28/07/2024
#কোয়েশ্চন_টু_বিএনপিঃ
গত বছর যুক্তরাজ্য বিএনপি বিশাল পদযাত্রা করেছিল।স্বাধীনতার পর এই প্রথম বিলেতে হাজার হাজার বাঙ্গালীর সমাগম ঘটেছিল সেদিন।দলনেতা মিঃ তারেক রহমান সেদিন আসবেন বলে সবাই আশা করলেও এত বড় সভায় তিনি আসেননি।প্রকাশ্যে না বললেও দলটির প্রায় সবনেতাই সেদিন হতাশ হয়েছিলেন।এ নিয়ে একটু লম্বা লেখা সেদিন লিখেছিলাম।স্বনামধন্য ইংরেজী দৈনিক The Dazzling Dawnসহ বেশ কিছু অনলাইনে লেখাটি প্রকাশ হয়।ডেজলিং ডাউন কর্ণধার Munzer Ahmed Chowdhuryর কাছে সেদিন বিএনপির এক কেন্দ্রীয় নেতা এমন লেখা কেন লিখলাম তা জানতে চেয়েছিলেন।
আজ আবারো বলছি।এই যে দিন কয়েক আগে ট্রাফালগার স্কয়ারে বিশাল সমাবেশ হয়ে গেল এতে বিএনপির ভারপ্রাপ্ত নেতা উপস্থিত হলে কি এমন ক্ষতি হত।প্রশ্নটি আমি করি বিএনপির ভালো মানের সমঝদার কোন নেতার সাক্ষাৎ পেলে কিন্তু সদুত্তর পাইনা।অনেকে নিরাপত্তার অজুহাত দেখান যা ধুপে টেকার মত নয়।আপনি স্বীকার করেন বা না করেন, সুষ্ট নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তাদের নেতা হিসেবে মিঃ তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন।কিন্তু যুক্তরাজ্যে বসবাস করে আজ ভিডিও বার্তা ও জুম মিটিংয় এবং ম্যানর পার্কের ঐ হলের বাইরে তাকে কেউ যেতে দেখেছেন? কেন যান না তিনি? কেউ কি এই প্রশ্ন করেছেন তাকে? করলে কি উত্তর আসে তার কাছ থেকে জানাল খুব উপকৃত হতাম।
চলমান স্বৈরতন্ত্রের পতনে তার ভুমিকাই মুখ্য হবার কথা।তাকে লন্ডনের বাইরে অন্য শহরগুলোতে যাওয়া, বিলেতের বিভিন্ন রাজনৈতিক শীর্ষনেতার সাথে সাক্ষাৎ করে মতবিনিময় করার কথা।তার উচিত বিবিসিসহ ওয়ার্লডের নামি মিডিয়াগুলোতে গিয়ে দেশের চলমান মানবাধিকার,গুম-খুন, ভোটাধিকার নিয়ে কথা বলা।অবস্থাদৃষ্টে মনে হয় তিনি বসে আছেন শেখ হাসিনার স্বাভাবিক বিদায়ের অপেক্ষায়।সে গেলে তিনি আসিবেন এই ধারনা হয়ত তাকে পেয়ে বসেছে।কিন্তু হাসিনা গেলে যে “শেখিজমের” যবনিকা ঘটবে তা কি কেউ বলতে পারবেন!
মিঃ তারেক রহমান, দয়া করে আপনি অন্য দশজন স্মার্ট নেতার মত সক্রীয় হোন।আপনি অটোমেটিকতার চিন্তা বাদ দিয়ে দেশকে বাচাতে সচল হোন এই প্রত্যাশা ও দোয়া করছি।