Mina Mainul UK

Mina Mainul UK Life is beautiful, if you can Imagine,
if you can see the real beauty of nature. you will feel,,❤ I am a friendly person. Love to help people.

Always listen attentively before talking.

ফুলের রাজ্যে হারিয়ে   কিছু মুহূর্ত কুরিয়েথাকনা জমা স্মৃতির ডায়েরিতে।🌸🌸
28/03/2025

ফুলের রাজ্যে হারিয়ে
কিছু মুহূর্ত কুরিয়ে
থাকনা জমা স্মৃতির ডায়েরিতে।🌸🌸

ফুলের সমাহার   🌸🌸🌸🌼🌼🪷🎋🎋🌿🌿
24/03/2025

ফুলের সমাহার
🌸🌸🌸🌼🌼🪷🎋🎋🌿🌿

Nature 🌿💚🍃
18/03/2025

Nature 🌿💚🍃


কিছু সুর চেনা থাকে,  কিছু কথা মনে থাকে আজীবন,কিছু মানুষ ভাললাগার থাকে সবসময়, নাই বা হোক যোগাযোগ।
17/03/2025

কিছু সুর চেনা থাকে,
কিছু কথা মনে থাকে আজীবন,
কিছু মানুষ ভাললাগার থাকে সবসময়,
নাই বা হোক যোগাযোগ।



একগুচ্ছ স্বপ্ন মানুষকে বাচিয়ে রাখে,  মানুষ ব্যর্থ হয়,আবার নতুন স্বপ্ন দেখে,ওঠে দাড়ায়,ভাঙা আর গড়া এইতো জীবন।
17/03/2025

একগুচ্ছ স্বপ্ন মানুষকে বাচিয়ে রাখে,
মানুষ ব্যর্থ হয়,আবার নতুন স্বপ্ন দেখে,ওঠে দাড়ায়,
ভাঙা আর গড়া এইতো জীবন।


কত রং, প্রকৃতিতে মাখামাশাআল্লাহ 🌺💜💙💚🌸🌿🌿
11/03/2025

কত রং, প্রকৃতিতে মাখা
মাশাআল্লাহ 🌺💜💙💚🌸🌿🌿

07/03/2025

মাহে রমজান মাস আজ শুক্রবার একটি পবিত্র দিন।
কাজ আর ইবাদতের ফাকে মানুষ একটু উঁকি দেয় অনলাইনে, কাছের ও দূরের অনেক মানুষের দৈনন্দিন জীবনের সমাচার সম্পর্কে অবগত হওয়া যায়,কেউবা দেশের খবর দেখার জন্য।আজ কাল সব বয়সের মানুষ ই মুটামুটি ফেসবুক ও ইউটিউবের ব্যবহার জানেন।
প্রতিদিনের ন্যায় আজ ও নিউজফিডে ভাসছে ছোট্ট ৭/৮ বছরের মেয়েটির ছোট্ট শরীরটি।দুচোখ ভর্তি অশ্রু নিয়ে দেখতে হয় এই নির্মমতা।
হইতো মন ভর্তি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে বেড়াতে গিয়েছিল বোনের বাড়ি ছোট্ট শিশুটি।তার ছোট্ট চিন্তার জগত সবটা জুড়ে ছিল খুশির ফোয়ারা।
সে বুঝতেই পারে নি জানুয়ার/ হায়েনা বসে আছে ক্ষুধা নিয়ে।সে বুঝতেই পারে নি তার ছোট্ট দুটো চোখ যখন গভীর ঘুমে মগ্ন থাকবে, স্বপ্নের দেশে কোন এক ফুল বাগান হতে হরেক রকম ফুল কোরাচ্ছে সে, ঠিক তখনি ঝাপিয়ে পরবে কোন এক নরপশু। সে চিৎকার করে কান্নার আওয়াজ তুলতে ব্যর্থ হবে, হায়েনার হাত যে তার মুখ চেপে ধরা।
ছোট্ট মেয়েটির চোখের পানিতে ভিজেছিল বিছানা, কি নির্মমতার শিকার হয়েছিল সে, কত যন্ত্রণা সহ্য করেছে সে।তারপর ও নরপশুর শান্তি মিলবে না, যতক্ষণ না পর্যন্ত গলা টিপে হত্যা করবে তাকে।আহা ছোট্ট মেয়েটি।ফুটফুটে সুন্দর হাস্যজ্বল বাচ্চাটার জীবন বাতি নিবিয়ে দিল একটি দিনে।মাগো মা কত কষ্ট হচ্ছে তোমার মা,কলিজার টুকরা রাজকন্যাটারে কি করল এরা।কত কষ্ট বুকে চাপা দিয়ে বাঁচতে হবে এ মায়ের।

এভাবেই প্রতিদিন ঘটছে হাজারো ঘটনা, ছোট্ট শিশু হতে বয়স্ক মহিলা কেউ ই ছাড় পাচ্ছে না সোনার বাংলায়।হায়েনারা ঘুরে দিনে দুপুরে ও রাতের অন্ধকারে। তাদের কোন ভয় নেয়,তাদের কেউ বিচার করার নেই।
এক দল ক্ষমতার জোরে থেকে যায় অনেক বছর,তারপর আবার আসে নতুন আরেক দল। সাধারণ জনগণ যেভাবে দিনযাপন করে, সেখানেই পরে থাকে, দিন দিন আরো অবনতি,আরো নিরাপত্তার অভাব।এভাবেই চলছে খেয়ে না খেয়ে।
অপরাধী গ্রেফতার হবে আবার কয়েকমাস জেল খেটে টাকা খাইয়ে কেস শেষ করে নিবে।
তাহলে কেন বাড়বে না অপরাধ করার প্রবণতা। আর গরীব হলে ত কথায় নাই,পুলিশ মহাশয়দের দারে কাছে ভিড়ায় যায় না,কি ভাবে প্রকাশ করবে নির্যাতনের কথা।আহা আফসোস।

আগে জনগনের নিরাপত্তা দরকার,বিশেষ করে মা- বোনদের। কঠোর আইন ব্যবস্থার প্রয়োগ করা দরকার,ধর্ষণের শাস্তি হিসেবে একমাত্র মৃত্যুদন্ড হওয়া দরকার।কোন অমানুষের ও বুকে সাহস হবে না মা বোনদের গায়ে হাত দেওয়ার।
এমন রাজনৈতিক দল দরকার যারা সর্বক্ষণ জনগণের সেবায় নিয়োজিত থাকবে।ধর্ম,বর্ণ,জাতি নির্বিশেষে মিলেমিশে কাজ করবে।শুধু মুখে মুখে নয়,কাজে প্রমাণ দিবে।

আইন সবার জন্য সমান করবে।কোন বৈষম্য নয়।দেশের সম্পদের হেফাজত করবে,রাস্তায় কোন মানুষ থাকবে না,সবার মাথার ওপরে থাকবে ছাদ।
পড়াশোনার মান উন্নয়ন করবে,উন্নত দেশগুলোর সাথে সামঞ্জস্যতা রেখে।

জানিনা এমন কখন হবে,বেঁচে থাকতে দেখা হবে কিনা।
নিজের অবস্থান থেকে সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন। আপাতত নিজের ও পরিবারের হেফাজত নিজেই করুন।

"জীবনের আসল সুখ"জীবনে বড় কিছু অর্জন করার নাম সুখ নয়,   ছোট ছোট পাওয়ার মাঝে সুখের প্রকাশ হয়,সুখ মনের গহীনে থাকা কিছু সুপ্...
07/03/2025

"জীবনের আসল সুখ"

জীবনে বড় কিছু অর্জন করার নাম সুখ নয়,
ছোট ছোট পাওয়ার মাঝে সুখের প্রকাশ হয়,
সুখ মনের গহীনে থাকা কিছু সুপ্ত অনুভূতি,
কিছু সময় পার হলেই টানে ইতি।

দুঃখের পরশে সুখ হয় আরো দামি,
মানুষকে করে আরো খাটি।
কিন্তু মানুষ সুখের চেয়ে ও দুঃখকে রাখে স্মরনে,
সুখের ঠাই হয় মনের চিলেকোঠার কোণে।

আসল সুখের সন্ধান যদি চাও,
খোদা প্রেমে মন বসাও,
প্রিয় রাসুল প্রেমে মগ্ন হয়ে যাও,
অলিপ্রেমে মনডুবাও,নিজেরে নিজে চিনে নাও।

মিলেমিশে হিংসা বিবেদ ছেড়ে,
চলো প্রিয়নবীর প্রেমের পথে।
না হয় জীবন যাবে শেষ পথে হেড়ে।
পাগল দেখিলে অবাক হওয়ার নাই দরকার,
মানুষ সবাই পাগল,
কেউ দুনিয়ার টাকার,কেউ আল্লাহ রাসুলের।

সৃষ্টির সেবায় থাকো নিয়োজিত সর্বদা,
বিপদগামী পথিকের জীবন নিয়ে করোনা ঠাট্টা অযথা,
পরের খুশিতেই নিজের খুশি থাকে গাথা।

নিজের স্বার্থে ডুবে থাকা মানুষজন,
মিটাতে থাকে কেবল নিজের প্রয়োজন,
দিনশেষে হারাতে থাকে প্রিয়জন,
হিসাবের খাতায় মিলেনা যোজন বিয়োজন।
মিনা আক্তার

নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হয় সময় ও পরিস্থিতি বুঝে,সব সময় নিজেকে বড় মনে করা ভুল। অন্যকে প্রাধাণ্য দিলে নিজে ছোট হওয়...
05/03/2025

নিজের মন মানসিকতা পরিবর্তন করতে হয় সময় ও পরিস্থিতি বুঝে,সব সময় নিজেকে বড় মনে করা ভুল।
অন্যকে প্রাধাণ্য দিলে নিজে ছোট হওয়া হয় না।বরং সম্মান আরো বেড়ে যায়। মনটা সহজ রাখলে অনেক কিছু সহজ মনে হয়।

যতদিন ক্ষমতার লোভ,অতিরিক্ত হিংসা, অহংকার,মনের ভিতর থাকবে ততদিন মানুষের লেবাস থাকলে ও প্রকৃত মানুষ হওয়া যায় না।
এগুলো ধীরে ধীরে বর্জন করতে হবে,মানুষ হয়ে মানুষের বিপদে পাশে থাকতে হবে সাধ্য অনুযায়ী।
জীবন ছোট,থেকে যায় নিজের ব্যবহার।

WINTER ACONITE🌼winter aconite is one of the first plants to bloom in spring, lighting up the garden with its pretty, yel...
25/02/2025

WINTER ACONITE🌼

winter aconite is one of the first plants to bloom in spring, lighting up the garden with its pretty, yellow, buttercup-like flowers🌼.
Art by Mina.

Address

Queens Road
Woking

Telephone

+8801828241531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mina Mainul UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mina Mainul UK:

Share