Mr. Sylhet

Mr. Sylhet Proud to be Sylheti! সিলেটের আঞ্চলিক ভাষা এবং সংস?
(5)

03/11/2025
📢 গ্র্যান্ড সিলেট মেলা বন্ধের ঘোষণা! 😮আজ গ্র্যান্ড সিলেট মেলায় উপচে পড়া মানুষের ঢলের কারণে প্রশাসন ও আয়োজক কর্তৃপক্ষ নির...
31/10/2025

📢 গ্র্যান্ড সিলেট মেলা বন্ধের ঘোষণা! 😮

আজ গ্র্যান্ড সিলেট মেলায় উপচে পড়া মানুষের ঢলের কারণে প্রশাসন ও আয়োজক কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে মেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

ভিড়ের মাত্রা এতটাই বেড়ে যায় যে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। ফলে সবাইকে সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

👉 আয়োজক সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলে মেলা পুনরায় চালু করার বিষয়ে পরে ঘোষণা দেওয়া হবে।
👉 দর্শনার্থীদের প্রতি অনুরোধ, শান্তভাবে সিদ্ধান্তটি গ্রহণ করুন এবং পরবর্তী আপডেটের জন্য গ্র্যান্ড সিলেটের অফিসিয়াল পেজে নজর রাখুন।

🎡 গ্র্যান্ড সিলেট মেলা সবসময়ই সিলেটবাসীর আনন্দ, সংস্কৃতি ও বিনোদনের একটি বড় আয়োজন। আমরা আশা করি খুব শিগগিরই আবারও হাসিখুশি মুখে সবাইকে সেখানে দেখা যাবে। 💚

#মেলা #গ্র্যান্ডসিলেট

30/10/2025

I got over 5,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

মানসিকতা হোক বরুন চক্রবর্তীর মতো,,🗣️🗣️“আমি অভাব দেখেছি। ফিক্সড ডিপোজিট ছাড়া কোথাও টাকা জমাতে পারিনি। আমার মানসিকতা এখনও...
17/10/2025

মানসিকতা হোক বরুন চক্রবর্তীর মতো,,

🗣️🗣️“আমি অভাব দেখেছি। ফিক্সড ডিপোজিট ছাড়া কোথাও টাকা জমাতে পারিনি। আমার মানসিকতা এখনও মধ্যবিত্তের — জানি, অর্থে শক্তি আছে। তাই সেটি যত্ন করে খরচ করা উচিত।

আমি বিশ্বাস করি, টাকা দিয়ে নিজের জীবন বদলানো নয় — অন্যের জীবন বদলানোই প্রকৃত ব্যবহার। ৩০–৪০ লক্ষ টাকার ঘড়ি কিনতে গিয়ে অপরাধবোধ মনে হয়। সেই পরিমাণ অর্থ দিয়ে তো কারো দুই-তিন জনের মৌলিক সমস্যা সহজেই মেটানো যেতে পারে।

একবার পছন্দ হয়েছিল — ৩ লক্ষ টাকার একটি ঘড়ি কিনেছিলাম। আজ সেটি পরতে পারি না; আলমারিতেই পড়ে আছে।

কারণ, যেসব মানুষের সঙ্গে বড় হয়েছি — কেউ খাবার ডেলিভারি দেয়, কেউ খেটে খাওয়া কাজ করে — তারা আমার বন্ধুরা। তাদের সামনে দামি ঘড়ি পরলে মনে হয়, আমি তাদের অসম্মান করছি।

— বরুণ চক্রবর্তী

15/10/2025

স্বামী উদ্যোক্তা হলে বউ হয় কোম্পানির সিইও। আর বউ উদ্যোক্তা হলে স্বামী হয় ডেলিভারি ম্যান! 🙂

নিউইয়র্কের পর এবার সিলেটের লন্ডনীরাও আ*ন্দোলনে নামছেন।
14/10/2025

নিউইয়র্কের পর এবার সিলেটের লন্ডনীরাও আ*ন্দোলনে নামছেন।

11/10/2025

🇧🇩 “কুমিল্লা-নোয়াখালী বিভাগ বানাও, তাতে আপত্তি নাই… কিন্তু সিলেট নিয়ে রাজনীতি করবা না!
না হলে ঘোষণা দিব—
🗽 United States of Sylhet 😎💚”

Address

Manchester
OL9

Telephone

+447922791832

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr. Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr. Sylhet:

Share