18/03/2022
বডিগার্ড আন্ডারওয়্যার এর বিজ্ঞাপন। আপনার বিচিকে সংরক্ষিত করে রাখার জন্যই যার জন্ম!
ব্র্যান্ডের নামও যেমন বডিগার্ড আবার বিজ্ঞাপনও ব্র্যান্ড নেম অনুযায়ী বানিয়েছে। আপনার বিচিকে প্রটেক্ট করে রাখে।
যাই হোক, এবার আন্ডারওয়্যার নিয়ে কিছু মজার জ্ঞানের কথা বলি।
একটা সুচক আছে যার নাম পুরুষ জাঙ্গিয়া সুচক বা মেনস আন্ডারওয়্যার ইনডেক্স। অর্থনীতির সুচক।
আমরা এখন বেশ ঝগড়া করছি, দেশের অবস্থা ভাল না, সবাই অভাবে আছে, কেউ কেউ আবার বলছে, না দেশ ভাল আছে। ভাল না খারাপ আছে, এটা আপনি আপনার আন্ডারওয়্যার দেখেই বুঝতে পারবেন।
একটা দেশের অর্থনীতিকে কখন ভাল বলি? যখন দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। কিভাবে বুঝি যে ক্রয় ক্ষমতা বেড়েছে? মানুষ জনকে জিনিসপত্র কিনতে টিনতে দেখি।
মানুষ যখন তেমন জিনিসপত্র কিনে টিনে না তখন আমরা বুঝি, দেশের মানুষ ভাল নেই।
এই জিনিসটা বোঝা যায়, আন্ডারওয়্যার দেখে। আন্ডারওয়্যার খুবই প্রয়োজনীয় উপাদান। আবার এটি এমন এক উপাদান, যা দু দিন পরে কিনলেও আমার চলবে। মানুষ যখন আন্ডারওয়্যার কিনে বা আন্ডারওয়্যার বিক্রির পরিমাণ বেড়ে যায় তখন বোঝা যায়, দেশের মানুষ ভাল আছে। আর যদি দেখা যায় মানুষ আন্ডারওয়্যার কিনছে না, আন্ডারওয়্যার বিক্রির পরিমাণ কমে গেছে, বা মানুষ ভাবছে, একটু ছিদ্র হয়ে গেছে তাতে কি? আরও কিছুদিন চলবে, পরের মাসে কিনবোনে, তখন বুঝবেন দেশের অবস্থা ভালনা।
আপনাদের আন্ডারওয়্যার এর কি অবস্থা? সব কি ভাল অবস্থায় আছে? নাকি ছেড়া-ফাটা পরছেন? ১-২ মাস পরে কেনার চিন্তা করছেন?
যাই হোক অর্থনীতি বাদ দিয়ে এবার বাস্তব কথায় আসি। ছেড়া আন্ডারওয়্যার পরা ঠিক না। যদিও দেশের আন্ডারওয়্যারগুলোর কি যেন আছে, ১-২ মাস পরেই ছিদ্র হয়ে যায়। ভাবতে পারেন, ছেড়া হলো তো কি হলো, ভিতরেই থাকছে। তা ঠিক ভিতরে থাকছে, তবে যারা ডেটিং করেন, তারা ছিদ্রওয়ালা পরবেন না। আমি একটি সত্যি কাহিনী শুনেছি, এক মেয়ে নাকি ডেটিং-এ গিয়ে বয়ফ্রেন্ড এর ছেড়া আন্ডু দেখে প্রেমই ভেঙে দিয়েছে।
যাই হোক, এটা কিন্তু মেনস আন্ডারওয়্যার ইনডেক্স। আবার নারী আন্ডারওয়্যারের সাথে তুলনা কইরেন না। ছেলেদের মত ওটা অত প্রয়োজনীয় না।