London 2 balagonj

London 2 balagonj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from London 2 balagonj, Digital creator, Mitcham.

We Publish Our Page Any Vloge Video Bangla Such as Traveling Places of Interest, vlogs live video
[email protected]
জাহেদ আহমদ =+880 1764-853586
রেদওয়ান আহমেদ জিতু = 01733570812

02/12/2025

আগামী ৭ তারিখ থেকে ফার্মেসী এবং রেষ্টুরেন্ট ছাড়া রাত সাড়ে ৯ টায় সব দোকানপাট বন্ধ করতে হবে এবং মার্কেটের আন্ডার গ্রাউন্ডে পার্কিংয় করতে হবে, সিলেট পুলিশ কমিশনার !!

অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা রইল  Maruf Ahmed Jaigirdar  বালাগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বি...
01/12/2025

অভিনন্দন ও অনেক অনেক শুভেচ্ছা রইল Maruf Ahmed Jaigirdar
বালাগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ❤️✌️
দোয়া করি তোমার সৎ এবং সাহসী নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যাবে আমাদের বালাগঞ্জের এই শ্রমিক সংগঠন।

30/11/2025

আলহামদুলিল্লাহ
হযরত শাহজালাল মোজাররদে ইয়ামনি রহমতুল্লাহ আঃ
ঈসালে সাওয়াব উপলক্ষে -
আগামী ৮ ডিসেম্বর বিশ্ব নন্দিত কারীগনের অংশগ্রহণে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০২৫ ইং
স্থানঃ ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ।
উক্ত মহতি মাহফিল কে সুন্দর ও সাফল্য মন্ডিত করে তুলতে
বৃহত্তর সিলেটের প্রবাসী ভাই-বোনসহ আপামর সর্বসাধারনের সার্বিক সহযোগিতা ও উপস্থিতও কামনা করছি।
সহযোগিতা পাঠাতে চাইলে
(০১৭১৫৩৫৬৮৩০ বিকাশ পারসোনাল) নামঃখালেদ আহমদ খালিছার,

29/11/2025

উদ্যোক্তা মেলা এখন আপনার শহর বালাগঞ্জে।
মেলা চলবে (২৯)(৩০)(০১) ডিসেম্বর পর্যন্ত।
আয়োজনে :সৈয়দ সায়মন ও আহমদ রাহি, রাকিব তালুকদার
স্থান এম এ খান অডিটেরিয়াম বালাগঞ্জ, সিলেট

27/11/2025

সুরা জুমআ তিলাওয়াত করছেন হাফিজ মাও. মাহবুব আহমদ শফীকি,ধর্মীয় শিক্ষক: সৈয়দ হাতিম আলী স্কুল এন্ড কলেজ, শিবগঞ্জ,সিলেট।
সাবেক শিক্ষক : বোয়ালজুড় দাখিল মাদরাসা,

27/11/2025

বর্তমান সময়ের মাহফিল এবং বক্তা সম্পর্কে কিছু মূল্যবান কথা শাকিল ইবনে খয়ের।

শোক সংবাদ সিলেটের ওসমানীনগর উপজেলার প্রবীন আলিমে দ্বীন, বহু দ্বীনি ইসলামী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পীরে তরিকত কাজী মাওল...
27/11/2025

শোক সংবাদ
সিলেটের ওসমানীনগর উপজেলার প্রবীন আলিমে দ্বীন, বহু দ্বীনি ইসলামী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পীরে তরিকত কাজী মাওলানা রফিক আহমদ কাজী সাহেব (ইছামতি কাজী বাড়ি ) ইন্তেকাল ফরমাইয়াছেন। মরহুমের
জানাজার নামাজ আগামীকাল শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সময় তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

প্রিয় বন্ধু,যদি আপনি বা আপনার পরিবারের কেউ সম্প্রতি শুনে থাকেন,“আপনাকে আরও ভালো চিকিৎসা নিতে হবে…”তাহলে এক মুহূর্ত থামু...
25/11/2025

প্রিয় বন্ধু,

যদি আপনি বা আপনার পরিবারের কেউ সম্প্রতি শুনে থাকেন,
“আপনাকে আরও ভালো চিকিৎসা নিতে হবে…”
তাহলে এক মুহূর্ত থামুন।
গভীর শ্বাস নিন।

কারণ আমি এখন এমন কিছু বলবো যা আপনার জীবনের সবচেয়ে বড় স্বস্তি হতে পারে।

প্রতিদিন অসংখ্য রোগী জেগে ওঠে—
চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায়,
কোথায় যাবেন তা বুঝতে না পেরে,
ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয়ে কাঁপতে কাঁপতে,
আর কত টাকা লাগবে তা নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়ে।

আমি এটা বুঝি।
কারণ আমি শত শত পরিবারের মুখে এই ভয় দেখেছি।

কিন্তু একটা সত্য কথা বেশিরভাগ মানুষ জানে না।

বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার, আধুনিক হাসপাতাল আর উন্নত চিকিৎসা— আপনার জন্যও হাতের নাগালে আছে।

কিন্তু সমস্যা হলো—
বেশিরভাগ রোগী জানেন না ঠিক কোথায় যেতে হবে।

আর সেখানেই আমরা আপনার পাশে দাঁড়াই।

আমরা আপনার চিকিৎসার পথকে করি সহজ, নিরাপদ এবং নিশ্চিন্ত।

আমাদের কাছে আসলে আপনি শুধু “গাইডলাইন” পান না।
আপনি পান একটি **ফুল মেডিকেল ট্রাভেল টিম** যারা একটি মাত্র লক্ষ্য নিয়ে কাজ করে:

— সঠিক চিকিৎসা, সঠিক ডাক্তার, সঠিক হাসপাতালে — আপনার জন্য।

এখন আসুন দেখি, আপনার জন্য আমরা আসলে কী করি:

১. ডাক্তার ও হাসপাতাল রিকমেন্ডেশন (আপনার রোগের জন্য সেরা বিশেষজ্ঞ)

আপনার রিপোর্ট আমরা বিশ্লেষণ করি,
আপনার কেস স্টাডি পর্যালোচনা করি,
এবং আপনাকে যুক্ত করি সেই ডাক্তারদের সাথে যারা প্রতিদিন আপনার মতো রোগী চিকিৎসা করেন।

✔ বিশ্বমানের হাসপাতাল
✔ অভিজ্ঞ সার্জন
✔ প্রমাণিত দক্ষ মেডিকেল টিম

এখানে অনুমান নেই।
এখানে ভুল সম্ভাবনা নেই।
এখানে আছে **ডাটা-ভিত্তিক, প্রমাণিত সিদ্ধান্ত।**

২. টেলিমেডিসিন ও চিকিৎসা পরিকল্পনা (যাত্রার আগেই সব জানা)

আপনি বিদেশের ডাক্তারদের সাথে অনলাইনে কথা বলবেন।
আর জানবেন—

✔ আপনার চিকিৎসা পরিকল্পনা
✔ সফলতার সম্ভাবনা
✔ ধাপে ধাপে প্রক্রিয়া
✔ সময়কাল
✔ ঝুঁকি ও বিকল্প

ফলে বিদেশে গিয়ে কিছুই আপনার কাছে নতুন লাগবে না।

৩. চিকিৎসার খরচের হিসাব (কোনো লুকানো চার্জ নেই)

আমরা আপনাকে পরিষ্কার, স্বচ্ছ, সঠিক কস্ট এস্টিমেট দিই:

✔ অপারেশন
✔ হাসপাতাল থাকা
✔ ওষুধ ও টেস্ট
✔ রিকভারি পরিকল্পনা

সবকিছু লিখিতভাবে।
কোনো চমক নেই।

৪. সম্পূর্ণ ট্রাভেল সাপোর্ট — মানে আপনি শুধু সুস্থ হওয়ার দিকে ফোকাস করুন।

আমরা দেখি আপনার:

✈ এয়ার টিকিট
🏨 হোটেল বুকিং
🛂 ভিসা সহায়তা
🚗 এয়ারপোর্ট পিকআপ
💬 ভাষান্তর (ইন্টারপ্রেটার)
❤️ কেয়ার সাপোর্ট

সবই আমরা ব্যবস্থা করি।
আপনি শুধু চিকিৎসায় মন দিন।
বাকি সব আমরা সামাল দেবো।

৫. পোস্ট-ট্রিটমেন্ট ফলো-আপ (আপনার অস্ত্রোপচারের পরও আমরা আছি)**

✔ অনলাইন ফলো-আপ
✔ ওষুধ রিভিউ
✔ রিহ্যাব গাইড
✔ নিয়মিত চেক-ইন

আপনার চিকিৎসা শেষ হলেও, আমাদের দায়িত্ব শেষ হয় না।

কেন মানুষ আমাদের বিশ্বাস করে?

কারণ আমরা শুধু “চিকিৎসা পাইয়ে দিই” না —
আমরা রোগীদের রক্ষা করি।

আমরা সাহায্য করি—

* ক্যান্সার
* হার্ট ডিজিজ
* কিডনি/লিভার সমস্যা
* অস্থিরোগ
* নিউরোলজিক্যাল সমস্যা
* ইনফার্টিলিটি
* অটোইমিউন
* রক্তের রোগ

এবং আরও অনেক জটিল রোগের রোগীদের।

আমরা শত শত পরিবারকে নতুন আশার আলো দিয়েছি।
কিছু মানুষ তো জীবনে দ্বিতীয় সুযোগ পেয়েছেন।

আপনার যদি ভালো চিকিৎসার প্রয়োজন হয়— এটিই সঠিক সময়।

আপনাকে একা লড়াই করতে হবে না।
ভুল সিদ্ধান্তের ভয় করতে হবে না।
অজানা খরচে আতঙ্কিত হতে হবে না।

আমরা আছি আপনার পাশে।
হাত ধরে আপনাকে পৌঁছে দেবো সেরা বিশেষজ্ঞদের কাছে।
সেরা চিকিৎসা নেওয়ার পথটাকে আমরা সহজ করে দেবো।

📞 কল বা WhatsApp:
https://wa.link/ci64rv

📧 ইমেইল:
[email protected]

আপনার চিকিৎসা যাত্রা এখনই সহজ হয়ে গেল।
আপনার আশা আরও শক্তিশালী হলো।
আপনার সমাধান এখন হাতের নাগালে।

#যদি_মনে_করেন_এই_চিঠিটি_কোন_রোগীকে_উপকার করবে তাহলে শেয়ার করে দিন 😊

Business Account

24/11/2025

London 2 Balagonj পেইজের চেয়ারম্যান , যুক্তরাজ্য প্রবাসী Abdul Hamid Ayna ভাইয়ের আব্বা জনাব আনোয়ার মিয়া সাহেবের জানাযা থেকে সরাসরি। সকলেই দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যেন উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করেন। আমিন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনমজলিশপুর নিবাসী,London 2 Balagonj পেইজের চেয়ারম্যান   Abdul Hamid Ayna ভাইয়ের বাব...
24/11/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মজলিশপুর নিবাসী,London 2 Balagonj পেইজের চেয়ারম্যান Abdul Hamid Ayna ভাইয়ের বাবা জনাব আনোয়ার মিয়া সাহেব আজ বিকাল ১:১৫ মিনিট এর সময় উনার নীজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন,মরহুমের জানাজার নামাজ আজ রাত ৮ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

24/11/2025

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম৷ খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে . সুস্হতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন 🌾

মোবারক মাহফিলের সফলতা কামনা করি। উক্ত মাহফিলটি সরাসরি দেখতে চোখ রাখুন London 2 Balagonj ফেইবুক পেইজে। বিস্তারিত নিচের পো...
24/11/2025

মোবারক মাহফিলের সফলতা কামনা করি। উক্ত মাহফিলটি সরাসরি দেখতে চোখ রাখুন London 2 Balagonj ফেইবুক পেইজে। বিস্তারিত নিচের পোস্টারে।

Address

Mitcham

Website

Alerts

Be the first to know and let us send you an email when London 2 balagonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to London 2 balagonj:

Share