TULY ISLAM

TULY ISLAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TULY ISLAM, Digital creator, Tuly Islam, Hong Kong.
(2)

ব্যর্থতার সময় একটা উৎসাহমূলক শব্দ, সফলতার বহু প্রশংসার চেয়ে মূল্যবান হয়ে থাকে। মানুষের সু-সময়ে নয় দুঃসময়ে পাশে থাকা উচিত...
03/06/2024

ব্যর্থতার সময় একটা উৎসাহমূলক শব্দ, সফলতার বহু প্রশংসার চেয়ে মূল্যবান হয়ে থাকে।
মানুষের সু-সময়ে নয় দুঃসময়ে পাশে থাকা উচিত...❤️

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে !!নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু...
23/05/2024

নারীর সবচেয়ে বেশি ভালোবাসা যে পুরুষ পেয়েছে !!
নারীর সবচেয়ে বেশি রাগ, অভিমান, ঝগড়া, খুনসুটিও সেই দেখতে পেয়েছে। নারীরা একটু এমনই! নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরই সবচেয়ে বেশি অধিকার দেখায়, রাগ করে, ঝগড়া করে, অভিমান করে।

নারী সরলতার প্রতিমা হয় আবার রাগের উপমাও হয়। সবকিছু নির্ভর করে আপনার উপর। আপনি তাকে কিভাবে ট্রিট করছেন সেটার উপর। স্বাভাবিক ভাবে পুরুষের তুলনায় নারীদের বেশি মুড সুইং হয় তাই নারীদেরকে বুঝতে পারা একটু বেশিই কঠিন!

আপনি হয়ত বলতেই পারেন এতকিছুর পরও আপনি কেন সেই নারীকে সহ্য করে যাবেন। রাগ, অভিমান, জেদ আপনারও আছে। শক্তিমত্তার বিচারেও তার চেয়ে সৃষ্টিকর্তা আপনাকে বেশি শক্তিশালী করে পাঠিয়েছেন। আপনি চাইলেই সেই শক্তি, রাগ, ক্ষমতা প্রয়োগ করতে পারেন।

আবার চাইলে তাকে ছোট বাচ্চাদের মতো ট্রিট করতে পারেন। ক্ষমতার প্রলয় না দেখিয়ে ভালোবাসার চাদরে তাকে আবৃত করে রাখতে পারেন। হয়ে উঠতে পারেন তার প্রিয়তম পুরুষ; সবচেয়ে নিরাপদ আশ্রয়।

বুদ্ধিমানরা তাই করে। কারণ তারা জানে নারীর উপর রাগ, অভিমান, কঠোরতা দেখিয়ে নারীর কাছ থেকে সবকিছু আদায় করে নেওয়া যায় না। তবে ভালোবাসা দিয়ে নারীর কাছ থেকে পুরো পৃথিবী আদায় করে নেওয়া যায়। নারী এমনই!

শুভ সকাল 🌻

"আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটি পেলে কি করবেন?"- একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল। জবাবে বলেছিল.."বেছে বেছে আমার শত্র...
23/05/2024

"আগামীকাল আপনি মৃত্যুবরণ করবেন, খবরটি পেলে কি করবেন?"- একটা ভাইভা বোর্ডের প্রশ্ন ছিল।
জবাবে বলেছিল..
"বেছে বেছে আমার শত্রুদের সাথে সাক্ষাত করব।"
জবাব শুনে ভাইভা বোর্ডের লোক অবাক হয়ে ব্যাখ্যা চাইলেন।
কারন হিসেবে বলেছিল
"যারা আমার আপন মানুষ তাদের সাথে আর মায়া বাড়ানোর মানে হয় না, এতে তাদের আর আমার কষ্ট বাড়বে। বরং আমার প্রতি যাদের ক্ষোভ তাদের সাথে একটু ভালো সম্পর্ক করে গেলে তারাও হয়তো আমার জন্য শুভ কামনা করবে।"
জ্বি, ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
আপনার সব কাজ যেন আপনদের জন্য না হয়, কিছু কাজ শত্রুর কথা ভেবেও করবেন, তাতে আপনারই লাভ হবে।
যে লোকটা আপনার লেখায় বানান ভুল ধরে সে লোকটা আপনার লেখার প্রশংসাকারীর চেয়ে গুরুত্বপূর্ণ।
তাকে আনফ্রেন্ড না করলে লাভ আপনারই। তার ভয়ে সঠিক বানান লিখুন।
প্রতিটা অর্জনের পেছনে শত্রু থাকলে সেটার দ্রুত ফিডব্যাক পাওয়া যায়, তবে সেটা কঠিনও বটে।
তবে মনে রাখবেন আপনার শত্রুরা আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই তাদেরকে ভালোবাসুন।
একটা মানুষ যখন আপনাকে গালি দেয় তখন সে গালির মেসেজটা সেন্ড করেই আপনার কাছ থেকেও একটা গালি শোনার অপেক্ষা করে।
আপনি গালি দিয়ে দিলেন তো শেষ, ব্যাপারটা
নোংরা হলে সে সফল হলো। আর যদি গালির জবাবে হাসি মুখে তার জন্য দোয়া সেন্ড করেন আপনার সম্পর্কে সে ভিন্নভাবে ভাববে, বিশ্বাস করুন সে আপনাকে নতুন করে দেখবে।
ডু সামথিং ডিফরেন্ট।
নিজেকে আবিষ্কার করুন।
সবাইকে ভালোবাসুন, দিন শেষে আপনার শত্রু আপনাকে নিয়ে ভাবতে বসে যাবে।
এটা পরীক্ষিত। প্রত্যেক শত্রুই আপনার জন্য এক একটা সতর্কতা,
কেউ নেতার চাচা বলে পাওয়ার দেখালে সেখানে আপনি নেতার মামা পরিচয় না দিয়ে তাকে সালাম দিয়ে চলে আসুন। আপনি ছোট হবেন-না, বরং বড় হবেন।
সংগৃহীত

আমার জগৎ ছোট। ওখানে কোন অচেনা ছোঁয়া নেই। দাম্ভিকতার চেয়ে আন্তরিকতা, অহংকারের চেয়ে নমনীয়তা ভালো লাগে। তর্কে না জড়িয়ে চুপ ...
17/05/2024

আমার জগৎ ছোট। ওখানে কোন অচেনা ছোঁয়া নেই। দাম্ভিকতার চেয়ে আন্তরিকতা, অহংকারের চেয়ে নমনীয়তা ভালো লাগে। তর্কে না জড়িয়ে চুপ থাকতে ভালো লাগে। অর্থের চেয়ে আত্মার টান ভালো লাগে। ইনবক্সের ওই 'কেমন আছো' সান্তনা মেসেজের চেয়ে ভালো লাগে হুট করে একদিন দেখা করা।

আমি বিশ্বাস করি, নিজের জায়গায় সৎ থাকি। আমি জিততে চেয়ে বার বার হেরে যাই, আমি পূনরায় চেষ্টা করি। নিজের ভেতর ভাঙি, নিজের চোখের জল নিজের হাতেই মুছতে জানি। যেই জায়গায় থাকি সেখানে শেঁকড় গেঁড়েই থাকি, যেই জায়গা থেকে উঠে আসি সে জায়গাতে ভুল করেও রেখে আসিনা এক মুঠো মাটি।

ফুল গাছ ভালো লাগে, গাছে জল দিতে ভালো লাগে, ভালো লাগে রঙ চা নিয়ে একলা একলা বই পড়তে। সমুদ্রের ঢেউ ভালো লাগে, পাহাড়ের সবুজ ভালো লাগে, ভালো লাগে ঘুম না আসার রাত্তিরে আগুন ভরা নক্ষত্রের আসমান। আরও ভালো লাগে আমার মায়ের কোল। আর সবচে বেশি ভালো লাগে মানুষকে বিশ্বাস করে ঠকে যেতে।

যদিও এমন মানুষদের অনেকে এক কথায় ক্ষ্যাত বলে। তবুও আমি আমার ক্ষ্যাতমার্কা জীবনকে বড় ভালোবাসি। আমার এই আমিটাকে আমার কাছে ভালো লাগে। এ আমিটা আমাকে অনুভব করায়, জীবন অপার্থিব সুন্দর। ❤️

10/05/2024

আমি কখনোই সবার প্রিয় হয়ে উঠার চেষ্টা করি না...কারণ আমি জানি আমি কখনোই সবার প্রিয় হয়ে উঠতে পারবো না, এটা শুধু আমার পক্ষেই নয় বরং বলতে পারি-কারো পক্ষেই সম্ভব না, কেউ-ই কখনো সবার প্রিয় হতে পারে না, কারো না কারো কাছে আমি, আপনি, আমরা অপ্রিয় থাকবো এটাই স্বাভাবিক, কারণ! আমরা ভুল-শুদ্ধে গড়া মানুষ, কোনো জাদুকর কিংবা রোবট নই

মানুষ হলে তার খুঁত থাকবেই, কাজ করলে কখনো কখনো ভুল হবেই...কারো কারো জন্য হাজার কিছু করেও কোনো কিছু একটা না করতে পারায় তার কাছে খারাপ হবোই, আর এটাই স্বাভাবিকতার চিত্র, কারণ! আমরা মানুষ জাতী আসলে সে জাতী-যারা হাজার পাওয়াটাকেও মনে রাখি না কিন্তু একটা না-পাওয়াকে কখনো ভুলি না

আর এসব কারণেই আমাকে কে কি বললো, আমাকে নিয়ে কে কি ভাবলো, কার কাছে আমি খারাপ, কার কাছে আমি ভালো এ বিষয়গুলো আমার কাছে কখনো গুরুত্ব পায় না

সবার কাছে ভালো সাজার অভিনয় করার অভিনেতা আমি কখনো হতে পারবোও না আর কখনো হতে চাইও না...আমি যেমন আমি তেমনই, মেকআপ দেওয়া সুন্দরী আর ব্যাকআপ দেওয়া ভালোর সাইনবোর্ড আর যার-ই হোক আমার প্রয়োজন নেই।

এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া!~🥰~🦋~হাজার মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া!~😊_❤️
29/04/2024

এক আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া!~🥰
~🦋~হাজার মানুষের ভিড়ে তুমি এক অদ্ভুত মায়া!~😊_❤️

আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ করত...
23/04/2024

আপনি যদি একজন কর্মজীবী মেয়েকে আপনার জীবনের সঙ্গী হিসেবে চান। তবে আপনাকে মেনে নিতে হবে, সে ফুলটাইম আপনার বাড়িতে কাজ করতে পারবে না।
আপনি যদি একজন গৃহিণীকে আপনার জীবনসঙ্গী হিসেবে চান তাহলে আপনাকে মেনে নিতে হবে, যে সে আপনাকে আর্থিক ভাবে সহায়তা করতে পারবে না।
Think before you act!!
আপনি একজন স্টাইলিশ কর্মহীন মেয়েকে জীবন সঙ্গী হিসেবে চান। তবে তার লাইফ স্টাইলের জন্য ব্যয়, আপনাকেই করতে হবে।
আপনি একজন সাধারণ মেকআপ এর স্তরে মুখ ঢেকে না রাখা মেয়েকে বিয়ে করতে চান। তবে আপনাকে মেনে নিতে হবে তার মুখের ছোট ছোট ব্রণের দাগ কিংবা গর্ত দেখে , আপনি কোনদিন তাকে বলতে পারবেন না। তুমি ঐ স্টাইলিশ মেয়ের মত নও!
কাউকে কারো মত বানানো যায়না। সবাই একটি নিজস্ব সত্তা নিয়ে জন্মগ্রহণ করে। আপনি যেমন মেয়ে চান তেমন মেয়েকেই বিয়ে করুন।
মাটির পুতুল ভেঙে নতুন করে গড়ানো যায়, কিন্তু মানুষ না।।।

শীতকালে" ফ্লোরে পা লাগাতাম না "স্যান্ডেল  পরে হাটতাম! 🙂আর এখন ফ্লোরে শুয়ে থাকি-অহংকার পতনের মূল, ধন্যবাদ।😌
18/04/2024

শীতকালে" ফ্লোরে পা লাগাতাম না "স্যান্ডেল পরে হাটতাম! 🙂
আর এখন ফ্লোরে শুয়ে থাকি-
অহংকার পতনের মূল, ধন্যবাদ।😌

আমার এই ভয়ানক হতাশার অতল গহ্বরে তলিয়ে যাওয়ার ক্ষণে, আপনার পাশে থাকাটা জরুরী ছিল। আপনি ছাড়া আমার আর কে আছে? বলেন... এই পৃ...
27/02/2024

আমার এই ভয়ানক হতাশার অতল গহ্বরে তলিয়ে যাওয়ার ক্ষণে, আপনার পাশে থাকাটা জরুরী ছিল। আপনি ছাড়া আমার আর কে আছে? বলেন...
এই পৃথিবীই তো আমায় অবজ্ঞা- অবহেলায় জনবিচ্ছিন্ন করে দিলো! অন্তত আপনি যদি হাতটা ধরে টেনে আমায় বাঁচিয়ে তুলতে।

কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানো হলেও  যেমন তার গ'ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলে...
23/02/2024

কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানো হলেও যেমন তার গ'ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান ,বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায়!

কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন। কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানন দেয় আকাশ, বাতাস সব কিছুকে। কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতো সব্বাইকে জানান দিয়েই ভালোবাসুন।

কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন! কাঁ'টার ভ'য়ের বাঁ'ধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাঁ'ধা বি'প'ত্তির শি'ক'ল ভে'ঙে নিজের আপন করে নিন। হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক!

ভালোবাসা সুন্দর, আনন্দের। আর ভালোবাসার মানুষটাকে পেয়ে গেলে সেই আনন্দ কয়েক হাজারগুন বেড়ে যায়। এই অনুভুতিটা এমনই!

__"সন্দেহের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে..?💔😅হুমায়ুন ফরিদী স্যার বলেছিলেন -মানুষ যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি সন্দেহ করে,কা...
23/02/2024

__"সন্দেহের জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে..?💔😅
হুমায়ুন ফরিদী স্যার বলেছিলেন -মানুষ যাকে বেশি ভালোবাসে, তাকেই বেশি সন্দেহ করে,কারন..তাঁর প্রিয়জনের ভাগ সে ছাড়া আর কাউকে দিতে চায় না..!!🙂👍
বিল গেইটস বলেছিল:যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে সন্দেহ না করে.. তাহলে ভেবে নিও,তুমি ছাড়াও তাঁর আরো অনেক ভালোবাসার মানুষ আছে..!! 😔🥀
ই ডি মার্টিন বলেছিল:সন্দেহ ততক্ষণ পর্যন্ত থাকা ভালো যতক্ষণ সম্পর্কটা পূর্নতা পাচ্ছে, সম্পর্ক পূর্নতা পাওয়ার পর যদি সন্দেহ থেকে যায়, তবে সেটি বিষাক্ততার রূপ নেয়..!! 💔🙂

Address

Tuly Islam
Hong Kong

Telephone

+85253492619

Website

Alerts

Be the first to know and let us send you an email when TULY ISLAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share