Sweety Ahmed Greece

Sweety Ahmed Greece Hi, welcome to my vlog. Here you found vlogging, Travelling, Cooking, Eating & real life stories and

30/12/2025

Christmas #

"""তালাক হয়ে যাওয়ার পর স্বামী কোর্ট থেকে বেরিয়ে অটোতে বসলো,আর তালাকপ্রাপ্ত স্ত্রী সেই একই অটোতে এসে বসে পড়ল,উদাস স্ব...
23/12/2025

"""তালাক হয়ে যাওয়ার পর স্বামী কোর্ট থেকে বেরিয়ে অটোতে বসলো,আর তালাকপ্রাপ্ত স্ত্রী সেই একই অটোতে এসে বসে পড়ল,উদাস স্বামী ১০ বছর একসঙ্গে থাকা স্ত্রী কনিকা দিকে এক কাতর দৃষ্টিতে তাকালো
কনিকা নিভে আসা হাসি দিয়ে বলল,বাস স্ট্যান্ড পর্যন্ত শেষ পথটা তোমার সাথেই যেতে চাই।
স্বামী বলল,ঠিক আছে!"

রাস্তায় যেতে যেতে স্বামী বলল মোহরানার ও
(ভরণপোষণ) এর টাকা দুই থেকে তিন মাসের মধ্যে দিয়ে দেবো।
বাড়িটাও বেচে দেবো। তোমার জন্যই তো বানিয়েছিলাম।
তুমি যদি জীবনেই না থাকো, তবে সেই বাড়ি দিয়ে কি করব আমি?"

কনিকা তাড়াহুড়ো করে বলল —
"বাড়ি কখনোই বেচো না।
আমাকে টাকা দেয়া লাগবে না।
প্রাইভেট চাকরি করছি, আমার আর রিনার খরচ হয়ে যায়।"

হঠাৎ অটোওয়ালা ব্রেক কষলো, কনিকা মুখ সামনে থাকা রেলিংয়ে ধাক্কা লাগার উপক্রম,
তখনই স্বামী হঠাৎ তার হাত ধরে তাকে বাঁচিয়ে দিল।

স্বামীর চোখের দিকে তাকিয়ে কনিকা অশ্রুভরা কণ্ঠে বলল —
"আমরা আলাদা হয়ে গেছি, তবে তোমার যত্ন নেওয়ার অভ্যাসটা তো যায়নি!"

সে কিছু বলল না।
কিন্তু কনিকা কেঁদে ফেলল।
কাঁদতে কাঁদতে বলল —
"একটা কথা জিজ্ঞেস করি?"

স্বামী চোখ তুলে বলল —
"কি?"

কনিকা ধীরে ধীরে বলল —
"দুই বছর হয়ে গেল আমরা আলাদা থাকছি...
আমার কথা তোমার কখনো মনে পড়ত?"

স্বামী বলল —
"এখন বলেই বা কি লাভ?
এখন তো সব শেষ হয়ে গেছে না?
তালাক হয়ে গেছে।"

কনিকা বলল —
"এই দুই বছরে একবারও সেই ঘুমটা আর পাইনি...
যে ঘুম তোমার হাতকে বালিশ বানিয়ে হতো..."
কথা শেষ করে সে ফুপিয়ে কেঁদে উঠল।

এসময় বাসস্ট্যান্ড চলে এসেছে।
দু’জন অটো থেকে নেমে দাঁড়াতেই স্বামী তার হাত ধরে ফেলল।
অনেকদিন পর স্বামীর স্পর্শ কব্জিতে অনুভব করে কনিকা আবেগে ভেসে গেল।

স্বামী বলল —
"চলো, নিজের বাড়িতে চলে যাই।"

এটা শুনেই কনিকা বলল —
"তালাকের কাগজগুলো তাহলে?"

স্বামী শান্ত গলায় বলল —
"ছিঁড়ে ফেলব।"

এটা শুনেই কনিকা হাউমাউ করে কেঁদে স্বামীর গলায় মাথা রাখল...

পেছনে আরেকটা অটোতে আসা স্বামী-স্ত্রীর আত্মীয়রা সবকিছু দেখে চুপচাপ কোনো কথা না বলে বাসে উঠে চলে গেল...

~নিজের সম্পর্ককে কখনোই আত্নীয়দেয় হাতে ছেড়ে দিও না।
নিজে সিদ্ধান্ত নিজেই নাও,নিজেদের মধ্যে কথা বলো,
ভুল হলে তা স্বীকার করো।💝
""তাই সমস্ত সিদ্ধান্ত নেয়ার আগে, নিজে ভাবুন এবং আপনার জীবনসঙ্গীকে নিয়ে ভাবুন দুজনে একসঙ্গে বসে আলাপ-আলোচনা করুন যদি সমাধানের মত হয় নিজেদের মধ্যেই সমাধান করুন এর মধ্যেই সব সমাধান ভুল অপরাধ ক্ষমা প্রার্থী হয় এবং সবার কাছে আশা করি সবাই বুঝবেন বুঝাবেন কিন্তু কখনো ছেড়ে যাওয়া বা চলে যাওয়া এই সিদ্ধান্ত নিবেন না প্রয়োজন হলে অনেক সময় নেবেন দুজন একটু ভিন্ন থাকবেন যেমন হচ্ছে তার কথাগুলো আপনি একা একা বসে ভাববেন তার শাসন তার কেয়ার ভালোবাসা যত্ন স্নেহ সম্মান এগুলো আপনি দুজন একা একা বসে ভাববেন তারপর সিদ্ধান্ত নিবেন দেখবেন আপনি উত্তমটা পেয়ে যাবেন,,,
ভালো থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করো।

22/12/2025

So funny 🤣🤣

22/12/2025

🥰🥰🥰

19/12/2025

মেহমান আসা মানি ঘরে বরকত আসা

কি সুন্দর সহজ সরল চিন্তাধারা!!   "আমি অনেক অনেক বছর ধরে মিথ্যা কথা বলি না কারণ মিথ্যা কথা মেধাবী লোক ছাড়া বলতে পারে না, ...
19/12/2025

কি সুন্দর সহজ সরল চিন্তাধারা!!

"আমি অনেক অনেক বছর ধরে মিথ্যা কথা বলি না কারণ মিথ্যা কথা মেধাবী লোক ছাড়া বলতে পারে না, কারণ মিথ্যার একটা কন্সিস্টেন্সি ধরে রাখতে হয়, মনে রাখতে হয় কবে কোথায় কোন মিথ্যা কথাটা বললাম, একটা মিথ্যার জন্যে আরো ১০ টা মিথ্যা বলতে হয়, তো আমি এতো মেধাবী না, আমার এতো মনে রাখাও সম্ভব না, তাই যা হয়েছে আমি তাই বলি, এতো মিথ্যা আমার পক্ষে বলা সম্ভব না!"

__ রুমানা রশিদ ইশিতা 🖤

16/12/2025

Healthy food

--উত্তম মানুষ তারাই    যাদের কারনে অন্যের মুখে    হাসি ফোটে!!!     Pic:Agina Island,Greece
15/12/2025

--উত্তম মানুষ তারাই
যাদের কারনে অন্যের মুখে
হাসি ফোটে!!!
Pic:Agina Island,Greece

Address

Attiki
Athens
10446

Alerts

Be the first to know and let us send you an email when Sweety Ahmed Greece posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sweety Ahmed Greece:

Share

Category