TR Dhaka

TR Dhaka Bismillahi Rahmanir Rahim. It’s a UK life & world travel based page. Here ‘T’ represent to Tutul (me) and ‘R’ represent to Rimu (my better half).
(2)

Dhaka is my city and village. Please support us and connect with TR Dhaka. 🇧🇩🇬🇧

আসাম, ইন্ডিয়া থেকে হাফেজ ইলিয়াস হোসাইন আনসারি ও তার পরিবার। সে আমার ডিপার্টমেন্ট থেকে এল এল এম (ল) করেছে এবং বর্তমানে বা...
17/09/2025

আসাম, ইন্ডিয়া থেকে হাফেজ ইলিয়াস হোসাইন আনসারি ও তার পরিবার। সে আমার ডিপার্টমেন্ট থেকে এল এল এম (ল) করেছে এবং বর্তমানে বার এট ল (ব্যারিস্টারি) কোর্স করেছেন। পূর্বে নর্থ ইন্ড ইসলামিক সেন্টার মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছেন।

Southsea Rose Garden, England, UK. 🇬🇧
16/09/2025

Southsea Rose Garden, England, UK. 🇬🇧

29/08/2025

লন্ডনের ব্যস্ত শহরে এক টুকরো সবুজ স্বর্গ—প্রিয় ভাবি মুন্নি (মিসেস শিপলু রাজ)-এর বাগান। 🌿 সেখানে ঘুরে এলাম আর পেলাম অমূল্য উপহার, লন্ডনি দেশি লাউ! 🥒 ধন্যবাদ প্রিয় ভাবি ❤️

18/05/2025

UK Student Visa – স্বপ্ন যাত্রার প্রথম ধাপ! 🎓🇬🇧

20/02/2025

ভালো স্কুলে দিও ঠাঁই
কে.ডি. টুটুল
-----------------------------

শিশুর ভবিষ্যৎ গড়তে চাই,
ভালো স্কুলে দিও ঠাঁই।

বিদেশে পড়বে, স্বপ্ন বড়,
শিক্ষার পথটা হোক না সরল।

স্বজন যদি ডাকেই বারবার,
ভাবো আগে শিক্ষা সবার।

ফ্রি পড়াবে, বলবে মিষ্টি,
ভুল করো না, করো না খিস্তি।

ভুল পথ ধরে সময় হারাবে,
ভবিষ্যৎ শেষে আঁধার পাবে।

জ্ঞান যেখানে, আলো সেখানে,
ভবিষ্যৎ গড়ে সঠিক শিক্ষনে।

19/02/2025

শিক্ষিত জালিম
কে ডি টুটুল
----------------------

নামের পাশে বড় পদ,
ভাবছো তুমি জ্ঞানী খুব।
কিন্তু ভেতর অন্ধকার,
অন্যায়ে ভরা মনটা চুপ।

পিতৃনামে খুললে স্কুল,
শিক্ষা তবু থাকলো দূর।
শিক্ষক এলো, শিক্ষক গেলো,
ন্যায়ের পথে চললো কজন?

মিথ্যা বলে বেতন কাটো,
সৎ জনকেও দাও অপমান।
প্রতারণা তোমার নেশা,
অবসরের পর এটাই কি হবে তোমার পেশা?

চাকরি মানে জ্ঞান নয় ভাই,
ভাবছো নিজেকে বুদ্ধিমান তাই!
চাকরি শুধু একটা কাজ,
শিক্ষার সাথে মিল কি আজ?

এলাকার সব খবর জানো,
গীবতবাজের সাথে মানো।
কে কী বলছে, কে কোথায়,
সব শোনে চালাও খেলায়।

একজন সৎ ছেলেকে ঠকিয়ে,
আবার খুললে প্রতিষ্ঠান!
আগে যেমন ডুবেছিলো,
আবারও হবে সেই পরিণাম।

অন্যায় করে কতদিন বলো?
আল্লাহর বিচার আসবেই একদিন!
ধৈর্য ধরো, সত্য জিতবে,
জালিম একদিন শেষ হবেই!

19/02/2025

"হকের হিসাব"
কে ডি টুটুল
--------------------

আমার ছিলো, তুমি নিলে,
স্বীকারের ভাষা ভুলে গেলে।
ভবিষ্যতের আশা লুটে,
নিজের মতো সাজিয়ে নিলে।

নিজের জন্য সবই চাইলে,
আমার অধিকার কি ফিরিয়ে দিলে?
বাবার কাছেও শর্ত রাখলে,
চাল খেলে আরো লাখ পেলে?

সময় কিন্তু থেমে থাকে না,
হক মেরে সুখ মেলে না।
আজ না হয় এড়িয়ে গেলে,
কাল হিসাব দিতেই হবে!

Good Morning Bournemouth, England, UK
25/01/2025

Good Morning Bournemouth, England, UK

08/01/2025

Family Entertainment, South Parade Pier, England, UK.
বাচ্চাদের ও বড়দের গেমস খেলার রাজ্য!



゚viralシ






Address

Portsmouth

Telephone

+447440170121

Website

Alerts

Be the first to know and let us send you an email when TR Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TR Dhaka:

Share