
13/06/2025
ভদ্রলোকের নাম Pratik Joshi, গতো ছয় বছর ধরে লন্ডনে থাকেন। ফ্যামিলি নিয়ে বিরাট স্বপ্ন তার। ওয়াইফ, আর তিন বাচ্চা নিয়ে লন্ডনে থাকবেন,একটা সুন্দর লাইফ হবে উনাদের। উনার ওয়াইফ আর বাচ্চাকাচ্চা ইন্ডিয়াতেই থাকে।
অনেক অপেক্ষা আর কাগজপত্র সব হয়ে যাওয়ার পর অবশেষে সেই দিন আসলো! ভদ্রলোক উড়াল দিলেন ফ্যামিলি সহ লন্ডনের উদ্দেশ্য! বিমানে উঠে ছবিটা তুললেন, রিলেটিভ দের পাঠালেন।
বিমান উড়াল দেওয়ার ৪০ সেকেন্ড এর মধ্যে বিমান দুর্ঘটনায় পড়লো! সবাই শেষ! এই ফ্যামিলির কেউ ই বেঁচে নেই!
এতো বছর ধরে 'জীবিত' স্বপ্ন অবশেষে পূরন হচ্ছিলো তাদের কিন্তু শেষ হইয়াও হইলোনা শেষ!
এই ফ্যামিলির ঘটনা টা শুনে আমার ওই যে ওই কথাটাই মাথায় আসছে, 'বড়লোক হলে এটা করবো, টাকা হলে ওটা করবো!' টাইপের স্বপ্ন গুলা কি আসলেই সবার পূরন হয়?
এই ভদ্রলোকের কথাই ধরুন, টাকা হলো, সব হলো কিন্তু লন্ডনে একসাথে আর থাকা হলো না!
কিছুই ফেলে রাখতে নেই! যখন যা মন চায়,সেটাই করার চেষ্টা করা দরকার কারন আপনি ও জানেন না কখন কি ঘটে যাবে!