Zana Apu

Zana Apu As-salamu alaykum
If you follow this page, you can know about -
Study Information, Living aboard suggestions & all.

🇪🇺 Study in Hungary 🇭🇺সেরা ৫টি বিশ্ববিদ্যালয় ও ভর্তির   আবেদন এর জন্য যা লাগবে  🇪🇺ইউরোপে কম খরচে মানসম্মত উচ্চশিক্ষা—এই ...
26/12/2025

🇪🇺 Study in Hungary 🇭🇺
সেরা ৫টি বিশ্ববিদ্যালয় ও ভর্তির আবেদন এর জন্য যা লাগবে 🇪🇺

ইউরোপে কম খরচে মানসম্মত উচ্চশিক্ষা—এই দুইটা একসাথে চান?

তাহলে Hungary হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ.

এই দেশটি এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হচ্ছে মূলত
✔ affordable tuition
✔ world-class universities
✔ Stipendium Hungaricum scholarship
—এই কারণগুলোতেই।

আপনি যদি হাঙ্গেরিতে পড়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগে জেনে নিন সেরা বিশ্ববিদ্যালয়গুলো এবং ভর্তির জন্য কী কী ডকুমেন্ট লাগবে।

🏛️ Top 5 Universities in Hungary

শিক্ষার মান, র‍্যাংকিং ও বাংলাদেশী শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বিবেচনায় নিচের ৫টি বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি পছন্দের তালিকায় থাকে:

1️⃣ University of Debrecen
— সবচেয়ে বেশি Bangladeshi student এখানেই পড়ে

2️⃣ Eötvös Loránd University (ELTE)
— বুদাপেস্টে অবস্থিত অন্যতম পুরনো ও টপ-ranked University

3️⃣ University of Szeged
— research ও science-based programs-এর জন্য বিখ্যাত

4️⃣ University of Pécs
— medical ও health science-এর জন্য অত্যন্ত জনপ্রিয়

5️⃣ Budapest University of Technology and Economics (BME)
— engineering ও technology programs-এর জন্য সেরা

📂 Admission Document Checklist (Hungary)

Self-funded বা Stipendium Hungaricum Scholarship দুই ক্ষেত্রেই সাধারণত যেসব ডকুমেন্ট লাগে:

✅ Passport

✅ Academic Certificates & Transcripts
– SSC / HSC / Bachelor (English translated কপি সহ)

✅ Language Proficiency
– IELTS (সাধারণত 5.5–6.5)
– কিছু ক্ষেত্রে Medium of Instruction (MOI) গ্রহণ করা হয় (university-wise)

✅ CV (Europass Format)

✅ Motivation Letter
– কেন এই subject, কেন এই university—clear explanation

✅ Recommendation Letters
– সাধারণত ২টি (Academic / Professional)

✅ Medical Certificate
– HIV, Hepatitis B & C, Chest X-ray

✅ Passport Size Photograph

💡 Important Note:
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের requirement কিছুটা ভিন্ন হতে পারে।

আস্সালামুআলাইকুম,২০২৫—একটা নীরব শিক্ষাচেয়ে চেয়ে দেখতেই কেটে গেল ২০২৫ সাল।ইউরোপের বুকে, হাঙ্গেরির ছোট কিন্তু অপরূপ শহর ...
22/12/2025

আস্সালামুআলাইকুম,

২০২৫—একটা নীরব শিক্ষা

চেয়ে চেয়ে দেখতেই কেটে গেল ২০২৫ সাল।
ইউরোপের বুকে, হাঙ্গেরির ছোট কিন্তু অপরূপ শহর বুদাপেস্টে, পরিবার থেকে দূরে কাটিয়ে দিলাম জীবনের অনেকগুলো বছর। স্টুডেন্ট জীবন—একটা পর্যায় যেখানে মানুষকে একাকীত্বের সাথেই বন্ধুত্ব করতে হয়।

এই ইউরোপযাত্রায় অনেক মানুষ পাশে এসে দাঁড়িয়েছে, আবার অনেককেই হারিয়েছি। কেউ কেউ ছোট্ট পরিবারের মতো আপন হয়ে উঠেছিল, আবার একাকীত্বের ভয়কে ঢাল করে তারাই কখনো কখনো বিষাক্ত রূপ দেখিয়েছে। দিনের শেষে ফিরে এসেছে সেই চেনা অনুভূতি—একাকীত্ব।

তবুও, ২০২৫ আমাকে অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে।
কোনো অভিযোগ নেই কারো প্রতি।
শুধু আছে তাঁদের প্রতি শ্রদ্ধা—যাঁরা ছিলেন, যাঁরা শিখিয়েছেন, আর যাঁরা হারিয়ে গিয়েও জীবনের পাঠ রেখে গেছেন।

সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে অগণিত শুকরিয়া।
এই ছোট শহর বুদাপেস্ট—যেখানে প্রতিটা ঋতু, প্রতিটা বর্ষণ নতুন এক রূপে ধরা দেয়। কখনো নীরব, কখনো রোমান্টিক, কখনো আবার গভীর ভাবনার মতো। এই শহর বারবার চোখ কেড়ে নিয়েছে, মন ছুঁয়ে গেছে।

শুকরিয়া আদায়ের মাঝেই আমার দোয়া—
আসন্ন ২০২৬ সাল যেন মহান আল্লাহ আরও সুন্দর, আরও অর্থবহ করে তোলেন।
বুদাপেস্ট থাকুক সবার পছন্দের সৌন্দর্যের ঘেরা এক শহর হয়ে,
আর আমাদের জীবন হোক ধৈর্য, শিক্ষা আর আশার আলোয় ভরা।

আস্সালামুআলাইকুম/আদাব,  September Intake এ apply এর সময় কিন্তু শুরু হয়ে যাচ্ছে Hungary তে,  প্রথম বারের মতো কোনো Student...
18/12/2025

আস্সালামুআলাইকুম/আদাব, September Intake এ apply এর সময় কিন্তু শুরু হয়ে যাচ্ছে Hungary তে, প্রথম বারের মতো কোনো Student Agency দিচ্ছে কিছু offers or services যা আগে কখনোই কোনো agency or প্রতিষ্ঠান দেয় নি...
কি কি তা জানতে এখনই youtube এ upload করা ভিডিও দেখে নিন. আর as soon as আপনার নাম রেজিস্ট্রেশন করে নিন next intake এর জন্য. ..
Youtube - apu

14/11/2025

Video আসছে খুব soon......

13/11/2025

আস্সালামুআলাইকুম /আদাব, September Intake (2026) কিন্তু শুরু হয়ে যাবে খুব soon, আপনারা ready তো? আমি ও আমার team কিন্তু ready, and এইবার আমার student ভাই,বোনদের জন্য এমন কিছু offer আসছে যা শুধু মাত্র পাবেন eurogen consultancy তেই ও zana apu র team থেকেই, এমন কিছু যা Hungary, even europe এর অন্য country নিয়েও যারা Student application এ কাজ করে থাকেন তাদের কাছেও থাকবে নতুন, so যারাই apply করতে আগ্রহী আছেন এই সব কিছুর update পেতে চোঁখ রাখুন - zana apu ( Youtube) এ, ও page এ...

25/08/2025

Treats and Stuff You can find the best pookie combination with Brownie and Ice tea/ Coffee.. Their Perfect sweet teste will give you the best feeling of having breakfast or evening sweets. Do not forget to try their Brownie with Tiramisu Iced Mocha , this beautiful Cafe located besides the Janos Pal Papa Ter Metroline M4 station.

30/07/2025

হাঙ্গেরিতে নতুন জীবন বাংলাদেশ থেকে budapest Airport to Home

Cím

Budapest

Weboldal

Értesítések

Ha szeretnél elsőként tudomást szerezni Zana Apu új bejegyzéseiről és akcióiról, kérjük, engedélyezd, hogy e-mailen keresztül értesítsünk. E-mail címed máshol nem kerül felhasználásra, valamint bármikor leiratkozhatsz levelezési listánkról.

Megosztás