22/11/2025
জীবনে কিছু সত্য আছে…
যা আমরা খুব দেরিতে বুঝতে শিখি।
যেমন—
যাদের জন্য সব করি,
তারা হয়তো সবসময় আমাদের জন্য থাকবে না।"
"আর যারা সত্যিই পাশে থাকে,
তাদের আমরা গুরুত্ব দিই না—
ধরে নেই, তারা তো আছেই।
কিন্তু একদিন তাকিয়েই দেখি…
তারা আর নেই, সবারইতো একটা সীমা আছে।"
"মানুষ আসলে বদলায় না—
বদলায় মানুষের প্রত্যাশা।
আর সেই প্রত্যাশাই
তৈরি করে দেয় দূরত্ব।"
"শেষমেশ জীবন আমাদের শেখায়—
তোমার শান্তির দায়িত্ব কেবল তোমার।
লোকের কথায় ভেঙে পড়া নয়,
নিজের মতো করে এগিয়ে চলা…
এটাই প্রকৃত শক্তি।