TV21 TV21: Connecting Dots, Reporting Truth | Live shows & news | Stay Informed, Stay Connected!

প্রিয় Giyas Sany II কথা ও সুরে "আদুরী"গানটি  আপনি শুনুন এবং অন্যকে শোনার সুযোগ করে দিন অভিনন্দন প্রিয় গিয়াস সানি।
24/12/2025

প্রিয় Giyas Sany II কথা ও সুরে "আদুরী"গানটি আপনি শুনুন এবং অন্যকে শোনার সুযোগ করে দিন অভিনন্দন প্রিয় গিয়াস সানি।

(আদুরী) | Parvez Khan | Giyas Sany | TikTok Viral Song 2026 | Sifat & Tanha | Official Music Music Video👇🎬 Mak...

নায়ক গায়ক Iqbal Bahar  ইকবাল বাহারের 'কন্যা লন্ডনি' আপনি শুনুন এবং অন্যকে শোনার সুযোগ করে দিন।অভিনন্দন প্রিয় ইকবাল বাহ...
23/12/2025

নায়ক গায়ক Iqbal Bahar ইকবাল বাহারের 'কন্যা লন্ডনি' আপনি শুনুন এবং অন্যকে শোনার সুযোগ করে দিন।অভিনন্দন প্রিয় ইকবাল বাহার

A modern Sylheti comedy song packed with humour, catchy music, and entertaining visuals.Song Title: কন্না লন্ডনী (Konna Londoni)Singer: Iqbal BaharMusic: Alv...

সুর সঙ্গীতালয়ের বিশেষ নিবেদন: শব্দ স্রোতে তিনজন ​আবৃত্তির এই আসরে আপনার উপস্থিতি এই আয়োজনকে সার্থক করবে।
20/12/2025

সুর সঙ্গীতালয়ের বিশেষ নিবেদন: শব্দ স্রোতে তিনজন
​আবৃত্তির এই আসরে আপনার উপস্থিতি এই আয়োজনকে সার্থক করবে।

20/12/2025

TV21 — আপনার চোখে দেখুক সারা বিশ্ব।

17/12/2025

ওল্ডহ্যাম শহীদ মিনারে জয়বাংলা ফাউন্ডেশন ইউকে এর উদ্যোগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন।

বিজয়ের চেতনাই আমাদের শক্তি, লাল–সবুজই আমাদের পরিচয়।গতকাল মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুর সঙ্গীতালয়...
17/12/2025

বিজয়ের চেতনাই আমাদের শক্তি, লাল–সবুজই আমাদের পরিচয়।

গতকাল মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সুর সঙ্গীতালয়ের উদ্যোগে এক হৃদয়স্পর্শী সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। এ আয়োজনের প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে গভীর দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন।
এমন একটি অর্থবহ অনুষ্ঠানে এলসিবি, চেতনা ইউকে, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ দূরদূরান্ত থেকে আগত সকল সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী দর্শকদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
গতকাল বিজয় দিবস উপলক্ষে আমি পর্যায়ক্রমে তিনটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। দিনের শেষ প্রান্তে আমার প্রিয় সুর সঙ্গীতালয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বিশেষভাবে আনন্দ অনুভব করেছি। এত সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য সুর সঙ্গীতালয়ের ওস্তাদ নুরুজ্জামান আহমেদ এবং তাঁর সঙ্গে যুক্ত সকল সংগঠক ও শিল্পীদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ।
উল্লেখ্য, এর আগের রাত থেকেই আমি বিভিন্ন বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছিলাম এবং গতকালের এই অনুষ্ঠানটি ছিল আমার তৃতীয় উপস্থিতি। দীর্ঘ সময়ের ক্লান্তির কারণে সেখানে পৌঁছানোর পর আমি কিছুটা অসুস্থ বোধ করছিলাম। ঠিক সেই মুহূর্তে আবৃত্তিশিল্পী প্রবাল ভাই হাতে এক কাপ চা নিয়ে এসে আমার পাশে দাঁড়ালেন। তাঁর এই ছোট্ট কিন্তু গভীর মানবিক সহানুভূতির জন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।
এভাবেই আমরা সম্মিলিতভাবে আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করব, সাহিত্যচর্চা ও সংস্কৃতিচর্চা অব্যাহত রাখব।
সবার প্রতি রইল আমার গভীর কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও ভালোবাসা।

17/12/2025

নূরলদীনের সারাজীবন; কবি – সৈয়দ শামসুল হক
আবৃত্তি: সেতু চৌধুরী ভিডিও: শাহ মনা মিয়া

16/12/2025
16/12/2025

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে, বৃহত্তর সদর এসোসিয়েশন সিলেট ইউ কে,এর উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

16/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন। আয়োজনে জয় বাংলা ফাউন্ডেশন ইউকে।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।
16/12/2025

মহান বিজয় দিবসের শুভেচ্ছা ।

Address

Oldham

Website

Alerts

Be the first to know and let us send you an email when TV21 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share