
25/05/2025
প্রবাসে আপনি আয় করে সমস্ত টাকা ত দেন ই ধার করেও পাঠান!
আচ্ছা আপনার টাকা যারা ভোগ করে(মা-বাবা,ভাই-বোন, সন্তান, আত্মীয় স্বজন)
তারা আসলেই আপনাকে নিয়ে ভাবে?
২/১ জন ভাবলেও আসলে গভীরভাবে কেউ ভাবেনা😭
তারা আপনাকে ছাড়া বাকি পরিবারের সবাইকে নিয়ে থাকে!
আপনি কাকে নিয়ে থাকেন??
একজন প্রবাসী শুধু আশা নিয়ে থাকে!!!
সবার জীবনে সুখ -আনন্দ লাগবে!
আপনার জীবনে আনন্দ প্রয়োজন নেই ??
ভালো কাপড়, হাসিখুশিতে জীবন কাটানো এটা আপনার ও ব্যাক্তি অধিকারের মধ্যে পরে ভাই।
টাকা আয় করে অন্যের জীবন সুন্দরের পাশাপাশি নিজের জীবনেও খুশি নিয়ে আসুন, আপনার নিজের কথা ভাবুন,নিজেকে সময় দিন।
গ্রামের বন্ধুদের হয়তো আপনার জীবনে আর অতো বেশি পাবেন না 🙏
তাই প্রবাসেই ভালো সময় কাটানোর জন্য আপনার একটা সার্কেল থাকুক 🙏
জীবন থেকে আপনার সময় গুলো ও চলে যাচ্ছে😭
অলরেডি আমার ৯ বছর চলছে😭
কাজের ফাঁকেই আপনাকে সময় বের করতে হবে নিজেকে দেওয়ার জন্য 🙏
আলহামদুলিল্লাহ মালোশিয়ায় গতো দুই বছরে অনেক সমস্যার মধ্যেও মনে হয়নি আমি বিদেশে আছি😘
বন্ধু-বান্ধবরা সাহস যোগিয়েছে , ভালোবাসা ও দোয়া রইলো তাদের জন্য আল্লাহ তাদের ভালো রাখুক।
আমি মনে করি রক্তের সম্পর্কের বাহিরে বন্ধুত্বের সম্পর্ক ও একটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
শুধু বন্ধু নির্বাচন সঠিক হওয়া চাই 🙏
আরেকটা বিষয় ঘুরতে যেতে টাকা লাগে,যারা আমাদের সার্কেল একটা লোককেও আমি দেখিনি যে কত টাকা খরচ করছে সেটার হিসেব করতেছে 😘❤️
ওপারে যেতে কিছুই নিতে পারবোনা!
সবাই টাকা কষ্ট করেই আয় করে সহজে না🙏
আপনার টাকায় চৌদ্দ গুষ্টি খুশি হতে পারবে!
তাহলে নিজের টাকায় নিজেকে কেনো খুশি করতে পারবেন না??
শত ঝুট ঝামেলার মধ্যেও জীবন সহজ
যদি আপনি সেটাকে সহজ ভাবে নিতে জানেন 🙏
টাকার প্রয়োজন মৃত্যুর আগে কারোর ই শেষ হবে না
তাই অল্প আয়েই নিজের জীবনের গতিপথ ঠিক করুন
একা নয় আত্মার বন্ধুদের নিয়ে বাঁচুন ❤️😘
লেখা:- Golam Rabbi