
14/09/2025
মেঘের আড়ালে সূর্য, আর বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়ায় সৃষ্টি হলো এক সন্ধ্যার কবিতা। বৃষ্টিস্নাত সন্ধ্যা মানেই হৃদয়ের এক অন্যরকম শান্তি।জানালার কাচে ফোঁটা ফোঁটা বৃষ্টি, আর চারদিকে ভেজা সন্ধ্যার সুর।যেনো সন্ধ্যার আঁধার আর বৃষ্টির আলো একসাথে মিলে লিখে যায় নীরব গল্প।