
24/07/2025
UK-তে স্থায়ীভাবে থাকতে চান? ২০২৫ সালের নতুন নিয়মে যা জানা জরুরি:
1. সময় বেড়েছে – Skilled Worker ভিসায় ILR এখন ৫–১০ বছরে।
2. বেতন ও স্পনসর অপরিহার্য – ন্যূনতম বেতন £41,700 (PhD রুটে £37,500+)।
3. দ্রুত রুট বেছে নিন – Global Talent বা Innovator Founder ভিসায় মাত্র ৩ বছরে ILR।
4. ইংরেজি স্কিল উন্নত করুন – B2 লেভেল ইংরেজি ও Life-in-UK টেস্ট আবশ্যক।
5. ফ্যামিলি রুট ব্যবহার করুন – British spouse বা partner থাকলে ৫ বছরে ILR।
6. Long Residence সুবিধা – UK-তে বৈধভাবে ১০ বছর থাকলে ILR পাওয়া সম্ভব।
7. নিয়মে আপডেট থাকুন – ভিসা আইন দ্রুত বদলাচ্ছে, খোঁজ রাখুন সবসময়।