Rasel MiAh

Rasel MiAh pages follow Me

শীত মানেই বন্ধুদের সাথে উষ্ণতা ভাগাভাগি, আর গ্রিল আড্ডা সেই আমেজকে অন্য মাত্রা দেয়—গরম গরম গ্রিল,জমজমাট গল্প, যা শীতের ঠ...
26/12/2025

শীত মানেই বন্ধুদের সাথে উষ্ণতা ভাগাভাগি, আর গ্রিল আড্ডা সেই আমেজকে অন্য মাত্রা দেয়—গরম গরম গ্রিল,জমজমাট গল্প, যা শীতের ঠান্ডা পরিবেশকে আরও cozy আর আনন্দময় করে তোলে, যা শুধু গ্রামে নয়, শহরেও এখন বেশ জনপ্রিয়।

ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন😥🤲চা চুমুক দিতেই ফ্লাইওভার থেকে ককটেল এসে পড়ে মাথায়। মগজ ছড়িয়ে ছিটিয়ে যায়। রিকশাচালক ...
25/12/2025

ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহি রাজিউন😥🤲

চা চুমুক দিতেই ফ্লাইওভার থেকে ককটেল এসে পড়ে মাথায়।

মগজ ছড়িয়ে ছিটিয়ে যায়।

রিকশাচালক পিতার এই সন্তানকে তাঁর মা-বাপ ছাড়া কেউ কোনও দিন মনে রাখবে না।

টকশো, টিভির নাগরিক আড্ডায় তার নাম বলবে না কেউ।

ইন্টেরিম তাকে নিয়ে বিবৃতি দিবে না।

১২১ জন বিশিষ্ট নাগরিকও নয়।

তবুও এই ছেলেটি, যার কোনও অপরাধ ছিল না, যার বাঁচার কথা ছিল, তাঁকে এই রাষ্ট্র বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারে নাই।

স্বাভাবিক মৃত্যুর অধিকার দিতে পারে নাই।

যে সন্ত্রাসীকে রাষ্ট্র ধরতে পারে না, সেই সন্ত্রাসী কাঁচের চুরি ভাঙার মতই তাঁর মগজ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে।

এই বিক্ষিপ্ত মগজই আমাদের ভাগ্য, আমাদের বাংলাদেশ।

কাল আপনি, আমি, এক চায়ে চুমুক, একটা ককটেল আর বিক্ষিপ্ত মগজ।

সিয়াম, মাত্র কুড়ি বছরের একটা ছেলে!

ছোট পাখি, ছোট পাখি, সর্বনাশ হয়ে গেছে!

25/12/2025

তারেক রহমানের অপেক্ষার জনসমুদ্রে পরিণত হয়েছে ৩০০ ফিট

24/12/2025

বর্তমান ৩০০ ফিটের অবস্থা বাংলার জনতা বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায়

24/12/2025

দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে
আসতেছেন কালকে
বর্তমান ৩০০ ফিটের অবস্থা

23/12/2025

বিড়াল আমাদের জীবনে আনন্দ, প্রশান্তি এবং নিঃশর্ত ভালোবাসা নিয়ে আসে
আমার খুবই প্রিয় সে

21/12/2025

যাদের বোন আছে তারাই বুঝবে এ মায়ার উপলব্ধি

তোমার সাথে কথা না বললে,দিনটা কেমন যেন ফাঁকা লাগে।হাজারো শব্দ থাকে চারপাশে,তবু মনটা বোবা হয়ে থাকে।তুমি আছো, কিন্তু নেই পা...
16/12/2025

তোমার সাথে কথা না বললে,
দিনটা কেমন যেন ফাঁকা লাগে।
হাজারো শব্দ থাকে চারপাশে,
তবু মনটা বোবা হয়ে থাকে।
তুমি আছো, কিন্তু নেই পাশে
এই দূরত্বই সবচেয়ে বেশি কষ্ট দেয়।
ভালোবাসা তো ছিল এক সময়,
এখন শুধু অভিমানই মুঠো পায়ে বয়ে যায়

নিজের ভুলে জীবন টা আমার সাদা কালো হয়ে গেছে তবুও সুদিন এর অপেক্ষায় আছি আল্লাহ ভরসা
13/08/2025

নিজের ভুলে জীবন টা আমার সাদা কালো হয়ে গেছে
তবুও সুদিন এর অপেক্ষায় আছি
আল্লাহ ভরসা

Address

Southwark

Telephone

+8801741698005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel MiAh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category