KM Zaber

KM Zaber When you become a public figure, you still think, 'That's really not me; there's more to me than that.'

18/08/2025
17/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

17/08/2025

কথা গুলো শুনুন ।

এর চেয়ে ভাল কোন ভাষা ব্যবহারের সুযোগ নাই। এইটাই এদের উপযুক্ত।
17/08/2025

এর চেয়ে ভাল কোন ভাষা ব্যবহারের সুযোগ নাই। এইটাই এদের উপযুক্ত।

পুড়িয়ে ও গুড়িয়ে দেয়ার পরও যে বাড়ি পাহারা দিতে হয় সে বাড়ির নাম '৩২ নম্বর'।
17/08/2025

পুড়িয়ে ও গুড়িয়ে দেয়ার পরও যে বাড়ি পাহারা দিতে হয় সে বাড়ির নাম '৩২ নম্বর'।

29/07/2025

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপদেষ্টা হওয়ার পর তার শিক্ষক বাবা যেভাবে হয়ে উঠলেন কুমিল্লার গডফাদার।

18/07/2025

দেশ গৃহযুদ্ধের দিকে!!!

একটি দেশ গৃহযুদ্ধের দিকে অগ্রসর হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে তীব্র রাজনৈতিক বিভাজন, অর্থনৈতিক বৈষম্য, জাতিগত বা ধর্মীয় সংঘাত, দুর্বল ন শাসন, এবং বাইরের হস্তক্ষেপ।
যখন একটি দেশে এই উপাদানগুলি একত্রিত হয়, তখন তা গৃহযুদ্ধের দিকে যেতে পারে। নিচে কিছু বিস্তারিত কারণ দেওয়া হলো:
১. রাজনৈতিক বিভাজন: যখন একটি দেশে রাজনৈতিক দল বা গোষ্ঠীর মধ্যে গভীর বিভেদ দেখা যায় এবং তারা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না থাকে, তখন এই পরিস্থিতি গৃহযুদ্ধের দিকে মোড় নিতে পারে।
২. অর্থনৈতিক বৈষম্য: যদি সমাজে অর্থনৈতিক বৈষম্য প্রকট হয়, যেখানে একটি ছোট অংশ ধনী এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র থাকে, তবে এটি অসন্তোষ তৈরি করে এবং সংঘাতের সৃষ্টি করতে পারে।
৩. জাতিগত বা ধর্মীয় সংঘাত: জাতি বা ধর্মের ভিত্তিতে সমাজে বিভাজন দেখা গেলে, সেই বিভেদ সংঘাতের কারণ হতে পারে। যখন একটি নির্দিষ্ট জাতি বা ধর্মের মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত বা নিপীড়িত বোধ করে, তখন তারা সশস্ত্র সংঘাতের পথ বেছে নিতে পারে।
৪. দুর্বল শাসন: যদি একটি দেশের সরকার দুর্বল হয় বা জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়, তাহলে বিভিন্ন গোষ্ঠী নিজেদের ক্ষমতা বিস্তারের চেষ্টা করে এবং এর ফলে সংঘাতের সৃষ্টি হতে পারে।
৫. বহিরাগত হস্তক্ষেপ: কখনো কখনো অন্য দেশগুলি একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে এবং গৃহযুদ্ধের সম্ভাবনা বাড়ায়।
৬. ঐতিহাসিক কারণ: অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা বা দ্বন্দ্বও গৃহযুদ্ধের কারণ হতে পারে।
এসব কারণ একটি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। যখন এই উপাদানগুলি একত্রিত হয়, তখন পরিস্থিতি আরও খারাপ হতে থাকে এবং সমাজের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়।

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে নাএই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।কেউ এসে আপনাকে টেনে তুলবে না,...
15/06/2025

নিজেকে না বদলালে কেউ আপনাকে বাঁচাতে আসবে না
এই পৃথিবীতে কেউ আপনাকে এসে সফল করে দিয়ে যাবে না।
কেউ এসে আপনাকে টেনে তুলবে না, যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান।
জীবনের লড়াই আপনাকেই লড়তে হবে, একদম একা।

১. কেউ আপনাকে কিছু দিতে বাধ্য না
আপনার বাবা-মা আপনাকে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন।
তবে আপনি জীবনে কতদূর যাবেন, কত বড় হবেন— সেটা একান্তই আপনার দায়িত্ব।
কেউই বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে।
আপনাকেই নিজের সুযোগ তৈরি করতে হবে।

২. পৃথিবী কঠিন, আপনি যদি দুর্বল থাকেন তো শেষ
মনোবল শক্ত থাকতে হবে, লক্ষ্য অটুট থাকলে সাফল্য নিশ্চিত।
আপনি ব্যর্থ হলে, খুব বেশি মানুষ এক মিনিটও সময় দেবে না আপনার জন্য।
এই দুনিয়ায় টিকে থাকতে হলে আপনাকে মজবুত হতে হবে — মানসিকভাবে, মানসিকতায়, সিদ্ধান্তে।

নাহলে পৃথিবী আপনাকে গিলে ফেলবে, অন্যায়কারীকে একটুও দয়া করবে না।

৩. আপনার কষ্ট হবে, কিন্তু কেউ দেখবে না
হয়তো আপনি রাত জেগে পরিশ্রম করছেন, একা লড়াই করছেন, কষ্ট পাচ্ছেন —
কিন্তু কেউ তা দেখবে না।
মানুষ শুধু ফলাফল (result) দেখতে চায়,
আপনার পরিশ্রম (process) নয়।

তাই নীরবে লড়াই করুন, জেতার পর সবাই তো দেখবেই।

৪. বারবার ক্ষমা চাইলে পিছিয়ে পড়বেন
যদি আপনি সবসময় অজুহাত দেন—
যে, “সময় পাইনি”, “পরিস্থিতি খারাপ ছিল”, “ভাগ্য সহায় ছিল না”—
তাহলে আপনি কখনোই এগোতে পারবেন না।সময় খারাপের মধ্য দিয়েই আপনার লক্ষ্যবস্তুতে পৌছাতে হবে।

Victim mindset মানে নিজেকে সবসময় দুর্ভাগা ভাবা — এটা আপনাকে কেবল পিছিয়ে দেবে, কিছুই দেবে না।

৫. আপনিই আপনার একমাত্র ভরসা
কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না: “উঠে দাঁড়াও!”
কেউ এসে আপনাকে অনুপ্রাণিত করবে না, যদি না আপনি নিজে চেষ্টার আগুন জ্বালান।

আজ আপনি যেখানে আছেন, ১০ বছর পরও সেখানেই থাকবেন — যদি আজই বদলানো শুরু না করেন।

শেষ কথা:
এখনো ভাবছেন, কেউ এসে আপনাকে বাঁচাবে?
না, কেউ আসবে না।
আপনাকেই নিজেকে বাঁচাতে হবে।
নিজের ভিতরের আগুন জ্বালান — কারণ একমাত্র আপনিই পারেন নিজেকে বদলাতে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে এতো আইনজীবীকে কারাগারে পাঠানো হলো!!আবু সাঈদ সাগর স্যার ও ৮জন নারী আইনজীবী ব্যতি...
06/04/2025

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একযোগে এতো আইনজীবীকে কারাগারে পাঠানো হলো!!

আবু সাঈদ সাগর স্যার ও ৮জন নারী আইনজীবী ব্যতিত আত্মসমর্পণকৃত বাকি ৮৪জন আওয়ামীপন্থী আইনজীবী নেতৃবৃন্দকে আজ জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আইন পেশা যেহেতু পেশাজীবি সংগঠন তাই সর্বস্তরের আইনজীবীদের উচিত এর বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ জানানো।

অত্যন্ত লজ্জাজনক ও বেদনাদায়ক!!ইতিহাসের বাজে নজির হিসেবে স্বাক্ষী হয়ে থাকবে।কষ্ট হচ্ছে,হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে..

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!!

05/04/2025

দুই ধরনের মানুষের থেকে দূরে থাকুন, ১.অনুশোচনাহীন, ২.অকৃতজ্ঞ।

Address

London

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+447480104441

Alerts

Be the first to know and let us send you an email when KM Zaber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KM Zaber:

Share