Rasel MiAh

Rasel MiAh pages follow Me

প্রবাসে আপনি আয় করে সমস্ত টাকা ত দেন ই ধার করেও পাঠান!আচ্ছা আপনার টাকা যারা ভোগ করে(মা-বাবা,ভাই-বোন, সন্তান, আত্মীয় স্...
25/05/2025

প্রবাসে আপনি আয় করে সমস্ত টাকা ত দেন ই ধার করেও পাঠান!
আচ্ছা আপনার টাকা যারা ভোগ করে(মা-বাবা,ভাই-বোন, সন্তান, আত্মীয় স্বজন)
তারা আসলেই আপনাকে নিয়ে ভাবে?

২/১ জন‌ ভাবলেও আসলে গভীরভাবে কেউ ভাবেনা😭
তারা আপনাকে ছাড়া বাকি পরিবারের সবাইকে নিয়ে থাকে!
আপনি কাকে নিয়ে থাকেন??
একজন প্রবাসী শুধু আশা নিয়ে থাকে!!!

সবার জীবনে সুখ -আনন্দ লাগবে!
আপনার জীবনে আনন্দ প্রয়োজন নেই ??

ভালো কাপড়, হাসিখুশিতে জীবন কাটানো এটা আপনার ও ব্যাক্তি অধিকারের মধ্যে পরে ভাই।

টাকা আয় করে অন্যের জীবন সুন্দরের পাশাপাশি নিজের জীবনেও খুশি নিয়ে আসুন, আপনার নিজের কথা ভাবুন,নিজেকে সময় দিন।
গ্রামের বন্ধুদের হয়তো আপনার জীবনে আর অতো বেশি পাবেন না 🙏
তাই প্রবাসেই ভালো সময় কাটানোর জন্য আপনার একটা সার্কেল থাকুক 🙏
জীবন থেকে আপনার সময় গুলো ও চলে যাচ্ছে😭
অলরেডি আমার ৯ বছর চলছে😭
কাজের ফাঁকেই আপনাকে সময় বের করতে হবে নিজেকে দেওয়ার জন্য 🙏

আলহামদুলিল্লাহ মালোশিয়ায় গতো দুই বছরে অনেক সমস্যার মধ্যেও মনে হয়নি আমি বিদেশে আছি😘

বন্ধু-বান্ধবরা সাহস যোগিয়েছে , ভালোবাসা ও দোয়া রইলো তাদের জন্য আল্লাহ তাদের ভালো রাখুক।

আমি মনে করি রক্তের সম্পর্কের বাহিরে বন্ধুত্বের সম্পর্ক ও একটা মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ
শুধু বন্ধু নির্বাচন সঠিক হওয়া চাই 🙏

আরেকটা বিষয় ঘুরতে যেতে টাকা লাগে,যারা আমাদের সার্কেল‌ একটা লোককেও আমি দেখিনি যে কত টাকা খরচ করছে সেটার হিসেব করতেছে 😘❤️

ওপারে যেতে কিছুই নিতে পারবোনা!
সবাই টাকা কষ্ট করেই আয় করে সহজে না🙏

আপনার টাকায় চৌদ্দ গুষ্টি খুশি হতে পারবে!
তাহলে নিজের টাকায় নিজেকে কেনো খুশি করতে পারবেন না??

শত ঝুট ঝামেলার মধ্যেও জীবন সহজ
যদি আপনি সেটাকে সহজ ভাবে নিতে জানেন 🙏
টাকার প্রয়োজন মৃত্যুর আগে কারোর ই শেষ হবে না
তাই অল্প আয়েই নিজের জীবনের গতিপথ ঠিক করুন
একা নয় আত্মার বন্ধুদের নিয়ে বাঁচুন ❤️😘

লেখা:- Golam Rabbi

21/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Masud Ullah, Abjal Laskar

সন্তান নিজের সম্পদ 💜তাদের কেউ খোঁজ নিলো কি নিলো না, দেখলো কি দেখলো না এসব  চিন্তা করার কোন মানে নেই ।   সন্তানকে ভালোবাস...
09/05/2025

সন্তান নিজের সম্পদ 💜
তাদের কেউ খোঁজ নিলো কি নিলো না, দেখলো কি দেখলো না এসব চিন্তা করার কোন মানে নেই । সন্তানকে ভালোবাসার জন্য কাউকে অনুরোধ করবেন না কারো স্নেহের ভিক্ষা চেয়ে নিজেকে ছোট করবেন না ।
♦️ অন্য কেউ সন্তানকে অধিক ভালবাসবে এমনটা আশা করে থাকবেন না।
🔷 সন্তানের জন্য যতটুকু করার দরকার সবই আপনি করুন । সন্তানের প্রতি নিজের ভালোবাসায় কোনো ঘাটতি রাখবেন না ।
অন্য কেউ আপনার সন্তানের জন্য ভালো কিছু করবে এমনটা আশা করে বসে থাকবেন না ।

💜 সন্তানরা যতদিন আপনার কাছে আছে ততদিন আপনার ভালবাসার ছায়ায় তাদের ঘিরে রাখুন ।
আপনি আছেন বলেই তারা নিরাপদ ।
✨ সন্তানের প্রতি মা এবং বাবার ভালোবাসা যদি থাকে সন্তানেরা কখনোই আর ভালোবাসার অভাবে কাঁদে না ।

👉 মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনিশুধু কোন না কোন বোনের উপকারে আসবেতাই লিখলাম।আর যদি একজন বোনের ওউপকারে আসে তাহলে আমা...
07/05/2025

👉 মেয়েরা একবার হলেও পড়বে, লিখতে চাইনি
শুধু কোন না কোন বোনের উপকারে আসবে
তাই লিখলাম।আর যদি একজন বোনের ও
উপকারে আসে তাহলে আমার লিখাটা স্বার্থক
হবে।

গরীব ঘরের একটি সহজ সরল মেয়ে নাম
তার বৃস্টি। বাবা মায়ের এক মাত্র সন্তান বৃস্টি।
অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মেয়েটিকে
তারা পড়া শোনা করাচ্ছেন।মেয়েটা লেখাপড়ায় ও ফাস্ট, অনেক মেধাবী একটি
ছাত্রী। জি পি এ ফাইভ নিয়ে ঢাকায় একটি
ভাল কলেজে ভর্তি হয়েছে।এখানে হোস্টেলে থেকে পড়াশোনা করছে।
মেয়েটি অনেক স্বপ্ন দেখতো অনেক
লেখা পড়া করে ভাল একটা জব করবে।
বাবা মা কে নিয়ে একটু ভাল ভাবে বাঁচবে।
অনেক মন দিয়ে পড়াশোনা করে যাচ্ছে
মেয়েটা।

কয়েক মাস পর কলেজের একটা ছেলে
বৃস্টি কে প্রপোজ করলো ছেলেটার নাম
ছিল বাবর। ভিষন ভাল ছেলে তার পরও
বৃস্টি প্রপোজ টা গ্রহন করেনি, সে বাবরকে
বলল তোমাকে ফিরিয়ে দিচ্ছি না যদি অপেক্ষা
করতে পারো তাহলে অকে।বাবর বলল আমি
তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো।

এই ভাবে দিন গেল মাস গিয়ে বছর গেল
এখন বৃস্টি ফাইনাল ইয়ার এ দুই মাস
পর তার ফাইনাল পরিক্ষা। বৃস্টির এক
বান্ধবীর বিয়ে, বৃস্টি কে অনেক
মিনতি করে যাওয়ার জন্য রাজি করেছে।

এখন বৃস্টি ভাবছে বড় লোক বান্ধবীর
বিয়ে একটু ভাল করে পার্লারে সাজ গুজ করে
যেতে হবে। কিন্তু টাকা পাবে কই সে বাবর
কে গিয়ে বললো আমাকে ১ হাজার টাকা
ধার দিতে পারবে মাস শেষে দিয়ে দেব।
বাবর বলল আচ্ছা দিব, পরের দিন বৃস্টি
চলে গেল একটি পার্লারে তার আরেকটা
বান্ধবী কে নিয়ে। জীবনের প্রথম গেছে
সে পার্লারে সাজতে।আর সেই পার্লারের
মেয়েটা ছিল একটা খারাপ মেয়ে, টাকা
ওয়ালার ছেলেদের সাথে মেয়েটির হাত
ছিল, সে সুন্দর সুন্দর মেয়েদের কে ফাদে
ফেলে ঐ পয়সা ওলাদের কাছে পাটিয়ে
দিত।

বৃস্টি তার ফাদে পড়ে গেল, বৃস্টি কে বলল
আপু আপনি উপরের রুমে চলে যান ওখানে
স্পেশাল সাজ দেওয়া হয় আর এখানে
সিট ও খালি নেই সে চলে গেল উপরের
রুমে। আর যেতেই রুমের ভিতর তিনটা
ছেলে ছিল দুজনে বৃস্টির মুখে কাপর দিয়ে
বেধে নিল একজনে দরজা লাগিয়ে দিল
পরে মেয়েটি কে দুজন ধরে রাখলো এক জন
ধর্ষণ করল।ছিঃ এরা আবার নিজেকে পুরুষ
বলে, তিন জন মিলে বন্ধ রুমে একটি অসহায়
মেয়েকে রেপ করে এদের কে হিজড়া বললে
হিজড়া দের ও অপমান করা হবে।ওরা তো
পশুর চেয়েও জঘন্য। ভাবতে অবাক লাগে
ওরা ও কোন মায়ের গর্ভে জন্ম নিছে।
ধিক্কার জানাই এই রকম পুরুষ দের।

বৃস্টির বান্ধবী পার্লারের মেয়েটা কে বলল
আমার বান্ধবী কই সে ব

পরিবারের দায়িত্ব নেয়া এতো সুজা না গরিব এর জীবন অনেক কষ্টের ভাই😭
05/05/2025

পরিবারের দায়িত্ব নেয়া এতো সুজা না
গরিব এর জীবন অনেক কষ্টের ভাই😭

03/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Badsha Sodagor, Engr Md Salim Dhali, Md Sobuj Ahamed, Md Russell Ahmed, Sa Eid, Tushar Khan

পুরুষ মানুষ গুপনে কাদে নিরবে চোখের অশ্রু ঝড়ায়  নিজেকে কষ্টে রেখে ও প্রিয় মানুষদের সুখে রাখতে চায়পুরুষ এর কষ্ট গুপনে মনের...
30/04/2025

পুরুষ মানুষ গুপনে কাদে নিরবে চোখের অশ্রু
ঝড়ায়
নিজেকে কষ্টে রেখে ও প্রিয় মানুষদের সুখে রাখতে চায়
পুরুষ এর কষ্ট গুপনে মনের মধ্যে খানে চেপে রাখে আরাল করে সব নারী তা বুঝতে পারে না
যে নারী বুঝার কমতা
রাখে সেই নারী কখনো পুরুষ কে ছেড়ে যায়না.

প্রতিদিন ক্লাসের এক কোণে, শেষ বেঞ্চে বসে থাকতো ছেলেটি।ময়লা ইউনিফর্ম, ছেঁড়া ব্যাগ, চুপচাপ চোখ…শিক্ষকেরা ভাবতেন, —এ ছেলেট...
29/04/2025

প্রতিদিন ক্লাসের এক কোণে, শেষ বেঞ্চে বসে থাকতো ছেলেটি।
ময়লা ইউনিফর্ম, ছেঁড়া ব্যাগ, চুপচাপ চোখ…
শিক্ষকেরা ভাবতেন, —এ ছেলেটা ভবিষ্যতে কিছুই করতে পারবে না।

সে কখনো সামনে থেকে কিছু বলতো না,
না ছিলো ক্লাসে জনপ্রিয়,
না কোনো প্রতিভা দেখানোর সুযোগ পেত।

একদিন শিক্ষক রেগে গিয়ে বললেন,
—তোমার তো কোনও আগ্রহই নেই পড়াশোনায়!
ঘরে কি কেউ কিছু বোঝায় না?

ছেলেটা শান্ত গলায় বলল,
—স্যার, মা হাসপাতালে, বাবা নেই।
ভোরে সবজি বিক্রি করি, দুপুরে স্কুল, বিকেলে বাড়ি বাড়ি গিয়ে মায়ের ওষুধের টাকা জোগাড় করি।
রাতেই পড়ার সময় পাই, তাও যতক্ষণ চোখ খোলা থাকে...

সেই শিক্ষক চুপ করে গেলেন।
এরপর থেকে তিনিই সেই ছেলেটার পাশে দাঁড়ালেন—দিলেন বই, সময়, সাহস আর ভরসা।
দশ বছর পর…

এক স্কুল প্রোগ্রামে আসলেন এক বিশেষ অতিথি।
সবার দৃষ্টি তার দিকে—পরিপাটি পোশাক, মাথা উঁচু করে হাঁটা, চোখে আত্মবিশ্বাস।
মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন,
—আমি এই স্কুলের শেষ বেঞ্চের ছেলেটা।
আজ আমি একজন সরকারি কর্মকর্তা।
যারা একসময় আমাকে তুচ্ছ ভেবেছিল, তারা না বুঝেই আমাকে শক্ত করে তুলেছিল।
আর যারা পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্যই আজ আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি।

পুরো হলঘর নিস্তব্ধ।
এক কোণে সেই বৃদ্ধ শিক্ষক—চোখে জল, মুখে গর্বের হাসি।
আর নতুন ছাত্ররা আজ বুঝলো—

"শেষ বেঞ্চ, সবকিছু শেষ মানেই শেষ নয়, অনেক সময় সেখান থেকেই জীবনের সেরা গল্পের সূচনা হয়"।।

অপুর্ব সুন্দর শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে মনে পড়ে যায় সেই ছোটো বেলার সৃতি
29/04/2025

অপুর্ব সুন্দর
শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে মনে পড়ে যায় সেই ছোটো বেলার সৃতি

মন থেকে কাউকে ভালোসলে বুঝতে পারা যায় থাকে না পাওয়ার কষ্ট কতটা বেদনা দায়ক
28/04/2025

মন থেকে কাউকে ভালোসলে বুঝতে পারা যায় থাকে না পাওয়ার কষ্ট কতটা বেদনা দায়ক

❣️💕 একজন ধনী ব্যবসায়ী, দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে, ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ...
27/04/2025

❣️💕 একজন ধনী ব্যবসায়ী, দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে, ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলাবালি, গাড়ির আওয়াজ—তবুও ঘুম কেমন করে আসে লোকটার ?

জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন, ডাকলেন, —এই যে শুনছেন ?

ধড়মড় করে উঠে লোকটি বলে, — অ্যা... কি হয়েছে স্যার ?

—এই গরমে, এই জায়গায় ঘুমোচ্ছেন কেন ? ঘর নেই ?

লোকটি হেসে বলে, — ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি। বিকেলে ফিরে যাই। ঘুম পেয়েছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল।

ব্যবসায়ী জানতে চাইলেন, —আজ কেমন বিক্রি হলো?

—দেড়শো টাকা। সন্ধ্যায় আবার এক গ্যারাজে কাজ করি, কিছু টাকা আসে। সংসার চলে যায় কোনোভাবে। তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছে না।

ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন, —এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও।

লোকটি টাকা নিতে অস্বীকার করে বললো, —আমার কাছে টাকা আছে স্যার। এমনি এমনি নেবো না। আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন। এই পেনে খুব সুন্দর গন্ধ আছে।

ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন, —তুমি সৎ মানুষ। আমি তোমাকে ৫০ হাজার টাকা দিতে চাই, এমনি নয়। আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো। যদি মন দিয়ে কাজ করো, তিন মাস পর আবার দেবো ৫০ হাজার। তখন নিজে দোকান দিতে পারবে।

লোকটি বিস্মিত হয়ে বললো, —আপনি তো আমাকে চেনেন না, তবুও এত টাকা?

ভদ্রলোক হাসলেন, —এই সামান্য টাকা আমার কিছু যায় আসে না। কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে, তবেই তো এর মূল্য।
..কয়েক বছর কেটে গেছে...

সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে তিনটি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে।

—এই যে ভাই! তুমি এখানে ?

—স্যার, চেকআপে এসেছি। সুগার-প্রেশার ধরেছে। ঘুম হয় না মোটেও।

ভদ্রলোক মুচকি হেসে বললেন, —সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছিলে! আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না ?

পেনওয়ালার চোখে ক্লান্তি। —সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল দেড়শো টাকা হারানোর। এখন কোটিপতি হয়েও স্ট্যাটাস হারানোর ভয়। আগে এক বউ আর এক মেয়ে ছিল। এখন অনেক আত্মীয়, বন্ধুবান্ধব। সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল-ভাতে চলত, এখন বাসমতি চাল, মাছ, মাংস চাই। আগে ছোট জিনিসে খুশি হতো সবাই, এখন হাজারে একও খুশি হয় না।

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয়১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।2...
25/04/2025

বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা ১২ বিষয়

১. বন্ধুত্ব চিরস্থায়ী নয় – জীবনের পথে অনেক ঘনিষ্ঠ বন্ধুও সময়ের সঙ্গে দূরে সরে যায়।

2. নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ – আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান।

3. কেউ পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে – সফল হলে প্রশংসা, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন।

4. হৃদয়ভঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ – এগুলো এড়ানো নয়, বরং শেখার সুযোগ হিসেবে দেখাই শ্রেয়।

5. বাড়ির মতো আপন কোনো জায়গা নেই – দুনিয়ার যেখানেই যান, মানসিক শান্তির ঠিকানা একটাই—নিজের ঘর।

6. পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ – বন্ধু, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদে আপনাকে আগলে রাখে।

7. বই-ই সত্যিকার বন্ধু – বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়।

8. শারীরিক ব্যায়াম চাপ কমায় – শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি।

9. অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট নয় – যা হয়ে গেছে, তা আর ফিরে আসবে না। সামনে এগোনোর দিকেই নজর দিন।

10. আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্যই থাকবে না – মানুষের চাহিদা বদলায়, তাই আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

11. আপনার সিদ্ধান্তই জীবন গড়ে দেয়, ভাগ্য নয় – ভাগ্য নির্ধারিত নয়, বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে।

12. শৈশবই জীবনের সেরা সময় – দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসে না।

Address

Southwark

Telephone

+8801741698005

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rasel MiAh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category