AK News UK

AK News UK ব্রিটেনে বাংলাদেশী নিউজ দেখতে চোখ রাখুন AK News UK তে

30/11/2025

ব্রিটেনজুড়ে শুরু হয়েছে ইমিগ্রেশন রেইড

রাগ বা মানসিক চাপ কমানোর এক নতুন উপায় এখন যুক্তরাজ্যজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। ইউকে জুড়ে এখন ‘রেজ রুম’ বা ‘স্ম্যাশ রুম’-এর...
29/11/2025

রাগ বা মানসিক চাপ কমানোর এক নতুন উপায় এখন যুক্তরাজ্যজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। ইউকে জুড়ে এখন ‘রেজ রুম’ বা ‘স্ম্যাশ রুম’-এর সংখ্যা বাড়ছে, যেখানে টাকা দিয়ে পুরাতন টেলিভিশন, প্লেট বা আসবাবপত্র ভেঙে নিজেদের ভেতরের ক্ষোভ বের করার সুযোগ পাচ্ছেন অনেকে। ২০০৮ সালে জাপানে এই ‘পে-টু-ডিস্ট্রয়’ ধারণাটির জন্ম হলেও এখন তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যে বার্মিংহাম থেকে শুরু করে ব্রাইটন পর্যন্ত বিভিন্ন স্থানে এই কেন্দ্রগুলো গড়ে উঠেছে।

বিস্তারিত কমেন্টে.....

#রেজ_রুম #মানসিক_স্বাস্থ্য #রাগ_নিয়ন্ত্রণ #স্ট্রেস_রিলিফ #মনের_খেলা

স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে ট্যাক্সি ব্যবহার করার ক্ষেত্রে ইউকেতে আশ্রয়প্রার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। জানা...
29/11/2025

স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনে ট্যাক্সি ব্যবহার করার ক্ষেত্রে ইউকেতে আশ্রয়প্রার্থীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। জানা গেছে, শুধুমাত্র এই পরিষেবার জন্য হোম অফিস বছরে প্রায় ১৫.৮ মিলিয়ন পাউন্ড খরচ করে থাকে। ফেব্রুয়ারি মাস থেকে আশ্রয়প্রার্থীদের জরুরি চিকিৎসার জন্যেও বাস বা অন্য গণপরিবহন ব্যবহার করতে হবে। তবে, দীর্ঘদিন ধরে গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের যে দাবি জানিয়ে আসছে বিভিন্ন সংগঠন, সরকার তা এখনো প্রত্যাখ্যান করেছে।

বিস্তারিত কমেন্টে.....

#ইউকে_অভিবাসন #ট্যাক্সি_নিষেধাজ্ঞা #আশ্রয়প্রার্থী_ভাতা #হোম_অফিস_খরচ #গণপরিবহন

হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের নির্বাসিত নেতা নাথান ল ইউকের অভিবাসন নীতির কড়াকড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক ...
29/11/2025

হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনের নির্বাসিত নেতা নাথান ল ইউকের অভিবাসন নীতির কড়াকড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করেছেন যে, নতুন নিয়মের মাধ্যমে ব্রিটিশ সরকার তাদের সাবেক উপনিবেশের জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার থেকে সরে যেতে পারে। স্থায়ী বসবাসের জন্য আবেদনের সময়সীমা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাবের পর ল বলেন, হংকংবাসীর প্রতি ব্রিটেনের যে নৈতিক বাধ্যবাধকতা রয়েছে, তা যেন ভুলে না যাওয়া হয়। বিশেষ করে যারা রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, তাদের কথা ভাবা উচিত।

বিস্তারিত কমেন্টে.....

#হংকং_শরণার্থী #নাথান_ল #ইউকে_অভিবাসন িজা #রাজনৈতিক_আশ্রয়

অভিবাসন নীতির কড়াকড়িতে চরম আতঙ্কে ভুগছেন নিম্ন আয়ের এক ঘানাইয়ান সেবিকা। হোম সেক্রেটারি কর্তৃক ঘোষিত কঠোর নীতির কারণে তিন...
29/11/2025

অভিবাসন নীতির কড়াকড়িতে চরম আতঙ্কে ভুগছেন নিম্ন আয়ের এক ঘানাইয়ান সেবিকা। হোম সেক্রেটারি কর্তৃক ঘোষিত কঠোর নীতির কারণে তিনি আইনগতভাবে প্রাপ্য সব ধরনের সরকারি সুবিধা বাতিল করেছেন। এর মধ্যে রয়েছে তার আট বছর বয়সী অটিস্টিক মেয়ের জন্য পাওয়া প্রতিবন্ধী ভাতাও। ওই নারী বর্তমানে যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করছেন এবং বসবাস করছেন। অভিবাসন স্থায়ীকরণের ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে না চাওয়ায় এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

বিস্তারিত কমেন্টে.....

#ইউকে_অভিবাসন #ভাতা_বাতিল #অভিবাসন_নীতি #স্থায়ী_বসবাস #বাংলাদেশী_রিপোর্ট

29/11/2025

ছেলের বউ ও মেয়ের জামাইর জন‍্য দারুন অফার

যুক্তরাজ্যের ক্রমাগত চাপের মুখে ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী ছোট নৌকাগুলো আটকাতে রাজি হয়েছে ফ্রান্স। দীর্ঘ মাস ধরে এই ইস্...
28/11/2025

যুক্তরাজ্যের ক্রমাগত চাপের মুখে ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী ছোট নৌকাগুলো আটকাতে রাজি হয়েছে ফ্রান্স। দীর্ঘ মাস ধরে এই ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছিল। ফ্রান্সের সমুদ্র পুলিশ বাহিনী বিবিসিকে নিশ্চিত করেছে যে, তারা সমুদ্রে ছোট নৌকাগুলোকে আটকাতে শুরু করবে, তবে কেবল তখনই যখন সেগুলোতে কোনো যাত্রী থাকবে না।

বিস্তারিত কমেন্টে.....

#ইংলিশ_চ্যানেল #অভিবাসন_সংকট #ফ্রান্স_যুক্তরাজ্য #ছোট_নৌকা #কিয়ার_স্টারমার

যুক্তরাজ্যে নিট অভিবাসনের হার নাটকীয়ভাবে কমে গেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ONS)-এর অস্থায়ী পরিসংখ্যান অনুসারে...
28/11/2025

যুক্তরাজ্যে নিট অভিবাসনের হার নাটকীয়ভাবে কমে গেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ONS)-এর অস্থায়ী পরিসংখ্যান অনুসারে, জুন ২০২৫ পর্যন্ত এক বছরে নিট অভিবাসন আগের ১২ মাসের তুলনায় দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। দেশে আগমনকারী এবং দেশ ত্যাগকারীদের মধ্যে পার্থক্য দাঁড়িয়েছে ২ লক্ষ ৪ হাজার, যা আগে ছিল ৬ লক্ষ ৪৯ হাজার। মূলত কাজ এবং পড়াশোনার কারণে আগমন কমায় এই পরিবর্তন এসেছে।

বিস্তারিত কমেন্টে.....

#নিট_অভিবাসন #যুক্তরাজ্য_ভিসা #আশ্রয়_প্রার্থী #লেবার_সরকার #অভিবাসন_পরিসংখ্যান

যুক্তরাজ্যের বেশিরভাগ পুরুষের জন্য প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং পরিষেবাটি সাধারণত সহজলভ্য করা হচ্ছে না। সরকারি স্বাস্থ্য...
28/11/2025

যুক্তরাজ্যের বেশিরভাগ পুরুষের জন্য প্রস্টেট ক্যান্সার স্ক্রিনিং পরিষেবাটি সাধারণত সহজলভ্য করা হচ্ছে না। সরকারি স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি প্যানেল থেকে এমন সুপারিশই আসার কথা রয়েছে। বর্তমানে দেশটিতে এই ক্যান্সারের জন্য কোনো গণ-স্ক্রিনিং কর্মসূচি নেই। তবে নতুন সুপারিশে কেবল জিনগত ত্রুটি বহনকারী পুরুষদের একটি ছোট অংশই এই স্ক্রিনিংয়ের আওতায় আসবে।

বিস্তারিত কমেন্টে.....

#প্রস্টেট_ক্যান্সার #ইউকে_স্বাস্থ্য #স্ক্রিনিং_সুপারিশ #জিনগত_ঝুঁকি িন

সাইক্লোন মেলিসার তাণ্ডবে জ্যামাইকায় নিঃস্ব হয়ে পড়া আট বছরের এক শিশুর যুক্তরাজ্যে যাওয়ার ভিসা না*মঞ্জুর করেছে ব্রিটিশ স্ব...
28/11/2025

সাইক্লোন মেলিসার তাণ্ডবে জ্যামাইকায় নিঃস্ব হয়ে পড়া আট বছরের এক শিশুর যুক্তরাজ্যে যাওয়ার ভিসা না*মঞ্জুর করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর। শিশুটির নাম লাটি-ইয়ানা ব্রাউন। তার বাবা-মা ভিসা প্রক্রিয়া দ্রুত করার আবেদন জানিয়েছিলেন, কারণ ঝড়ে তাদের বাসস্থান সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, শিশুটির যত্ন নেওয়ার জন্য সেখানে পরিবারের সদস্য রয়েছে। এই সিদ্ধান্তে লাটি-ইয়ানার বাবা-মা অত্যন্ত মর্মাহত।

বিস্তারিত কমেন্টে.....

#যুক্তরাজ্য_ভিসা #সাইক্লোন_মেলিসা #লাটিইয়ানা_ব্রাউন #জ্যামাইকা #স্বরাষ্ট্র_দপ্তর

অনলাইনে শিশুদের ব্লা*কমেল হবার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। যুক্তরাজ্যে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে প্রতি ১০ জন অভিভাবকের...
28/11/2025

অনলাইনে শিশুদের ব্লা*কমেল হবার হার উদ্বেগজনকভাবে বাড়ছে। যুক্তরাজ্যে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে প্রতি ১০ জন অভিভাবকের মধ্যে একজনের সন্তান এই অপ*রাধের শিকার। অন্তরঙ্গ ছবি বা ব্যক্তিগত তথ্য ফাঁসের ভয় দেখিয়ে এসব ব্লা*কমেল করা হয়। এনএসপিসিসি (NSPCC) নামের শিশু সুরক্ষা সংস্থাটি প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যর্থতার কথা তুলে ধরেছে। অভিভাবকরাও যাতে সন্তানের ছবি শেয়ার না করেন, সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিস্তারিত কমেন্টে.....

#অনলাইন_ব্লাকমেল #শিশু_সুরক্ষা #এনএসপিসিসি #সাইবার_অপরাধ #ডিজিটাল_নিরাপত্তা

28/11/2025

তৃতীয় সন্তানের জন‍্য বছরে £৫০০০ দেয়া হবে

Address

18 New Road
London
E12AX

Alerts

Be the first to know and let us send you an email when AK News UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AK News UK:

Share