Queena Wai

Queena Wai I am Dancer and Fashion model

27/01/2025

টেস্টোস্টেরন হরমোন এর অভাবে
১.যৌ-ন আগ্রহ কমে যায়
২.লি-ঙ্গের শীতলতা দেখা যায়
৩.শারীরিক দূর্বলতা ও মানসিক ডিপ্রেশন কাজ করে।
৪.চুল দাড়ি পরে যায়।
৫.হাড্ডি গুলো দূর্বল হয়ে যায়।

করনীয় কি
ডিমের কুসুম, গরুর গোশত, বাদাম ,দুধ সেবন করুন।
ডা এস আর খান

27/01/2025

আমার বয়স ১৮ কিন্তু আমি ২ বছর নিয়মিত হস্তমৈথুন করছি। কিন্তু ২ বছর থেকে আর করি না তাই এখন লিঙ্গ শক্ত হয় না শক্ত হলেও বেশি সময় শক্ত থাকে না কিন্তু গালফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে ঠিক মত শক্ত হয় এখন কি করতে হবে একটু পরামর্শ দিন প্লিজ

27/01/2025

আসসালামুয়ালাইকুম আমার বয়স 20বছর। আমি 5 বছর ধরে হস্তমৈথুন এ আসক্ত হয়ে গেছি। ছেড়ে দিতে চাইলে 3-4দিন পর আবার করে ফেলি।দিন দিন লিঙ্গ অনেক ছোট হয়ে যাচ্ছে। অভিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাচ্ছি কিভাবে আমি আবার যৌন ক্ষমতা ফিরে পাবো

বিবাহিত পুরুষ নিজেকে সিংহ করে তোলার মতো খাবার..😱
27/01/2025

বিবাহিত পুরুষ নিজেকে সিংহ করে তোলার মতো খাবার..😱

27/01/2025

যৌবনের প্রারম্ভে অতিরিক্ত হস্তমৈথুন করলে বয়স ৪০থেকে ৫০বছর বয়সের মধ্যে তা
হৃদরোগের প্রধান কারন হয়ে দাড়ায়!

27/01/2025

আমি ছেলে বয়স ২৫। মাস্টারবেশনের অভ্যাস ছিলো। মাসের উপর হলো করিনা। নামাজ পড়ি। মাঝে মাঝে রোজাও রাখি।সমস্যা হলো ৪/৫ দিন ধরে অল্প উত্তেজনায় বীর্যের মত বের হচ্ছে নামাজে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। বাড়ির বাইরে গেলে সমস্যা হলে নামাজ পড়া কষ্ট হয়ে যাবে।ভালো খাবার ও খাচ্ছি।এমত অবস্থায় করনীয় কি। দয়াকরে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করুন প্লিজ।।পাপ হতে বাঁচতে চাই।

27/01/2025

হস্তমৈথুন ছেড়ে দিয়েছি,এখন লিঙ্গ উত্তেজিত হলে কামরস বের হয়ে যাচ্ছে।এটা কি শরীরের পক্ষে ক্ষতিকর? দিনে অন্তত ৩-৪ উত্তেজিত হয়ে বার হয়।

27/01/2025

অতিরিক্ত
হস্তমৈথন করে জীবন ও শরীরের বারোটা বাজিয়ে দিছি😭😭😭মাএ ১০ সেকেন্ড আউএ হয়ে যায় 😭😭কি করব?

27/01/2025

নতুন বিয়ে করেছি।

প্রথম দিকে সহবাসের সময় প্রথম বার ৪/৫ মিনিট পর শেষ হয়ে যেত দ্বিতীয় বার ১৫/২০ মিনিট পারতাম।

ইদানীং কনডম দিয়ে করি সেদিন দেখলাম প্রথম বার ৫০/৫৫ মিনিট এর মতো হয়েছে এবং দ্বিতীয় বার মাত্র ৭/৮ মিনিট, এটা আসলে কেন হলো?

26/01/2025

#লি.ঙ্গ বা পে-নিশের বিস্তারিত ❤️লি.ঙ্গের অবস্থা ২ প্রকার। যেমনঃ

#স্বাভাবিক অবস্থা:-

ক) স্বাভাবিক অবস্থায় লি.ঙ্গ কুচিমুচি হয়ে থাকে, এটা সমস্যা?
উত্তরঃ না, এটা সমস্যা না। বরং এটাই লি.ঙ্গের ধরন যে স্বাভাবিক অবস্থায় কুচিমুচি দিয়ে থাকবে।। আর শীতে কালে লি.ঙ্গ কুচি মুচি দিয়ে থাকে, ছোট হয়ে থাকে একটু বেশি।
খ) স্বাভাবিক অবস্থায় লি.ঙ্গ হাফ ইঞ্চি থাকে, এটা সমস্যা?
উত্তরঃ না, এটা সমস্যা না। বরং এটাই আসল রুপ। চাপ মুক্ত থাকেন।
গ) স্বাভাবিক অবস্থায় লি.ঙ্গ ছোট বাচ্চাদের মত দেখায়, এটা সমস্যা??
উত্তরঃ না, সমস্যা না। যদি উত্তে.জিত অবস্থায় ৩ ইঞ্চি থেকে সাড়ে ৩ ইঞ্চি হয় তাহলেই হলো।। সহবাসের জন্য হাতির সুরের মত লি.ঙ্গ লাগে না। এটা আপনাদের আজাইরা ফালতু চিন্তা। বেকার থাকার কারনে এসব ফালতু চিন্তা মাথায় আসে। অন্তত নিজের ও পরিবারের কাজ গুলোতে হাত লাগান দেখবেন ফালতু, আজাইরা চিন্তা মাথায় আসবে না।
ঘ) স্বাভাবিক অবস্থায় লি.ঙ্গ এক ইঞ্চির মত হয়, এটা সমস্যা?
উত্তরঃ না, সমস্যা না।। পরিবারে বসে বসে অন্ন (খাবার) ধ্বংস করে যারা তাদের এই সকল ফালতু চিন্তা বেশি আসে। পড়াশোয় মনোযোগ নেই, বেকার তাদের বেশি ফালতু চিন্তা আসে।
ঙ) স্বাভাবিক অবস্থায় লি.ঙ্গের রগ ভেসে থাকে, এটা সমস্যা??
উত্তরঃ না, সমস্যা না। রগ ভাসা কোন সমস্যা না সেটা স্বাভাবিক অবস্থা হোক আর উত্তেজিত অবস্থায় থাকুক।। যেহেতু সমস্যা না তাই কোন মলম, মালিস, তেল, জেল আবিষ্কার হয়নি। যা বিজ্ঞাপনে দেখেন সব প্রতারনা, ভুয়া। এসব চিন্তা বাদ দিয়ে অন্তত চকলেট বা চা বিক্রি করেন দেখবেন হাত খরচটা হয়ে পরিবার থেকে নিতে হবে না।। আর ফালতু চিন্তাও আসবে না।
চ) স্বাভাবিক অবস্থায় লি.ঙ্গের ভীতরে কুটকুট করে, এটা সমস্যা?
উত্তরঃ এগুলো হয় বিচানার সাথে ঘষাঘষি করলে, প,র্নোগ্রাফি দেখলে, হ,স্তমৈথুন করলে, খারাপ চিন্তা করলে আর এসব খারাপ কাজের পর ভালো ভাবে প্রশ্রাব না করলে।। যাদের এমন হয় তারা চরিত্র ঠিক করে পর্যাপ্ত পানি পান করুন, সম্ভব হলে ডাবের পানি পান করুন, তা না হলে চিনি ছাড়া পরিমান মত লেবুর রস সহ পানি পান করুন প্রতিদিন।
ছ) স্বাভাবিক অবস্থায় লিঙ্গ মলিন, কুৎসিত দেখায়, সমস্যা?
উত্তরঃ সমস্যা না।। যদি আপনাদের পড়াশোনা এখনও বেঁচে থাকে তাহলে যত্ন নেন। ভবিষ্যতে রত্ন পাবেন। আর দেখবেন এসব চিন্তার সময় থাকবে না।।

জ) স্বাভাবিক অবস্থায় লি.ঙ্গ ছোট দেখায় কেন বা স্বাভাবিক অবস্থায় ছোট থাকলে সমস্যা???
উত্তরঃ স্বাভাবিক অবস্থায় লি.ঙ্গ ছোট না হলে মূত্র বিসর্জন দেওয়া কষ্টকর হবে।
#লি.ঙ্গ দাড়ানো থাকলে প্রশ্রাব করতে পারবেন না, মানুষের সামনে যেতে পারবেন না, কাজ করতে পারবেন না, ঘুম আসবেনা, পড়াশোনায় মনোযোগ থাকবে না আরও অনেক সমস্যা, মস্তিষ্ক সঠিক ভাবে কাজ করবে না।। আল্লাহ এজন্যই এমন করে তৈরি করেছে।।

#উ,ত্তেজিত অবস্থাঃ-

ক) উ,ত্তেজিত অবস্থায় লি.ঙ্গ ছোট দেখায়, সমস্যা?
উত্তরঃ উ,ত্তেজিত অবস্থায় ৩ ইঞ্চি থেকে সারে ৩ ইঞ্চি হলেই হয়। আসলে তৃপ্তি দিতে হলে সাইজ সমস্যা না। আসল কাজ হলো দীর্ঘ সময় বীর্য ধরে রেখে স,হবাস করা। জেনে খুশি হবেন যাদের লি.ঙ্গ ছোট তাদের লি.ঙ্গ দীর্ঘ সময় শক্ত থাকে, তাদের দ্রুত বী,র্যারোহণ হয় না, লি.ঙ্গ সহজে নেতিয়ে যায় না।
খ) উত্তেজিত অবস্থায় লি.ঙের আগা মোটা গুড়ি চিকন, এটা সমস্যা?
উত্তরঃ না, সমস্যা না। এটা প্রাকৃতিক। টেনশন না করলেও চলবে।। সমান করারর জন্য কোন মলম, মালিস, তেল, জেল, মধু আবিষ্কার হয়নি।।।

#কাজ ৩ প্রকার। যেমনঃ-
১. জন্মের পর ছেলে বা মেয়ে আলাদা করে পরিচিত করা।
২. শরীর থেকে বিষ প্রশ্রাবের সাথে বের করা বা মূত্র বিসর্জন দেওয়া।
৩. স,হবাস করা ও বংশ বৃদ্ধি করা।।
এছাড়া আমার নিকট আর কোন কাজ ধরা পরেনি।।
সুতরাং যেমন তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।

Address

HongKong
Stanley

Alerts

Be the first to know and let us send you an email when Queena Wai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share