Lima’s cozy corner

Lima’s cozy corner Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Lima’s cozy corner, Digital creator, Wolverhampton.

Funny vibe • Nature touch • Deep thoughts”
(হাসির মাঝে ভাবনার খেলা)❤️❤️❤️ এখানে আছে —
😄 মজার কথা
🍃 প্রকৃতির শান্তি
💭 আর সেই কথাগুলো, যা মনের ভিতর গোপনে বলি
Follow করো Lima’s Cozy Corner —
“জীবনটাকে ভাবি, কিন্তু হেসে হেসে।”

অন্যরা কী বলবে সেটা নয়, তুমি কী করতে পারবে সেটাই আসল।তুমিইআসল🙂 #প্রেরণারকথা
26/08/2025

অন্যরা কী বলবে সেটা নয়, তুমি কী করতে পারবে সেটাই আসল।
তুমিইআসল🙂

#প্রেরণারকথা

সূর্যের আলোয় জেগে ওঠে দিন,🌅মনের আকাশে রাখো শুধু বিন্দু-হাসির ঋণ।শুভ সকাল #শুভসকাল
21/08/2025

সূর্যের আলোয় জেগে ওঠে দিন,🌅
মনের আকাশে রাখো শুধু বিন্দু-হাসির ঋণ।
শুভ সকাল

#শুভসকাল

মানুষ যতটা না কথায় বদলায়,😞তার থেকেও বেশি বদলায় অভিজ্ঞতায়।তাই জীবনের প্রতিটা ক্ষতই আসলে একেকটা শিক্ষা। #জীবনেরশিক্ষা #অ...
20/08/2025

মানুষ যতটা না কথায় বদলায়,😞
তার থেকেও বেশি বদলায় অভিজ্ঞতায়।
তাই জীবনের প্রতিটা ক্ষতই আসলে একেকটা শিক্ষা।

#জীবনেরশিক্ষা
#অভিজ্ঞতারমূল্য
#লাইফলেসন
#নিজেকবুঝা

হার মানা খুব সহজ, কিন্তু জেতার স্বাদ কেবল সেই মানুষই পায়,যে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকে।🙂
19/08/2025

হার মানা খুব সহজ, কিন্তু জেতার স্বাদ কেবল সেই মানুষই পায়,
যে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁড়িয়ে থাকে।🙂

জীবন সব সময় সহজ হয় না।কখনো মনে হবে পথ হারিয়ে গেছেন,কখনো মনে হবে সব দরজা বন্ধ।কিন্তু সত্যিটা হলো—আল্লাহ সেই দরজাই বন্ধ...
18/08/2025

জীবন সব সময় সহজ হয় না।
কখনো মনে হবে পথ হারিয়ে গেছেন,
কখনো মনে হবে সব দরজা বন্ধ।

কিন্তু সত্যিটা হলো—
আল্লাহ সেই দরজাই বন্ধ করেন
যেটা দিয়ে আপনার ক্ষতি হতে পারে।
আবার তিনি খুলে দেন নতুন এক পথ,👣
যেটা হয়তো আপনার চোখে অচেনা,
কিন্তু সেটাই আপনার জন্য আশীর্বাদ।🙏

তাই ভেঙে পড়বেন না।
একটু ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন—
যে সময় আপনার জন্য সবচেয়ে ভালো,
সেই সময়েই সবকিছু আপনার জীবনে আসবে🙂

সবাই সঙ্গ দেয়, কিন্তু কজন পাশে থাকে—এটাই আসল প্রশ্ন।😌
15/08/2025

সবাই সঙ্গ দেয়, কিন্তু কজন পাশে থাকে—এটাই আসল প্রশ্ন।😌




🌿 সকালটা তোমার জন্য চিঠি রেখে গেছে 🌿চিঠিটা খুলে দেখো—তাতে লেখা আছে,“আজ তোমার দিন… ঠিক তোমার মতো করে গড়ে তুলো।”সময়টা থাম...
14/08/2025

🌿 সকালটা তোমার জন্য চিঠি রেখে গেছে 🌿
চিঠিটা খুলে দেখো—
তাতে লেখা আছে,
“আজ তোমার দিন… ঠিক তোমার মতো করে গড়ে তুলো।”
সময়টা থামাতে পারবে না, কিন্তু
তার রঙ বেছে নেওয়া তোমার হাতে।
তাহলে, আজ কোন রঙে সাজাবে দিনটাকে? ☀️



যা তুমি কন্ট্রোল করতে পারো না, সেটা ছেড়ে দেওয়াই শান্তির প্রথম ধাপ।😌 #লাইফলেসন  #শান্তির_পথ  #মনশান্তি  #জীবনের_পাঠ
13/08/2025

যা তুমি কন্ট্রোল করতে পারো না, সেটা ছেড়ে দেওয়াই শান্তির প্রথম ধাপ।😌

#লাইফলেসন #শান্তির_পথ #মনশান্তি #জীবনের_পাঠ

দুপুরের ক্লান্তি কাটিয়ে সন্ধ্যার দিকে এগোনোই বিকেলের সৌন্দর্য।” – কাজী নজরুল ইসলাম☀ শুভ বিকাল ☀“বিকেলের রোদটা জানালার ধ...
12/08/2025

দুপুরের ক্লান্তি কাটিয়ে সন্ধ্যার দিকে এগোনোই বিকেলের সৌন্দর্য।” – কাজী নজরুল ইসলাম
☀ শুভ বিকাল ☀
“বিকেলের রোদটা জানালার ধারে এসে বসেছে,
হাওয়ায় আছে চায়ের গন্ধ,
আর মন বলছে—আজকের বাকি সময়টুকু
শুধু শান্তি দিয়ে কাটুক।

অতীতের ধুলো ঝেড়ে, 😎বর্তমানের আলোয় দাঁড়ানোই জীবনের শিল্প #প্রেরণাদায়ক  #পজিটিভভাইব  #জীবন
12/08/2025

অতীতের ধুলো ঝেড়ে, 😎বর্তমানের আলোয় দাঁড়ানোই জীবনের শিল্প

#প্রেরণাদায়ক #পজিটিভভাইব #জীবন

মানুষের স্বভাব অদ্ভুত—যে সবসময় ভদ্র ও মানিয়ে চলে, তাকে দুর্বল ভাবা হয়; আর যে রূঢ়, তার কাছেই সবাই ভয়ে মাথা নত করে😞 #...
11/08/2025

মানুষের স্বভাব অদ্ভুত—যে সবসময় ভদ্র ও মানিয়ে চলে, তাকে দুর্বল ভাবা হয়; আর যে রূঢ়, তার কাছেই সবাই ভয়ে মাথা নত করে😞
#জীবনেরপাঠ

যে নিজেকে জয় করতে পেরেছে, সে-ই প্রকৃত বিজয়ী।” — প্লেটোনিজের দুর্বলতাকে পরাজিত করলেই সত্যিকারের স্বাধীনতা আসে।😌 #প্রেরণ...
11/08/2025

যে নিজেকে জয় করতে পেরেছে, সে-ই প্রকৃত বিজয়ী।” — প্লেটো

নিজের দুর্বলতাকে পরাজিত করলেই সত্যিকারের স্বাধীনতা আসে।😌

#প্রেরণা #মোটিভেশন #অনুপ্রেরণা #জীবনেরপাঠ

Address

Wolverhampton

Alerts

Be the first to know and let us send you an email when Lima’s cozy corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share