স্বাধীন বাংলাদেশ

স্বাধীন বাংলাদেশ দেশ আমাদের সবার 🇧🇩
দেশকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব 🇧🇩

রাসূল (সাঃ) এর এই অভ্যাস গুলি কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করি?১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।📖(সহীহ মুসলিম- ৮৯৮)২। রা...
02/07/2025

রাসূল (সাঃ) এর এই অভ্যাস গুলি কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে পালন করি?

১। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা।
📖(সহীহ মুসলিম- ৮৯৮)
২। রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা।
📖(বুখারী- ৫২১১)
৩। বৃষ্টি আসলে দোয়া করা।
📖(সহীহ বুখারী- ১০৩২)
৪। স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা।
খেতে মন না চাইলে চুপ থাকা।
📖(মুসলিম- ২০৬৪)
৫। কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না।
📖(বায়হাকী- ১৭৫৯৫)
৬। মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা।
আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা।
📖(মুসলিম- ২৫৩১)
৭। খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া।
📖(মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭)।
৮। ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া।
📖(বায়হাকি-৪২৮)।
৯। নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া।
📖(বুখারী- ৭৩১)।
১০। বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা।
📖(মুসনাদে বাযযার- ৮৫৬৭)।
১১। দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা না পরা।
বিশেষ করে শু জুতা ( স্যান্ডেল না)।
📖(আবু দাউদ- ৪১৩৫)।
১২। যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া।
📖(তিরমিযী- ২৪৭৮)।
১৩। ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া।
অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা।
📖(আরশিফু মুলতাকা- ৪৫৬৯)।
১৪। দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা।
📖(মুসনাদে আহমাদ- ২১৬১৮)।
১৫। বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া।
📖(তাবরানী- ৬১৩৯)।
১৬। মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া।
📖(মুসনাদে আহমাদ- ২৭৫০৮)।
১৭। রাতে অজু অবস্থায় ঘুমানো।
📖(ফাতহুল বারি- ১১/১১০)।
১৮। মাঝে মাঝে খালি পায়ে হাঁটা।
📖(আবু দাউদ- ৪১৬০)।
১৯। যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে।
📖(বুখারি, হাদিস নং: ৫৬৮৪)।
২০। রাসুলুল্লাহ(‎ﷺ) বলেনঃ
আমি টেক(হেলান) লাগানো অবস্থায় কোনো কিছু ভক্ষণ করি না।
📖 (বুখারি, হাদিস নং: ৫১৯০)।

আল্লাহ আমাদের সবাইকে রাসূলের (সাঃ) এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। (আমিন)

*ইস্তেগফার প্রসঙ্গে দশটি হাদিস**(১) সহীহ মুসলিম (২৭৪৯)*  আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্...
18/06/2025

*ইস্তেগফার প্রসঙ্গে দশটি হাদিস*

*(১) সহীহ মুসলিম (২৭৪৯)*
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
“সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! যদি তোমরা গোনাহ না করতে, তবে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন এবং এমন এক জাতিকে নিয়ে আসতেন, যারা গোনাহ করত, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইত, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন।”

*(২) সুনান ইবনে মাজাহ (৪২৪৮)*
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“তোমাদের গোনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছেও যায়, তারপর যদি তোমরা তাওবা কর, আল্লাহ অবশ্যই তোমাদের তাওবা কবুল করবেন।”

*(৩) শু'আবুল ঈমান (৬৩৯)*
হিশাম ইবনে উরওয়া, তার পিতা থেকে, যিনি জুবাইর (রাঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“যে ব্যক্তি চায় তার আমলনামা তাকে খুশি করুক, সে যেন তার আমলনামায় অধিক পরিমাণে ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) সংযুক্ত করে।”

*(৪) মুসনাদ আহমদ (১১২৪৪)*
আবু সাঈদ আল-খুদরি (রাঃ) বলেন: আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি:
“ইবলীস তার রবের উদ্দেশ্যে বলল, ‘আপনার ইজ্জত ও মাহাত্ম্যের কসম! যতক্ষণ তাদের দেহে প্রাণ আছে, আমি আদম সন্তানের পথভ্রষ্টতা থেকে বিরত থাকব না।’ তখন আল্লাহ বলেন, ‘আমার ইজ্জত ও মাহাত্ম্যের কসম! যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা চেয়ে যাবে, আমি তাদের ক্ষমা করে দেব।’”

*(৫) সুনান তিরমিযি (৯৮১)*
আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“যখন দুই রক্ষাকারী ফেরেশতা রাত বা দিনের আমল লিপিবদ্ধ করে আল্লাহর কাছে পেশ করে এবং আল্লাহ প্রথম ও শেষ অংশে ভাল কিছু পান, তখন আল্লাহ বলেন: ‘আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আমার বান্দাকে তার আমলনামার শুরু ও শেষের মাঝের সবকিছু ক্ষমা করে দিলাম।’”

*(৬) সুনান ইবনে মাজাহ (৩৮১৮)*
আবদুল্লাহ ইবনে বুসর (রাঃ) বলেন, নবী করীম ﷺ বলেছেন:
“ধন্য সেই ব্যক্তি, যে তার আমলনামায় অধিক পরিমাণে ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) দেখতে পাবে।”
*(৭) সুনান ইবনে মাজাহ (৩৮১৯)*
আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি ইস্তিগফারে দৃঢ় থাকবে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ, প্রতিটি সংকট থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন এবং এমন জায়গা থেকে রিযিক দেবেন, যা সে কল্পনাও করতে পারেনি।”

*(৮) সুনান তিরমিযী (৩৫৪০)*
আনাস ইবনে মালিক (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলতে শুনেছি:
“আল্লাহ তাআলা বলেন: হে আদম সন্তান! যতক্ষণ তুমি আমাকে ডাকবে ও আমার প্রতি আশা রাখবে, আমি তোমার সব গোনাহ মাফ করে দেব, আমি এতে কিছুই পরোয়া করি না। হে আদম সন্তান! যদি তোমার গোনাহ আকাশ পর্যন্ত পৌঁছে, এরপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গোনাহ ক্ষমা করে দেব। আমি কিছুই পরোয়া করি না। হে আদম সন্তান! যদি তুমি পৃথিবী পরিমাণ গোনাহ নিয়ে আমার কাছে আসো, কিন্তু আমার সঙ্গে কোনো অংশীদার না করো, তবে আমি তোমাকে পৃথিবী পরিমাণ ক্ষমা দিয়ে দেব।”

*(৯) সুনান তিরমিযী (৩৪৬০)*
আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি এই দুনিয়ায় বলে: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘আল্লাহু আকবার’, ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’—তাঁর সব গোনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতোই বিশাল হয়।”
*(১০) সহীহ মুসলিম (২৭০২)*
আল-আঘার আল-মুযানী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“নিশ্চয়ই আমার হৃদয়ে মাঝে মাঝে ধোঁয়াচ্ছন্নতা দেখা দেয় (আলস্য বা মনোযোগহীনতা), এবং আমি প্রতিদিন আল্লাহর কাছে শতবার ইস্তিগফার করি (ক্ষমা চাই)।”
আল্লাহ তাআলা আমাদের এসব হাদীস অনুযায়ী আমল করার তাওফিক দিন।
✍️ *জামী:*
মো: আরিফ উল্লাহ ( আউতো-টোকিও)
16/06/25

জীবন কত বৈচিত্র্যময় 😔
07/06/2025

জীবন কত বৈচিত্র্যময় 😔

দেশ ও দেশের বাহিরে সবাই কে ঈদের শুভেচ্ছা 🐂🐐🐑🐪🐃
06/06/2025

দেশ ও দেশের বাহিরে সবাই কে ঈদের শুভেচ্ছা 🐂🐐🐑🐪🐃

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ❤️❤️
14/04/2025

সবাইকে নববর্ষের শুভেচ্ছা ❤️❤️

বয়কটের সিস্টেম শিখতে হবে। পণ্য ক্রয় করে নষ্ট করলে আপনার ক্ষতি, তাদের লাভ। ভাংচুর করলে আপনার ভাইয়ের ক্ষতি।পণ্য বয়কট কর...
08/04/2025

বয়কটের সিস্টেম শিখতে হবে। পণ্য ক্রয় করে নষ্ট করলে আপনার ক্ষতি, তাদের লাভ। ভাংচুর করলে আপনার ভাইয়ের ক্ষতি।
পণ্য বয়কট করুন, নিজে ক্রয় করবেন না। অন্যকে নিরুৎসাহিত করুন।
ডিলার ও সেলসম্যান কে বুঝিয়ে অন্য ব্যবসার সাথে যুক্ত করুন। ☝️

ঠিক ❤️
07/04/2025

ঠিক ❤️

☝️
02/04/2025

☝️

❤️❤️
31/03/2025

❤️❤️

দেশ ও দেশের বাইরে সবাইকে ঈদ মোবারক ❤️❤️
30/03/2025

দেশ ও দেশের বাইরে সবাইকে ঈদ মোবারক ❤️❤️

29/03/2025

❤️❤️

Address

Manchester

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বাধীন বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বাধীন বাংলাদেশ:

Share