Jalalabad TV - জালালাবাদ টিভি

Jalalabad TV - জালালাবাদ টিভি Jalalatad TV is a Internet television portal to watch free live TV and on demand online TV broadcasts
(1736)

Jalalabad TV is a Internet television portal to watch free live TV and on demand online TV broadcasts from the United Kingdom.

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস প্রদানগত ১৫ সেপ্ট...
27/09/2025

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস প্রদান

গত ১৫ সেপ্টেম্বর, সোমবার লন্ডনের বেকটনস্থ জুমিরা হলে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটির অভিষেক ও স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যসহ লন্ডনের বিভিন্ন শহর থেকে কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। সঞ্চালনা করেন সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান ও নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের ইয়ুথ সেক্রেটারি ছরওয়ারদি হাসান।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর প্রিন্সেস ব্রাইট। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ, ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর আব্দাল উল্লাহ এবং রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর ফয়জুর রহমান।

দ্বিতীয় পর্বে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে মঞ্চে নিয়ে পরিচিতি করিয়ে দেন সদ্য সাবেক চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। এসময় তিনি সোশ্যাল ট্রাস্ট প্রতিষ্ঠায় যাঁরা তাকে সহযোগিতা ও সমর্থন করেছেন তাঁদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি নবনির্বাচিত কমিটির কার্যক্রমকে সফল করে তুলতে উপস্থিত সকলকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু, ট্রেজারার সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং প্রতিষ্ঠাতা ট্রেজারার বদরুল আলম বাবুল বক্তব্য প্রদান করেন।

তৃতীয় পর্বে যুক্তরাজ্যের গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের মধ্যে অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান ও আইঅন টিভির জনপ্রিয় উপস্থাপক মিতা বেগমের সঞ্চালনায় এ-লেভেল ও জিসিএসসি’র ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন—গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের উপদেষ্টা কাউন্সিলর ড. আব্দুল আজিজ তকি, উপদেষ্টা মুজিবুর রহমান মুজিব, উপদেষ্টা কাওসার কোরেশী, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত, প্রতিষ্ঠাতা ট্রেজারার বদরুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বার্কিং ও ডেগেনহাম কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ হেলপিং হ্যান্ডস ইউকের সভাপতি এমদাদ হোসেন টিপু, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, হেলপিং হ্যান্ডসের উপদেষ্টা নজরুল ইসলাম, এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, ভাদেশ্বর মকবুল আহমদ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মকবুল আহমদ, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান ছায়াদ, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি নিজাম উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান সাফার, রায়হান উদ্দিন ও নজরুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি শাফি আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার কবির আহমদ, ইসি মেম্বার মোহাম্মদ আব্দুল মতিন, বোর্ড মেম্বার নুরুল ইসলাম, ইসি মেম্বার সেলিম আহমদ, বোর্ড মেম্বার আমির হোসেন, ইসি মেম্বার ইয়াহিয়া খান, ইসি মেম্বার মোস্তাক আহমদ হেলাল, বোর্ড মেম্বার রোমান আহমদ চৌধুরী, বোর্ড মেম্বার সাব্বির আহমদ সাহেদ, বোর্ড মেম্বার মুহিবুল হক, বোর্ড মেম্বার সাব্বির আহমদ সাহেদ, বোর্ড মেম্বার হুমায়ুন কবির চৌধুরী একলিম, বোর্ড মেম্বার শাহীন আহমেদ, বোর্ড মেম্বার এনাম উদ্দিন, বোর্ড মেম্বার মোহাম্মদ সাজন, বোর্ড মেম্বার সুহেল আহমদ, বোর্ড মেম্বার মনিরুজ্জামান মুরাদ, বোর্ড মেম্বার রুহুল আমিন জুবেল, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য মারুফ আহমদ, কমিউনিটি সংগঠক তোফায়েল বাছিত তপু, সোশ্যাল ট্রাস্টের সদস্য তপু শেখ, লুৎফর রহমান, সুলতান হায়দার জসিম, হেলপিং হ্যান্ডসের ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন, সদস্য এনাম উদ্দিন আহমদ, সুফান আহমদ, মুসলেউর চৌধুরী দিপু, কয়েস আহমদ, মুর্শেদ আহমদ চৌধুরী রাহি, কাওসার হোসেন জগলু, মাসুদ আহমদ, আব্দুস শুকুর প্রমুখ।

চতুর্থ পর্বে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের ২০২৩-২০২৫ সেশনে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনজন সদস্যকে অনারারী লাইফ মেম্বার সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— ট্রাস্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ড. রেণু লুৎফা, জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু এবং ট্রেজারার সাইফুল ইসলাম।

পঞ্চম পর্বে লন্ডন বাংলা স্কুলের নব-নির্বাচিত কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম, জেনারেল সেক্রেটারি আব্দুর রহমান খান এবং ট্রেজারার মুজিবুর রহমানকে পরিচয় করে দেন ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। এসময় নেতৃবৃন্দ বাংলা স্কুল পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। এর পর বাংলা স্কুলের ফান্ড সংগ্রহের জন্য র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ট্রাস্টের এসিস্ট্যান্ট ট্রেজারার কবির আহমদ, মেম্বারশিপ সেক্রেটারি সুহেল আহমদ এর তত্ত্বাবধানে র‍্যাফেল ড্র'র স্পন্সর ছিলেন, স্কুলের চেয়ারম্যান নজরুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান খান সুজা, ট্রেজারার মুজিবুর রহমান এবং শাহজাহান এস্টেট রণকেলী। পরে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ট্রাস্টের চতুর্থ স্মারকগ্রন্থ প্রজন্মের সেতু এর মোড়ক উন্মোচন। স্মারক গ্রন্থের সম্পাদক সোহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১০৪ পৃষ্ঠার সম্পূর্ণ রঙিনকালার স্মারক গ্রন্থের গোলাপগঞ্জ উপজেলা ইতিহাস, বিভিন্ন কার্যক্রম এবং সদস্যদের পরিচিতি তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ট্রাস্টের কালচারাল সেক্রেটারি মুফিজুর রহমান চৌধুরী একলিল এর সঞ্চালনায় বিলেতের বিশিষ্ট সংগীত শিল্পীরা এতে অংশগ্রহণ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

Invest in Dubai with S H A Real Estate LLC
27/09/2025

Invest in Dubai with S H A Real Estate LLC

শাহজাহান এস্টেট - প্লট ও ডুপ্লেক্স বাড়ি কিনুন গোলাপগঞ্জ পৌরসভার  #রণকেলী ও আমুড়া ইউনিয়নের  #ধারাবহরে সবুজের মাঝে আধুনি...
27/09/2025

শাহজাহান এস্টেট - প্লট ও ডুপ্লেক্স বাড়ি কিনুন

গোলাপগঞ্জ পৌরসভার #রণকেলী ও আমুড়া ইউনিয়নের #ধারাবহরে সবুজের মাঝে আধুনিক ও সুপরিকল্পিত আবাসিক প্রকল্প।

আমাদের দুটি প্রকল্পে সম্পূর্ণ প্রস্তুত ৪ থেকে ৮ শতক আয়তনের প্লট বিক্রয় চলছে। এছাড়াও ধারাবহর প্রকল্পে বিভিন্ন সাইজের রেডি ডুপ্লেক্স হাউজও বিক্রয়ের জন্য রয়েছে।

শাহজাহান এস্টেট, ধারাবহর আবাসিক প্রকল্প
গোলাপগঞ্জের প্রথম আধুনিক, সুপরিকল্পিত ও সুবিধাসম্পন্ন আবাসিক প্রকল্প।

#প্লট_বিক্রয়_চলছে !
বিদ্যুৎ, প্রশস্ত রাস্তা এবং উন্নত ড্রেনেজ সুবিধাসহ ঘর নির্মাণের জন্য সম্পূর্ণ প্রস্তুত প্লট এখন নগদ অথবা সহজ কিস্তিতে বিক্রয় হচ্ছে।

#প্রকল্পের_বৈশিষ্ট্যসমূহ !
★ প্রকল্পটি গোলাপগঞ্জ–ঢাকাদক্ষিণ প্রধান সড়কের পাশে অবস্থিত
★ খুব কাছেই গোলাপগঞ্জ সরকারি হাসপাতাল, সরকারি টেকনিক্যাল কলেজ, লেকভিউ গার্ডেন অ্যান্ড রিসোর্ট
★ ঢাকাদক্ষিণ বাজার মাত্র ১ মাইল দূরে
★ ৩০ ফুট প্রশস্ত প্রধান সড়ক ও ১৮–২০ ফুট প্রশস্ত অভ্যন্তরীণ সড়ক
★ প্রতিটি সড়কের পাশে উন্নত ড্রেনেজ ও বিদ্যুৎ সংযোগ
★ অভ্যন্তরে প্রাথমিক বিদ্যালয়, নির্ধারিত কবরস্থান এবং মসজিদের জন্য বরাদ্দকৃত জমি
★ প্রকল্পসংলগ্ন মসজিদ, মাদ্রাসা ও বাজার
★ ২০০টিরও বেশি প্লট, অনেকেই ইতোমধ্যে বসবাস করছেন
★ প্লট সাইজ: ৪ থেকে ৮ শতক। মূল্য প্রতি শতক ৩.৫ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা
★ এককালীন পরিশোধ অথবা ৩ বছরের সহজ কিস্তি সুবিধা

#বিশেষ_অফার !
৫ বেডরুম, ৪ বেডরুম ও ৩ বেডরুমের তিনটি আকর্ষণীয় ডুপ্লেক্স বাড়ি এখন বিক্রয় চলছে।
এছাড়া আমাদের নিজস্ব ডিজাইন থেকে আপনি আপনার স্বপ্নের বাড়ি বেছে নিয়ে এখনই বুকিং দিতে পারেন। আমরা নির্দিষ্ট সময়ে আপনার বাড়ি তৈরি করে দেব।

ধারাবহর প্রজেক্ট
https://share.google/Q3jXIFF1syb6L3V7Q

রণকেলী প্রজেক্ট
https://share.google/pBLSZKj2YNh7Xi1N3

যোগাযোগ:
● আনোয়ার শাহজাহান (UK) – +৪৪ ৭৯৫৭ ৯৮১৬৩৬
● আনোয়ার মাছুম (BD) – +৮৮ ০১৭১৫ ০৫৬২২৫
● আনোয়ার হুমায়ুন (BD) – +৮৮ ০১৭১৫ ২৭৮২৫৯

শাহজাহান এস্টেট
#শাহজাহান_এস্টেট_ধারাবহর
#শাহজাহান_এস্টেট_রণকেলী
#শাহজাহান_এস্টেট #শাহজাহানএস্টেট #গোলাপগঞ্জ #ঢাকাদক্ষিণ #ভাদেশ্বর #লক্ষনাবন্দ #লক্ষিপাশা #বুধবারীবাজার

15/08/2025

মিউজিয়াম অব ফিউচার, দুবাই

23/07/2025

লন্ডন বাংলা প্রেসক্লাবের বার্ষিক সামার ট্রিপ ২০২৫

09/07/2025

লন্ডন বাংলা স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রাখা লন্ডন বাংলা স্কুল সম্প্রতি আয়োজন করে এক বিশেষ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, যা ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।

গত ৫ জুলাই শনিবার পূর্ব লন্ডনে বাংলা স্কুলের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। তিনি বক্তব্যে বলেন, “এই স্কুলটি শুধুমাত্র ভাষা শেখানোর প্রতিষ্ঠান নয়, বরং আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তছউর আলী, যিনি স্কুলের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেন। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, সালেহ আহমদ, ট্রেজারার সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, ইসি মেম্বার নজরুল ইসলাম, মুহিবুল হক এবং শিক্ষক রুজি খানম, নারগিস সুলতানা, সায়মা বেগম, মুক্তি নুরে এ জান্নাত মুক্তি, নুরে ফেরদৌস খুসবু।

শিক্ষার্থীদের অংশগ্রহণ, তাদের কৃতিত্ব ও আগামী দিনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানে এক উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে গ্রুপ ছবি তোলা হয় এবং অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

লন্ডন বাংলা স্কুল ভবিষ্যতেও প্রবাসে বাংলা চর্চার এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।

লন্ডন বাংলা স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতপ্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় অগ্র...
09/07/2025

লন্ডন বাংলা স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রাখা লন্ডন বাংলা স্কুল সম্প্রতি আয়োজন করে এক বিশেষ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, যা ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।

গত ৫ জুলাই শনিবার পূর্ব লন্ডনে বাংলা স্কুলের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। তিনি বক্তব্যে বলেন, “এই স্কুলটি শুধুমাত্র ভাষা শেখানোর প্রতিষ্ঠান নয়, বরং আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তছউর আলী, যিনি স্কুলের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেন। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, সালেহ আহমদ, ট্রেজারার সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, ইসি মেম্বার নজরুল ইসলাম, মুহিবুল হক এবং শিক্ষক রুজি খানম, নারগিস সুলতানা, সায়মা বেগম, মুক্তি নুরে এ জান্নাত মুক্তি, নুরে ফেরদৌস খুসবু।

শিক্ষার্থীদের অংশগ্রহণ, তাদের কৃতিত্ব ও আগামী দিনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানে এক উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে গ্রুপ ছবি তোলা হয় এবং অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

লন্ডন বাংলা স্কুল ভবিষ্যতেও প্রবাসে বাংলা চর্চার এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।

06/04/2025

সাংবাদিক আনোয়ার শাহজাহান প্রথমবারের মতো লন্ডন হাফ মেরাথনে অংশ নিয়ে সফলভাবে দৌড় সম্পন্ন করেছেন

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সামাজিক সংগঠক আনোয়ার শাহজাহান গত ৭ এপ্রিল, রবিবার প্রথমবারের মতো ঐতিহাসিক লন্ডন হাফ মেরাথনে অংশগ্রহণ করে সফলভাবে ১৩.১ মাইল (প্রায় ২১ কিলোমিটার) দীর্ঘ দৌড় সম্পন্ন করেছেন।

দীর্ঘদিন লন্ডনের বাইরে অবস্থান এবং শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না থাকায় তিনি এই প্রতিযোগিতার জন্য কোনো ধরনের প্রস্তুতি বা ট্রেনিং নিতে পারেননি। তবুও পরিবারের উৎসাহ ও অনুপ্রেরণায় তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। তাঁর সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করেন বড় ছেলে তানভীর শাহজাহান এবং ভাতিজা মাহফুজ মুরাদ।

লন্ডন হাফ মেরাথন মূলত বিভিন্ন চ্যারিটি সংস্থার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজন করা হয়। এ বছর এই আয়োজনে ১৬ মিলিয়ন পাউন্ড ফান্ড সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আনোয়ার শাহজাহান লন্ডন ইভেলিনা চিলড্রেন হাসপাতাল -এর জন্য অর্থ সংগ্রহ করছেন এবং তিনি সবাইকে জাস্ট গিভিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই মানবিক উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
দৌড় শেষে সাংবাদিক আনোয়ার শাহজাহান বলেন, “আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সুস্থভাবে দৌড় সম্পন্ন করতে পেরেছি। এটি আমার জীবনের একটি বড় চ্যালেঞ্জ ছিল এবং দীর্ঘদিনের স্বপ্নও বটে। পরিবারের ভালোবাসা, সবার দোয়া এবং উৎসাহ আমাকে এই পথ পাড়ি দিতে সাহায্য করেছে।”

দৌড় শেষে কিছুক্ষণ শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলেও, দ্রুত প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তিনি সুস্থ হয়ে ওঠেন।

তাঁর এই দৌড় ও মানবিক প্রচেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেকেই তাঁর দৃঢ় মনোবল ও সাহসিকতাকে অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেছেন। সাংবাদিক আনোয়ার শাহজাহানের এই অংশগ্রহণ কেবল একটি দৌড় নয়, বরং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

28/03/2025

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র যাকাত ফান্ড বিতরন

গত ২৫ মার্চ মঙ্গলবার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নুরউদ্দিন শানুর, আলাউদ্দিন আহমদ, সভা পরিচালনা করেন শিক্ষক তোফায়েল আহমদ।

সভায় প্রতিটি গ্রামের প্রতিনিধিরা উপস্থিত থেকে গ্রামের পক্ষে অনুদানের নগদ অর্থ গ্রহণ করেন এবং বলেন যে, ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেন, তারা আরো বলেন লন্ডন প্রবাসী প্রিয়জনেরা পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক এই দোয়া করি।

সভায় উপস্থিত ছিলেনঃ আতাউর রহমান উতুমিয়া, সুলতান আহমদ, লকু মিয়া, আরিফ হোসেন, আনোয়ার হুমায়ুন, ময়নুল ইসলাম, রিপন চৌধুরী, সায়েকুল ইসলাম, হেনু হাসান চৌধুরী, কায়েস আহমদ, জমাদ আহমদ, শাহরিয়া আহমদ, নাফিজ সিদ্দিকী শাফি ও এজাজ আহমদ।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সক্রিয় সহযোগিতা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলে যাকাত তহবিল সংগ্রহের এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সংগঠনের সদস্যদের মানবিক এই কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য প্রশংসা করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের দান কবুল হওয়ার প্রার্থনা করেন।

সংস্থার সভাপতি আব্দুল লতিফ নিজাম, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, ট্রেজারার জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। তারা সংগঠনের উপদেষ্টা কমিটি, অনারারি সদস্য এবং সম্মানিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তাদের সর্বাত্মক সহযোগিতা ছাড়া এই বৃহৎ আয়োজন সম্ভব হতো না।

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়, যারা বাংলাদেশে থেকে এ মহতী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মহান আল্লাহ যেন সকলের জীবন সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তুলেন—এ দোয়া করা হয়।

10/03/2025

সিলেটের গোলাপগঞ্জে আব্দুল মুতলিব কমপ্লেক্সে Nura Baby Shop-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এখানে শিশুদের জন্য উন্নত মানের পোশাক, খেলনা ও প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে। উদ্বোধনী উপলক্ষে থাকছে বিশেষ ছাড় ও উপহার! 📍 ঠিকানা: আব্দুল মুতলিব কমপ্লেক্স, গোলাপগঞ্জ, সিলেট।

02/03/2025

অমর একুশে বইমেলায় লেখক ও গবেষক আনোয়ার শাহজাহানের দুটি নতুন বই প্রকাশিত হয়েছিল, যা বাংলা ভাষা, সাহিত্য ও ইতিহাসপ্রেমীদের জন্য এক অনন্য সংযোজন। তাঁর গবেষণা ও লেখনী পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, এবং এবারের বইমেলায় তাঁর নতুন বইগুলো নিয়েও পাঠকদের মধ্যে আগ্রহ দেখা গেছে।

আনোয়ার শাহজাহানের সাহিত্যকর্ম দীর্ঘদিন ধরে পাঠকদের মন ছুঁয়ে আসছে। তাঁর লেখা ইতিহাস, সংস্কৃতি, সমাজ ও গবেষণাধর্মী বিষয়বস্তুর ওপর ভিত্তি করে রচিত, যা পাঠকদের নতুন জ্ঞান ও দৃষ্টিভঙ্গি প্রদান করে।

এছাড়া, তাঁর নতুন ও পূর্বে প্রকাশিত সকল বই এখন রকমারি ডটকম অনলাইন শপে সহজেই পাওয়া যাচ্ছে, যাতে পাঠকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে সংগ্রহ করতে পারেন।

বই সংগ্রহের জন্য ভিজিট করুন:
রকমারি - আনোয়ার শাহজাহান

https://www.rokomari.com/book/author/34493/anwar-shahjahan

#আনোয়ারশাহজাহান #জুলাইঅভ্যুত্থান

Address

Unit 102 Greatorex Business Center, 8-10 Greatorex Street
London
E15NF

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jalalabad TV - জালালাবাদ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jalalabad TV - জালালাবাদ টিভি:

Share

Category