Kulaura TV

Kulaura TV বিনোদন জগতের যে কোন খবর সবার আগে পেতে এই পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।

বিসমিল্লাহির রাহমানির রাহীমপ্রিয় সহকর্মী/নেতৃবৃন্দ/সুধী,আসসালামু আলাইকুম ।*বিষয় : মিলাদ ও দোয়া মাহফিল।* বাংলাদেশ জাতী...
30/11/2025

বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রিয় সহকর্মী/নেতৃবৃন্দ/সুধী,
আসসালামু আলাইকুম ।

*বিষয় : মিলাদ ও দোয়া মাহফিল।*

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যুক্তরাজ্য জাসাসের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

*তারিখ: ২ ডিসেম্বর রোজ মঙ্গল বার*
সময়: *সন্ধ্যা ৭.১৫ ঘটিকা (বাদ এশা )* ।

*স্থান: ব্রিকলেন জামে মসজিদ, লন্ডন।*

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করছি।

ধন্যবাদান্তে,
যুক্তরাজ্য জাসাসের সাবেক নেতৃবৃন্দ।

Congratulations Bangladesh Football Team
18/11/2025

Congratulations
Bangladesh
Football Team

 #সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নিন!যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেটিরা সিলেটের ন্যায্য উন্নয়ন...
16/10/2025

#সিলেটের উন্নয়নে বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নিন!

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেটিরা সিলেটের ন্যায্য উন্নয়নের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ আয়োজন করছে।

এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো সড়ক যোগাযোগ, আকাশ ও রেলপথ, বিদ্যুৎ ও পানি সংকটসহ সার্বিক উন্নয়নে সরকারের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানানো এবং সিলেটবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরা।

📍 স্থান: অলতাব আলী পার্ক, লন্ডন
📅 তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
⏰ সময়: বিকেল ৫টা (আগের ৬টার পরিবর্তে)

আয়োজনে: যুক্তরাজ্যে বসবাসরত সিলেট প্রবাসী

সবাইকে সময়মতো উপস্থিত থেকে সিলেটের ন্যায্য দাবিতে কণ্ঠ মেলানোর আহ্বান জানানো হচ্ছে।

নিখোঁজ সংবাদ নাম : রিফাত আহমেদ বাবার নাম : লুৎফর রহমান গ্রাম : ভূজবল, চৌধুরী বাজার আজ সকাল ৬:০০ টার দিকে মৌলভীবাজার মাদ্...
14/10/2025

নিখোঁজ সংবাদ
নাম : রিফাত আহমেদ
বাবার নাম : লুৎফর রহমান
গ্রাম : ভূজবল, চৌধুরী বাজার
আজ সকাল ৬:০০ টার দিকে মৌলভীবাজার মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্য বেরিয়ে ছিল। এখনো বাড়ি ফিরে নাই। কেউ দেখে থাকলে জানাবেন। আপনাদের কাছে রেখে আমাদেরকে জানাবেন। নিচের এই নম্বারে কল দিবেন
মোবাইল :০১৭৪১৮৮৬৯৫৪,+8801736230776,01776140353

আসসালামুআলাইকুম এই নিউজটা এখন সারা পুথিবিতে ছড়িয়ে পড়েছে আমেরিকার JFK এয়ারপোর্টে ঘটল এক আশ্চর্য ঘটনা। এক বয়স্ক মহিলা জ...
14/10/2025

আসসালামুআলাইকুম এই নিউজটা এখন সারা পুথিবিতে ছড়িয়ে পড়েছে
আমেরিকার JFK এয়ারপোর্টে ঘটল এক আশ্চর্য ঘটনা।
এক বয়স্ক মহিলা জাপান থেকে আগত প্লেন থেকে নামেন। তার পাসপোর্ট দেখে এয়ারপোর্টে স্টাফ অবাক হয়ে যান। তার দেশের নাম TORENAZA, এই নামের কোন দেশ পৃথিবীর মানচিএ নেই।
অথচ তার পাসপোর্ট এ ডজনের উপর দেশ ভ্রমণের সিল আছে যে দেশগুলো পৃথিবীতে অস্তিত্ব নেই।
আরও আশ্চর্যের বিষয় হল, তার পাসপোর্ট এ বায়োমেট্রিক, সিল সব কিছু অরজিনাল।
তাকে যখন সব কিছু বলা হল, তিনি তখন বলেন, আমি মনে হয় অন্য গ্রহে এসেছি।
তাকে একদম স্বাভাবিক ট্রাভেলারের মতই মনে হচ্ছিল। তাই এয়ারপোর্টে স্টাফ তাকে নিয়ে পযবেক্ষন রুমে রাখা হল। তিনি সেখানে ৩০ মিনিট বসে ছিলেন, হঠাত সি সি ক্যামেরা গুলো অচল হয়ে গেল। তাকে আর সেখেনে দেখা গেল না।
সবাই শেয়ার করে দেন

যা আমার এ কমেন্ট এ গালি দেন সাবধান হোন নাহলে কট খাইবেন
19/09/2025

যা আমার এ কমেন্ট এ গালি দেন সাবধান হোন নাহলে কট খাইবেন

19/09/2025

নিক্সন চৌধুরী এর লাইভে এসে ফরিদপুর ১আসন দখলের হুমকি

আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে ম্যাচ জিতে গেছে বাংলাদেশ 🇧🇩🔥
16/09/2025

আফগানিস্তানের বিপক্ষে ৮ রানে ম্যাচ জিতে গেছে বাংলাদেশ 🇧🇩🔥

কুলাউড়া উপজেলা বিএনপি'র সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে ১৩/০৯/২০২৫ইং। উক্ত  নির্বাচনে  নির্বাচিত সকল নেতৃবৃন্দ...
13/09/2025

কুলাউড়া উপজেলা বিএনপি'র সম্মেলন ও কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে ১৩/০৯/২০২৫ইং। উক্ত নির্বাচনে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন। যারা উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেও জিততে পারেননি তাদেরকেও অংশগ্রহণ করার জন্য অভিনন্দন।

07/09/2025

নুরা পাগলা কে তৌহিদী জনতা পুড়িয়ে পুড়া পাগলা করে দিয়েছে 🤣😂

আওয়ামী লীগের দুই সভাপতি থাকতে আবার জনগণ শান্তি থাকবে এটা হতে পারে নাহ,,,
30/08/2025

আওয়ামী লীগের দুই সভাপতি থাকতে আবার জনগণ শান্তি থাকবে এটা হতে পারে নাহ,,,

Address

3 Simpson House New Zealand Avenue
Walton-on-Thames
KT121QB

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kulaura TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kulaura TV:

Share

Category

Kulaura TV

বিনোদন,রাজনীতি,খেলাধুলা সহ সকল সংবাদ আপনাদের দ্বারে পৌছে দিতে আমরা সংকল্পবদ্ধ।