19/02/2025
শিক্ষিত জালিম
কে ডি টুটুল
----------------------
নামের পাশে বড় পদ,
ভাবছো তুমি জ্ঞানী খুব।
কিন্তু ভেতর অন্ধকার,
অন্যায়ে ভরা মনটা চুপ।
পিতৃনামে খুললে স্কুল,
শিক্ষা তবু থাকলো দূর।
শিক্ষক এলো, শিক্ষক গেলো,
ন্যায়ের পথে চললো কজন?
মিথ্যা বলে বেতন কাটো,
সৎ জনকেও দাও অপমান।
প্রতারণা তোমার নেশা,
অবসরের পর এটাই কি হবে তোমার পেশা?
চাকরি মানে জ্ঞান নয় ভাই,
ভাবছো নিজেকে বুদ্ধিমান তাই!
চাকরি শুধু একটা কাজ,
শিক্ষার সাথে মিল কি আজ?
এলাকার সব খবর জানো,
গীবতবাজের সাথে মানো।
কে কী বলছে, কে কোথায়,
সব শোনে চালাও খেলায়।
একজন সৎ ছেলেকে ঠকিয়ে,
আবার খুললে প্রতিষ্ঠান!
আগে যেমন ডুবেছিলো,
আবারও হবে সেই পরিণাম।
অন্যায় করে কতদিন বলো?
আল্লাহর বিচার আসবেই একদিন!
ধৈর্য ধরো, সত্য জিতবে,
জালিম একদিন শেষ হবেই!