25/12/2025
ডেভিল হান্ট নামে কি একটা শুরু হইছে—এটার মানেটাও দেখেছি, মিনিংটাও দেখেছি।
আমার জন্ম থেকে এখন অবধি রাজনৈতিক রদবদল দেখেছি—বই-পুস্তকও কিছু পড়েছি, সবার আমলে কে কী করলেন।
কিন্তু একটা কথা ক্লিয়ার: যে আমার বিশ্বনাথ থানায় উন্নয়ন করেছেন, তিনি এম ইলিয়াছ আলী সাহেব (উন্নয়ন নায়ক)। কিন্তু আমি কোনো রাজনীতি করি না ভাই, আমি পেটনীতিতে বিশ্বাসী।
বাদবাকি যারা, তারা উন্নয়নের নামে টাকা এনে পোস্টার ছাপিয়ে লেপ মারছে, নিজের পকেট ভরছে।
মেইন কাহিনি: ডেভিল হান্ট
ভাই, যার যখন রাজত্ব, আইনের গরম—আইনের অপব্যবহার করে, জোর কাটিয়ে, মামলা-হামলার ভয় দেখিয়ে তাদের নাম মুখস্থ করাইছে। তখন তাদের পাটাবাসে চিপা পড়া, জান বাঁচাইতে গিয়া, মামলা-হামলা থাইকা বাঁচাইতে গিয়া নাম জপা লাগছে।
মানুষ জান বাঁচাইতে গিয়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, শিবির কর্মী হিসেবে পরিচয় দিতে বাধ্য হইছে।
• ১:: তার মধ্যে কিছু নেতা ঠিকই, যারা কেউ না কেউর ক্ষতি করছে, ক্ষমতার অপব্যবহার করছে।
• ২:: আর যারা বিপদে পড়ে, পাটাবাস আর হামাইয়া নেতা হইছে।
আবার কেউ সোশ্যাল মিডিয়ায় ফটো দেখে যে, অমুক ভাই অমুক দল করছে—এমনটা চিন্তা করাটা যুক্তিসঙ্গত নয়।
ভাই, আমার জামাত, শিবির, আওয়ামী, বিএনপি—সব দলের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আছে। আমি তাদের সাথে আড্ডা দিতে গিয়ে সুন্দর মুহূর্তের ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম—এখন আপনি মনে করলেন এই মিয়া তো অমুক দল করে।
This is not okay.
ভাই, চাচা, মামা, বন্ধু—দয়া করে নিরীহ মানুষরে হয়রানি কইরো না।
২ নাম্বার পয়েন্টের যে মানুষগুলা, তাদের যাচাই-বাছাই করে হান্ট করো।
কারো উসকানিতে এমন কাউকে বিপদে ফেলাইও না।
#বাংলাদেশরাজনীতি