08/08/2024
প্রশ্ন ১: বাংলাদেশের সংবিধান কি স্থগিত করা হয়েছে?
প্রশ্ন ২: সংবিধান স্থগিত না হয়ে থাকলে, যে আন্দোলনে কয়েকশত মানুষ নিহত হওয়ার প্রতিবাদে সরকার উৎখাত হলো। এরপর থেকে এখন পর্যন্ত পুলিশসহ যে কয়েকহাজার মানুষকে বিভৎস ভাবে হত্যা করা হলো তার বিচার হবে?
প্রশ্ন ২: সাংবিধানিকভাবে জামাত-শিবির নিষিদ্ধ। তাদের নিষিদ্ধ করা সরকারি আদেশ প্রত্যাহার বা বাতিল না করে জামাতের সাথে সরকারি আলোচনা, তাদের প্রকাশ্য হিংস্রতার জন্য তো কাউকে দায় নিতেই হবে।
প্রশ্ন ৩: মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অবমাননার বিরুদ্ধে সংসদে পাশ হওয়া একটা আইন আছে, সেই আইন কি রহিত করা হয়েছে? না হয়ে থাকলে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চরম অবমাননা হয় কিভাবে?
প্রশ্ন ৪: বিএনপি তো খালেদা জিয়াকে মুমূর্ষু দাবি করে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে আকুতি কাকুতি মিনতি করলো, সভা সমাবেশ করলো।
এখন তো তিনি মুক্ত, পাসপোর্টও পেয়েছেন। এখন দেখি বিদেশের নামও নেয়না, খালেদা জিয়াও হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছেন।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অবমাননা, গণহারে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, থানা, সরকারি স্থাপনা, বাসা বাড়িতে হামলার বিচার করবেন কি করবেন না কোটা সরকারের বিষয। কিন্তু প্রকৃতি করবে ঠিকই একদিন।
আওয়ামী লীগের চরম কিছু ভুলের মূল্য আওয়ামী লীগ দিয়েছে। আপনারাও দেবেন আপনাদের অপরাধের জন্য।
সময় কাউকে ছাড়েনা। ছাড়বেনা।