TALHA AHMED

TALHA AHMED Vlogging, learning and entertainment…!

23/07/2025

আজ আমি ঘুরে দেখবো ইংল্যান্ডের লিংকন শহরের কেন্দ্রস্থল এবং প্রাচীন ও মনোমুগ্ধকর লিংকন ক্যাথেড্রাল। ইতিহাসপ্রেমী এবং ভ্রমণপিপাসুদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা। ভিডিওতে পাবেন:

📍 লিংকন সিটির প্রধান রাস্তাঘাট ও দোকানপাট
⛪ লিংকন ক্যাথেড্রালের ভিতরের ও বাইরের অসাধারণ দৃশ্য
📜 ক্যাথেড্রালের ইতিহাস ও স্থাপত্যের বিবরণ
☕ আশেপাশের কফিশপ ও ছোট ছোট ব্যবসার চিত্র
🎥 শট নেওয়া হয়েছে সকাল ও বিকেলের দৃষ্টিকোণ থেকে

ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না!




16/06/2025

🚗 Thinking about getting your UK driving licence? 🎯
Just dropped a brand new podcast episode where we break down the UK driving theory test—how to apply, what to expect, and how to pass it like a pro!

🎙️ Whether you’re a first-time learner or helping someone else prepare, this episode is packed with useful tips.

🎧 Check it out now and share it with someone who’s learning to drive!
👇 Watch here 👇
https://youtu.be/b4eB3e3HWKQ?si=_iGJMXzWK5LUTmp1

https://youtu.be/b4eB3e3HWKQ?si=mF1HaW1Wj31_vW8OPlease subscribe to my channel if you like…🥰
08/06/2025

https://youtu.be/b4eB3e3HWKQ?si=mF1HaW1Wj31_vW8O
Please subscribe to my channel if you like…🥰

🎧 How to Pass the UK Driving Theory Test | Step-by-Step Guide (2025) 🚗Thinking of getting your UK driving licence? In this episode, we break down everythin...

🚗 কে আগে যাবে? UK-এর ট্রাফিক নিয়মে গুরুত্বপূর্ণ একটি বিষয়! 🇬🇧রাস্তার মোড়ে যদি এক গাড়ির সামনে থাকে STOP চিহ্ন এবং অন্...
08/06/2025

🚗 কে আগে যাবে? UK-এর ট্রাফিক নিয়মে গুরুত্বপূর্ণ একটি বিষয়! 🇬🇧

রাস্তার মোড়ে যদি এক গাড়ির সামনে থাকে STOP চিহ্ন এবং অন্য গাড়ির সামনে থাকে GIVE WAY চিহ্ন, তাহলে কে আগে যাবে?

👉 যুক্তরাজ্যে, GIVE WAY চিহ্নের সামনে থাকা গাড়ি (গাড়ি A) অগ্রাধিকার পায় সেই গাড়ির উপর যার সামনে STOP চিহ্ন আছে (গাড়ি B)।
কারণ? STOP চিহ্ন মানে আপনাকে সম্পূর্ণভাবে থামতে হবে এবং সম্পূর্ণ নিরাপদ হলে তবেই এগোতে পারবেন — এমনকি রাস্তা ফাঁকা দেখালেও।

অন্যদিকে, GIVE WAY চিহ্ন মানে আপনি শুধু সামনে গাড়ি থাকলে রাস্তা ছেড়ে দেবেন, কিন্তু রাস্তা ফাঁকা থাকলে থামার দরকার নেই।

নীচের ছবিটি দেখুন 👇 আর মনে রাখুন — ছোট ছোট নিয়ম জানলেই রাস্তাঘাট অনেক নিরাপদ হয় আমাদের সবার জন‍্য।

🚗 Who Has Priority? UK Road Rules Explained! 🇬🇧

Just a quick road safety reminder!

At intersections where one driver faces a STOP sign and another a GIVE WAY sign, who has priority?

👉 In the UK, the driver at the GIVE WAY sign (Car A) has priority over the driver at the STOP sign (Car B)😎.

Why? Because a STOP sign means you must come to a full stop and only proceed when it’s completely safe—even if the road looks clear.

The GIVE WAY sign, on the other hand, just means yield—so if it’s safe to go, you don’t need to stop.

Check out this visual example 👇 and remember: understanding these simple rules keeps everyone safer on the roads!

✨“লাল লন্ঠনের আলোয় চায়নাটাউনের মোহময়ী সন্ধ্যা! লন্ডনের ব্যস্ত শহরের মাঝে এক টুকরো এশিয়ার স্বাদ।” 🇬🇧❤️
25/04/2025

✨“লাল লন্ঠনের আলোয় চায়নাটাউনের মোহময়ী সন্ধ্যা! লন্ডনের ব্যস্ত শহরের মাঝে এক টুকরো এশিয়ার স্বাদ।” 🇬🇧❤️



31/12/2024

ইউকেতে কার ড্রাইভিং থিওরি টেস্ট পাস করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. থিওরি টেস্ট সম্পর্কে জানুন

থিওরি টেস্ট মূলত দুইটি অংশ নিয়ে গঠিত:
• মাল্টিপল চয়েস প্রশ্ন: ৫০টি প্রশ্নের মধ্যে অন্তত ৪৩টি সঠিক উত্তর দিতে হবে।

https://youtu.be/7womeV0brCo?si=LIBW3A9OauGqJR-L

• হ্যাজার্ড পারসেপশন টেস্ট: ভিডিও ক্লিপ দেখে বিপদ চিহ্নিত করতে হবে।

https://youtu.be/SdQRkmdhwJs?si=CTo_AeSH4Ui44TAg

২.আপনাকে এখন পরীক্ষার তারিখ বুক করতে হবে ।

• পরীক্ষার জন্য আপনার প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স এবং একটি ডেবিট/ক্রেডিট কার্ড প্রয়োজন।

https://www.gov.uk/book-theory-test

মনে রাখবেন পরীক্ষার তারিখ আপনাকে বেশ কিছুদিন আগে বুকিং করতে হবে নাহলে আপনি সিট পাবেন না! আমি আপনাদেরকে বলব ১ মাস পর পরীক্ষার তারিখ সিলেক্ট করুন কিন্তু ১ মাস আগে আপনার টেস্ট বুক করুন। আর সকালের দিকে পরীক্ষা বুক করা ভালো কিন্তু It's up to you (আপনার ডিসিশন)। তাহলে আপনার মাইন্ডে থাকবে আপনার পরীক্ষা আছে ঐদিনে এবং আপনি এরজন্য স্টাডি করবেন ।আর পরীক্ষার আগমুহূর্তে মক টেস্ট দেন বেশি করে এবং যদি আপনার কাছে মনে হয় যে আপনি প্রস্তুত নন তাহলে পরীক্ষার তারিখ পেছাতে পারেন ১ সপ্তাহ আগে।
৩. টেস্টের জন্য প্রস্তুতি নিন
• ড্রাইভিং থিওরি টেস্ট অ্যাপ:

https://apps.apple.com/gb/app/official-dvsa-theory-test-kit/id463295925

https://apps.apple.com/gb/app/driving-theory-test-4-in-1-kit/id829581836?ppid=55b59044-7a43-4cc0-8aed-e89c51537338

• মক টেস্ট দিন: অনলাইনে বিভিন্ন মক টেস্ট দিন যা আসল টেস্টের মতো অভিজ্ঞতা দেবে।
• হাইওয়ে কোড শিখুন: হাইওয়ে কোড সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

৪. পর্যাপ্ত সময় নিয়ে প্র্যাকটিস করুন
• প্রতিদিন ৩০-৪০ মিনিট করে পড়াশোনা করুন।
• হ্যাজার্ড পারসেপশন ভিডিও দেখে প্র্যাকটিস করুন।

৫. পরীক্ষার দিন প্রস্তুত থাকুন
• পরীক্ষার আগে ভালোভাবে ঘুমান।
• পরীক্ষার কেন্দ্রে সময়মতো পৌঁছান।
• নিজের প্রভিশনাল লাইসেন্স সঙ্গে রাখুন।

৬. পরীক্ষার সময় নিজের উপর বিশ্বাস রাখুন
• প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ুন।
• হ্যাজার্ড পারসেপশন অংশে ধীরে ও সঠিকভাবে ক্লিক করুন।

অতিরিক্ত পরামর্শ:
• এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন:

https://youtube.com/?si=LfNvb9HBOfJKcv8K

https://youtube.com/?si=Gm-jqu1vANYw5E9d

https://youtube.com/?si=Gx9ZIohxC0yOopN6

• আত্মবিশ্বাস ধরে রাখুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ আপনি পাস করবেন । মনে রাখবেন রাখবেন এই পরীক্ষাটিতে ড্রাইভিং এর বিষয়ে আপনার নলেজ যাচাই করা হবে, It's not an English language test! কিন্তু পরীক্ষায় প্রশ্ন ইংরেজিতে থাকবে । এখন প্রশ্ন কিভাবে করা হয় সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব। এইরকম প্রশ্ন প্রায়শই Car Driving Theory Test এ এসে থাকে । যেমন:

*Why would you find humps, chicanes or narrowings on the road?

(A) To speed up traffic

(B) To reduce the speed of traffic

(C) To keep lanes of traffic apart

(D) To provide crossing areas for pedestrians

এখন আমি প্রশ্নটিকে সহজভাবে ব্যাখ্যা করবো:

প্রথমে আপনাকে প্রশ্নের অজানা শব্দগুলো সম্পর্কে জানতে হবে । এরজন্য আপনি Google translate ব্যবহার করবেন এবং এই অজানা শব্দগুলো নিয়ে Google এবং ChatGPT এর মাধ্যমে একটু ভালোভাবে রিসার্চ করবেন । By the way, আমরা এখন প্রশ্নের অজানা শব্দগুলোর অর্থ জানবো এবং এগুলো নিয়ে একটু রিসার্চ করবো ।
• Humps (স্পিড বাম্প): রাস্তায় উঁচু জায়গা, যা গাড়ির গতি কমাতে বাধ্য করে।
• Chicanes: রাস্তার বাঁক বা দিক পরিবর্তনের ব্যবস্থা, যা চালককে গতি কমাতে বাধ্য করে।
• Narrowings: রাস্তাকে সরু করা হয়, যাতে গাড়ির গতি কমানো যায় এবং চালক আরও সতর্ক হয়ে গাড়ি চালায়।

এইসব বৈশিষ্ট্য কেন ব্যবহার করা হয়?

এগুলোর মূল উদ্দেশ্য হল যানবাহনের গতি কমানো (to reduce the speed of traffic)। এগুলো সাধারণত সেসব এলাকায় বসানো হয়, যেখানে নিরাপত্তার জন্য ধীরে গাড়ি চালানো জরুরি, যেমন আবাসিক এলাকা, স্কুলের আশেপাশে বা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

প্রশ্নের অপশনগুলোর বিশ্লেষণ:

1. To speed up traffic (যান চলাচল দ্রুত করার জন্য): ভুল। এগুলো গতি বাড়ানোর জন্য নয়, বরং কমানোর জন্য ব্যবহৃত হয়।
*2. To reduce the speed of traffic (যানবাহনের গতি কমানোর জন্য): সঠিক উত্তর। এগুলোর প্রধান উদ্দেশ্য গতি কমানো।
3. To keep lanes of traffic apart (ট্রাফিক লেন আলাদা রাখতে): ভুল। এর জন্য রাস্তার ডিভাইডার বা মিডিয়ান ব্যবহৃত হয়।
4. To provide crossing areas for pedestrians (পথচারীদের জন্য রাস্তা পারাপারের জায়গা দিতে): ভুল। এর জন্য Zebra Crossing বা পেডেস্ট্রিয়ান ক্রসিং ব্যবহৃত হয়।

সুতরাং সঠিক উত্তর হলো:

*To reduce the speed of traffic (যানবাহনের গতি কমানোর জন্য)।

Best of luck




09/12/2024



08/10/2024
🍁Life is simply borrowed time from death!
23/05/2024

🍁Life is simply borrowed time from death!

Address

Scunthorpe

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm

Telephone

+447927567172

Alerts

Be the first to know and let us send you an email when TALHA AHMED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TALHA AHMED:

Share