ATeam

ATeam যদি বাংলার মানচিত্রে, জাতীয় পতাকায়, জাতীয় সঙ্গীত, জাতির পিতা এবং মুক্তিযুদ্ধের প্রতি আপনার আনুগত্য থাকে, আপনি বাই ডিফল্ট এটিমের একজন!

22/09/2025

উঠিল নাচিয়া
চু্তিয়া মিডিয়া
দেশটা লুটিয়া
নিল যে হাসিনা

দু:খে বাঁচি না
দু:খে বাঁচি না

লুটপাট শেষ, শেষে বিকিকিনি
লা্শের সংখ্যা কেন বাড়ে প্রতিদিনই
অর্থনীতির চাকা কেন গেল থমকে
মবের শাসন চলে হুমকি ও ধমকে।

নেই কোন স্বস্তি বাজারে ও আচারে
ধর্ষণ্ মহামারি রোল ওঠে আঁধারে
লা্শ ভাসে নদীতে, পথে ঘাটে ছিনতাই
এ নিয়ে শাসকের নেই কোন চিন্তাই

উঠিল নাচিয়া
চু্তিয়া মিডিয়া
দেশটা বেচিয়া
দিল যে হাসিনা

দু:খে বাঁচি না
দু:খে বাঁচি না

টকশোয়ে বলে দিলে গোমরের কথাটা
কারাগারে নিয়ে যায় ধুয়ে দিতে মাথাটা
মালিকানা চলে যায় বেশি হলে সাহসী
আপাতত অসি জয়ী, ঘুম পাড়ো হে মসি

হারকিউলিয়াস চড়ে এসে যায় সৈন্য
ঘুমে থাকে সরকার কেন কার জন্য
কই গেল স্বাধীনতা সার্বভৌমত্ব
বা্টপার ইউনুস বেচে দিল স্বত্ত্ব।

দু:খে ত বাঁচি না
নাই দেশে হাসিনা
তবে কেন মিডিয়া
কও মুখ ফুটিয়া
চুপ আছো ফু দিয়া
মুখ মেখে গু্ দিয়া
লজ্জায় থু দিয়া
বলি তোরে চু্তিয়া।

20250929

21/09/2025

আপনারা দেখছেন এর রবিবারের আড্ডা। সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।

20250928

প্রতি রবিবারের মতো   আড্ডায় আজকেও দেখা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সময় রাত ৯ টায়।  20250927
21/09/2025

প্রতি রবিবারের মতো আড্ডায় আজকেও দেখা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সময় রাত ৯ টায়।

20250927

বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের হঠাৎ এত আগ্রহের নেপথ্যে কী? বাংলাদেশের জ্বালানি খাত নিয়ে দৈনিক কালের কণ্ঠ ২০ স...
21/09/2025

বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের হঠাৎ এত আগ্রহের নেপথ্যে কী?

বাংলাদেশের জ্বালানি খাত নিয়ে দৈনিক কালের কণ্ঠ ২০ সেপ্টেম্বর ২০২৫ এ একটি সংবাদ করেছে যুক্তরাষ্ট্রের বরাতে। সেখানে বলা হয়েছে, 'বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সব ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ হবে।' একথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। পত্রিকাটি বলছে, প্রাকৃতিক সম্পদ উত্তোলনের জন্য সব ধরনের ক্রয় প্রক্রিয়া পুরোপুরি উন্মুক্ত ও স্বচ্ছ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে বিগত সরকারের অধীনে চলমান সব সরাসরি দরকষাকষি বা আলোচনা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বচ্ছতা প্রতিবেদন ২০২৫-এ এ তথ্য জানানো হয়েছে।' (সূত্র কালের কণ্ঠ)

এই খবরের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল হচ্ছে। আলোচনা-সমালোচনায় বিদ্ধ হচ্ছে বর্তমান ইউনুস প্রশাসন। বাংলাদেশের খনিজ সম্পদ বিষয়ে যক্তরাষ্ট্রের অযাচিত মন্তব্য বা হস্তক্ষেপ হিসেবেও দেখছেন অনেকে বিষয়টিকে।
যুক্তরাষ্ট্র হঠাৎ করে কেন এমন মন্তব্য কেন করলো তার কারণ খুঁজতে গিয়ে যা জানা যাচ্ছে তাহলো নিন্মরূপ।

বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরেই খনিজ সম্পদ উত্তোলন, অনুসন্ধানে বড় ধরণের বিনিয়োগ করতে চায়। গ্যাস উত্তোলনে বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগও রয়েছে মার্কিন প্রতিষ্ঠান শেভরনের এবং দুটি এলএনজি টার্মিনালের একটি এক্সিলারেট এনার্জির। তার মানে যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই বাংলাদেশে তেল-গ্যাস খাতে বিনিয়োগ করে আসছে এবং এর পরিমাণ আরো বাড়াতে চায় তারা।

২০২৩ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর বাসভবনে সাক্ষাৎ করে এক্সন মোবিলসহ আরো বহুজাতিক মার্কিন প্রতিষ্ঠানের বিনিয়োগ আগ্রহের কথা জানান। এবং বাংলাদেশের পক্ষ থেকেও আরো অধিক পরিমাণ মার্কিন বিনিয়োগ চাওয়া হয়। এর পর ২০২৩ সালের ৫ আগস্টে যমুনা টিভি একটি প্রতিবেদ প্রকাশ করে যে,তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন কোম্পানি ‘এক্সন মবিল। এজন্য দ্বিতীয় দফায় প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর কাছে এক্সন মোবিলের পক্ষ থেকে চিঠিও দেয়া হয়। সে মাসেরই ৩১শে আগস্ট সচিবালয়ে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পরে যৌথ সংবাদ সম্মেলনে জনানো হয় বাংলাদেশের জ্বালানি খাতে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে আগ্রহী।

সাংবাদিকদের ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশপ বলেন, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করতে খুবই আগ্রহ দেখাচ্ছে। গভীর সমুদ্রে অনুসন্ধান সম্ভব। বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল-গ্যাসের দাম উত্তরোত্তর বাড়ছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো সরকারের সঙ্গে কাজ করতে চায়। ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন, পারস্পরিক প্রতিশ্রুতি ও অভিজ্ঞতা আদান–প্রদান করতে পারলে দুপক্ষই লাভবান হবে। সেই মার্কিন প্রতিনিধি দলে ছিলেন এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবস, ব্ল্যাক স্টোনের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ ঝাঁ, এক্সোনমবিলের নতুন অপরচুনিটি ম্যানেজার জনাথন উইলসন, করটোভার গভ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাফেয়ার পরিচালক আনুজা কাদিয়ান, এইচএসবিসি ব্যাংকের হেড অব মাল্টিন্যাশনাল আন্দালিব মির্জা ও দক্ষিণ এশিয়ার ইউ এস গ্রেইন্স কাউন্সিলের পরিচালক রিসি কানাডি।

এখন প্রশ্ন হচ্ছে সেই সময় ব্যাপক আলোচনায় থাকা ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগ কেন হলোনা? এখানেই রয়েছে ঘটনার আসল চমক।

এক্সন মোবিল সেই সময় থেকেই চাচ্ছিল বাংলাদেশে তারা তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে কিন্তু সেটা বাংলাদেশকে দিতে হবে আনসোলিসিটেডভাবে। কোন প্রকার টেন্ডার ছাড়াই বিশেষ আইনের মাধ্যমে। বাংলাদেশের অনশোর ও অফশোর মিলে মোট ২৪টি ব্লকের একক আধিপত্য মার্কিন কোম্পানি এক্সন মোবিলকে আনসোলিসিটেডভাবে দিলে বঙ্গোপসাগরের বিশাল সমুদ্রসীমায় মার্কিন কোম্পানির স্বার্থ বা নিরাপত্তা রক্ষায় মার্কিন রণতরী মোতায়েন হবে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য গঠিত মার্কিন জোট কোয়াডে বাংলাদেশকে ভেড়াতে না পেরে এমন একটি উদ্যোগের জন্য মর্কিন সরকার সেই সময়ে মুখিয়ে ছিল। কিন্তু শেখ হাসিনার সরকার সেই সময় বাংলাদেশের তেল-গ্যাস অনুসন্ধানের মত এত বিশাল একটি বিষয়কে আনসোলিসিটেডভাবে কাউকে দিতে চায়নি। পরবর্তী বছর ২০২৪ সালের ১০ মার্চ বাংলাদেশে প্রথমবারের মত অফশোর বিডিং রাউন্ড ঘোষণা করে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে যারা যোগ্য তারাই কাজ পাবে এমন নীতিতে ছিল শেখ হাসিনার সরকার সেই সময়।

দু:খজনক হলেও সত্য যে, আওয়ামী লীগের সময় পর্যন্ত ৭টি আন্তর্জাতিক কোম্পানি দরপত্র কিনলেও সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন প্রতিষ্ঠানই আর আগ্রহী হয়নি। এখন স্বচ্ছতার নামে এমন কোন কোম্পানিকে দেয়ার জন্য তলে তলে আলোচনা শুরু হচ্ছে কিনা জানা নাই কিন্তু আন্তর্জাতিকভাবে খুবই প্রভাবশালী ও ক্ষমতাবান কোম্পানি এক্সন মোবিল যদি ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে আসে তবে ধরে রাখতে পারেন যে, তাদে সঙ্গে আমাদের বঙ্গোপসাগরে মার্কিন রণতরীও আসবে।

20250926

20/09/2025

সকাল সাতটা বাজে—ঘুম থেকে উঠল
লুঙ্গিতে গিঁট দিয়ে বাথরুমে ছুটল!

কল খুলে জল ঢেলে যে-ই ভরে বদনা
নল থেকে পড়ছিল—ওইটা কী? মদ না?

হাগা শেষে মদ দিয়ে করে জল খরচা!
মদ দিয়ে তাহাদের স্বাস্থ্যের চর্চা!

এরপর মদ দিয়ে ব্রাশ করে দন্ত!
মদ দিয়ে কুলি করে—কী বিপদ কন তো!

এরপরে ছেড়ে দেয় মদ্যের ঝরনা
লাল নীল হলদেটে—বহু-বহুবর্ণা!

স্নান করে ওরা সেই ঝরনার মদ্যে–
হিসু করে কিছু কিছু শুনি তার শোধ দেয়!

উহাদের ক্যান্টিনে হয় মদে রান্না
মদ ছাড়া কেউ কিছু খেতেই তো চান না!

ভাত বলো সবজি বা মৎস্য বা গোশত
মদেই বয়েল করে—খেয়ে বলে জোশ তো!

ডাল কই? ওটা মদ! মদ্যের লাচ্ছি—
পান করে ওরা কয়, কী আরাম পাচ্ছি!

ওইখানে বর্ষায় মদ হয় বৃষ্টি!
জাবি হলো বিধাতার অপরূপ সৃষ্টি!

মদ থাকে অশ্রুতে, ঘামে আর বীর্যে!
রক্তে কী? মদ্যই! করে আছে ভিড় যে!

মদ খেয়ে নেশা করে.. মদ খায় ছাড়তে!
মদ খায় ওইখানে রাষ্ট্রের স্বার্থে!

মদ খায় ছাত্ররা, মদ খায় ছাত্রী
শিক্ষক-শিক্ষিকা পানিপথ-যাত্রী!

লেকগুলো জল নয়—মদ্যেই ভর্তি
হামজা রে, তুই যদি ওইখানে পড়তি!—

হামজা না—হামমদ তোর হত নাম রে
তিনবেলা গিলতিস হুইস্কি, rum রে!

ভার্সিটি নয় ওটা পুরোটাই bar গো
জাহাজে চালান আসে—বড় বড় cargo!

উহাদের ট্যাংকিতে মদ থাকে—জল না!
স্বচক্ষে দেখে আসি—যাবি নাকি? চল না!

ব্রত রায়
২০.০৯.২৫

20250925

19/09/2025

আপনারা দেখছেন, 15 minutes with A-Team. আমাদের আজকের অতিথি- Abdullah Al Mamun

www.fb.com/profile.php?id=61576627146622

সঞ্চালনায় - অমি রহমান পিয়াল

20250924

দেখা হচ্ছে, 15 minutes with A-Team এ- বাংলাদেশ সময় আজ রাত ১০ টায়।আমাদের আজকের অতিথি- Abdullah Al Mamunwww.fb.com/profile...
18/09/2025

দেখা হচ্ছে, 15 minutes with A-Team এ- বাংলাদেশ সময় আজ রাত ১০ টায়।
আমাদের আজকের অতিথি- Abdullah Al Mamun

www.fb.com/profile.php?id=61576627146622

সঞ্চালনায় - অমি রহমান পিয়াল

20250923

18/09/2025

হাতছানি

তোমায় দেখো হাতছানি দেয় বেশ
কুড়ি বছর আগের বাংলাদেশ।

হয়ত তুমি তখন ভীষণ ছোট
স্মৃতিগুলো রয়েছে অস্ফুট।

ফের যাওয়া যাক হাজার দুইয়ের ছয়
খু'ন ধ'র্ষণ আর্তনাদে দেশটা পাচ্ছে ভয়।

গ্রে'নেড ছিল পথঘাটে, নিত্য খেলার সাথী
সন্ধ্যা হলেই লোডশেডিং-এ নিকশ কালো রাতি।

জ'ঙ্গিরা সব মানুষ মেরে ঝুলিয়ে দিত গাছে,
মন্ত্রী কেবল পেতেন না খোঁজ কোথায় যে কে আছে।

সারের জন্য আসলে কৃষক ছুটত বু'লেট ঝাঁকে
সার মন্ত্রী অ'স্ত্র আনেন ট্রলার এবং ট্রাকে।

পানির জন্য রোজ হাহাকার গ্রীষ্ম এবং শীতে
দুর্নীতিতে পাঁচ পাঁচটি পদক নিলাম জিতে।

ব্যবসা চাকরি যাই বলো, হত না ত ফ্রিতে
শতে মোটে দশটি টাকা হাওয়ায় হত দিতে।

সেদিন গুলোই আসছে ফিরে শুনছি পদধ্বনি,
পাথর চাপায় ম'রছে মানুষ নেতার-বেশে খু'নি।

20250922

16/09/2025

অবে হালায় কয় কি
ডরাইলে আর হয় কি
করব হালায় অয় কি
মরনে আর ভয় কি
এরে বাঁচা কয় কি
ভালা কইরা বাচার লাইগ্যা
মরতে আবার ভয় কি।
জয় বাংলার জয় কি
ঠ্যাকাইতে পারব অয় কি
নামরে পথে ভয় কি
লক্ষ কোটি নয় কি
পারব মারত অয় কি
পুলিশ ছাতার ভয় কি
হের খবর কেউ লয় কি
মজলুম হে নয় কি
ভয় আইল তয় কি?
জয় বাংলার জয় কি
কইতে আবার ভয় কি?

20250921

যখন সময় থমকে দাঁড়ায়....  20250921
15/09/2025

যখন সময় থমকে দাঁড়ায়....

20250921

15/09/2025

লন্ডনে অবস্থানরত অবৈধ উপদেষ্টা মাহফুজের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের অগ্রদূত সুশান্ত দাস গুপ্ত।

20250920

15/09/2025

এসব দেখে আড়াল থেকে
হাসছে যে ইবলিশ
দেশটা জুড়ে মানুষ কই
কেবলই গোল্ড ফিস।

আজ ভুলে যায় কাল কি হলো
পরশু অনেক দূর
চব্বিশে তাই ঢাকা পড়ে
মহান একাত্তর।

পুর্ণিমা শীল জঙ্গি জিহাদ
খাম্বা তারেক ঐ
মানুষ এসব ভুলে বসে
খাচ্ছে মুড়ি খই।

বিলেত বসে দিচ্ছে বয়ান
সঙ্গে নিয়ে ভাঁড়
এ চোরটাই পালিয়েছিল
তুলে হাহাকার।

চোরের যত সঙ্গী সাথী
অনুসারীর দল
রাজাকারদের সঙ্গে নিয়ে
লুটে অবিচল।

বিস্মরণে সব চলে যায়
এটাই পলিটিক্স
দেশটা জুড়ে মানুষ কই
কেবলই গোল্ডফিস।

20250919

Address

1 TAYLOR Place LONDON ENGLAND London
London
E32FX

Alerts

Be the first to know and let us send you an email when ATeam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ATeam:

Share