10/03/2025
সমাজের কিছু নর*পশু:-
একটি নিষ্পাপ শিশু! যার হাতে থাকার কথা খেলনার পুতুল, যার মনে থাকার কথা স্বপ্নের রাজ্য, সে আজ বীভৎস এক দানবের পাশবিক লালসার শিকার! কী ভয়ংকর! কী লজ্জাজনক! সে তো ভাবতেই পারেনি, যে মানুষগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেই পরিবারেই তার জন্য লুকিয়ে ছিল ভয়ংকর শয়তান!
আমি বাবা! আজ আমি শ্বাস নিতে পারছি না, বুকের ভেতর জ্বলছে আগুন! আমি খেতে পারছি না, ঘুমাতে পারছি না, শান্ত থাকতে পারছি না! আমার মাথা ফেটে যাচ্ছে, কারণ আমি ভাবতেও পারছি না, একটি মাত্র আট বছরের নিষ্পাপ শিশু, যাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ভালোবাসার জন্য, সে আজ এক নরপশুর শিকার! এই কী আমাদের সমাজ? এই কী আমাদের সভ্যতা?
আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, এই সমাজ, এই জাতি কি ধ্বং*স হওয়ার জন্য তৈরি হয়নি? আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা আজ কেন নিরাপত্তাহীন? আমরা কি পশুর চেয়েও অধম হয়ে গেছি? আমাদের কি মানবতা বলে কিছু নেই? কেন আমাদের সন্তানেরা আজ আতঙ্কে স্কুলে যায়? কেন মায়েরা দুশ্চিন্তায় কাঁদে যখন তাদের শিশু ঘর থেকে বের হয়? কেন ঘরের ভেতরেও শিশুরা নিরাপদ নয়? এই জাতির কি বিনাশ হওয়া উচিত?
যখন সে হাসপাতাল থেকে বের হয়ে জিজ্ঞেস করবে আমি কি অপরাধ করেছিলাম?
আমার সাথে কেন এমন হলো? আমি কি নিরাপদ নই? এই সমাজ কেন আমাকে রক্ষা করেনি? তখন আমরা কী বলবো? আমাদের লজ্জা হবে না? আমাদের র*ক্ত ফুটবে না?
আমরা কি বলতে পারবো—
এই সমাজের কিছু নরপশু এখনো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে?
বাংলাদেশের আইনের ফাঁকফোকর দিয়ে এই শয়তানরা রেহাই পেয়ে যাচ্ছে?
এই দেশের আদালতে এই জানোয়ারদের বিচার হয় না?
এই জাতির ধ্বংস হওয়া উচিত! এই সমাজের গজব আসা উচিত!
আমি চাই, আল্লাহ এই সমাজকে ধ্বংস করে দিন!
আমি চাই, এই সমাজে এমন আগুন নেমে আসুক যে প্রতিটি নরপশু ছারখার হয়ে যায়!
আমি চাই, এই রাষ্ট্রে এমন আইন আসুক, যাতে এই জঘন্য পাপীরা রাস্তায় নামতে ভয় পায়!
হে আল্লাহ! এই জাতিকে ক্ষমা করবেন না!
এই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত, এই জাতিকে শান্তি দেবেন না!
যতদিন না আমাদের সন্তানরা নিরাপদ হয়, যতদিন না আমাদের মা-বোনেরা সম্মান নিয়ে বাঁচতে পারে, ততদিন আমাদের দুঃখ-দুর্দশা চলতেই থাকবে!
আমি সরকারের কাছে দাবি জানাই:-
শিশু ধর্ষ*কদের জন্য প্রকাশ্যে মৃত্যু*দণ্ড বাধ্যতামূলক করতে হবে!
এই পৈশাচিক নরপশুদের এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য কাজের সাহস না পায়!
যে শাস্তি দেখে মানুষের গা শিউরে উঠে, যাতে আর কোনো জানোয়ার এই পথে পা না বাড়ায়!
আমাদের সন্তানদের নিরাপত্তা ফেরাতে হবে! আমাদের শিশুদের মুখে হাসি ফিরিয়ে আনতে হবে! আমাদের সমাজকে বদলাতেই হবে!