06/01/2026
ইউরোজোনে যোগদানের জন্য বুলগেরিয়াকে অভিনন্দন জানিয়েছে গ্রীস...
#বুলগেরিয়া ১ লা জানুয়ারী /২০২৬ থেকে #ইউরো_মুদ্রা ইউনিয়নে যোগদান করেছে, অর্থাৎ সে দেশে জাতীয় মুদ্রা লিভা বাদ দিয়ে ইউরো কারেন্সি/মুদ্রা চালু করা হয়েছে।
ইউরোজোনে যোগদানের জন্য বুলগেরিয়াকে অভিনন্দন জানিয়েছে গ্রিস
বুলগেরিয়ায় চালু হয়েছে বুলগেরিয়ান প্রতীক সম্বলিত নতুন ইউরো মুদ্রা/কয়েন।
উল্লেখ্য যে,
ইউরোগ্রুপের নতুন সভাপতি এবং গ্রীক অর্থমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাকাকিস ১ জানুয়ারী থেকে বুলগেরিয়াকে ইউরোজোন একীভূতকরণের জন্য অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ইউরোজোনে বুলগেরিয়ার একীভূতকরণ "ইউরোপের জন্য অত্যন্ত নির্ণায়ক মুহূর্তে আমাদের সাধারণ মুদ্রা এবং ইউনিয়নের ভাগ করা অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করেছে।
বুলগেরিয়া ১ জানুয়ারী ইউরো মুদ্রা ইউনিয়নে যোগদান করেছে, যা কয়েক দশকের পুরনো লক্ষ্য অর্জন করেছে।