22/10/2025
অবশেষে গুম-খুনে অভিযুক্তদের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনসহ “স্পেশাল প্রিজন ভ্যান”-এ করে আদালতে হাজির করা হয়েছে!
প্রশ্ন হলো —
❓এই শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান কবে কেনা হলো?
❓কারা দিল এই বিশেষ সুবিধা?
❓গুম-খুনের মতো ভয়াবহ অভিযোগে অভিযুক্তদের এমন “জামাই আদর” কেন?
একদিকে সাধারণ মানুষ ন্যায্য বিচার পায় না, অন্যদিকে অপরাধীদের জন্য এতো বিলাসিতা!
এ কেমন বৈষম্য, এ কেমন বিচারব্যবস্থা?
ন্যায়বিচারের নামে প্রহসন নয় — সবাইয়ের জন্য একই আইন, একই আচরণ চাই। ⚖️