INB International News Broadcasting Bangla
রিয়েল টাইম আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন
https://t.me/inb19

আফগানিস্তান মুম্বাইয়ে নতুন কনস্যুলেট জেনারেল নিয়োগ দিয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র হাফিজ জিয়া আহমদ তাক...
12/11/2024

আফগানিস্তান মুম্বাইয়ে নতুন কনস্যুলেট জেনারেল নিয়োগ দিয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র হাফিজ জিয়া আহমদ তাকালের মতে, ড. হাফিজ ইকরামউদ্দিন কামিলকে মুম্বাইতে কনসুলেট জেনারেলের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের "সানডে গার্ডিয়ান" পত্রিকার এক প্রতিবেদনের বরাত দিয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

ইসলামি আমিরাত পুনঃপ্রতিষ্ঠার পর এটি ভারতের সাথে প্রথম আফগান কূটনীতিক নিয়োগের ঘটনা, যা উভয় দেশের মধ্যে নতুন কূটনৈতিক সম্পর্কের সূচনা নির্দেশ করে।

05/03/2024
ইমারতে ইসলামি আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় তরুণদের মসজিদমুখী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহ...
28/02/2024

ইমারতে ইসলামি আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় তরুণদের মসজিদমুখী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় পারওয়ান প্রদেশে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় বই পড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আর এসবের দায়িত্বে রয়েছেন মসজিদের সম্মানিত ইমামগণ।
তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আতিকুল্লাহ বলেন, এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল যুবকদের মসজিদমুখী করা, সমাজে বই পড়ার সংস্কৃতিকে জনপ্রিয় করা, তরুণদের বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণ দেওয়া এবং বুদ্ধিবৃত্তিক যুদ্ধের বিরুদ্ধে তরুণদের মানসিকতা গড়ে তোলা। তিনি এটিকে মানসিক বিকাশের ক্ষেত্রে উপযোগী উল্লেখ করে মসজিদমুখী অন্যান্য প্রতিযোগিতা আয়োজন করার আশা ব্যক্ত করেন।

পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকী, তুর্কমেনিস্তান সফরকালে রাজধানী আশগাবাতে আফগানিস্তানের দূতাবাস পরিদর্শন করেন।এই...
26/02/2024

পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকী, তুর্কমেনিস্তান সফরকালে রাজধানী আশগাবাতে আফগানিস্তানের দূতাবাস পরিদর্শন করেন।
এই দূতাবাসের কূটনীতিক ও কর্মচারীদের সাথে বৈঠকে জনাব মুত্তাকি তাদের তুর্কমেনিস্তানের সাথে ইসলামী আমিরাতের সম্পর্ক উন্নয়ন এবং কনস্যুলার পরিষেবা ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় সুপারিশ দেন।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রানজিট সহযোগিতা বাড়ানো এবং আফগান রপ্তানি প্রচারের লক্ষ্যে একটি প...
24/02/2024

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রানজিট সহযোগিতা বাড়ানো এবং আফগান রপ্তানি প্রচারের লক্ষ্যে একটি প্রযুক্তিগত প্রতিনিধিদল ইরানে সফর করেছে। প্রতিনিধি দলের এজেন্ডায় ইরানের চাবাহার বন্দর মুক্ত বাণিজ্য অঞ্চলের সক্ষমতা ও সুযোগ-সুবিধার মূল্যায়ন অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিনিধি দলে অর্থনৈতিক উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিবহণ ও বিমান পরিবহণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা রয়েছেন।
এছাড়াও, প্রতিনিধি দলটি ইরানের কর্তৃপক্ষের সাথে অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের সাম্প্রতিক সফরের সময় করা চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে।

আফগানিস্তানের গজনি প্রদেশে ইমারতে ইসলামি আফগানিস্তানের শ*রি*য়া আদালত কর্তৃক দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার পর জাত...
23/02/2024

আফগানিস্তানের গজনি প্রদেশে ইমারতে ইসলামি আফগানিস্তানের শ*রি*য়া আদালত কর্তৃক দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার পর জাতিসংঘ এক টুইটবার্তায় জানিয়েছে যে,
জাতিসংঘ মৃ*ত্যু*দ*ণ্ডে*র ঘোর বিরোধী। এটা জীবনের মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ। জাতিসংঘ মৃ*ত্যু*দ*ণ্ড ব্যবহারে অবিলম্বে স্থগিতাদেশ প্রতিষ্ঠার জন্য আফগান সরকারকে অনুরোধ করে।
এরপর নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র জাবিহুল্লাহ বলেন, এটি জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলোর ডাবল স্ট্যান্ডার ছাড়া কিছুই নয়। এসময় তিনি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে কেনেথ ইউজিন স্মিথকে নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃ*ত্যু*দ*ণ্ড কার্যকর করার ব্যাপারে জাতিসংঘের নীরবতার সমালোচনা করেন। যেখানে এই মৃ*ত্যু*দ*ণ্ড কার্যকর করতে ২৫ মিনিট সময় লেগেছিল কিন্তু গজনিতে কিসাস 30 সেকেন্ডেরও কম সময়ে সংঘটিত হয় এমনকি নি*হ*ত*দের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জনসমক্ষে ২ খু*নি*দে*র মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আজ, আফগানিস্তানের গজনি প্রদেশের ফুটবল মাঠে, হাজার হাজার লোকের উপস্থিতিতে পুঙ্খানুপুঙ্খ বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করার ...
22/02/2024

আজ, আফগানিস্তানের গজনি প্রদেশের ফুটবল মাঠে, হাজার হাজার লোকের উপস্থিতিতে পুঙ্খানুপুঙ্খ বিচারিক কার্যক্রম প্রত্যক্ষ করার পর ইমারতে ইসলামি আফগানিস্তানের শ*রি*য়া আদালত কর্তৃক হ*ত্যা*র দায়ে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির জন্য কিসাস পরিচালনা করা হয়েছে।
এর আগে বিবাদির পরিবার বাদী পরিবারের কাছে মুঠা অঙ্কের অর্থের বিনিময়ে ক্ষমা প্রার্থনা করে কিন্তু বাদীর পরিবার ক্ষমা করতে অস্বীকৃতি জানালে কাজী সাহেব মৃ*ত্যুদণ্ডের রায় দেন।
উক্ত মৃ*ত্যু*দণ্ড কার্যকর করার সময় গজনি প্রদেশের উলামাগণ উপস্থিত হন এবং গজনিবাসীর সামনে ইসলামি শ*রি*য়া*হ আইনের কার্যকারিতা ও সৌন্দর্য তুলে ধরেন।
#

এই প্রথম আনুষ্ঠানিকভাবে ইমারতে ইসলামী আফগানিস্তানের পরিচালিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন কয়েক হাজার ছাত্রী...
21/02/2024

এই প্রথম আনুষ্ঠানিকভাবে ইমারতে ইসলামী আফগানিস্তানের পরিচালিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন কয়েক হাজার ছাত্রী। মার্চ মাসে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষের জন্য রাষ্ট্র পরিচালিত মেডিকেল কলেজে ভর্তির অনুমতি দিয়েছে জনস্বাস্থ্য মন্ত্রণালয়। ৩৪টি প্রদেশের সবকটিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি মেডিকেল কলেজ নারী বান্ধব ও ইসলামী মূল্যবোধকে সামনে রেখে তৈরী/ব্যবস্থা করা হয়েছে। যেখানে কোন প্রকার অশ্লিলতা বা শরিয়াহ বিরুদ্ধাচরণ করার সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র।
এর আগে অনানুষ্ঠানিকভাবে মেয়েরা সুযোগ পেলেও এবারই আনুষ্ঠানিকভাবে মেয়েরা ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এর আগে মুখপাত্র যাবীহুল্লাহ বলেন, ইসলাম কখনই নারী শিক্ষার বিরুদ্ধে নয় তবে সেকুলার শিক্ষা ব্যবস্তার বিরুদ্ধে আর আমরাও ইসলামের বাহিরের কেউ নয়। আমরা কখনই নারীদের শিক্ষা ব্যবস্থা বন্ধ করিনি তবে ব্যবস্থাপনার বিরুদ্ধে ছিলাম।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি

17/02/2024

Address

Anekaelok

Alerts

Be the first to know and let us send you an email when INB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share