K. A. Mumin

K. A. Mumin একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে!!

01/06/2025

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে ইসিকে নির্দেশ আপিল বিভাগের ゚viralシ

With Khayrul Alam Mumin – I just got recognised as one of their top fans! 🎉
22/05/2025

With Khayrul Alam Mumin – I just got recognised as one of their top fans! 🎉

Follow Khayrul Alam Mumin
22/05/2025

Follow Khayrul Alam Mumin

Khayrul Alam Mumin
22/05/2025

Khayrul Alam Mumin

অবশেষে নি/ষি'দ্ধ হলো আওয়ামী লীগ!
10/05/2025

অবশেষে নি/ষি'দ্ধ হলো আওয়ামী লীগ!

08/05/2025

ইনকিলাব জিন্দাবাদ

 #ইলন মাস্কের পরামর্শ।ধনী হতে চাইলে জীবনে ইতিবাচক চিন্তা ও কর্মকাণ্ডের বিকল্প নেই। এর পাশপাশি কয়েকটি বিষয় মাথায় রাখতে হব...
06/04/2025

#ইলন মাস্কের পরামর্শ।
ধনী হতে চাইলে জীবনে ইতিবাচক চিন্তা ও কর্মকাণ্ডের বিকল্প নেই। এর পাশপাশি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন কী কী-

আয়ের একাধিক রাস্তা খুঁজুন

অর্থ উপার্জনের জন্য শুধু একটি নির্দিষ্ট কাজকে প্রাধান্য দেবেন না। ধরুন, চাকরির পাশাপাশি ছোটখাট ব্যবসা শুরু করুন। যা আপনাকে আরও উপার্জনে সহায়তা করবে।

উচ্চকাঙ্খী মানুষের সঙ্গে আড্ডা দিন

উচ্চাকাঙ্খী মানুষদের সঙ্গে মেলামেশা করুন। এতে নিজের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়বে। ফলে লক্ষ্য পূরে আরও এগিয়ে যেতে পারবেন।

বড় বিষয় নিয়ে চিন্তা করুন

ছোটখাট বিষয় নিয়ে চিন্তা না করে বরং সব সময় বড় বিষয় নিয়ে ভাবুন। আপনার স্বপ্নপূরণের ক্ষেত্রে কী কী করণীয় সে বিষয়ে চিন্তার পরিধি আরও বাড়ান।

বিনিয়োগ করুন

বিভিন্ন কাজে অর্থ বিনিয়োগ করার মাধ্যমেও আপনি ভবিষতে অর্থ সঞ্চয় করতে পারবেন। যা এক সময় আপনার ধনী হওয়া স্বপ্ন পূরণ করবে। যদিও বিনিয়োগে ঝুঁকি থাকে লস হওয়ার, তবে সাফল্য পেতে হলে তো ঝুঁকি একটু নিতেই হবে!

মিতব্যায়ী হন

অর্থ সঞ্চয়ের একমাত্র উপায় হলো মিলব্যায়ীতা। আপনি যতটা বুঝে শুনে কম খরচ করতে পারবেন, ততই অর্থ জমাতে পারবেন। তাই বাজেট করে চলুন। বিশ্বের যত ধনী ব্যক্তি আছেন, তারাও প্রয়োজন ছাড়া বেশি অর্থ ব্যায়ে বিশ্বাসী নন।

সকালে ঘুম থেকে উঠুন

ধনী হতে চাইলে জীবনধারাও সঠিক ও সুস্থ রাখতে হবে। এজন্য সকালে ঘুম থেকে উঠুন দ্রুত, এরপর করুন শরীরচর্চা।

মনে রাখবেন, সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে আপনি যেমন শরীরকে সুস্থ রাখতে পারবেন, ঠিক তেমনই মনকেও লক্ষ্য পূরণে কাজ করার জন্য উৎসাহী করতে পারবেন।

লক্ষ্য নির্দিষ্ট করুন

ধনী হওয়ার স্বপ্নপূরণের ক্ষেত্রে আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন। আর সেই লক্ষ্যেই এগিয়ে যান নিরলস পরিশ্রমের মাধ্যমে। আপনার লক্ষ্য যতটা বাস্তবাদী হবে, ততটাই আপনি সফলতার পথে এগিয়ে যাবেন।

ঋণ পরিশোধ করুন

ধনী ব্যক্তিরাও তাদের ঋণ পরিশোধের বিষয়ে খুব সতর্ক থাকেন। যত দ্রুত সম্ভব ঋণের বোঝা হালকা করুন। না হলে ভয়াবহ পরিণতি হতে পারে।

আরাম-আয়েশ ত্যাগ করুন

ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। ধনী ব্যক্তিরা সর্বদা কাজ নিয়ে ভাবেন, এজন্য তারা আরাম-আয়েশের জীবন পছন্দ করেন না।

সংগৃহীত

30/10/2024

JAHANGIRNAGAR
MUSLIM
UNIVERSITY

10/10/2024

সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আজ আমার মায়ের একটি অস্ত্রোপচার করা হবে ঢাকায় DCIMCH এ কিছুক্ষনের মধ্যে । আল্লাহ আমার মাকে সুস্থ করে দিন।আমীন

08/10/2024

আমাদের শহিদ আবু সাইদ স'ন্ত্রাসী ছিলেন না। আবু সাইদকে সন্ত্রা"সী বলা মানে ১৫০০+ শহিদের কুরবানীকেই অস্বীকার করা, বিপুল এই গণহ'ত্যার সমর্থন দেয়া, হাসিনার ফ্যাসিবাদী রেজিমকে পুনর্বাসনের অপচেষ্টা করা। আর হাসিনার রেজিম ফিরিয়ে আনতে চাওয়া মানে বিগত ষোল বছরে আওয়ামী লীগের গুম-খু'নগুলোকে বৈধতা দেয়া।এর দায়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসসুম ঊর্মিকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার। ওএসডি কোনো সমাধান হতে পারে না! তাকে আমলাতন্ত্র থেকে চিরতরে বরখাস্ত করা উচিত!! 🇧🇩

25/09/2024

বাংলাদেশীদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মানবাধিকার পরিপন্থী বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ
-অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ২০ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে “বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার” মর্মে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ২২ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অনুপ্রবেশকারী বাংলাদেশীদের পা উপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে’ বলে যে বক্তব্য দিয়েছেন তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না।

আমি এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।”

Address


Alerts

Be the first to know and let us send you an email when K. A. Mumin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K. A. Mumin:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share