09/07/2025
লন্ডন বাংলা স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রাখা লন্ডন বাংলা স্কুল সম্প্রতি আয়োজন করে এক বিশেষ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়, যা ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পরিপূর্ণ।
গত ৫ জুলাই শনিবার পূর্ব লন্ডনে বাংলা স্কুলের হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। তিনি বক্তব্যে বলেন, “এই স্কুলটি শুধুমাত্র ভাষা শেখানোর প্রতিষ্ঠান নয়, বরং আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার একটি মহৎ উদ্যোগ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তছউর আলী, যিনি স্কুলের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেন। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি তারিক রহমান ছানু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, সালেহ আহমদ, ট্রেজারার সাইফুল ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি হাবিবুর রহমান, ইসি মেম্বার নজরুল ইসলাম, মুহিবুল হক এবং শিক্ষক রুজি খানম, নারগিস সুলতানা, সায়মা বেগম, মুক্তি নুরে এ জান্নাত মুক্তি, নুরে ফেরদৌস খুসবু।
শিক্ষার্থীদের অংশগ্রহণ, তাদের কৃতিত্ব ও আগামী দিনের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানে এক উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে গ্রুপ ছবি তোলা হয় এবং অভিভাবকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
লন্ডন বাংলা স্কুল ভবিষ্যতেও প্রবাসে বাংলা চর্চার এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।