J&T az

J&T az Welcome to J&T az

Sharing real moments through natural photos, creative edits, and global journeys. Stay connected with J&T az.

From headlines to hidden gems—capturing life one frame at a time with a Photoshop twist." Sharing the best of A to Z videos– motivational clips, news updates, and nature moments.

বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করার মাধ্যমে একজন অভিবাসী PR বা (Permanent Residency) পেয়ে থাকেন। ইউকে-তে এ...
02/10/2025

বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করার মাধ্যমে একজন অভিবাসী PR বা (Permanent Residency) পেয়ে থাকেন। ইউকে-তে এটি ILR বা Indefinite Leave to Remain নামে পরিচিত। ILR পেতে হলে একজন অভিবাসীকে অনেকগুলো শর্ত পূরণ করতে হয়, যেমনঃ

✅ ৫ বছরের বৈধ বসবাসঃ
বর্তমান নিয়ম অনুযায়ী, কোন ব্যক্তি ইউকে-তে ৫ বছর ধরে বৈধভাবে Skilled Worker কিংবা Spouse ভিসায় থাকলে ILR এর জন্য আবেদন করতে পারবেন । আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি বৈধভাবে ইউকে-তে একাধারে ৫ বছর বসবাস করেছেন। ILR পাওয়ার ১ বছর পর ন্যাচারালাইজেশনের মাধ্যমে তিনি ব্রিটিশ সিটিজেনশীপ অর্জন করতে পারবেন ।

✅ ১০ বছরের লং রেসিডেন্স রুটঃ
ইউকে-র ইমিগ্রেশন নিয়ম অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বৈধভাবে ১০ বছর ধরে ইউকে-তে বসবাস করে থাকেন, তবে তিনিও Long Residence রুটের মাধ্যমে ILR-এর জন্য আবেদন করতে পারবেন। এই নিয়মের মূল শর্তগুলো হলো:
- নিরবচ্ছিন্ন বসবাস (Continuous Residence):
- আবেদনকারীকে ইউকে-তে কমপক্ষে ১০ বছর বৈধভাবে বসবাস করতে হবে।
- এই সময়ের মধ্যে যেকোনো ভিসা (যেমন, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, স্পাউস ভিসা, ইত্যাদি) বা ভিসার কম্বিনেশন গ্রহণযোগ্য, যতক্ষণ পর্যন্ত বসবাস বৈধ রয়েছে ।

তবে জীবনের ১০ বছর শুধুমাত্র ILR পেতে অতিবাহিত করা বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল বলে এই রুটে খুব অল্পসংখ্যক অভিবাসী আগ্রহী হয়ে থাকেন ।

✅ ইউকে-তে ILR-এর নতুন প্রস্তাবিত পরিবর্তনসমূহঃ

ইউকে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ সাম্প্রতিক লেবার কনফারেন্স স্পিচে (সেপ্টেম্বর ২০২৫) ILR (Indefinite Leave to Remain)-এর নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এই পরিবর্তনগুলো এখনো কনফার্ম হয়নি, কিন্তু শীঘ্রই পাবলিক কনসালটেশনের মাধ্যমে চূড়ান্ত করা হবে। এগুলো অভিবাসীদের “কনট্রিবিউশন” (অবদান) এর উপর ভিত্তি করে ILR দেওয়ার লক্ষ্যে আনা হচ্ছে, যাতে শুধু বসবাসের সময় নয়, বরং দেশের প্রতি অবদানও বিবেচনা করা হয়। নিচে নতুন পরিবর্তনের মূল পয়েন্টগুলো সংক্ষেপে লিখছিঃ

১. কোয়ালিফায়িং পিরিয়ড বাড়ানো (বসবাসের সময়সীমা) - বর্তমানে ৫ বছর বৈধভাবে নির্দিষ্ট ভিসায় থাকলে ILR এর জন্য এপ্লাই করা যায়। নতুন নিয়ম অনুযায়ী এটি বাড়িয়ে ১০ বছর করা হবে।

২. কনট্রিবিউশন-ভিত্তিক টেস্টসমূহ (Contribution-Based Tests): প্রস্তাবিত নিয়ম অনুযায়ী ILR পাওয়ার জন্য শুধু সময় নয়, নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে।যেমনঃ

• কাজ করা : চাকরি বা আয়ের উৎস থাকতে হবে।
• ন্যাশনাল ইনস্যুরেন্স কনট্রিবিউশন
• কোনো বেনিফিট না নেওয়া
• ইংরেজি টেস্ট : ইংরেজি ভাষায় উন্নত দক্ষতা (বর্তমান B1 লেভেলের চেয়ে কঠিন হতে পারে)।
• কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকা
• কমিউনিটিতে অবদান : স্বেচ্ছাসেবকতা বা লোকাল কজে সময় দান, যেমন ভলান্টিয়ারিং।

নোট: এই পরিবর্তনগুলো এখনো প্রস্তাবিত, এবং কার্যকর করা হয় নি। টাইমস সংবাদপত্র অনুযায়ী বর্তমানে ওয়ার্ক পারমিটে, কেয়ার ভিসা কিংবা স্কিলড ওয়ার্কার ভিসায় থাকা যে কেউ এই নিয়মের বাইরে থাকবেন । আপাতত এ বিষয়ে অহেতুক চিন্তার কোন কারণ নেই ।


Mahir & Mawa Mahir Mazed Tiham

📌একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে।একজন নারীর ...
27/09/2025

📌একজন নারী যদি তার মুখ বা কথা নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সে ধীরে ধীরে একজন পুরুষের জীবন নষ্ট করে দিতে পারে।একজন নারীর কথা পুরুষের শান্তি, সম্মান, সম্পর্ক এমনকি ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে।

1. ঝগড়া অস্ত্র হয়ে যায় – তোমার ভুল, দুর্বলতা বা গোপন কথা সে জমিয়ে রাখে। রাগ হলে সব তোমার বিপক্ষে ব্যবহার করে।

2. সবার সামনে অপমান – সংসারের ভেতরের কথা বাইরে বলে, বন্ধুদের সামনে বা জনসম্মুখে হাসি-ঠাট্টা করে অপমান করে। এতে সম্মান নষ্ট হয়।

3. গসিপ বা কানাকানি – প্রমাণ ছাড়াই অন্যদের কাছে তোমার নামে বদনাম ছড়ায়। পরে সত্য প্রকাশ পেলেও ততদিনে সবাই তার কথাই বিশ্বাস করে ফেলে।

4. সন্তানদের মন বিষিয়ে দেয় – শুধু তোমার সাথে নয়, অন্যদের কাছেও, এমনকি সন্তানদের কাছেও তোমার সম্পর্কে খারাপ কথা বলে। এতে সন্তানরাও তোমাকে ভুলভাবে দেখতে শুরু করে।

5. বড় ক্ষতি ডেকে আনে – অনেক সময় পুরুষ নিজের কাজের জন্য নয়, বরং স্ত্রীর অভিযোগের কারণে বাড়ি, সম্মান, সম্পর্ক সব হারায়। একটি বাড়িয়ে বলা বা ভুল অভিযোগই তাকে আদালতে টেনে নিতে পারে।

6. তুমি ভোগ করো, সে জেতে – তার মুখ তাকে সহানুভূতি আর মনোযোগ এনে দেয়, কিন্তু এর খেসারত দিতে হয় পুরুষকে—চাপ, কষ্ট আর ভেতরের ক্ষত দিয়ে।

শেষে কথা:
সব জেলখানা লোহার শিক দিয়ে বানানো হয় না। কিছু জেলখানা তৈরি হয় অপবাদ, গুজব আর এমন কথায়, যেগুলো থেকে পালানো যায় না। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় সাবধানে সিদ্ধান্ত নেওয়া উচিত। ভুল নারী শুধু বেশি কথা বলে না, সে পুরুষের জীবনকেই ধ্বংস করে দেয়।।

একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃ"ত অবস্থায় পাওয়া গেছে।🥺🥺তাদের মৃ"ত্যু"র সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্য...
19/09/2025

একই পরিবারের দুই নিষ্পাপ শিশুকে বিছানায় মৃ"ত অবস্থায় পাওয়া গেছে।🥺🥺

তাদের মৃ"ত্যু"র সম্ভাব্য কারণ তদন্ত করে তাদের খাদ্য-পানের ব্যাপারে প্রশ্ন করলে বাচ্চাদের মা বলেন, বাচ্চারা বাইরে থেকে কিছু খায়নি, কিন্তু ঘুমানোর সময় প্রতিদিনের মত আজও এক গ্লাস করে দুধ দেওয়া হয়।

ফ্রিজে দুধের পাত্র পরিদর্শন করলে পাত্রের নীচে ৩/৪ ইঞ্চি বিষধর সাপের এই বাচ্চাটি মৃ"ত অবস্থায় পাওয়া যায়।
ফ্রিজে গিয়ে দুধের জগেই পড়ল কিভাবে??? পরিবারের কথা মনে পড়ে সব্জি বাজার থেকে শাক এনে শাকের বান্ডিল না খুলে ফ্রিজে রেখেছিল।

সম্ভবত সাপের বাচ্চা শাকের বান্ডিল থেকে বেরিয়ে দুধের জগে পড়েছিল। শিশুদের মৃ"ত্যু"র কারণ স্পষ্ট, কিন্তু পরিবারের দুটি সন্তান হারিয়েছে।
তাই ফ্রিজে কিছু রাখার সময় শাক, সবজি ও খাবার অন্যান্য জিনিস থেকে খুব সতর্ক থাকা উচিত।

ফ্রিজ সবসময় পরিষ্কার রাখুন, রান্নাঘরে কোন খাবার খোলা রাখবেন না । *দু"র্ঘ"ট"না থেকে শিক্ষা নিন এবং এই বার্তাটি শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে শেয়ার করে মানবতার সেবায় আপনার ক্ষুদ্র অংশটি দান করুন।

ছয় বছর পাঁচ মাসের রিলেশন আমাদের। কাল তার বিয়ে, গায়ে হলুদের ফাঁকে কল দিয়েছিল কান্নার জন্যসে ঠিক মতো কথা ও বলতে পারে ন...
18/09/2025

ছয় বছর পাঁচ মাসের রিলেশন আমাদের। কাল তার বিয়ে, গায়ে হলুদের ফাঁকে কল দিয়েছিল কান্নার জন্য

সে ঠিক মতো কথা ও বলতে পারে নাই, আমি ও নিজেকে ধরে রাখতে পারলাম না।🥺

অনেক চেষ্টা করেছে আমাকে পাওয়ার জন্য আমি নিজে ও কম চেষ্টা করিনি,সামর্থ্য অনুযায়ী সবকিছু করেছি, যার যার কাছে যাওয়ার সবার কাছে গেছি।

সবকিছুই ঠিক ছিল আমাদের মধ্যে হঠাৎ কি এমন হলো বুঝে উঠতে পারতেছি না।

আমি মধ্যবিত্ত ঘরের সন্তান,তারাও তেমন টাকাওয়ালা জামাই পেয়েছে সেজন্য তার বাবা বিয়েতে রাজি হয়ে গেছে।

কেঁদেছি অনেক,আজকে দুইদিন কান্না থামতেছে না কিছু খেতেও ইচ্ছে করতেছে না।

আমি তাকে মন থেকে চেয়েছি, হয়তো উপরওয়ালার লিখন ভিন্ন ছিল।💔

- ছবিতে দেখা যাচ্ছে— এক ব্যক্তি মারা গেছেন, তাকে মসজিদুল হারামে জানাজা পড়ানো হচ্ছে মুখ খোলা অবস্থায়।কারণ কী...?- কারণ ...
14/09/2025

- ছবিতে দেখা যাচ্ছে— এক ব্যক্তি মারা গেছেন, তাকে মসজিদুল হারামে জানাজা পড়ানো হচ্ছে মুখ খোলা অবস্থায়।
কারণ কী...?
- কারণ তিনি ইহরাম অবস্থায় ইন্তিকাল করেছেন। আর যে ব্যক্তি ইহরাম অবস্থায় মারা যায়, সে হোক উমরাহকারী বা হাজী— তাকে তার ইহরামের কাপড়েই কাফন দেওয়া হবে এবং তার মুখমণ্ডল ও মাথা ঢেকে দেওয়া হবে না।
এটাই এসেছে সুন্নাহতে।
রাসূলুল্লাহ ﷺ যখন শুনলেন, একজন ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন তিনি ﷺ বললেন:
“তাকে তার ইহরামের কাপড়েই কাফন দাও, তার মাথা ও মুখ ঢাকবে না; নিশ্চয়ই সে কিয়ামতের দিন লাব্বাইক বলতে বলতে পুনরুত্থিত হবে।”
সহীহ আল-বুখারী – হাদীস 1265 (কিতাব: জানাযা)
সহীহ মুসলিম – হাদীস 1206 (কিতাব: হাজ্জ)

#আর #না #না

RFL..... A Great পাইকারি দামে বিক্রি করছি,,,, লোকেশন: রশিদ পুর পয়েন্ট দক্ষিণ সুরমা সিলেট যোগাযোগ:  জিহাদ এন্টারপ্রাইজ রশ...
10/09/2025

RFL..... A Great পাইকারি দামে বিক্রি করছি,,,,

লোকেশন: রশিদ পুর পয়েন্ট দক্ষিণ সুরমা সিলেট

যোগাযোগ: জিহাদ এন্টারপ্রাইজ রশিদপুর

0️⃣1️⃣7️⃣1️⃣2️⃣ 4️⃣8️⃣4️⃣4️⃣8️⃣6️⃣

09/09/2025

"সাদিক কাইয়ূম"
ডাকসু ভিপি ২০২৫
Congratulations 👏

❤️ কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।২. সন্তানের বয়...
05/09/2025

❤️ কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ
১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।
২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।
৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।
৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে,কি খেলছে,কার সাথে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।
৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।
৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।
৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।
৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।
৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।
১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন সন্তানের বাবাও আছে। (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।
১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।
১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।
১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।
১৪.আপনার সন্তান কে দ্বীনি ও নৈতিক শিক্ষা দিন।
আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা।

#নিরাপত্তা

একজন মেয়ে হিসেবে প্রথম যখন UK আসবেন।❌ যে কাজগুলো করবেন না।1.অপিরিচিত অনলাইনে কেউ জব এর কথা বললে না বুঝে একা দেখা করতে যা...
04/09/2025

একজন মেয়ে হিসেবে প্রথম যখন UK আসবেন।

❌ যে কাজগুলো করবেন না।

1.অপিরিচিত অনলাইনে কেউ জব এর কথা বললে না বুঝে একা দেখা করতে যাবেন না, কোনো কোম্পানি কিংবা প্রফেশনাল জব এর কথা আমি মিন করি নাই, যেটা মিন করেছি আশা করি বুঝতে পেরেছেন।

2. রেস্টুরেন্টে কম বেতনে বা কাগজপত্র ছাড়া কাজ করবেন না।

3. বাংলাদেশি/এশিয়ান কমিউনিটিতে একা এসেছেন – এই ইনফরমেশন অতিরিক্ত শেয়ার করবেন না।

4. নাইট ক্লাবকে জব বা ক্যারিয়ার সলিউশন মনে করবেন না। (ক্লাব মানে শুধু মজা/সোশ্যালাইজিং)

5. একা রাতে অচেনা শর্টকাট রাস্তা দিয়ে হেঁটে যাবেন না। রাতে একা ফেরার সময় ব্যস্ত রুট, বাস-ট্রেন বা ট্যাক্সি ইউজ করুন। লন্ডনের মতো বড় শহরে কিছু কিছু এরিয়া রাতে এভোয়েড করাই ভালো।

6. একা একা সব করার চেষ্টা না করে আপনার সাথেই এসেছে এমন স্টুডেন্টদের সাথে গ্রুপ করে জব এর চেষ্টা ,লাইফ ইনজয় করা সবকিছুই করবেন।।

7. একা থাকার কারণে ডিপ্রেশন এলে নিজেকে আইসোলেট করবেন না – কাউন্সেলিং/GP সাপোর্ট নিবেন।

---

UK স্টুডেন্ট ভিসার বিভিন্ন বিষয়ে জানতে জয়েন করুন 👇🇬🇧🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿
Study in Uk from Bangladesh গ্রুপে।
.....
.....






02/09/2025

এক বাংলাদেশী ডাক্তার চাকরি না পেয়ে লন্ডনে --- তাঁবু টেনে অস্থায়ী ক্লিনিক খুলে বসল।
তাঁবুর বাইরে সাইনবোর্ড টাঙিয়ে লিখে দিল --- 'GET TREATMENT FOR £20 - IF NOT CURED GET BACK £100.'
সহজ বাংলা -- বিফলে মূল্য ফেরত।

এক ব্রিটিশ আইনজীবী চিন্তা করল ১০০ পাউন্ড ধান্ধা করার এই সুযোগ।

উকিল গিয়ে ডাক্তারকে বলল- আমার জিহ্বায় কোন কিছুর স্বাদ পাইনা, আমি কোন স্বাদ পরখ করতে পারিনা, আমার চিকিৎসা করুন।

ডাক্তার তার এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল--- একে ৪২০ নম্বর ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও।

ঔষধ খাওয়ানোর পর উকিল চেঁচিয়ে উঠল- এটা তো কেরোসিন!

ডাক্তার: গুড, আপনার জিহ্বা কাজ করা শুরু করেছে, ২০ পাউন্ড দিন।

২০ পাউন্ড হারিয়ে অনেক ভেবেচিন্তে উকিল দ্বিতীয় দিন আবার আসল ডাক্তারের কাছে।

উকিল: আমার স্মৃতি কাজ করছেনা, আপনি আমার চিকিৎসা করুন।

ডাক্তার আবার তার এসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল- একে ৪২০ নম্বর ডিব্বা থেকে তিন ফোটা খাইয়ে দাও।

খাওয়ানোর পর উকিল রেগেমেগে একাকার। বলল: এই কেরোসিন তো জিহ্বায় স্বাদ ফেরানোর জন্য খাইয়েছিলেন গতকাল!

ডাক্তার: এই তো স্মৃতি ফিরে এসেছে। বিশ পাউন্ড দিন।

টাকা উদ্ধারের আশায় + প্রতিশোধের নেশায় -- পরের সপ্তাহে আবার এল উকিল ডাক্তারের তাঁবুতে। এবার চোখে কালো চশমা, হাতে সাদা ছড়ি।

উকিল: আমি কিছু দেখতে পাচ্ছিনা, আমার চোখ ভালো করে দিন।

ডাক্তার: এই চিকিৎসা আমার আওতার বাইরে, এই নিন ১০০ পাউন্ড, বলে একটা নোট বাড়িয়ে দিল।

উকিল খেয়াল করে দেখলো -- সেটা ৫ পাউন্ডের নোট। উকিল চেঁচিয়ে বলল: এটা তো পাঁচ পাউন্ডের নোট!
ডাক্তার নোটখানা ফিরিয়ে নিয়ে বলল: আপনার দৃষ্টি ফিরে এসেছে -- বিশ পাউন্ড দিন !!

😄😄😆😆


প্রবাসীদের নিজস্ব ঘর নেই। দেশে গেলে মেহমান হয়ে যেতে হবে, আর বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী হয়ে গেলেও তারা আপনাকে নিজের মনে...
25/08/2025

প্রবাসীদের নিজস্ব ঘর নেই। দেশে গেলে মেহমান হয়ে যেতে হবে, আর বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী হয়ে গেলেও তারা আপনাকে নিজের মনে করবেনা। করার কথাও না অবশ্য, তাদের দিক থেকে তারা সঠিক।

বছরের পর বছর হাড়ভাঙ্গা কাজ করার পর যখন মানুষ দেশে যায়, তখন দেশের লোকেরা তার দিকেই চেয়ে থাকে। একটা মানুষ ঘর টানলো এতো বছর,১ মাসের ছুটিতে গেলে সেই মানুষটাকে কেউ টানতে পারে না। বরং তার পকেটের দিকেই চেয়ে থাকে সবাই। দামি গিফটস না আনলে শুনতে হয় কথা। সবার জন্য কিছু না কিছু নিয়ে যায়, তবুও তাদের পিছনে কুৎসা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে অনেকেই। তাও সবগুলো নিজের মানুষই।

আল্লাহ আমাদের কারো মুখাপেক্ষী হতে নিষেধ করেছেন। কিন্তু যে দায়িত্ব নেয়,তাকে দুনিয়ার সব দায়িত্বের বোঝা দিয়ে আমরা বসে থাকি। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইবোনদের এমন নিঃস্বার্থ রাখুন,ভালো রাখুন।

#প্রবাসি

25/08/2025

আমি প্রায়ই শুনি—আমরা নিজেদের নিয়েই খারাপ কথা বলি। কেউ বলে "ও সিলেটি", কেউ বলে "ঢাকাইয়া", কেউ বলে "চট্টগ্রামি"। কিন্তু ভুলে যেও না 👉 আমরা সবাই বাঙালি, এক পতাকার সন্তান, এক রক্তের ভাই। 🇧🇩

কিন্তু একটা গর্বের সত্য—
যুক্তরাজ্যে প্রথম যেসব বাঙালি গিয়েছিল, তারা সিলেটি।

⚓ দুইশ বছর আগে, যখন সমুদ্র মানেই ঝুঁকি আর মৃত্যু, তখন সিলেটিরা প্রমাণ করেছিল তারা অন্যদের থেকে আলাদা।
তাদের শরীর ছিল পরিবেশগতভাবে শক্তিশালী, জেনেটিকভাবে সহনশীল, আর কঠোর পরিশ্রমে অভ্যস্ত। নদী-নালা, পাহাড়-টিলা ঘেরা সিলেটের মানুষরা ছোট থেকেই সহনশীলতা, শক্তি আর ধৈর্য অর্জন করেছিল।

🗣️ ভাষার ক্ষেত্রেও সিলেটিরা ছিল এগিয়ে। তাদের উপভাষা আর পরিবেশগত সংযোগের কারণে তারা সহজে ইংরেজি, হিন্দি, উর্দু, এমনকি আরবিক শব্দ মিলিয়ে কথা বলতে পারত। এই মিশ্র দক্ষতাই তাদেরকে অন্য অঞ্চলের চেয়ে আলাদা করেছিল।
👉 এ কারণেই ব্রিটিশরা সিলেটিদের লাস্কার হিসেবে নিয়োগ দিতে বেশি আগ্রহী ছিল।

⚔️ প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিলেটিরা ব্রিটিশ নৌবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শুধু শ্রমিক নয়—তারা ছিল সাহসী সৈনিক, যাদের উপর ব্রিটিশ সাম্রাজ্য নির্ভর করত।

কিন্তু যুদ্ধ শেষে শুরু হলো আরেক যুদ্ধ—
বিদেশের মাটিতে বেঁচে থাকার যুদ্ধ। দারিদ্র্য, ভাষা, বর্ণবাদ—সবকিছুর বিরুদ্ধে সিলেটিরা লড়েছে অদম্য শক্তি দিয়ে।

💼 প্রথমে গড়ে তুলল কারি হাউস বিপ্লব, তারপর ধীরে ধীরে ব্যবসা, রাজনীতি, শিক্ষা, খেলাধুলা—সবক্ষেত্রে নিজেদের ছাপ রেখে গেল। আজ ব্রিটিশ সংসদ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, বড় বড় কোম্পানি, আন্তর্জাতিক খেলাধুলা—সবখানেই আছে সিলেটিদের নাম।

আজকে যখন আমরা বলি—Bangladeshi community is strong in the UK—তার পেছনে আছে সেই সিলেটিদের ঘাম, ত্যাগ আর বীরত্ব।

তাই আসুন, বিভেদ নয়—একতা।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট—সব অঞ্চল ভুলে আমরা বলি 👉
আমরা বাঙালি, আমরা গর্বিত। ❤️🇧🇩

সিলেটিদের সংগ্রাম শুধু সিলেটের না—
এটা পুরো বাংলাদেশের ইতিহাস, গর্ব আর শক্তির প্রতীক। 🌟

Address

London
London

Alerts

Be the first to know and let us send you an email when J&T az posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to J&T az:

Share