পষ্ট হয়ে ওঠে। খুব সহজেই বোঝা হয়ে যায় কতটা একা হয়ে গিয়েছি। এরপর আর কারোর ...
23/05/2025

একটা সময় পর সকল অবহেলা, অযত্ন, তুচ্ছতাচ্ছিল্য স্পষ্ট হয়ে ওঠে। খুব সহজেই বোঝা হয়ে যায় কতটা একা হয়ে গিয়েছি। এরপর আর কারোর ভালোবাসা কিংবা মায়া পেতে ইচ্ছে করে না। মনের মাঝে খুব আহামরি কিছু পাওয়ার ইচ্ছে জাগে না। কাউকে নতুন করে কাছে ঘেষতে দিতে চাই না। পুরোপুরি প্রকৃতিতে মিশে গিয়ে নিজের মতো করে, খুব গোপনে একা একা বাঁচতে ইচ্ছে করে।
এসবের পরেও যদি কেউ, একটু নরম সুরে কথা বলে, যদি একটু হেসে কথা বলতে আসে, ভেতরটা কেমন জানি নড়েচড়ে ওঠে। দু-চোখ যেন ঝর্ণায় রূপ নিতে চায়।
তবে আমার তো মনে আছে, অযত্নে ফেলে রাখা কোনো জিনিসকে কিছুদিন যত্ন করে আবার ফেলে রাখা হলে, বড্ড বিচ্ছিরি হয়ে যায়, পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে।
তাই আর নতুন কিছুই চাই না। শুধু সহ্য করে যাওয়ার ক্ষমতা টুকু হোক আমার।
#শূন্য #প্রেমিকা #প্রতারক #বিশ্বাস #ধোঁকা

জানালা খুললেই যে গাছ টা দেখা যায় সেই গাছের সাথে আমি প্রায়ই কথা বলি। আমি জানি কখনো উত্তর আসবেনা। তবুও বলি। কথা জমে গেলে আ...
23/05/2025

জানালা খুললেই যে গাছ টা দেখা যায় সেই গাছের সাথে আমি প্রায়ই কথা বলি। আমি জানি কখনো উত্তর আসবেনা। তবুও বলি।

কথা জমে গেলে আর কথা থাকে না। মানুষের একটা বড় অক্ষমতা হলো; মানুষ সময়ের কথা সময় মত বলতে না পারলে পরবর্তীতে সেই কথা বলার স্বাদ হারিয়ে ফেলে।

তাই আমার মনে হয় কথা বলা জরুরী। যে গাছ টি আমার কথা শুনলো, সে মূলত আমার দীর্ঘশ্বাস গুলো নিজের করে নিলো।

- #শূন্য #প্রেমিকা #বিশ্বাস #প্রতারক #ধোঁকা

হাজার খানেক মানুষ তোমাকে পছন্দ করবে।শ'খানেক তোমার সাথে প্রেম করতে চাইবে। গোটা দশেক তোমায় ভালোবাসবে। কিন্তু একজন থাকবে, য...
23/05/2025

হাজার খানেক মানুষ তোমাকে পছন্দ করবে।
শ'খানেক তোমার সাথে প্রেম করতে চাইবে। গোটা দশেক তোমায় ভালোবাসবে। কিন্তু একজন থাকবে, যে তোমায় সম্মান করবে। যদি বেছে নিতে হয়, তবে তাকেই বেছে নিও।

যেই মানুষটা তোমায় সম্মান করে তার কাছে তুমি সবসময়ই ভালো থাকবে। তোমার সীমাবদ্ধতা কেবল তার কাছে পছন্দ, প্রেম বা ভালোবাসা পর্যন্ত নয়। সে তোমাকে গুরুত্ব দিবে নিজের শেষ নিশ্বাসে।

পৃথিবীতে সবকিছুর মাঝে দেয়াল থাকলেও সম্মানের মাঝে কোনো দেয়াল থাকে না। পছন্দ বদলাতে থাকে। প্রেম ধীরে মুছে যায়। ভালোবাসায় বিরক্তি চলে আসে। কিন্তু সম্মানটা আজীবন যত্নে হৃদয়ে থাকে।।🖤✨
#প্রেমিকা #শূন্য #প্রতারক #ধোঁকা

_ এই শহরে ক্ষনিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না! অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের!'🖤🌺
22/05/2025

_ এই শহরে ক্ষনিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না!
অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের!'🖤🌺

"একটি দীর্ঘশ্বাসের পিছনে যে কতগুলো ব্যর্থ প্রচেষ্টা লুকিয়ে থাকে তা কেবল ওই চেষ্টাকারী জানে..!🙂💔"   #শূন্য        #প্রতা...
22/05/2025

"একটি দীর্ঘশ্বাসের পিছনে যে কতগুলো ব্যর্থ প্রচেষ্টা লুকিয়ে থাকে তা কেবল ওই চেষ্টাকারী জানে..!🙂💔"
#শূন্য #প্রতারক #প্রেমিকা #ভাঙা_মন

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না 💔 যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ 🧐 তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে ন...
21/05/2025

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না 💔
যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ 🧐 তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন, "একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?" তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন....❤️

কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে...🙂

ততদিনে, আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন; আরও অনেক বল রয়েছে তাদের জন্য...🤔

একটা সময়ে তাদের অবহেলার বিষে আপনার মন বিষণ্ণ হয়ে পড়বে। ভেতরে ভেতরে আপনি পুড়তে থাকবেন অদৃশ্য এক আগুনে। যখন আপনি সেই ঝলসানো হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সামান্য সহানুভূতি বা ভালোবাসার জন্য, তখনই তারা আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কের ইতি টেনে চলে যাবে 😳😢

তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে কেউ আসলে কারও হয় না। সবাই স্বার্থের জন্য কাছে আসে, স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলে যায়। সেই মুহূর্তে আপনি শিখবেন, নিজের মূল্য নিজেকেই দিতে হয়; অন্ধবিশ্বাস বা অযাচিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়... 🖤
#শূন্য #বিশ্বাস #প্রতারক #প্রেমিকা

ভালোবাসো না, এটুকু বললেই হতো,তবু কেন ভাঙলে বিশ্বাসের নীরব প্রতিধ্বনি?হৃদয় তো ছিল অনাবিল শুভ্র ক্যানভাস,তাতে অবহেলার কালো...
21/05/2025

ভালোবাসো না, এটুকু বললেই হতো,
তবু কেন ভাঙলে বিশ্বাসের নীরব প্রতিধ্বনি?
হৃদয় তো ছিল অনাবিল শুভ্র ক্যানভাস,
তাতে অবহেলার কালো আঁচড় টেনেছিলে কেন?
স্পর্শের প্রতিশ্রুতি ছিল শুধুই ছলনা,
তবু কেন ছিঁড়লে আশার নরম সেতু?
ভালোবাসা যদি ছিল না অন্তরে,
মায়ার ছায়ায় বিভ্রমের নাচলে কেন?

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when শূন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category