Fahim Chowdhury

  • Home
  • Fahim Chowdhury

Fahim Chowdhury The most fortunate person isn't he who has worldly wealth but he who is quick to repent, seeks forgiveness often and feels regret for all his sins!

এটা আমার অফিসিয়াল পেজ যেখানে যে কেউ আমাকে ফলো করতে পারেন। অনেকেই আছেন আমাকে আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান কিন্তু সেটা আমি একসেপ্ট করতে পারি না। তাই এখানে খুব সহজে আমার সাথে যোগাযোগ রাখতে পারবেন ইনশাআল্লাহ। এবং অন্যদিকে আমি চেষ্টা করব এই পেইজে আমার দৈনন্দিন জীবনের আশেপাশে ঘটে যাওয়া নানা রকমের ছোট বড় মজার কিংবা গুরুত্বপুর্ন বিষয় তুলে ধরতে। আমার চোখে দেখা দুনিয়াটাকে তুলে ধরবে আমার এই পেইজের মা

ধ্যমে আপনাদের সামনে।

This is my official page where anyone can follow me. Many people send friend request to my ID but I can't accept it. So you can easily contact me here, inshallah. And on the other hand, I will try to highlight various small and big funny or important things that happen around my daily life on this page. I will present the world in my eyes to you through this page.

23/07/2025

A 24-second error can cause 24-hours of peace of mind to be ruined. ⚠️⚠️

Whatever happened,DON’T blame the pilot.He tried! He knew it was a school,he knew there were kids around. That’s why he ...
21/07/2025

Whatever happened,DON’T blame the pilot.He tried! He knew it was a school,he knew there were kids around. That’s why he didn’t eject.He stayed till the last second,trying to steer the jet away.He gave it everything.He went down with it.

If you need to blame someone,blame the ones who made the call,who thought flying a fighter jet for training over one of the busiest parts of the city was a smart idea. China stopped producing these F 7 jets back in 2012 and interestingly Bangladesh was the last buyer!! China and most of the countries have grounded their F7s long time back But unfortunately these are our main fighter jets after a few Mig29s!

He went down a hero.We salute you,brother. ❤️
May Allah grant you the best place in heaven. Ameen

18/07/2025

ছেলে "বা'বাকে" বৃ'দ্ধাশ্রমে রেখে এসেছে, আর এদিকে বাবা সব সম্পত্তি বৃ'দ্ধাশ্রমে দান করে দিয়েছে, নোটিশ এসেছে বাড়ি ছা'ড়ার 🙃

08/07/2025

মাঝে মাঝে কথা বলার চেয়ে চুপ করে থাকতেই বরং বেশি ভালো লাগে। তখন পিঁপড়ার আওয়াজ ও বিরক্তিকর লাগে!!

শিশুদের ঘরের কাজ শেখানো কেন দরকার?“শিশুদের দিয়ে ঘরের কাজ করালে তাদের মধ‍্যে নেতৃত্ব গুণ তৈরি হয় এবং তারা নিজেদেরকে পরিবা...
03/07/2025

শিশুদের ঘরের কাজ শেখানো কেন দরকার?

“শিশুদের দিয়ে ঘরের কাজ করালে তাদের মধ‍্যে নেতৃত্ব গুণ তৈরি হয় এবং তারা নিজেদেরকে পরিবারের কল্যাণকর অংশ হিসেবে নিজেকে মূল‍্যবান মনে করে। এতে তারা দায়িত্ব নিতে শেখে এবং বিভিন্ন বিষয়—যেমন মাপ, জায়গা, রং, সময় এবং কাজ কীভাবে হয়—এসব বুঝে নিতে শেখে।

ঘরের কাজ শেখানোর সময় ধৈর্য ধরাটা খুব জরুরি। প্রথম কয়েকবার শিশুর সঙ্গে মিলে কাজটা করুন। এরপর আপনি পাশে থেকে দেখবেন এবং সাহায্য করবেন, যাতে কোনো প্রশ্ন থাকলে উত্তর দিতে পারেন। এরপর ধীরে ধীরে শিশুকে একা কাজটা করতে দিন।”

—পরিবার শিক্ষা ও শিশু বিকাশ বিষয়ক প্রশিক্ষক ও পরামর্শক লরা ক্ল‍্যারির পরামর্শ

(আমরা শুধু ইংরেজি থেকে বাংলা করেছি)

#পারমিতার_প্রতিদিন

সকালের আলো ঠিক তখনই জানালায় পড়ে, যখন অ্যালার্ম বেজে উঠে,কিন্তু ঘুম থেকে ওঠা মানে কষ্ট, শরীর টান টান লাগে। তবুও প্রতিদিন...
02/07/2025

সকালের আলো ঠিক তখনই জানালায় পড়ে, যখন অ্যালার্ম বেজে উঠে,কিন্তু ঘুম থেকে ওঠা মানে কষ্ট, শরীর টান টান লাগে। তবুও প্রতিদিন ঠিক একটা মানুষ চোখ খুলে, বিছানা ছাড়ে, রুটিন শুরু করে । এমন না যে তার জীবনে সমস্যা নেই। ওরও মন চায় সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকতে, হঠাৎ একদিন সব ফেলে বিশ্রাম নিতে। কিন্তু তবুও সে ফেরে তার ছাঁটাই করা জীবনে, প্রতিদিন অনেকেই ভাবে সফলতা মানে বড় কিছু শুরু করা, একটা বড় লাফ! কিন্তু আসলে সফলতার আসল জাদু লুকিয়ে থাকে, ছোট ছোট পদক্ষেপে, ধারাবাহিকতায়।
তুমি যদি সপ্তাহে একদিন চার ঘণ্টা পড়ো, আর কেউ যদি প্রতিদিন ৩০ মিনিট করে পড়ে,শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে?
অবশ্যই নিয়মিত যে পড়ে, সেই।

Consistency না থাকলে কী হয়?
কাজ শুরু হয়, কিন্তু শেষ হয় না।মাথায় অনেক আইডিয়া আসে, কিন্তু বাস্তবায়ন হয় না।আত্মবিশ্বাস গড়ে না ওঠে,কারণ আপনি নিজেকেই বিশ্বাস করতে শেখেন না।

আর ভয়ানক ব্যাপারটা হলো,যখন একটার পর একটা কাজ ফেলে দেওয়া শুরু হয়, তখন এক সময় নিজেকেই ছোট মনে হতে থাকে। মনে হয়, “আমার দ্বারা হয় না”, “আমি তো এমনই…”
এভাবেই তৈরি হয় self-doubt, procrastination, আর এক ধরনের চাপা guilt,যেটা বাইরে থেকে কেউ দেখে না, কিন্তু ভিতরটা শেষ হয়ে যায় ।

এর বিপরীতে, যে মানুষটা consistency ধরে রাখে,even ছোট কাজেও, সে আস্তে আস্তে নিজের ভেতরে একটা দৃঢ়তা গড়ে তোলে।

সে জানে, “আজ না পারলেও, কাল পারব—কারণ আমি হার মানি না।”এই মনের শক্তিটাই তাকে বাকিদের থেকে আলাদা করে তোলে।কিন্তু প্রশ্ন আসে,কীভাবে consistent থাকা যায়?
ছোট করে শুরু করা। প্রতিদিন ১০ মিনিট হলেও।
একটা রুটিন ঠিক করুন, যেটা সহজ, যে রুটিনে আপনি টিকতে পারেন।ডিসট্রাকশন কমান, সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত স্ক্রলিং এগুলো consistent থাকার সবচেয়ে বড় শত্রু।নিজেকে মাফ করতে শিখুন,মাঝখানে থেমে গেলে নিজেকে ধমক না দিয়ে বলুন, “আবার শুরু করব।”একটা why খুঁজে বের করুন আপনি কেন এটা করতে চান? যখন কারণ পরিষ্কার থাকবে, তখন consistency শক্ত হবে।

Dopamine Detox বইটিতেএকটা অসাধারণ কথা আছে,“আমরা সবসময় excitement খুঁজি। নতুন কিছু, রোমাঞ্চকর কিছু। কিন্তু আসল উন্নতি আসে তখনই, যখন আপনি একঘেয়ে জিনিসগুলোকেও ভালোবাসতে শেখেন।”

এই কথাটার গভীরতা বোঝা যায় তখনই, যখন আপনি বুঝবেন—ধারাবাহিকতা মানে boring হওয়া না, ধারাবাহিকতা মানে stability, মানে growth।

আপনি প্রতিদিন যা করেন , সেটাই আপনার ভবিষ্যত তৈরি করেন। নাড়াচাড়া না থাকলেও, নীরব সেই চেষ্টাই একদিন পাহাড় ভাঙার শক্তি হয়ে দাঁড়ায়।

তাই শেষ প্রশ্নটা আপনার নিজের কাছে, আপনি কি শুধু শুরু করতে চান? নাকি শেষও করতে চান?
আপনার উত্তরেই আপনার জীবন বদলে যাবে।

01/07/2025

1️⃣
If you want to be a professional, first learn to be serious
2️⃣
Then apply that from start to last even if it take time

টাকাই সব নয় — এই কথা বলা যতটা সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত নয়। যার হ...
29/06/2025

টাকাই সব নয় — এই কথা বলা যতটা সহজ, বাস্তবে মানা ততটাই কঠিন। এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত নয়। যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বর শোনা হয় না, তার দুঃখ-ব্যথা অনুভব করা হয় না। সমাজ ও সংসার তাঁকে মূল্যায়ন করে না। বন্ধুবান্ধব তাঁকে ডাকে না, গ্রুপ মিটিংয়ে, পিকনিকে তাঁর নাম থাকে না।
বিয়েবাড়িতে এককোনায় দাঁড়িয়ে থাকতে হয় বোবার মত ! কেউ তাঁকে হাই হ্যালো বলে না অথবা সেই লেভেলের কেউ হাত বাড়িয়ে দেয় না..

একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে, তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না, সাথে সাথে সমাজ তার উপর ছুঁড়ে দেয় অবহেলা, অবজ্ঞা আর অপমানের তীক্ষ্ণ বাক্য।
টাকা না থাকলে আপনি আপনার স্ত্রীর শখ পূরণ করতে পারবেন না, আপনার সন্তানের মুখে হাসি ফোটাতে পারবেন না, আপনার মা-বাবার শেষ বয়সে চিকিৎসাটুকু পর্যন্ত করাতে পারবেন না।
এমন কি আপনার প্রাণ প্রিয় প্রেমিকার বিয়ে হয়ে যাবে বড়ো কোন প্রবাসীর সাথে। আপনি গাছের মতো ঠায় দাঁড়িয়ে থাকবেন...
টাকা না থাকায়, অনেক বাবা-মা বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক মানুষ নিজের স্বপ্ন ছুঁতে না পেরে আত্মহত্যা করে, কেবল টাকার অভাবে।
টাকা না থাকলে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন, কেউ মূল্য দেবে না।
আপনি যতই সম্পর্ক ধরে রাখতে চান, শখের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে। এই সমাজ কেবল তখনই আপনাকে আপন ভাবে, যখন আপনার হাতে টাকা থাকে। আর যদি না থাকে, তখন আপনি তাদের চোখে শুধু একটা ‘বোঝা’।

টাকা ছাড়া সুখ কেনা যায় না, ভালোবাসার মানুষটাকে পাশে রাখতেও টাকা লাগে। টাকা না থাকলে ধর্মকর্মও করা যায় না। সময়ের সাথে সাথে সবাই দূরে সরে যায়। কারণ এই সমাজ কারো স্বপ্ন পূরণের দায় নেয় না। কেউ যদি ভাবে, কিছু মানুষ কেন কেবল টাকার পেছনে ছোটে, তবে সে বোঝে না, যারা টাকার পেছনে ছোটে।
তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর, তারা জানে সন্তানের মুখে একটু হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়, তারা জানে সম্পর্ক টিকিয়ে রাখতে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয়।
টাকা না থাকলে দুবাইতে ফুর্তি করা যায় না। লাস ভেগাসে ক্যাসিনো খেলা যায় না।

টাকাই কি সব ? না, তা হয়তো নয়। কিন্তু টাকাই সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের বোঝা উচিত, সুখ যদি না-ও কেনা যায়, সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয়। জীবন শুধু আবেগ দিয়ে চলে না, চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে।
জীবনে বহু টাকাওয়ালা দেখেছি, অনেক ভাব অহংকার দাম্ভিকতা দেখেছি। যখন সে মরে যায় তখন মনে হয় জীবনের সব আয়োজন বৃথা। আমি বেশকিছু ধনী মানুষের নাম এখানে উল্লেখ্য করতে পারতাম কিন্তু তাঁরা পৃথিবীর মায়া ত্যাগ করায় আর বললাম না।
তবে এটা ঠিক হালাল রুজিরোজগারের বরকত আছে, হারাম ও হালাল পার্থক্যকারীর নিকট টাকা কোন মূল্যবান জিনিস নয়।।

** টাকা নিয়ে আমার ফিলোসোফি হচ্ছে, জীবনে টাকার দরকার আছে কিন্তু জরুরি নয়। এল,কে

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডি'র অভিযান শুরু হয়েছে। যারা অনলাইন জুয়া ও বেটিং এ এমএফএস (মোবাইল ব্যাংকিং) একাউন্ট ...
28/06/2025

অনলাইন জুয়া ও বেটিং এর বিরুদ্ধে সিআইডি'র অভিযান শুরু হয়েছে। যারা অনলাইন জুয়া ও বেটিং এ এমএফএস (মোবাইল ব্যাংকিং) একাউন্ট এর তথ্য জানেন তাদেরকে ইমেইল এ /মোবাইলের মাধ্যমে তথ্য দেয়ার অনুরোধ করা হচ্ছে। [email protected]

Cyber Police Center, CID Hotline
01320010146
01320010147
01320010148

সূত্র- প্রেস বিজ্ঞপ্তি।

27/06/2025

Lack of peace of mind

 #বাস্তব_কথা ✅কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি✅একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চি...
26/06/2025

#বাস্তব_কথা
✅কথার সৌন্দর্যই সাফল্যের চাবিকাঠি✅

একদিন এক রাজামশাই স্বপ্নে দেখলেন—তার মুখের সব দাঁত পড়ে গেছে। তিনি খুব চিন্তিত হয়ে এক জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং স্বপ্নের কথা বিস্তারিতভাবে বললেন।

প্রথম জ্যোতিষীটি স্বপ্নের ব্যাখ্যা করে বললেন,
"মহারাজ, এই স্বপ্নের অর্থ হলো আপনার চোখের সামনেই আপনার পরিবারের সকল প্রিয়জন মারা যাবে। আপনি একা বেঁচে থাকবেন।"

এ কথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন। এমন অশুভ কথা বলার জন্য তিনি সেই জ্যোতিষীকে মৃত্যুদণ্ড দিলেন।

পরে রাজামশাই আরেকজন জ্যোতিষীকে ডেকে পাঠালেন এবং একই স্বপ্নের কথা বললেন।

দ্বিতীয় জ্যোতিষীটি মনোযোগ দিয়ে স্বপ্ন শুনে মৃদু হেসে বললেন,
"মহারাজ, আপনার আয়ু আপনার পরিবারের সকল সদস্যের চেয়ে দীর্ঘ হবে। আপনি দীর্ঘদিন সুস্থভাবে রাজত্ব করবেন।"

রাজা খুব খুশি হলেন এবং আনন্দের সঙ্গে সেই জ্যোতিষীকে পুরস্কৃত করলেন।

দুই জ্যোতিষী একই অর্থ বললেও পার্থক্য ছিল কেবল ‘কথা বলার ধরনে’। একজন পেল মৃত্যুদণ্ড, আর অন্যজন পেল পুরস্কার।

তাই বলা যায়, কথা বলার ভঙ্গিই পারে আপনার ভাগ্য নির্ধারণ করতে।

মধুর ভাষণ মানুষের হৃদয় জয় করে, আর তির্যক ভাষা আনে বিপদ।

সুন্দরভাবে কথা বলা শুধু সৌজন্যের পরিচয় নয়—এটা এক বিশেষ গুণ।

24/06/2025

একদিকে ইহুদী, অন্যদিকে শিয়া!! আপনি কার পক্ষ নিবেন??

এই সহজ সমীকরণ যেভাবে করবেন....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Fahim Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share