Kazi Zaber

Kazi Zaber When you become a public figure, you still think, 'That's really not me; there's more to me than that.'

20/11/2025

পরিচয় দিয়েছিল,
ছেলেটার বাবা মুক্তিযোদ্ধা ........

উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।
27/10/2025

উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।

26/10/2025
পথ যত কঠিনই হোক, সাহস থাকলে তুমি পারবে। জীবনের এই সত্যটি আমরা অনেক সময় ভুলে যাই। যখন বিপদ আসে, যখন সবকিছু ভেঙে পড়তে থাকে...
20/10/2025

পথ যত কঠিনই হোক, সাহস থাকলে তুমি পারবে। জীবনের এই সত্যটি আমরা অনেক সময় ভুলে যাই। যখন বিপদ আসে, যখন সবকিছু ভেঙে পড়তে থাকে—তখন মনে হয় আর এগোনো সম্ভব না। কিন্তু আসল শক্তি তখনই প্রকাশ পায়, যখন আমরা ভয়কে জয় করি এবং দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাই।

জীবন মানেই চ্যালেঞ্জ, বাধা, সংগ্রাম। যারা ভয় পেয়ে থেমে যায়, তারা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। আর যারা সাহস রাখে, তারাই একদিন ইতিহাস গড়ে। পাহাড়ের চূড়ায় উঠতে যেমন ঘাম ঝরাতে হয়, তেমনি সাফল্যের শিখরে উঠতেও ধৈর্য, পরিশ্রম আর সাহস লাগে।

তাই হাল ছেড়ো না। ব্যর্থতা আসবে, কষ্ট আসবে—কিন্তু থেমে যেও না। মনে রাখো, আজকের কষ্টই আগামী দিনের শক্তি। পথ যত কঠিনই হোক, যদি হৃদয়ে বিশ্বাস আর মনে সাহস থাকে, তুমি অবশ্যই পারবে।

কে জব্দ করবে???
05/10/2025

কে জব্দ করবে???

05/10/2025

তোফায়েল আহমেদ—বাংলাদেশের এক জননন্দিত নেতা, দীর্ঘদিন ধরে অসুস্থ। হাসপাতালে ভর্তি আছেন জীবন মরণের সন্ধিক্ষণে, কিন্তু তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুনভাবে জন্ম নিচ্ছে।

পরিবারের কেউ কিছু বলেনি, তবুও কেউ কেউ নিজেরাই ঘোষণা দিচ্ছেন—“তিনি আর নেই।” তাও ছবি দিয়ে। অদ্ভুত এক সময়ে বাস করছি আমরা। এখন মানুষ মারা গেলে তার পরিবারের আগে ‘ফেইসবুক’ জানে। জানে অনলাইনের বে-লাইন সাংবাদিকরা।

বলা হচ্ছে, সরকারও চায় না তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে বড় কোনো জনসমাবেশ হোক, তাই মৃত্যুর খবর ‘দমন’ করা হচ্ছে। তাকে ভোলায় কবর দিতে দেবে না ঢাকায় কবর দিতে হবে। আমি বুঝিনা সরকার কি কারণে একজনের মৃত্যুর খবর দমন করবে বা প্রকাশ করতে দেবে না! যারা এমন ভাবেন তারা এটা কেন ভাবেন না যে তাতে সরকারের কি লাভ!

এই দেশে তো এখন ভিন্ন মতের লোকদের জানাজাতেও অন্য মতের লোকেরা যায় না। তাহলে এমন সংবেদনশীল বিষয় নিয়ে রাজনীতি কেন? মৃত্যু তো শুধু আওয়ামী লীগের লোকেরা যায় না সবাইকে যেতে হবে!

একজন মানুষ মারা গেলে তার ডাক্তার জানাবে, পরিবারই জানাবে—এটাই স্বাভাবিক। কিন্তু এখন মনে হচ্ছে, সমাজে এমন এক শ্রেণি তৈরি হয়েছে, যারা জীবিত মানুষকেও প্রতিদিন মেরে ফেলে।

এ কেমন ভালোবাসা, যে ভালোবাসায় মানুষকে বাঁচতে দেয় না—শুধু মারতে চায়?

ব্রেকিং নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর আমি ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবেদ...
03/10/2025

ব্রেকিং নিউজ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনার পর
আমি ওয়াশিংটন ডিসি থেকে
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিবেদনের পরিবর্তনের ধাপগুলি সম্পর্কে জানাচ্ছি।
১/ বাংলাদেশ আওয়ামী লীগ কমিটির বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করতে বাংলাদেশ আন্তবর্তীন কালিন সরকারের প্রধান উপদেষ্টা চুক্তিবদ্ধ হয়েছেন।
২/ বাংলাদেশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে যাচাই বাছাই ঐক্য ফোরাম গঠন করে যোগ্য ব্যাক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন।
৩/ একটি গনতন্ত্র আইন প্রনয়ণকে শ্রদ্ধা করে দেশের সংবিধান মেনে প্রতিটি দলের অংশগ্রহণে একটি আবাদ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে।
৪/ নির্বাচন কাউন্সিল বোর্ডের কমিশনের হাতে সর্ব ক্ষমতা প্রয়োগ করতে হবে এবং বিশেষ নিরাপত্তা টিম গঠনের সুপারিশ করতে হবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ করবেন। এবং প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবে
৫/ বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ কোন দলের প্রতি অনিষ্ট আচরণ আইন লংঘন মিছিল সভা সমাবেশ হামলা সন্ত্রাসী বিরোধী আন্দোলন বাঁধা বিঘ্ন ঘটানাো যাবে না।
৬ / বাংলাদেশ আইন বিভাগের মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দলের নিরাপত্তা জোরদার করতে হবে।
৭/ আইনের ক্ষমতা দিয়ে কোন রাজনৈতিক দলকে বাধাগ্রস্ত বা নিষেধাজ্ঞা আরোপ বা বহিষ্কার করা সীমা লংঘন করা যা একটি রাষ্ট্রের উপর মারাত্মক ক্ষতি বয়ে আনে।
সরকার প্রতিটি দলের তথ্য নিশ্চিত করবেন,
৮/ বাংলাদেশের স্বাধীনতার উপর কোন অমানবিক কাজ করা যাবে না।
মুক্তিযুদ্ধাদের নিরাপত্তা জোরদার করতে সরকারের কাছে আহবান জানানো হয়েছে।
বাকি তথ্য একটু পর জানাচ্ছি।
আপনাদের।

Collected

02/10/2025

বেগুন,খাট,কলা এগুলা একটা নিলে ভালো হবে। মানুষকে সহজে আকর্ষণ করা যাবে।

02/10/2025

সত্যি বলেছেন। আমরা এমন দেশ চাইনি যেখানে কেউ ধর্ম উপসনালয়ে পাহারাদার থাকবে।
বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান জাতির মহান নেতা শেখ মুজিবুর রহমানকে।

01/10/2025

আমি ভয় পাই না. কিন্তু দৌড় দেই…

Address

London

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+447480104441

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Zaber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kazi Zaber:

Share