Recitation Corner.

  • Home
  • Recitation Corner.

Recitation Corner. "নিশ্চয়ই দুঃখের পরেই আছে সুখ, নিশ্চয়ই কষ্টের পরে আছে স্বস্তি।"

--[সূরা ইনশিরাহ ৯৪, আয়াত ৫-৬]

এ দেশে শান্তি আর আসবে না!
15/03/2025

এ দেশে শান্তি আর আসবে না!

কি এক আজব দেশ আমাদের!
13/03/2025

কি এক আজব দেশ আমাদের!

সম্প্রতি অন্যদের হা'ম'লার দায়ও "তৌহিদী জনতা(!)" এর ওপর চাপিয়ে দিতে ২ মিনিট সময় নেয়নি মাহফুজ। এমনকী পরে সে ধ'রা খেয়ে এবিষ...
12/03/2025

সম্প্রতি অন্যদের হা'ম'লার দায়ও "তৌহিদী জনতা(!)" এর ওপর চাপিয়ে দিতে ২ মিনিট সময় নেয়নি মাহফুজ। এমনকী পরে সে ধ'রা খেয়ে এবিষয়ে নমনীয় হয়ে ফেসবুকে পোস্টও করেছিল। কিন্তু আজকে প্রকাশ্য দিবালোকে শাহবাগী মবের হামলার পরেও সে এখন পর্যন্ত এবিষয়ে একটা শব্দও উচ্চারণ করেনি। যদিও দায়সারা একটা পোস্ট দিয়েছে দেখলাম।

কিন্তু আজকের ঘটনায় সে শাহবাগীদের নামও নেয়নি এখন পর্যন্ত। তাদের সাথে তার সম্পর্ক পরিস্কার করতে হবে। ছাত্র-জনতা যেভাবে চেয়ারে বসাতে জানে আবার টেনে নামাতেও জানে।



সমাজের কিছু নর*পশু:-একটি নিষ্পাপ শিশু! যার হাতে থাকার কথা খেলনার পুতুল, যার মনে থাকার কথা স্বপ্নের রাজ্য, সে আজ বীভৎস এক...
10/03/2025

সমাজের কিছু নর*পশু:-

একটি নিষ্পাপ শিশু! যার হাতে থাকার কথা খেলনার পুতুল, যার মনে থাকার কথা স্বপ্নের রাজ্য, সে আজ বীভৎস এক দানবের পাশবিক লালসার শিকার! কী ভয়ংকর! কী লজ্জাজনক! সে তো ভাবতেই পারেনি, যে মানুষগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেই পরিবারেই তার জন্য লুকিয়ে ছিল ভয়ংকর শয়তান!

আমি বাবা! আজ আমি শ্বাস নিতে পারছি না, বুকের ভেতর জ্বলছে আগুন! আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, শান্ত থাকতে পারছি না! আমার মাথা ফেটে যাচ্ছে, কারণ আমি ভাবতেও পারছি না, একটি মাত্র আট বছরের নিষ্পাপ শিশু, যাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ভালোবাসার জন্য, সে আজ এক নরপশুর শিকার! এই কী আমাদের সমাজ? এই কী আমাদের সভ্যতা?

আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, এই সমাজ, এই জাতি কি ধ্বং*স হওয়ার জন্য তৈরি হয়নি? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা আজ কেন নিরাপত্তাহীন? আমরা কি পশুর চেয়েও অধম হয়ে গেছি? আমাদের কি মানবতা বলে কিছু নেই? কেন আমাদের সন্তানেরা আজ আতঙ্কে স্কুলে যায়? কেন মায়েরা দুশ্চিন্তায় কাঁদে যখন তাদের শিশু ঘর থেকে বের হয়? কেন ঘরের ভেতরেও শিশুরা নিরাপদ নয়? এই জাতির কি বিনাশ হওয়া উচিত?

যখন সে হাসপাতাল থেকে বের হয়ে জিজ্ঞেস করবে আমি কি অপরাধ করেছিলাম?
আমার সাথে কেন এমন হলো? আমি কি নিরাপদ নই? এই সমাজ কেন আমাকে রক্ষা করেনি? তখন আমরা কী বলবো? আমাদের লজ্জা হবে না? আমাদের র*ক্ত ফুটবে না?

আমরা কি বলতে পারবো—
এই সমাজের কিছু নরপশু এখনো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে?
বাংলাদেশের আইনের ফাঁকফোকর দিয়ে এই শয়তানরা রেহাই পেয়ে যাচ্ছে?
এই দেশের আদালতে এই জানোয়ারদের বিচার হয় না?

এই জাতির ধ্বংস হওয়া উচিত! এই সমাজের গজব আসা উচিত!

আমি চাই, আল্লাহ এই সমাজকে ধ্বংস করে দিন!
আমি চাই, এই সমাজে এমন আগুন নেমে আসুক যে প্রতিটি নরপশু ছারখার হয়ে যায়!
আমি চাই, এই রাষ্ট্রে এমন আইন আসুক, যাতে এই জঘন্য পাপীরা রাস্তায় নামতে ভয় পায়!
হে আল্লাহ! এই জাতিকে ক্ষমা করবেন না!
এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত, এই জাতিকে শান্তি দেবেন না!
যতদিন না আমাদের সন্তানরা নিরাপদ হয়, যতদিন না আমাদের মা-বোনেরা সম্মান নিয়ে বাঁচতে পারে, ততদিন আমাদের দুঃখ-দুর্দশা চলতেই থাকবে!

আমি সরকারের কাছে দাবি জানাই:-

শিশু ধর্ষ*কদের জন্য প্রকাশ্যে মৃত্যু*দণ্ড বাধ্যতামূলক করতে হবে!
এই পৈশাচিক নরপশুদের এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য কাজের সাহস না পায়!
যে শাস্তি দেখে মানুষের গা শিউরে উঠে, যাতে আর কোনো জানোয়ার এই পথে পা না বাড়ায়!

আমাদের সন্তানদের নিরাপত্তা ফেরাতে হবে! আমাদের শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনতে হবে! আমাদের সমাজকে বদলাতেই হবে!


১০/০৪/২০২৫ইংপটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের দুই নেত...
10/03/2025

১০/০৪/২০২৫ইং
পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় মাকসুদ মজুমদার (৩৯) ও মনির হোসেন (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে উপজেলার নবীগঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক মাকসুদ মজুমদার (৩৯) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সরকারি মোজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক এজিএস। অপর আটক মনির হোসেন (৩৭) নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। মাকসুদ ওই ইউনিয়নের নীলগঞ্জ ও মনির হোসেন সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল নবীগঞ্জ গ্রামের সরকার বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে ৭ থেকে ৮টি বসতঘর রয়েছে। মাকসুদ ও মনির নীল কান্তি সরকারের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে পার্শ্ববর্তী ঘরের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে কলাপাড়া থানার ওসি স্থানীয়দের সহযোগিতায় ওই ঘর থেকে মাকসুদ ও মনিরকে আটক করে। এ সময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতদলের অপর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সরকার বাড়ির বাসিন্দা মিনতী রানী সরকারের ভাষ্য, ঘটনার রাতে ডাকাতদের মারধরে তাদের বাড়ির পলাশ ও দুলাল সরকার আহত হয়। ডাকাতরা ঘরের আলমিরা ভেঙে স্বর্ণালঙ্কার ও ৫৭ হাজার নগদ টাকা লুটে করে নেয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ঢালী রুহুল আমিন অভি সমকালকে বলেন, এ ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তাদের পক্ষ থেকে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন মাকসুদ।

০৯/০৩/২০২৫ইংএকবার ভাবা যায় এরা ক্ষমতায় গেলে কি করবে আরে ভাই এগুলো সব বৈধ করে দিবে তখন ডাকাতি কোন ব্যাপার নয় সেটা তখন ...
09/03/2025

০৯/০৩/২০২৫ইং
একবার ভাবা যায় এরা ক্ষমতায় গেলে কি করবে আরে ভাই এগুলো সব বৈধ করে দিবে তখন ডাকাতি কোন ব্যাপার নয় সেটা তখন সরকারি আইনে চলবে ।

এখন আর কি করবে এদেরকে সাময়িকভাবে দলের থেকে বহিষ্কার করবে আবার যখন সুযোগ হবে দলে ডেকে নিবে। ‌
তারপর বৈধভাবে যা করার করবে তখন তো আর কিছু বলতে পারবে না 😢😢
সত্যি কথা বলতে কি আমাদের সাধারণ মানুষের জন্য কেউ ভালো না সবাই শোষন করতে আসে।

আইন উপদেষ্টা Dr. Asif Nazrul। হায় আল্লাহ আমি যদি কোনদিন একটি বার উপদেষ্টা হই৷ কাজ করতে করতে করতে করতে একেবারে মানুষের হৃ...
08/03/2025

আইন উপদেষ্টা Dr. Asif Nazrul। হায় আল্লাহ আমি যদি কোনদিন একটি বার উপদেষ্টা হই৷ কাজ করতে করতে করতে করতে একেবারে মানুষের হৃদয় জয় করে ফেলবো।
ফাজলামি বহুত হইছে ভাই, এবার সাইড নেন, আছিয়ার ধর্ষকের কঠিন বিচার করেন দ্রুততম সময়ের মধ্যে।

আরেক স্বরাষ্ট্র উপদেষ্টা বাইঞ্চুদ, ঠিক মতো কথা বলতে পারে না। আগামীকাল থেকে দেখবেন আপনারা আমি কি জিনিস, আমি কোন মাল, নাকে সয়াবিন তেল লাগিয়ে ঘুমান। আমার এ্যাকশন শুরু।
অতঃপর মসজিদের ভেতর মানুষ জবাই করে৷ তাও একজনকে নয় তিন জনকে। ঘন্টায় ঘন্টায় ধর্ষন 🥲

Chief Adviser GOB নোবেল দিয়ে শান্তি প্রতিষ্টা করা যায় না স্যার, শান্তি প্রতিষ্টা করতে হলে বাদামের প্রয়োজন৷ তাও সামান্য নয়, অনেক অনেক বাদামের প্রয়োজন। আপনি প্রেসের সামনে বক্তৃতা দেন। সমস্যা নাই, দেশ রসাতলে চলেগেছে ইতিমধ্যে।



০৮/০৩/২০২৫ইংছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট চট্টগ্রামের আট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যব...
08/03/2025

০৮/০৩/২০২৫ইং
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট চট্টগ্রামের আট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে মনে করছে পুলিশ। পাঁচদিন আগে সাতকানিয়ায় গণপিটুনিতে জোড়া খুনের সময় ঘটনাস্থল থেকে উদ্ধার একটি পিস্তল থানার লুট হওয়া অস্ত্র বলে শনাক্ত হয়েছে। লুণ্ঠিত ১৬১টি অস্ত্র গত সাত মাসেও উদ্ধার করতে পারেনি চট্টগ্রামের পুলিশ।

গত সোমবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত হয় জামায়াতের দুই কর্মী। স্থানীয়দের উপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন তারা।

পরে মরদেহের পাশে যে পিস্তল পাওয়া গেছে তা থানার লুণ্ঠিত অস্ত্র হওয়ায় শঙ্কিত খোদ পুলিশও।

০৮/০৩/২০২৫ইংযে দেশে নারী সন্ধ্যা পর বাড়ি থেকে বের হতে ভয় পায়। সে দেশো নারী দিবস হাস্যো কর।গত দুইদিনে ৮/১০ বছরের শিশুসহ ব...
08/03/2025

০৮/০৩/২০২৫ইং
যে দেশে নারী সন্ধ্যা পর বাড়ি থেকে বের হতে ভয় পায়। সে দেশো নারী দিবস হাস্যো কর।

গত দুইদিনে ৮/১০ বছরের শিশুসহ বেশ কয়েকটি ধর্ষনের খবর নিউজের হেড লাইনে। এটাই কি স্বাধীনতা ও দেশের আইনের সংস্কার? একটি দেশের দুর্নীতি আর আইনের শাসন কতটুকু দুর্বল হলে মানুষ একটি শিশুকে ধর্ষন করার সাহস পায়! রাষ্ট্র নিয়ে খেলা চলতেছে ভুক্তভুগী সাধারন মানুষ।

ছাত্রদল মনে করেছে তাদের মতো চাঁদাবাজি করে অন্যান্য সংঘটন চলে।তোমাদের মতো চাঁদাবাজের টাকায় শিবির চলে না বাংলাদেশ ইসলামি ছ...
08/03/2025

ছাত্রদল মনে করেছে তাদের মতো চাঁদাবাজি করে অন্যান্য সংঘটন চলে।তোমাদের মতো চাঁদাবাজের টাকায় শিবির চলে না বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বায়তুল মাল সম্পর্কে জেনে নিও চাঁদাবাজের দল নিজের মতো সবাইকে মনে করো না। চাঁদাবাজি বন্ধ করো সময় থাকতে না হয় পরিস্থিতি তোমাদের সহদোর লীগের মতোই হবে।

যেই কোটা নিয়ে আন্দোলন হাজারও মায়ের কুল শূন্য হয়েছিল, আবারো ও সেই কোটার প্রচলন রাখতে হবে কেন? বিকল্পধারায় কি সরকার তাদের ...
07/03/2025

যেই কোটা নিয়ে আন্দোলন হাজারও মায়ের কুল শূন্য হয়েছিল, আবারো ও সেই কোটার প্রচলন রাখতে হবে কেন? বিকল্পধারায় কি সরকার তাদের সহযোগিতা করতে পারে না? এর ফলাফল কয়েক বছর পর আবারো মেধাবীদের কোটা বাতিলের আন্দোলন করতে হবে ,জীরন দিতে হবে হাজারো তরুনদের।এটাই কি বর্তমান সরকারের সংস্কারের রূপরেখা? তাহলে যারা স্লোগান দিয়েছিল "কোটা" না "মেধা" মেধা"মেধা" এগুলো কি সব মিথ্যে? এগুলো কে দেখবে ,সমম্বয়করা তো এখন এম পি মন্ত্রী হওয়ার পিছনে শ্রম দিচ্ছেন। বাংলাদেশ সেই আগের মতোই থাকবে এক ফ্যাসিস্টের বিদায় হবে সাথে সাথে নব্য ফ্যাসিস্টের আবির্ভাব ঘটবে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Recitation Corner. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Recitation Corner.:

  • Want your business to be the top-listed Media Company?

Share