Voice of People

Voice of People We will speak about social & political issues

01/09/2024
05/08/2024

আলবিদা হাসিনা

28/07/2024

#কোয়েশ্চন_টু_বিএনপিঃ

গত বছর যুক্তরাজ্য বিএনপি বিশাল পদযাত্রা করেছিল।স্বাধীনতার পর এই প্রথম বিলেতে হাজার হাজার বাঙ্গালীর সমাগম ঘটেছিল সেদিন।দলনেতা মিঃ তারেক রহমান সেদিন আসবেন বলে সবাই আশা করলেও এত বড় সভায় তিনি আসেননি।প্রকাশ্যে না বললেও দলটির প্রায় সবনেতাই সেদিন হতাশ হয়েছিলেন।এ নিয়ে একটু লম্বা লেখা সেদিন লিখেছিলাম।স্বনামধন্য ইংরেজী দৈনিক The Dazzling Dawnসহ বেশ কিছু অনলাইনে লেখাটি প্রকাশ হয়।ডেজলিং ডাউন কর্ণধার Munzer Ahmed Chowdhuryর কাছে সেদিন বিএনপির এক কেন্দ্রীয় নেতা এমন লেখা কেন লিখলাম তা জানতে চেয়েছিলেন।

আজ আবারো বলছি।এই যে দিন কয়েক আগে ট্রাফালগার স্কয়ারে বিশাল সমাবেশ হয়ে গেল এতে বিএনপির ভারপ্রাপ্ত নেতা উপস্থিত হলে কি এমন ক্ষতি হত।প্রশ্নটি আমি করি বিএনপির ভালো মানের সমঝদার কোন নেতার সাক্ষাৎ পেলে কিন্তু সদুত্তর পাইনা।অনেকে নিরাপত্তার অজুহাত দেখান যা ধুপে টেকার মত নয়।আপনি স্বীকার করেন বা না করেন, সুষ্ট নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদের নেতা হিসেবে মিঃ তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন।কিন্তু যুক্তরাজ্যে বসবাস করে আজ ভিডিও বার্তা ও জুম মিটিংয় এবং ম্যানর পার্কের ঐ হলের বাইরে তাকে কেউ যেতে দেখেছেন? কেন যান না তিনি? কেউ কি এই প্রশ্ন করেছেন তাকে? করলে কি উত্তর আসে তার কাছ থেকে জানাল খুব উপকৃত হতাম।

চলমান স্বৈরতন্ত্রের পতনে তার ভুমিকাই মুখ্য হবার কথা।তাকে লন্ডনের বাইরে অন্য শহরগুলোতে যাওয়া, বিলেতের বিভিন্ন রাজনৈতিক শীর্ষনেতার সাথে সাক্ষাৎ করে মতবিনিময় করার কথা।তার উচিত বিবিসিসহ ওয়ার্লডের নামি মিডিয়াগুলোতে গিয়ে দেশের চলমান মানবাধিকার,গুম-খুন, ভোটাধিকার নিয়ে কথা বলা।অবস্থাদৃষ্টে মনে হয় তিনি বসে আছেন শেখ হাসিনার স্বাভাবিক বিদায়ের অপেক্ষায়।সে গেলে তিনি আসিবেন এই ধারনা হয়ত তাকে পেয়ে বসেছে।কিন্তু হাসিনা গেলে যে “শেখিজমের” যবনিকা ঘটবে তা কি কেউ বলতে পারবেন!

মিঃ তারেক রহমান, দয়া করে আপনি অন্য দশজন স্মার্ট নেতার মত সক্রীয় হোন।আপনি অটোমেটিকতার চিন্তা বাদ দিয়ে দেশকে বাচাতে সচল হোন এই প্রত্যাশা ও দোয়া করছি।

26/07/2024

বিশ্বাস করেন মনের সব আবেগ থেকেই লেখছি।যেই দেশ যুদ্ব করে স্বাধীন হয়েছিল “ভোটাধিকার”র ইস্যুতে সেই দেশে আজ ভোটাধিকার,মানবাধিকার,গনতন্ত্র ও আইনের শাসন ইত্যাদি যেন স্বপ্ন।আপনি স্বীকার করুন আর না করুন দুই দলের নির্লজ্ব অগনতান্ত্রিকত দুঃশাসনের ধারাবাহিকতার অংশ হিসেবে বর্তমান সরকার ফ্যাসিবাদের চরম ও চুড়ান্ত পর্যায়ে পৌছেছে।দক্ষিন এশিয়ার ইতিহাসে আরব,মোঘল,আফগানী ও ইংরেজরা এসেছে।সাউথ এশিয়ার ইতিহাসে এত কঠিন হৃদয়ের নির্লজ্ব রক্তপিপাসু শাসক আর আসেনি।

চোখের সামনে পাখির মত গুলি করে মানুষ হত্যার উলংগ প্রদর্শন যেন ডালভাতের মত।বঙ্গের মানুষজন আইয়ুব-জিয়া-এরশাদ ও মইনের সামরিক শাসন দেখেছে।কিন্তু তারা কেউ এত নির্দয়-নির্মম ও নির্লজ্ব ছিল বলে ইতিহাস প্রমান করেনা।ওরা দেশ রক্ষার নামে বা প্রয়োজনে ক্ষমতা দখল করেছে।আর চলমান স্বৈরতন্ত্র ভোটের নামে ডাকাতি-জালিয়াতি করে স্বৈরতন্ত্রকে প্রাতিষ্টানিক রুপ দিয়েছে।ভারতে বিজেপি ধর্মের নামে হিংসার আবাদ করছে আর বঙ্গে হাসিনাতন্ত্র চেতনা ও দলবাদের নামে বিবেকহীন একশ্রেনীর বেহায়া সেবাদাস তৈরি করে জাতি ও সমাজকে বিভক্ত করে রেখেছে।

দুনিয়ার ইতিহাসে এমন কঠোর ও নির্দয় কোন পুরুষ স্বৈরাচারের অস্থিত্ব হয়ত মিলবে কিন্তু নারী স্বৈরাচারের এমন অস্তিত্ব আছে বলে পাইনি বা জানিনা।নিজ পরিবার হত্যার এমন নির্মম খেসারত গোটা জাতি থেকে তিনি আদায় করবেন তার আভাস তারই সাবেক পিএস রেন্টু লিখিত আকারে জাতিকে জানিয়েছিলেন।রেন্টু পালিয়ে থেকে প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।গোটা জাতি খেসারত দিচ্ছে।৮০ বছরের ডাইনীর হাত থেকে কবে যে মুক্তি পাবে জাতি জানিনা।তবে এই মুক্তির পর যিনি আশায় আছেন ছড়ি ঘুরাবেন সেই তথাকথিত দেশনায়ক নিয়েও আমি কোন আশার আলো দেখিনা।জাতির মুক্তির জন্যে দরকার একজন পান্জেরীর।কবির ভাষায় বলতে হয় “রাত পোহাবার কত দেরী পান্জেরী”!

“We will speak about social & political issues.আমরা বাংলাদেশ ও স্থানীয় কমিউনিটির রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বল...
26/07/2024

“We will speak about social & political issues.

আমরা বাংলাদেশ ও স্থানীয় কমিউনিটির রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট নিয়ে কথা বলব”

Address

Luton

Alerts

Be the first to know and let us send you an email when Voice of People posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share