J&T az

J&T az Welcome to J&T az

Sharing real moments through natural photos, creative edits, and global journeys. Stay connected with J&T az.

From headlines to hidden gems—capturing life one frame at a time with a Photoshop twist." Sharing the best of A to Z videos– motivational clips, news updates, and nature moments.

22/11/2025

🎶 আগে জানলে তর ভাঙ্গা নৌকায় উরতাম না…
পুরনো বাংলা গানের একটা আলাদা মায়া আছে ❤️
মন ছুঁয়ে যাওয়া এই গানটি শুট করেছি Mile End, London 🇬🇧 —
শহরের ব্যস্ততার মধ্যে এই গানের সুর যেন হৃদয়ে অন্যরকম শান্তি এনে দেয়।

💔 পুরনো দিনের গান, স্মৃতি আর অনুভূতির সাথে মিল পেলে ভিডিওটা Like 👍, Comment 💬, আর Share 📲 করতে ভুলবেন না।

Follow the page for more Bangla music & lifestyle clips! 🌿✨
🔥

Daily life English conversation word.
22/11/2025

Daily life English conversation word.

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😭পিতাকে হারিয়েছেন ছোটবেলায়।বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। কথা ছিল, মায়ের দেখভাল করার...
22/11/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 😭

পিতাকে হারিয়েছেন ছোটবেলায়।
বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। কথা ছিল, মায়ের দেখভাল করার জন্য নিজেও কিছুদিন পর দেশে গিয়ে বিয়ে করবে।

কিন্তু হুট করেই মা চলে গেলেন না ফেরার দেশে।
সেই শোক সহ্য করতে পারেনি একমাত্র পুত্র। তাই এই খবর সহ্য করতে না পেরে সেও হার্ট অ্যাটাকে প্রাণ হারালো, চলে গেল মায়ের কাছেই।😭😭

এমন মা–পাগল প্রবাসী ছেলের অভাব নেই, যারা বেঁচে আছে শুধু মায়ের মুখটার দিকে তাকিয়ে।😭

#ওমানপ্রবাসী #সৌদিপ্রবাসী #কাতারপ্রবাসী # #দুবাইপ্রবাসী #প্রবাসী

আল্লাহ দুজনকেই জান্নাত দান করুন, আমিন। 😭😭

🇬🇧 যুক্তরাজ্যে ILR নিয়মে বড় পরিবর্তন!হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন—যুক্তরাজ্যে স্থায়ী বসবাস (ILR) এখন আর আগের ম...
21/11/2025

🇬🇧 যুক্তরাজ্যে ILR নিয়মে বড় পরিবর্তন!

হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জানিয়েছেন—যুক্তরাজ্যে স্থায়ী বসবাস (ILR) এখন আর আগের মতো দ্রুত পাওয়া যাবে না। ৫ বছরের বদলে এখন ১০ বছর অপেক্ষা করতে হবে, আর কারও অবদান কম হলে এই সময় বেড়ে ১৫–২০ বছরও হতে পারে।

তবে নতুন নিয়মে “earned-settlement” পদ্ধতি চালু হচ্ছে। মানে, যার অবদান বেশি, সে দ্রুত ILR পেতে পারে👇

🔹 উচ্চ আয়কারী (High earners) – যারা বেশি ট্যাক্স দেন, তারা ৩ বছরেই ILR পেতে পারেন।
🔹 পাবলিক সার্ভিস কর্মীরা – ডাক্তার, নার্সসহ যারা দেশকে সেবা দেন, তারা ৫ বছরে ILR-এর যোগ্য হতে পারেন।
🔹 ভলান্টিয়াররা – সমাজে স্বেচ্ছাসেবামূলক কাজ করলে ILR পাওয়ার সময় ৩ বছর কমতে পারে ১০ বছর থেকে

নতুন নিয়মে ILR পেতে লাগবে—
✔ পরিষ্কার ক্রিমিনাল রেকর্ড
✔ ভালো মানের ইংরেজি দক্ষতা (এ লেভেল)
✔ নিয়মিত ন্যাশনাল ইনসিওরেন্স (NI) কন্ট্রিবিউশন
✔ কোনো সরকারি বেনিফিট পাবে না ব্রিটিশ হওয়ার আগে
✔ সমাজে অবদান (কাজ, ট্যাক্স, ভলান্টিয়ারিং)

সরকারের ভাষায়—
“ILR কোনো অধিকার নয়, এটি অর্জন করে নিতে হয়।”

ℹ️ যারা ইতোমধ্যে ILR পেয়েছেন, তাদের জন্য কোনো পরিবর্তন নেই।

📌 UK Immigration Overhaul 2025 — ‘Earned Settlement’ মডেল: সহজ বাংলা ব্যাখ্যাUK সরকার ২০২5 সালে গত ৫০ বছরের মধ্যে সবচেয়...
20/11/2025

📌 UK Immigration Overhaul 2025 — ‘Earned Settlement’ মডেল: সহজ বাংলা ব্যাখ্যা

UK সরকার ২০২5 সালে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বড় অভিবাসন পরিবর্তন ঘোষণা করেছে। আগের মতো ৫ বছরে ILR পাওয়া আর সহজ নিয়ম নয় — নতুন সিস্টেমে বেশিরভাগ মানুষের জন্য সময় হবে ১০ বছর, আর ভুল বা নেতিবাচক রেকর্ড থাকলে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্তও লাগতে পারে।

🌟 মূল পয়েন্টগুলো এক নজরে

এখন ILR বা Settlement কোনো স্বয়ংক্রিয় অধিকার নয় — এটি Earn করতে হবে।

চারটি বিষয় মূল্যায়ন করা হবে: Character, Integration, Contribution, Residence

বেশিরভাগ Skilled Worker–দের জন্য Settlement সময় ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর।

কম বেতনভুক্ত বা RQF Level 6-এর নিচের চাকরিগুলোর জন্য সময হতে পারে ১৫ বছর।

যারা সরকারি অর্থ (public funds) নেন, তাদের জন্য সময় হবে ২০ বছর।

অবৈধভাবে প্রবেশকারী বা overstayer–দের জন্য সময় হতে পারে ৩০ বছর।

পরামর্শ গ্রহণ পর্ব (consultation) চলবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

🧭 ‘Earned Settlement’ মডেল কী?

আগে ৫ বছর থাকলে ILR পাওয়া যেত। এখন Settlement পাওয়া নির্ভর করবে আপনি—

1. Character (কোনো অপরাধ আছে কি?)

2. Integration (ইংরেজি ও Life in the UK জ্ঞান)

3. Contribution (আপনি কি কর দিচ্ছেন? আয়ের পরিমাণ?)

4. Residence (UK-তে কত বছর আছেন?)

স্ট্যান্ডার্ড সময় = ১০ বছর
তবে ভালো পারফর্ম করলে কমে যেতে পারে, আর খারাপ হলে বেড়ে যাবে।

🧩 কাদের জন্য নতুন সময়সীমা কী?

ভিসা ক্যাটাগরি নতুন Settlement সময়

Skilled Worker ১০ বছর
Health & Care (RQF 3–5) ১৫ বছর
NHS ডক্টর/নার্স ৫ বছর (আগের মতো)
Global Talent/High Earner ৩ বছর
Public Funds নেওয়া ব্যক্তিরা ২০ বছর
Illegal entrants / overstayers ৩০ বছর

📝 Settlement পাওয়ার জন্য ন্যূনতম শর্ত

চাইলে যত বছরই অপেক্ষা করুন — আগে নিম্নলিখিত শর্ত পূরণ না করলে আবেদন করা যাবে না:

✔ Character

অপরাধ করা যাবে না

NHS বা ট্যাক্স দেনা থাকা যাবে না

✔ Integration

ইংরেজি B2

Life in the UK Test পাস করতে হবে

✔ Contribution

বছরে অন্তত £12,570 আয় থাকতে হবে (৩–৫ বছর)

⚡ কীভাবে Settlement সময় কমানো যাবে?

যোগ্যতা কত বছর কমবে

ইংরেজি C1 –১ বছর
আয় £125,140+ (৩ বছর) –৭ বছর → ৩ বছরে Settlement
আয় £50,270+ (৩ বছর) –৫ বছর
Public Service job (৫ বছর) –৫ বছর
Volunteering –৩ থেকে –৫ বছর
Global Talent/Innovator –৭ বছর → ৩ বছরে Settlement

❗ সময় কীভাবে বাড়বে?

কারণ কত বছর বাড়বে

১২ মাসের কম public funds +৫ বছর
১২ মাসের বেশি public funds +১০ বছর
Illegal entry / visit visa misuse +২০ বছর
Overstay ৬+ মাস +২০ বছর

⚠ বড় পেনাল্টি থাকলে সব রিডাকশন বাতিল — অর্থাৎ খারাপ দিক বেশি গুরুত্ব পাবে।

🎯 কারা আক্রান্ত হবেন না?

যাদের ILR/settled status ইতিমধ্যেই আছে

EU Settlement Scheme

BN(O)

British spouse/partner/child route (৫ বছর রুট একই)

Armed forces পরিবার

Windrush

🎯 কারা সবচেয়ে বেশি প্রভাবিত?

Skilled Worker

Health & Care (RQF 3–5)

১০ বছরের Family Route

Refugee/Humanitarian route

Long Residence route (বন্ধ হতে যাচ্ছে)

Overstayer / illegal entrant

Dependants (আলাদা মূল্যায়ন হবে)

💼 Skilled Worker–দের জন্য এর মানে কী?

ILR আর ৫ বছর নয় → ১০ বছর

RQF Level 6-এর নিচের চাকরির জন্য → ১৫ বছর

আয় এখন settlement–এর বড় ফ্যাক্টর

Dependants আর একই timeline অনুসরণ নাও করতে পারে

🗳️ Consultation কী?

১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পরামর্শ নেওয়া হবে

Dependants, low-paid workers, long residence route, refugee settlement—সব বিষয় আলোচনা হচ্ছে

---
News sources from- WorkPermitCloud
Translate by AI

ফলাফল কি ঠিক আছে?
19/11/2025

ফলাফল কি ঠিক আছে?

দলিল আছে কিন্তু রেকর্ড নেই? নতুন BDS জরিপে নিজের নামে নাম উঠাবেন যেভাবে।বাংলাদেশে জমির মালিকানা নিশ্চিত করতে নতুন ডিজিটা...
18/11/2025

দলিল আছে কিন্তু রেকর্ড নেই? নতুন BDS জরিপে নিজের নামে নাম উঠাবেন যেভাবে।

বাংলাদেশে জমির মালিকানা নিশ্চিত করতে নতুন ডিজিটাল জরিপ (BDS – Bangladesh Digital Survey) কার্যক্রম চলমান। অনেকের দলিল থাকলেও খতিয়ানে নাম না থাকায় সরকারি রেকর্ডে মালিক হিসেবে স্বীকৃতি পাননি। এবার সেই সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত।

যেসব জমির মালিকের দলিল আছে কিন্তু রেকর্ড নেই, তারা নতুন জরিপে নিজের নামে নাম তুলতে পারবেন। তবে শুধু দলিল থাকলেই হবে না, মালিকানা আইনি প্রমাণ দিয়ে জরিপ টিমকে দেখাতে হবে।

১. দলিল থাকা মানে কী?
দলিল হলো জমি কেনা বা প্রাপ্তির প্রমাণ (বিক্রয়, উপহার বা দান দলিল)। কিন্তু যদি খতিয়ানে নাম আপডেট না থাকে, সরকারি নথিতে মালিক হিসেবে স্বীকৃতি মেলে না। তাই রেকর্ড সংশোধন বা নতুন নামে এন্ট্রি করানো জরুরি।

২. নতুন জরিপে রেকর্ড কিভাবে হবে?
মাঠে জরিপকারী আসার সময়:

অরিজিনাল দলিল ও সার্টিফায়েড কপি দেখাতে হবে

খাজনার রসিদ, নামজারি কপি, দখলের প্রমাণ (চাষাবাদ, বসতবাড়ি, সীমানা) দেখাতে হবে

উত্তরাধিকার সূত্রে মালিক হলে – উত্তরাধিকার সনদ ও বণ্টননামা দেখাতে হবে।

৩. ধাপে ধাপে করণীয়:

ধাপ ১: দলিল যাচাই করুন মেইন দলিল কিংবা (সাব-রেজিস্ট্রি অফিস থেকে সার্টিফায়েড কপি নিন)

ধাপ ২: খাজনা (ভূমি কর) আপডেট করুন (ইউনিয়ন ভূমি অফিসে জমা দিন)

ধাপ ৩: নামজারি (Mutation) আবেদন করুন, দলিল, খাজনা রসিদ, মালিকানার ইতিহাস দিয়ে নামজারি করান।

ধাপ ৪: জরিপ টিমকে প্রমাণ দেখান (প্রয়োজনে পাড়া-প্রতিবেশী সাক্ষী রাখুন)।

৪. আপত্তি উঠলে করণীয়:
কেউ যদি জমি তার বলে দাবি করে, জরিপের আপত্তি মামলার মাধ্যমে শুনানিতে অংশ নিন এবং দলিল প্রমাণ দেখিয়ে মালিকানা নিশ্চিত করুন।

৫. আদালতের আশ্রয়:
যদি জরিপে নাম না আসে বা বিরোধ মেটাতে না পারেন, জেলা জজ আদালতে Title Declaration Suit করে মালিকানা ঘোষণা নিতে পারেন।

৬. কেন এখনই করাবেন?
ডিজিটাল রেকর্ড (BDS) হয়ে গেলে পরবর্তীতে পরিবর্তন করা কঠিন। সঠিক সময়ে দলিল, খাজনা, নামজারি আপডেট না করলে মালিকানা নিয়ে সমস্যা হতে পারে।

সারসংক্ষেপঃ-

দলিল আছে কিন্তু রেকর্ড নাই?
জরিপে প্রমাণ (দলিল + খাজনা + নামজারি আবেদন + দখল) দেখাতে হবে। তাহলেই নতুন BDS জরিপে আপনার নামে রেকর্ড হবে। সংগৃহীত। এডিটিং ゚ ゚ #দলিল

  বিশ্বনাথের টিএন্ডটি রোড থেকে ম*দ পান করে মাতলামি করার অ'ভি'যো'গে ৪ তরুনকে আ ট কের পর ৩মাসের কা"রা"দ"ন্ড।‎তিনজন হচ্ছে, ...
18/11/2025


বিশ্বনাথের টিএন্ডটি রোড থেকে ম*দ পান করে মাতলামি করার অ'ভি'যো'গে ৪ তরুনকে আ ট কের পর ৩মাসের কা"রা"দ"ন্ড।
‎তিনজন হচ্ছে, এসএম আরশ আলীর পুত্র এসএম শামীম, সুনামগঞ্জের তাহিরপুরের জামিল আহমদ, ময়মনসিংহের গৌরীপুর থানা সোহেল মিয়া, সুনামগঞ্জের ধর্মপাশার শরীফ মিয়া।

বিস্তারিত কমেন্ট এ
17/11/2025

বিস্তারিত কমেন্ট এ

Please sign this petition if you are against 10 years ILR for legal migrants who are already contributing.Link 1st comme...
04/10/2025

Please sign this petition if you are against 10 years ILR for legal migrants who are already contributing.

Link 1st comment

We urge the UK Government to scrap plans to extend ILR from 5 to 10 years. We feel that legal migrants, especially care workers, followed the rules and built lives here under the 5-year promise. We think they support vital services and deserve fairness, not shifting rules.

বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করার মাধ্যমে একজন অভিবাসী PR বা (Permanent Residency) পেয়ে থাকেন। ইউকে-তে এ...
02/10/2025

বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করার মাধ্যমে একজন অভিবাসী PR বা (Permanent Residency) পেয়ে থাকেন। ইউকে-তে এটি ILR বা Indefinite Leave to Remain নামে পরিচিত। ILR পেতে হলে একজন অভিবাসীকে অনেকগুলো শর্ত পূরণ করতে হয়, যেমনঃ

✅ ৫ বছরের বৈধ বসবাসঃ
বর্তমান নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তি ইউকে-তে ৫ বছর ধরে বৈধভাবে Skilled Worker কিংবা Spouse ভিসায় থাকলে ILR এর জন্য আবেদন করতে পারবেন । আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বৈধভাবে ইউকে-তে একাধারে ৫ বছর বসবাস করেছেন। ILR পাওয়ার ১ বছর পর ন্যাচারালাইজেশনের মাধ্যমে তিনি ব্রিটিশ সিটিজেনশীপ অর্জন করতে পারবেন ।

✅ ১০ বছরের লং রেসিডেন্স রুটঃ
ইউকে-র ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বৈধভাবে ১০ বছর ধরে ইউকে-তে বসবাস করে থাকেন, তবে তিনিও Long Residence রুটের মাধ্যমে ILR-এর জন্য আবেদন করতে পারবেন। এই নিয়মের মূল শর্তগুলো হলো:
- নিরবচ্ছিন্ন বসবাস (Continuous Residence):
- আবেদনকারীকে ইউকে-তে কমপক্ষে ১০ বছর বৈধভাবে বসবাস করতে হবে।
- এই সময়ের মধ্যে যেকোনো ভিসা (যেমন, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, স্পাউস ভিসা, ইত্যাদি) বা ভিসার কম্বিনেশন গ্রহণযোগ্য, যতক্ষণ পর্যন্ত বসবাস বৈধ রয়েছে ।

তবে জীবনের ১০ বছর শুধুমাত্র ILR পেতে অতিবাহিত করা বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল বলে এই রুটে খুব অল্পসংখ্যক অভিবাসী আগ্রহী হয়ে থাকেন ।

✅ ইউকে-তে ILR-এর নতুন প্রস্তাবিত পরিবর্তনসমূহঃ

ইউকে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সাম্প্রতিক লেবার কনফারেন্স স্পিচে (সেপ্টেম্বর ২০২৫) ILR (Indefinite Leave to Remain)-এর নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এই পরিবর্তনগুলো এখনো কনফার্ম হয়নি, কিন্তু শীঘ্রই পাবলিক কনসালটেশনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। এগুলো অভিবাসীদের “কনট্রিবিউশন” (অবদান) এর উপর ভিত্তি করে ILR দেওয়ার লক্ষ্যে আনা হচ্ছে, যাতে শুধু বসবাসের সময় নয়, বরং দেশের প্রতি অবদানও বিবেচনা করা হয়। নিচে নতুন পরিবর্তনের মূল পয়েন্টগুলো সংক্ষেপে লিখছিঃ

১. কোয়ালিফায়িং পিরিয়ড বাড়ানো (বসবাসের সময়সীমা) - বর্তমানে ৫ বছর বৈধভাবে নির্দিষ্ট ভিসায় থাকলে ILR এর জন্য এপ্লাই করা যায়। নতুন নিয়ম অনুযায়ী এটি বাড়িয়ে ১০ বছর করা হবে।

২. কনট্রিবিউশন-ভিত্তিক টেস্টসমূহ (Contribution-Based Tests): প্রস্তাবিত নিয়ম অনুযায়ী ILR পাওয়ার জন্য শুধু সময় নয়, নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।যেমনঃ

• কাজ করা : চাকরি বা আয়ের উৎস থাকতে হবে।
• ন্যাশনাল ইনস্যুরেন্স কনট্রিবিউশন
• কোনো বেনিফিট না নেওয়া
• ইংরেজি টেস্ট : ইংরেজি ভাষায় উন্নত দক্ষতা (বর্তমান B1 লেভেলের চেয়ে কঠিন হতে পারে)।
• কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকা
• কমিউনিটিতে অবদান : স্বেচ্ছাসেবকতা বা লোকাল কজে সময় দান, যেমন ভলান্টিয়ারিং।

নোট: এই পরিবর্তনগুলো এখনো প্রস্তাবিত, এবং কার্যকর করা হয় নি। টাইমস সংবাদপত্র অনুযায়ী বর্তমানে ওয়ার্ক পারমিটে, কেয়ার ভিসা কিংবা স্কিলড ওয়ার্কার ভিসায় থাকা যে কেউ এই নিয়মের বাইরে থাকবেন । আপাতত এ বিষয়ে অহেতুক চিন্তার কোন কারণ নেই ।


Mahir & Mawa Mahir Mazed Tiham

📌একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে।একজন নারীর ...
27/09/2025

📌একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে।একজন নারীর কথা পুরুষের শান্তি, সম্মান, সম্পর্ক এমনকি ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।

1. ঝগড়া অস্ত্র হয়ে যায় – তোমার ভুল, দুর্বলতা বা গোপন কথা সে জমিয়ে রাখে। রাগ হলে সব তোমার বিপক্ষে ব্যবহার করে।

2. সবার সামনে অপমান – সংসারের ভেতরের কথা বাইরে বলে, বন্ধুদের সামনে বা জনসম্মুখে হাসি-ঠাট্টা করে অপমান করে। এতে সম্মান নষ্ট হয়।

3. গসিপ বা কানাকানি – প্রমাণ ছাড়াই অন্যদের কাছে তোমার নামে বদনাম ছড়ায়। পরে সত্য প্রকাশ পেলেও ততদিনে সবাই তার কথাই বিশ্বাস করে ফেলে।

4. সন্তানদের মন বিষিয়ে দেয় – শুধু তোমার সাথে নয়, অন্যদের কাছেও, এমনকি সন্তানদের কাছেও তোমার সম্পর্কে খারাপ কথা বলে। এতে সন্তানরাও তোমাকে ভুলভাবে দেখতে শুরু করে।

5. বড় ক্ষতি ডেকে আনে – অনেক সময় পুরুষ নিজের কাজের জন্য নয়, বরং স্ত্রীর অভিযোগের কারণে বাড়ি, সম্মান, সম্পর্ক সব হারায়। একটি বাড়িয়ে বলা বা ভুল অভিযোগই তাকে আদালতে টেনে নিতে পারে।

6. তুমি ভোগ করো, সে জেতে – তার মুখ তাকে সহানুভূতি আর মনোযোগ এনে দেয়, কিন্তু এর খেসারত দিতে হয় পুরুষকে—চাপ, কষ্ট আর ভেতরের ক্ষত দিয়ে।

শেষে কথা:
সব জেলখানা লোহার শিক দিয়ে বানানো হয় না। কিছু জেলখানা তৈরি হয় অপবাদ, গুজব আর এমন কথায়, যেগুলো থেকে পালানো যায় না। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় সাবধানে সিদ্ধান্ত নেওয়া উচিত। ভুল নারী শুধু বেশি কথা বলে না, সে পুরুষের জীবনকেই ধ্বংস করে দেয়।।

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when J&T az posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J&T az:

Share