07/03/2025
মাহে রমজান মাস আজ শুক্রবার একটি পবিত্র দিন।
কাজ আর ইবাদতের ফাকে মানুষ একটু উঁকি দেয় অনলাইনে, কাছের ও দূরের অনেক মানুষের দৈনন্দিন জীবনের সমাচার সম্পর্কে অবগত হওয়া যায়,কেউবা দেশের খবর দেখার জন্য।আজ কাল সব বয়সের মানুষ ই মুটামুটি ফেসবুক ও ইউটিউবের ব্যবহার জানেন।
প্রতিদিনের ন্যায় আজ ও নিউজফিডে ভাসছে ছোট্ট ৭/৮ বছরের মেয়েটির ছোট্ট শরীরটি।দুচোখ ভর্তি অশ্রু নিয়ে দেখতে হয় এই নির্মমতা।
হইতো মন ভর্তি আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে বেড়াতে গিয়েছিল বোনের বাড়ি ছোট্ট শিশুটি।তার ছোট্ট চিন্তার জগত সবটা জুড়ে ছিল খুশির ফোয়ারা।
সে বুঝতেই পারে নি জানুয়ার/ হায়েনা বসে আছে ক্ষুধা নিয়ে।সে বুঝতেই পারে নি তার ছোট্ট দুটো চোখ যখন গভীর ঘুমে মগ্ন থাকবে, স্বপ্নের দেশে কোন এক ফুল বাগান হতে হরেক রকম ফুল কোরাচ্ছে সে, ঠিক তখনি ঝাপিয়ে পরবে কোন এক নরপশু। সে চিৎকার করে কান্নার আওয়াজ তুলতে ব্যর্থ হবে, হায়েনার হাত যে তার মুখ চেপে ধরা।
ছোট্ট মেয়েটির চোখের পানিতে ভিজেছিল বিছানা, কি নির্মমতার শিকার হয়েছিল সে, কত যন্ত্রণা সহ্য করেছে সে।তারপর ও নরপশুর শান্তি মিলবে না, যতক্ষণ না পর্যন্ত গলা টিপে হত্যা করবে তাকে।আহা ছোট্ট মেয়েটি।ফুটফুটে সুন্দর হাস্যজ্বল বাচ্চাটার জীবন বাতি নিবিয়ে দিল একটি দিনে।মাগো মা কত কষ্ট হচ্ছে তোমার মা,কলিজার টুকরা রাজকন্যাটারে কি করল এরা।কত কষ্ট বুকে চাপা দিয়ে বাঁচতে হবে এ মায়ের।
এভাবেই প্রতিদিন ঘটছে হাজারো ঘটনা, ছোট্ট শিশু হতে বয়স্ক মহিলা কেউ ই ছাড় পাচ্ছে না সোনার বাংলায়।হায়েনারা ঘুরে দিনে দুপুরে ও রাতের অন্ধকারে। তাদের কোন ভয় নেয়,তাদের কেউ বিচার করার নেই।
এক দল ক্ষমতার জোরে থেকে যায় অনেক বছর,তারপর আবার আসে নতুন আরেক দল। সাধারণ জনগণ যেভাবে দিনযাপন করে, সেখানেই পরে থাকে, দিন দিন আরো অবনতি,আরো নিরাপত্তার অভাব।এভাবেই চলছে খেয়ে না খেয়ে।
অপরাধী গ্রেফতার হবে আবার কয়েকমাস জেল খেটে টাকা খাইয়ে কেস শেষ করে নিবে।
তাহলে কেন বাড়বে না অপরাধ করার প্রবণতা। আর গরীব হলে ত কথায় নাই,পুলিশ মহাশয়দের দারে কাছে ভিড়ায় যায় না,কি ভাবে প্রকাশ করবে নির্যাতনের কথা।আহা আফসোস।
আগে জনগনের নিরাপত্তা দরকার,বিশেষ করে মা- বোনদের। কঠোর আইন ব্যবস্থার প্রয়োগ করা দরকার,ধর্ষণের শাস্তি হিসেবে একমাত্র মৃত্যুদন্ড হওয়া দরকার।কোন অমানুষের ও বুকে সাহস হবে না মা বোনদের গায়ে হাত দেওয়ার।
এমন রাজনৈতিক দল দরকার যারা সর্বক্ষণ জনগণের সেবায় নিয়োজিত থাকবে।ধর্ম,বর্ণ,জাতি নির্বিশেষে মিলেমিশে কাজ করবে।শুধু মুখে মুখে নয়,কাজে প্রমাণ দিবে।
আইন সবার জন্য সমান করবে।কোন বৈষম্য নয়।দেশের সম্পদের হেফাজত করবে,রাস্তায় কোন মানুষ থাকবে না,সবার মাথার ওপরে থাকবে ছাদ।
পড়াশোনার মান উন্নয়ন করবে,উন্নত দেশগুলোর সাথে সামঞ্জস্যতা রেখে।
জানিনা এমন কখন হবে,বেঁচে থাকতে দেখা হবে কিনা।
নিজের অবস্থান থেকে সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন। আপাতত নিজের ও পরিবারের হেফাজত নিজেই করুন।