
28/08/2025
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসে তার বর্তমান অবস্থান নিয়ে রহস্য। জুলকারনাইন সায়েরের একটি পোস্টে অনেকে মন্তব্য করেন, সাবেক পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন নাকি জানেন শাওন কোথায় আছেন। আরেকজন জানান, ঢাকার নিকুঞ্জ এলাকায় মাঝে মাঝে তাকে দেখা যায়।
বিস্তারিত লিংকে : https://tv3bangla.com/কোথায়-গাউসুল-আলম-শাওন-আও/