J&T az

J&T az Welcome to J&T az

Sharing real moments through natural photos, creative edits, and global journeys. Stay connected with J&T az.

From headlines to hidden gems—capturing life one frame at a time with a Photoshop twist." Sharing the best of A to Z videos– motivational clips, news updates, and nature moments.

নি খোঁ জ সংবাদবিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃ**ত মুক্তার আলীর ছেলে মো. কাওছার আহমদ (২৪) গত বৃহস্পতিবার (...
07/01/2026

নি খোঁ জ সংবাদ
বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃ**ত মুক্তার আলীর ছেলে মো. কাওছার আহমদ (২৪) গত বৃহস্পতিবার (১ জানুয়ারী) সকাল ৭টার সময় সিঙ্গেরকাছ এলাকা থেকে নি খোঁ জ হয়েছেন। ছেলের সন্ধান চেয়ে মা জহুরা বেগম গতকাল বিশ্বনাথ থানায় জিডি (নাম্বার ১৭৯) করেছেন।
কোনো সহৃদয়বান ব্যক্তি মো. কাওছার আহমদের সন্ধান পেলে ০১৩৪১৬৪৪০৯৭ অথবা ০১৭২৬৬৩৮০৭৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার।

06/01/2026

Welcoming 2026 with unforgettable fireworks across the UK 🎆✨
Captured & shared by J&T az 🇬🇧









Community Seminar in Support of 5-Year ILR for UK Skilled WorkersAcross the UK, a series of seminars and discussion meet...
02/01/2026

Community Seminar in Support of 5-Year ILR for UK Skilled Workers
Across the UK, a series of seminars and discussion meetings are being held in support of granting Indefinite Leave to Remain (ILR) after 5 years for Skilled Worker visa holders. As part of this nationwide effort, we are taking the initiative to organise a community seminar in Cornwall to show solidarity with migrants living and working in this region.

We have held one-to-one discussions with local Labour MPs, councillors, and community representatives, who have expressed their support for the 5-year ILR pathway. As a final decision is expected to be taken in Parliament in the first or second week of February, it is crucial that we strengthen our collective voice and demonstrate maximum support ahead of this decision.
When a community stands together, change becomes possible.

With the new ILR proposal creating fresh concerns, it’s time for Skilled Migrants to come together again.
🗓 Date: 11 January(Sunday)
🕦 Time: 11:30 AM
📍 New Venue: Nawaab

বর্তমান যুগেও যে মানুষ এতটা গভীরভাবে ভালোবাসতে পারে, আমার ভাসুরকে না দেখলে হয়তো কোনোদিন বিশ্বাসই করতাম না।আজ উনাদের বিয়ে...
02/01/2026

বর্তমান যুগেও যে মানুষ এতটা গভীরভাবে ভালোবাসতে পারে, আমার ভাসুরকে না দেখলে হয়তো কোনোদিন বিশ্বাসই করতাম না।

আজ উনাদের বিয়ের ১২ বছর পূর্ণ হলো। অথচ নিয়তির কী নিষ্ঠুর পরিহাস, বিয়ের মাত্র এক বছরের মাথায় বড় ভাবি আমাদের ছেড়ে চলে গেছেন। আজ ১১টি বছর কেটে গেল ভাবি নেই, কিন্তু ভাইয়ার কাছে উনার অস্তিত্ব আজও আগের মতোই সজীব।

উনাদের প্রেমটা ছিল মাত্র ৩ মাসের, তারপর এসএসসি পাশ করেই বিয়ে। দুইজন সমবয়সী ছিলেন, একে অপরকে পাগলের মতো ভালোবাসতেন। বড় ভাবি চেয়েছিলেন তাদের ভালোবাসার চিহ্ন হয়ে কোনো সন্তান আসুক, কিন্তু ভাইয়া ভয় পেতেন। শেষ পর্যন্ত সেই সন্তান প্রসবের সময়ই ভাবি আর অনাগত সন্তান—দুজনকেই হারিয়ে ভাইয়া একা হয়ে যান।

গতকাল যখন বাড়ির সবাই মিলে ভাইয়াকে আবার বিয়ের কথা বলল, মানুষটা বাচ্চাদের মতো কেঁদে দিলেন। তারপর ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলেন কবরের পাশে। মা বললেন, উনি মাঝে মাঝেই এমন করেন। যখনই খুব বেশি কষ্ট হয় বা কেউ বিয়ের কথা বলে, উনি ভাবির কবরের পাশে গিয়ে বসে থাকেন।
সবাই যখন উনাকে নতুন করে জীবন শুরু করতে বলে,

উনি শুধু একটা কথাই বলেন—
"আমি কথা দিয়েছিলাম সারাজীবন তার সাথেই থাকবো, আমি সেই কথা ভঙ্গ করতে পারবো না। আমি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে রাজি। সেদিনও আল্লাহর কাছে আমি ওকেই চাইবো।"

১১টি বছর পার হয়ে গেছে, অথচ মানুষটার ভালোবাসা এক বিন্দুও কমেনি। বিয়োগের এত বছর পরেও কারো জন্য এভাবে কাঁদতে পারা এবং পরপারে পুনর্মিলনের অপেক্ষা করে,এটাই হয়তো প্রকৃত ভালোবাসা।

দোয়া করি আল্লাহ উনাদের জান্নাতে পুনরায় মিলিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। 🤲

©

বেগম জিয়া!আপনার জানাযার ইমাম এমন একজন ব্যক্তি; যার জুতো বহন করার জন্য হাজারো মুহাদ্দিস সবসময় ব্যাকুল থাকেন৷ আপনি অনেক ভা...
31/12/2025

বেগম জিয়া!
আপনার জানাযার ইমাম এমন একজন ব্যক্তি; যার জুতো বহন করার জন্য হাজারো মুহাদ্দিস সবসময় ব্যাকুল থাকেন৷ আপনি অনেক ভাগ্যবতী মহীয়সী।

“আজ ইতিহাস নিঃশব্দে কেঁদে উঠেছে…বাংলাদেশ হারাল এক আপোষহীন দেশনেত্রী, সাহসের অবিচল উচ্চারণ—বেগম খালেদা জিয়া।তিনি ছিলেন দৃ...
30/12/2025

“আজ ইতিহাস নিঃশব্দে কেঁদে উঠেছে…
বাংলাদেশ হারাল এক আপোষহীন দেশনেত্রী, সাহসের অবিচল উচ্চারণ—বেগম খালেদা জিয়া।
তিনি ছিলেন দৃঢ়তার প্রতীক, অন্যায়ের কাছে মাথা নত না করা এক সাহসী হৃদয়। আধিপত্য ও চাপের কাছে হার মানেননি কখনও; দেশের মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়ে গেছেন শেষ অবধি।
তার দৃশ্যমান দৃঢ়তা, নিঃশব্দ ত্যাগ আর অদম্য সাহস—সবকিছুই আজ ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে।
আজ মন ভীষণ ভারাক্রান্ত, হৃদয়ে গভীর শূন্যতা। আমরা হারালাম এক সাহসী কণ্ঠ, এক দৃঢ় নেতৃত্ব।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তাঁর পরিবার ও প্রিয়জনদের জন্য রইলো গভীর সমবেদনা।
বাংলাদেশ আজ সত্যিই শোকাহত…”

27/12/2025

রাতে ঘুমানোর আগে শক্তিশালী আমল

1। আয়াতুল কুরসি একবার পড়া
2। ইস্তেগফার ১০০ বার (Astaghfirullah)
3। সূরা ইখলাস, ফালাক, নাস প্রতিটি ৩ বার পরে গায়ে ফু
দেওয়া।
4। দরুদ শরীফ (১০ বার)।
5। সুবহানাল্লাহ (৩৩ বার) ।
6। আলহামদুলিল্লাহ (৩৩ বার) ।
7। আল্লাহু আকবার (৩৩ বার)।
৪। বিসমিল্লাহ ২১বার।
9। মৃত মুসলিমদের জন্য দুয়া করা।
১০। সূরা মূলক (সম্পূর্ণ)।
১১। সূরা কাফিরুন (১ বার)।
১২। লা ইলা-হ ইল্লাল্লাহু (১০০ বার)।
১৩। ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়া।
১৪। ডান কাত হয়ে শুয়া।
১৫। ঘুমানোর দোয়া পড়া।
১৬। ওজু করে ঘুমাতে যাওয়া।
১৭। সূরা ফাতিহা, কালেমা তামজিদ, (৪বার) ।
১৮। সূরা ইখলাস, দরুদ (৩বার)।
১৯। আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলা-হা ইল্লা হুয়াল হায়্যুউল
কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। (১০বার
২০। সবাইকে ক্ষমা করে দেওয়া।

আপনার জন্য শুভ কামনা রইলো আগামী দিনের রাষ্টনায়ক ❤️ #বাংলাদেশরাজনীতি
25/12/2025

আপনার জন্য শুভ কামনা রইলো আগামী দিনের রাষ্টনায়ক ❤️
#বাংলাদেশরাজনীতি

ডেভিল হান্ট নামে কি একটা শুরু হইছে—এটার মানেটাও দেখেছি, মিনিংটাও দেখেছি।আমার জন্ম থেকে এখন অবধি রাজনৈতিক রদবদল দেখেছি—বই...
25/12/2025

ডেভিল হান্ট নামে কি একটা শুরু হইছে—এটার মানেটাও দেখেছি, মিনিংটাও দেখেছি।
আমার জন্ম থেকে এখন অবধি রাজনৈতিক রদবদল দেখেছি—বই-পুস্তকও কিছু পড়েছি, সবার আমলে কে কী করলেন।
কিন্তু একটা কথা ক্লিয়ার: যে আমার বিশ্বনাথ থানায় উন্নয়ন করেছেন, তিনি এম ইলিয়াছ আলী সাহেব (উন্নয়ন নায়ক)। কিন্তু আমি কোনো রাজনীতি করি না ভাই, আমি পেটনীতিতে বিশ্বাসী।
বাদবাকি যারা, তারা উন্নয়নের নামে টাকা এনে পোস্টার ছাপিয়ে লেপ মারছে, নিজের পকেট ভরছে।
মেইন কাহিনি: ডেভিল হান্ট
ভাই, যার যখন রাজত্ব, আইনের গরম—আইনের অপব্যবহার করে, জোর কাটিয়ে, মামলা-হামলার ভয় দেখিয়ে তাদের নাম মুখস্থ করাইছে। তখন তাদের পাটাবাসে চিপা পড়া, জান বাঁচাইতে গিয়া, মামলা-হামলা থাইকা বাঁচাইতে গিয়া নাম জপা লাগছে।
মানুষ জান বাঁচাইতে গিয়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, শিবির কর্মী হিসেবে পরিচয় দিতে বাধ্য হইছে।
• ১:: তার মধ্যে কিছু নেতা ঠিকই, যারা কেউ না কেউর ক্ষতি করছে, ক্ষমতার অপব্যবহার করছে।
• ২:: আর যারা বিপদে পড়ে, পাটাবাস আর হামাইয়া নেতা হইছে।
আবার কেউ সোশ্যাল মিডিয়ায় ফটো দেখে যে, অমুক ভাই অমুক দল করছে—এমনটা চিন্তা করাটা যুক্তিসঙ্গত নয়।
ভাই, আমার জামাত, শিবির, আওয়ামী, বিএনপি—সব দলের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আছে। আমি তাদের সাথে আড্ডা দিতে গিয়ে সুন্দর মুহূর্তের ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলাম—এখন আপনি মনে করলেন এই মিয়া তো অমুক দল করে।
This is not okay.
ভাই, চাচা, মামা, বন্ধু—দয়া করে নিরীহ মানুষরে হয়রানি কইরো না।
২ নাম্বার পয়েন্টের যে মানুষগুলা, তাদের যাচাই-বাছাই করে হান্ট করো।
কারো উসকানিতে এমন কাউকে বিপদে ফেলাইও না।

#বাংলাদেশরাজনীতি

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!১. সুদ (Riba):যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারক...
23/12/2025

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ!

১. সুদ (Riba):
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারকাহ আসতে পারে না।
📖 রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ — “আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা।”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
📖 রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ — “কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক কেটে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
📖 হাদিস: “যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।”
— বুখারি ২৯৮৬

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হা/রাম টাকা জীবনে অভাব ডেকে আনে।
📖 হাদিস: “যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।” — মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান–সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের বারকাহ কমে যায়।
📖 হাদিস: “রিযিক সালাতে আছে।”
— সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত:
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকাহ খেয়ে ফেলে।
📖 সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ।
অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়।
📖 হাদিস: “যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে, সে জান্নাতে যাবে না।”
— মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বং/স হতে থাকে।
📖 সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
📖 হাদিস: “মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো।”
— ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো:
এতে সম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না—সে শেষ পর্যন্ত কম পায়।
📖 হাদিস: “মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়, তবুও সে তৃতীয়টি চাইবে।”
— বুখারি ৬৪৩৯

১৩. বাবা–মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
📖 হাদিস: “রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।”
— মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই, বরং ধ্বং/স ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
📖 হাদিস: “সদকা সম্পদ কমায় না।”
— মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায় করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ বারকাহ পুড়িয়ে ফেলে।
📖 বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে।
যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি:
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

📖 হাদিস: “আল্লাহ্‌র সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করেন।”
— তিরমিজি ২৫১০
📌
─পোস্টটি ভালো লাগলে শেয়ার করুণ!

𝐔𝐊-তে নতুন গেলে সবচেয়ে বড় কনফিউশন, এই জিনিসটা কোন বিনে যাবে? চিন্তা নেই, এই ছোট গাইডটাই আপনাকে বাঁচাবে! 🟦 𝐁𝐥𝐮𝐞 𝐁𝐢𝐧 –...
19/12/2025

𝐔𝐊-তে নতুন গেলে সবচেয়ে বড় কনফিউশন, এই জিনিসটা কোন বিনে যাবে?
চিন্তা নেই, এই ছোট গাইডটাই আপনাকে বাঁচাবে!

🟦 𝐁𝐥𝐮𝐞 𝐁𝐢𝐧 – 𝐑𝐞𝐜𝐲𝐜𝐥𝐢𝐧𝐠 (𝐃𝐫𝐲 𝐌𝐚𝐭𝐞𝐫𝐢𝐚𝐥𝐬)
এখানে ফেলতে পারবেন:
✔ কাগজ
✔ কার্টন
✔ প্লাস্টিক বোতল
✔ ক্যান
✔ গ্লাস বোতল
❌ নোংরা বা খাবারের দাগযুক্ত কিছু দেবেন না।

🟩 𝐆𝐫𝐞𝐞𝐧 𝐁𝐢𝐧 – 𝐅𝐨𝐨𝐝 𝐖𝐚𝐬𝐭𝐞
এখানে যাবে:
✔ রান্নার বর্জ্য
✔ ফল–সবজির খোসা
✔ ডিমের খোসা
✔ চা পাতা
❌ প্লাস্টিক দেবেন না।

🟨 𝐁𝐫𝐨𝐰𝐧/𝐆𝐚𝐫𝐝𝐞𝐧 𝐁𝐢𝐧 – 𝐆𝐚𝐫𝐝𝐞𝐧 𝐖𝐚𝐬𝐭𝐞 (শহরভেদে)
✔ পাতা
✔ ঘাস
✔ ছোট ডালপালা

⬛ 𝐁𝐥𝐚𝐜𝐤 𝐁𝐢𝐧 – 𝐆𝐞𝐧𝐞𝐫𝐚𝐥 𝐖𝐚𝐬𝐭𝐞
যেগুলো রিসাইকেল করা যায় না:
✔ নোংরা প্লাস্টিক
✔ স্যানিটারি বর্জ্য
✔ তেলে ভেজা প্যাকেট
✔ ভাঙা জিনিসপত্র

🔍 𝐏𝐫𝐨 𝐓𝐢𝐩: প্রতি কাউন্সিলের নিয়ম একটু আলাদা, আপনার শহরের “𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥 𝐖𝐚𝐬𝐭𝐞 𝐆𝐮𝐢𝐝𝐞” গুগলে সার্চ করলেই পুরো তালিকা পেয়ে যাবেন!


𝐃𝐨𝐰𝐧𝐥𝐨𝐚𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐆𝐮𝐢𝐝𝐞 𝐭𝐨 𝐒𝐭𝐮𝐝𝐲 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐔𝐊: https://tinyurl.com/yu3ym3vb

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when J&T az posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J&T az:

Share