02/11/2025
কেমন একটা ঘরবন্দী জীবন কাটাচ্ছি।
আপনি যখন বাসায় থেকে থেকে পাগল হয়ে যাবেন ঠিক ঐ পর্যায়ে আপনার কাছে বাইরে যাওটা অপছন্দের হয়ে উঠবে।
বাইরে যাওটা বিরক্তিকর লাগবে, বাইরে না যেতে পারলেই বাঁচি এমনটাই মনে হবে।
একদিন সাহস করে বের হওয়ার পর মনে হবে, এতোদিন কেনো বাইরে যাননি। এতোদিন বাসায় থাকার কারনে আফসোস হবে।
জীবনের প্রতিটা বিষয় এমন একি।
যতোক্ষণ নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে ফাস্ট স্টেপ না নিবেন এ জীবনটা এভাবেই এক বুক আফসোস নিয়ে কেটে যাবে।!