Jalalabad TV - জালালাবাদ টিভি

Jalalabad TV - জালালাবাদ টিভি Jalalatad TV is a Internet television portal to watch free live TV and on demand online TV broadcasts
(1734)

Jalalabad TV is a Internet television portal to watch free live TV and on demand online TV broadcasts from the United Kingdom.

প্রথম আলো ও ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে লন্ড...
20/12/2025

প্রথম আলো ও ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক ও সাংবাদিকদের ওপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব

যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব বাংলাদেশের জাতীয় সংবাদপত্র দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিস ভাংচুর, অগ্নিসংযোগ এবং ডেইলি নিউ এজ–এর সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
প্রেস ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, “প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া, দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে ভাংচুর, সম্পাদক ও সাংবাদিকদের ওপর সাম্প্রতিক ন্যক্কারজনক হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুতর বাধা।

বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই দুঃসময়ে লন্ডন বাংলা প্রেস ক্লাব তাদের পাশে রয়েছে । একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
একই বিবৃতিতে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন । তারা বলেন, ‘ওসমান হাদি গণতন্ত্রের জন্য নিবেদিত এক সাহসী সৈনিক ছিলেন এবং সেই সংগ্রামী পথেই তিনি শহীদ হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।’ নেতৃবৃন্দ ওসমান হাদির হত্যাকারী ও নেপথ্যের কারিগরদের, তথা নির্দেশদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান।

তবে বিবৃতিতে নেতৃবৃন্দ ‘বর্তমান সংকটময় পরিস্থিতিতে সবাইকে কোনো উস্কানিতে পা না দিয়ে সংযম, ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়ে বলেন,
হামলা বা অগ্নিসংযোগের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নয়, বরং তা তাদের প্রতি অশ্রদ্ধারই শামিল।’
তারা আরও বলেন, ‘বাংলাদেশে নানা মতাদর্শের গণমাধ্যম রয়েছে। ভিন্নমতের সঙ্গে যুক্তি ও তর্কের মাধ্যমে মত প্রকাশের সুযোগ ও অধিকার থাকবে; কিন্তু সহিংস আক্রমণ কোনোভাবেই সমাধান হতে পারে না'।

বিএনপির প্রার্থী হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, লড়বেন যে আসনেআমাদের প্রতিদিন: পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপি...
20/12/2025

বিএনপির প্রার্থী হচ্ছেন অ্যাটর্নি জেনারেল, লড়বেন যে আসনে

আমাদের প্রতিদিন: পদত্যাগ করে ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী ২৮ ডিসেম্বর পদ থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির রুহের মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিএনপির শীর্ষ পর্যায় থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক সাড়া পেয়েছি।

আগামী ২৮ ডিসেম্বর থেকে আমি সার্বক্ষণিকভাবে ভোটের মাঠে থেকে নেতাকর্মীদের সঙ্গে কাজ করব। এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যেই আমি সংসদ সদস্য হতে চাই।’

তিনি বলেন, ‘একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ এক এবং অদ্বিতীয়।

আমরা বিশ্বাস করি কেয়ামতের ময়দানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু ভোটের আশায় একটি বিশেষ দল জান্নাতের টিকিট বিক্রি করছে, এটা কুফরি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই বাড়ি বাড়ি গিয়ে মানুষের এ ধারণা দূর করে দেবেন।’

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কী, সহ-সাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Jalalabad Tv
Amader Protidin - আমাদের প্রতিদিন

20/12/2025

শহীদ ওসমান হাদির জানাজায় লাখো মানুষ

বিপ্লবীদের স্বপ্নের মৃত্যু: লাখো মানুষের শ্রদ্ধায় বিদায় শহীদ ওসমান হাদি

20/12/2025

হাদি তোমাকে বিদায় দিতে আসিনি
আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় অংশ নিয়ে বললেন প্রধান উপদেষ্টা।

20/12/2025

শত বছর পরেও মানুষ গর্ব করে বলবে—
আমাদের একজন হাদী ছিল!

মৃত্যুর স্বার্থকতা এখানেই—মানুষ দেহে মরে, কর্মে নয়। দেহ মাটিতে মিশে গেলেও মহৎ কর্ম, আদর্শ ও স্মৃতি বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। কিছু মানুষ আছেন, যাঁরা চলে গেলেও সমাজের বুক থেকে কখনো হারিয়ে যান না; তাঁদের নাম উচ্চারিত হয় শ্রদ্ধা, ভালোবাসা আর গর্বের সঙ্গে।

হাদী ছিলেন ঠিক তেমনই একজন মানুষ। তাঁর জীবন ছিল নীরব কর্মে ভরপুর, মানুষের প্রতি ভালোবাসায় সমৃদ্ধ। তিনি কথা কম বলতেন, কিন্তু কাজের মাধ্যমে গভীর ছাপ রেখে গেছেন। সমাজ, দেশ ও মানবিকতার জন্য তাঁর অবদান সময়ের স্রোতে মুছে যাবে না।

তিনি দেশকে গভীরভাবে ভালোবাসতেন, আর সেই ভালোবাসার স্বীকৃতি হিসেবেই দেশও তাঁকে শেষ বিদায়ে সম্মান জানিয়েছে। আজ হয়তো তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ, সততা ও মানবিকতা আমাদের পথ দেখাবে আগামীতেও।

শত বছর পরেও মানুষ গর্ব করে বলবে—
আমাদের একজন হাদী ছিল।

হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘেরইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্য...
19/12/2025

হাদির মৃত্যুর কারণ অনুসন্ধানে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জাতিসংঘের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এ ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, গত বছর বাংলাদেশে ছাত্র-জনতার গণ-আন্দোলনের বিশিষ্ট নেতা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে তিনি গভীরভাবে মর্মাহত।

তিনি উল্লেখ করেন, গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদি মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে ভলকার তুর্ক দেশে শান্তি বজায় রাখা এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিশোধ কেবল বিভেদকে আরো গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে।’

জাতিসংঘ মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হাদির মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

এ ছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তিনি।

আজ মানিক মিয়া এভিনিউতে জানাজা, সমাহিত হবেন নজরুলের সমাধির পাশে।
19/12/2025

আজ মানিক মিয়া এভিনিউতে জানাজা, সমাহিত হবেন নজরুলের সমাধির পাশে।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ ডি...
19/12/2025

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা কর্তৃপক্ষ। শুক্রবার (১৯ ডিসেম্বর) ফেসবুকে খোঁজ করে তার অ্যাকাউন্টটি আর পাওয়া যায়নি।

গুগল ও ফেসবুকে সার্চ করলে “This content is not available right now” বার্তাটি দেখা যাচ্ছে। এর আগে সেন্ট্রিস্ট ন্যাশন টিভি দাবি করে জানায়, ২০ লাখের বেশি অনুসারী থাকা ওই ভেরিফায়েড অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে।
সুত্র: আমাদের প্রতিদিন

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
18/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং আন্...
17/12/2025

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে সাহিত্য ও সাংবাদিকতায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট সাংবাদিক আনোয়ার শাহজাহানকে প্রবাসী সম্মাননা ২০২৫ প্রদান করা হচ্ছে। আগামী ২৩ ডিসেম্বর সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

গত ১৬ ডিসেম্বর সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা এক আনুষ্ঠানিক বার্তায় আনোয়ার শাহজাহানকে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন।

১৯৯৫ সাল থেকে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসরত আনোয়ার শাহজাহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি বাংলা ও ইংরেজি ভাষায় একাধিক গ্রন্থের প্রণেতা। ১৯৯৭ সালে তিনি গোলাপগঞ্জের প্রথম লিখিত ইতিহাসগ্রন্থ ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’ প্রকাশ করেন। তিনি মাসিক লন্ডন বিচিত্রা এবং পরবর্তীতে অনলাইন পোর্টাল আমাদের প্রতিদিন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় তাঁর অবদান অনস্বীকার্য। ২০২৩ সালে তিনি লন্ডনে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করেন এবং লন্ডনে বাংলাদেশ বইমেলা আয়োজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনসহ প্রবাসী কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

কমিউনিটি সংগঠনে নেতৃত্বের ক্ষেত্রেও তিনি প্রশংসিত। তিনি গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকে-এর প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা এবং গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি।

শিক্ষাজীবনে তিনি বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটি থেকে বিএ (অনার্স) এবং আরডেন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি আইন বিষয়ে অধ্যয়নরত।

পেশাগতভাবে তিনি এফএইচ ল সলিসিটরস-এর পরিচালক, শাহ ক্যাপিটাল লিমিটেড-এর সিইও এবং একজন সুপরিচিত প্রপার্টি ডেভেলপার।

বাংলাদেশেও তাঁর সমাজসেবামূলক ভূমিকা উল্লেখযোগ্য। তিনি আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা, গোলাপগঞ্জ প্রেসক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য, ভূমি ও ভবন দাতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।

সাংবাদিকতা, সাহিত্য, শিক্ষা ও প্রবাসী কমিউনিটি সেবায় বহুমুখী ও দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ার শাহজাহানকে প্রদত্ত প্রবাসী সম্মাননা ২০২৫ প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গৌরবময় অর্জন।

স্বাধীনতার গৌরবময় অধ্যায়: প্রিয়জনকে মুক্তিযুদ্ধের বই উপহার দিনআমাদের বাংলাদেশ ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়...
14/12/2025

স্বাধীনতার গৌরবময় অধ্যায়: প্রিয়জনকে মুক্তিযুদ্ধের বই উপহার দিন

আমাদের বাংলাদেশ ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়। এই যুদ্ধের ফলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হন, অনেকে আহত হন এবং বহু পরিবার হারায় তাদের সহায়-সম্পদ। পাকিস্তানি বাহিনী ও তাদের দেশীয় দোসরদের নির্মম নির্যাতন বাঙালির জন্য এক অবর্ণনীয় দুঃসহ অধ্যায় হয়ে আছে। অসীম ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র, স্বাধীন বাংলাদেশ। তাই ১৯৭১ সাল বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ গৌরবের প্রতীক।

মুক্তিযুদ্ধের বিভিন্ন অধ্যায় নিয়ে লেখা বইগুলো এখন রকমারি সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সহজেই পাওয়া যায়। এবারের ঈদে আপনার প্রিয়জন এবং সন্তানের জন্য মুক্তিযুদ্ধের বই উপহার দিন—তাদের হৃদয়ে জাগিয়ে তুলুন স্বাধীনতার চেতনা।

https://www.rokomari.com/book/author/34493/anwar-shahjahan

#মুক্তিযুদ্ধ #স্বাধীনতা১৯৭১ #বাংলাদেশ #গৌরবেরইতিহাস #বিজয়েরগৌরব #দেশপ্রেম #ইতিহাস #বীরশ্রেষ্ঠ #মুক্তিযুদ্ধেরগল্প #শহীদদেরস্মরণ #বাংলারগর্ব #স্বাধীনতারচেতনা #ঈদউপহার #প্রিয়জনেরজন্য #বাংলাবই
#আনোয়ারশাহজাহান

লন্ডনে উদ্বোধন হলো বাইস কাদিরের ১৬তম একক চিত্রপ্রদর্শনীলন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো বিশিষ্ট চিত্রশিল্পী ব...
12/12/2025

লন্ডনে উদ্বোধন হলো বাইস কাদিরের ১৬তম একক চিত্রপ্রদর্শনী

লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো বিশিষ্ট চিত্রশিল্পী বাইস কাদির–এর ১৬তম একক চিত্রপ্রদর্শনী। “সেভ দ্য চিলড্রেন” শীর্ষক মানবিক বার্তাধর্মী এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত হয় গত ১১ ডিসেম্বর বিকেল ৬টায় লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টার গ্যালারিতে। লন্ডনের শিল্প–অনুরাগী, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

প্রদর্শনীটি সাধারণ দর্শনার্থীদের জন্য ১২ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে, যাতে শিল্পপ্রেমীরা বাইস কাদিরের সৃষ্টিশীল শিল্পভাষাকে কাছ থেকে উপভোগ করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাইস কাদির তাঁর এবারের প্রদর্শনীর মূল শিরোনাম “সেভ দ্য চিলড্রেন” নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, পৃথিবীর বিভিন্ন স্থানে নিপীড়িত ও সুবিধাবঞ্চিত শিশুদের বাস্তবতা, স্বপ্ন ও সংগ্রাম তাঁর চিত্রকর্মে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে গ্যালারির প্রতিটি শিল্পকর্ম ঘুরে দেখেন এবং প্রতিটি ছবির পেছনের শিল্প–ভাবনা তুলে ধরেন।

দীর্ঘ প্রায় দেড় দশক পর আবারও লন্ডনে তাঁর একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হলো। এর আগে লন্ডনসহ ভারত ও বাংলাদেশে তাঁর একাধিক একক ও যৌথ প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে, যা তাঁকে শিল্পমহলে বিশেষ পরিচিতি এনে দিয়েছে।

চিত্রকলায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাইস কাদির বহু দেশি–বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্প্রতি তিনি স্টার পারফরমার অ্যাওয়ার্ড ২০২৫, এক্সেলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫, পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুরে আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন।

কমিউনিটি সংগঠক আব্দুল বাছির এবং লেখক–সাংবাদিক আনোয়ার শাহজাহান–এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব আতাউর রহমান আঙুর, সাংবাদিক মোছলেহ উদ্দিন, দেলোয়ার হোসেন লেবু, আবজল হোসেন, আব্দুল লতিফ নিজাম, সেলিম উদ্দিন চাকলাদার, সায়াদ আহমদ সাদ, সুহেল আহমদ চৌধুরী, আব্দুল কাদির, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান নির্ঝর, সৈয়দ জহুরুল হক, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আব্দুল খালিক ফখর, সাংবাদিক মারুফ আহমদ, কিশোয়ার এনাম লিটন, আবুল হোসেন, এবং রুমানা এনাম প্রমুখ।

অতিথিরা বাইস কাদিরের শিল্পকর্মের মানবিক বার্তা ও সৃজনশীলতা বিশেষভাবে প্রশংসা করেন।

Address

Unit 102 Greatorex Business Center, 8-10 Greatorex Street
London
E15NF

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad TV - জালালাবাদ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jalalabad TV - জালালাবাদ টিভি:

Share

Category