06/03/2025
আমরা মানুষ! ভালো কাজ দেখতে ভালো লাগে, কিন্তু ভালো কাজ করতে ভালো লাগে না। আবার খারাপ(হিংসা,অহংকার,ঝগড়া,সমালোচনা,হারাম,) দেখতে ভালো লাগে না, কিন্তু এগুলো গোপনে করতে ভালো লাগে। আর যা করি তাই সামাজে ছড়াই, তাই চলুন আমার ঐ কাজ করি যা দেখতে ভালো লাগে।