10/09/2025
আরো একবার এই পৃথিবীতে সেপ্টেম্বর মাসের সাথে দেখা হয়ে গেলো। এই মাসটা ক্যালেন্ডারের অন্য কোন মাসের মতো নয়। এই মাসে ঋতুর পাল্টে যাওয়া বোঝা যায়। তীব্র রোদের দিনগুলো আস্তে আস্তে নরম হয়ে আসে, দীর্ঘ দুপুরগুলো ছোট হয়ে বিকেলের সাথে মিশে যায়, সন্ধ্যা নামে ঝুপ করে। এই মাসের মাঝামাঝি ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিনের শুরু হয়।আহা সেপ্টেম্বরের রাত আর তার অকূল আকাশ!গোধূলি তোমায় দিলো স্মৃতিহারিয়ে ফেলার শৈশব। ঢাকা তে আমার রুম জুড়ে ছিল ২টা বিশাল জানালা, আর তার ওপারেই ছিল বিশাল আকাশ। দিনে যে কতটা সময় এই আকাশ দেখে কাটিয়েছি তার হিসেব নেই। ইংল্যান্ড এ এসে ঐ ভাবে আর আকাশ দেখা হয় না।এখানেও শীত আসে,তবে তা হয় তীব্র। পাতা এখানেও ঝরে,আর ঠাই দারিয়ে থাকে এক একটি পাতাহীন গাছ।।🥀🥲
"স্বাগতম সেপ্টেম্বর।"🍁🍂