
12/09/2025
রঙের বৈঠা: এক ভিন্নধারার সঙ্গীতানুষ্ঠান
সুর সঙ্গীতালয়ের একটি আন্তরিক প্রয়াস, 'রঙের বৈঠা'। এখানে হারিয়ে যাওয়া গানগুলো অভিজ্ঞ শিল্পীদের কণ্ঠে নতুন করে প্রাণ ফিরে পাবে। আমরা বিশ্বাস করি, গান শুধু উপভোগের বিষয় নয়, এটি হৃদয়ে অনুভব করার বিষয়। আশা করি এবারের এই ভিন্নধর্মী অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের মনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে।এই সুন্দর আয়োজনে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।
* * * * * * * * * * * * * * *
ওস্তাদ নুরুজ্জামান আহমদ