
28/06/2025
একটা সময় এই দিনটা মানে ছিল কখন রাত 12টা বাজবে,আমার ফোনে টেক্সট আসবে দেন আমাকে উইশ করবে উইথ কেক💐 এবং গিফট l
মর্নিং হলে বেরিয়ে পরতে হবে কোন অচেনা সুন্দর জায়গা শুধু দুজনে আর মোর মেমোরিজ ক্রিয়েট করা 😍😘কতো সুন্দর তাই না 🥳🤩
আর এখন বাস্তবতা হলো দিনটা ঠিকই আসে সব ইচ্ছাগুলো একই আছে শুধু সম্পর্ক টা ভালোবাসা থেকে বেশি রেসপনসিবিলিটি তে ভোরে গিয়েছে 🙂রাত 12টার পরে টেক্সট আসেনা 🙄আসবে কি করে মর্নিং হলেই জবে যেতে হবে রেসপসিবিলিটি 1,দেন পিচ্চি 2টা কে উঠাও, ফ্রেশ করাও, ব্রেকফাস্ট করাও, নিজের টা করো l আবার দুপুরের টা রেডি করো ব্যাস এভাবেই মেমোরিজ ক্রিয়েট করি 😃আরেকজন তার ব্রেকটাইম এ কল করে বলবে HAPPY ANNIVERSARY দীপা l এইতো এভাবেই চলবে never mind 😊এন্ড অফ দা ডে সুস্থ থাকাকে গিফট মনে করি (বিকজ শরীর টা ভালো নেই )দ্রুত যেন সুস্থ হয়ে যেতে পারি 🫠
Happy Anniversary to us ❤️