
02/10/2025
বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করার মাধ্যমে একজন অভিবাসী PR বা (Permanent Residency) পেয়ে থাকেন। ইউকে-তে এটি ILR বা Indefinite Leave to Remain নামে পরিচিত। ILR পেতে হলে একজন অভিবাসীকে অনেকগুলো শর্ত পূরণ করতে হয়, যেমনঃ
✅ ৫ বছরের বৈধ বসবাসঃ
বর্তমান নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তি ইউকে-তে ৫ বছর ধরে বৈধভাবে Skilled Worker কিংবা Spouse ভিসায় থাকলে ILR এর জন্য আবেদন করতে পারবেন । আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বৈধভাবে ইউকে-তে একাধারে ৫ বছর বসবাস করেছেন। ILR পাওয়ার ১ বছর পর ন্যাচারালাইজেশনের মাধ্যমে তিনি ব্রিটিশ সিটিজেনশীপ অর্জন করতে পারবেন ।
✅ ১০ বছরের লং রেসিডেন্স রুটঃ
ইউকে-র ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বৈধভাবে ১০ বছর ধরে ইউকে-তে বসবাস করে থাকেন, তবে তিনিও Long Residence রুটের মাধ্যমে ILR-এর জন্য আবেদন করতে পারবেন। এই নিয়মের মূল শর্তগুলো হলো:
- নিরবচ্ছিন্ন বসবাস (Continuous Residence):
- আবেদনকারীকে ইউকে-তে কমপক্ষে ১০ বছর বৈধভাবে বসবাস করতে হবে।
- এই সময়ের মধ্যে যেকোনো ভিসা (যেমন, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, স্পাউস ভিসা, ইত্যাদি) বা ভিসার কম্বিনেশন গ্রহণযোগ্য, যতক্ষণ পর্যন্ত বসবাস বৈধ রয়েছে ।
তবে জীবনের ১০ বছর শুধুমাত্র ILR পেতে অতিবাহিত করা বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল বলে এই রুটে খুব অল্পসংখ্যক অভিবাসী আগ্রহী হয়ে থাকেন ।
✅ ইউকে-তে ILR-এর নতুন প্রস্তাবিত পরিবর্তনসমূহঃ
ইউকে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সাম্প্রতিক লেবার কনফারেন্স স্পিচে (সেপ্টেম্বর ২০২৫) ILR (Indefinite Leave to Remain)-এর নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এই পরিবর্তনগুলো এখনো কনফার্ম হয়নি, কিন্তু শীঘ্রই পাবলিক কনসালটেশনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। এগুলো অভিবাসীদের “কনট্রিবিউশন” (অবদান) এর উপর ভিত্তি করে ILR দেওয়ার লক্ষ্যে আনা হচ্ছে, যাতে শুধু বসবাসের সময় নয়, বরং দেশের প্রতি অবদানও বিবেচনা করা হয়। নিচে নতুন পরিবর্তনের মূল পয়েন্টগুলো সংক্ষেপে লিখছিঃ
১. কোয়ালিফায়িং পিরিয়ড বাড়ানো (বসবাসের সময়সীমা) - বর্তমানে ৫ বছর বৈধভাবে নির্দিষ্ট ভিসায় থাকলে ILR এর জন্য এপ্লাই করা যায়। নতুন নিয়ম অনুযায়ী এটি বাড়িয়ে ১০ বছর করা হবে।
২. কনট্রিবিউশন-ভিত্তিক টেস্টসমূহ (Contribution-Based Tests): প্রস্তাবিত নিয়ম অনুযায়ী ILR পাওয়ার জন্য শুধু সময় নয়, নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।যেমনঃ
• কাজ করা : চাকরি বা আয়ের উৎস থাকতে হবে।
• ন্যাশনাল ইনস্যুরেন্স কনট্রিবিউশন
• কোনো বেনিফিট না নেওয়া
• ইংরেজি টেস্ট : ইংরেজি ভাষায় উন্নত দক্ষতা (বর্তমান B1 লেভেলের চেয়ে কঠিন হতে পারে)।
• কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকা
• কমিউনিটিতে অবদান : স্বেচ্ছাসেবকতা বা লোকাল কজে সময় দান, যেমন ভলান্টিয়ারিং।
নোট: এই পরিবর্তনগুলো এখনো প্রস্তাবিত, এবং কার্যকর করা হয় নি। টাইমস সংবাদপত্র অনুযায়ী বর্তমানে ওয়ার্ক পারমিটে, কেয়ার ভিসা কিংবা স্কিলড ওয়ার্কার ভিসায় থাকা যে কেউ এই নিয়মের বাইরে থাকবেন । আপাতত এ বিষয়ে অহেতুক চিন্তার কোন কারণ নেই ।
Mahir & Mawa Mahir Mazed Tiham