22/07/2023
বিকাশ নাম্বার দেওয়া আছে সহযোগীতার হাত বাড়িয়ে দিন 🤐🤐
সোনার চামচ মুখে নিয়ে জন্মাই নি। বংশ,বাপ-দাদা কিংবা কারো কোটায় নেতা হইনি। নিজেদের কর্ম,নিষ্ঠায় মানুষের ভালোবাসা,আস্থা-বিশ্বাস অর্জন করে আমরা আজকের অবস্থানে এসেছি।
বিদ্যুৎবিহীন কাঁদা-মাটির প্রত্যন্ত,দুর্গম গ্রামাঞ্চল থেকে উঠে আসায় এদেশের খেটে খাওয়া মানুষের জীবনের বাস্তবতা ভালো করেই উপলব্ধি করতে পেরেছি। মা ও মাটির প্রকৃত সন্তান বলতে যা বুঝায় আমরা কৃষক,শ্রমিকের সন্তানরা নিজেরদেরকে এদেশের প্রকৃত মাটির সন্তান হিসেবে দাবি করকে পারি।
কৃষক,শ্রমিক,মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের রাজনৈতিক সংগ্রাম চলছে,চলবে। কোন প্রতিষ্ঠিত অপশক্তি,মাফিয়াদের কাছে আমরা পরাজয় বরণ করবো না।
৫'শ মানুষ ১ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে হবে ৫ লাখ ,
৫'শ মানুষ ৫ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ২৫ লাখ
১'শ মানুষ ১০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ১০ লাখ
১'শ মানুষ ২০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ২০ লাখ
১'শ মানুষ ৫০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ৫০ লাখ ,
৫০ জন মানুষ ১ লাখ করে টাকা দিয়ে সহযোগিতা করলে ৫০ লাখ।
দেড় থেকে দুই কোটি টাকায় পল্টন,মতিঝিল এলাকায় ভালো মাপেরই একটি কার্যলয় ক্রয় করা যাবে।
সহযোগিতা করলে যোগাযোগ ;
শহিদুল ইসলাম ফাহিম; +880 17 5052 2247
শাকিল উজ্জামান ; +880 17 5882 1025
বয়স ও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় চলার পথে আমাদের ছোটখাটো ভুলভ্রান্তি ক্ষমা করে সারা দেশের নেতা-কর্মী,সমর্থক শুভাকাঙ্ক্ষী সকলকে গণঅধিকার পরিষদের এই সংকটে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জনগণের ভালোবাসা,সমর্থনে নিজস্ব শক্তি,সামর্থ্যেই এগিয়ে যাবো। আমরা হেরে গেলে থেমে যাবে এদেশের কৃষক,শ্রমিক,মেহনতি মানুষের স্বপ্ন। আমরা হেরে যেতে আসিনি,বিজয় নিয়ে ঘরে ফিরতেই আমাদের জন্ম।
আল্লাহ হাফেজ,
নুরুলহক নুর
সভাপতি,গণঅধিকার পরিষদ ।
একান্ত জরুরী প্রয়োজনে ;
+880 17 3919 5639 (কল দেয়ার পূর্বে what's App আপনার পরিচয় দিন )
[email protected]