
12/11/2024
আফগানিস্তান মুম্বাইয়ে নতুন কনস্যুলেট জেনারেল নিয়োগ দিয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র হাফিজ জিয়া আহমদ তাকালের মতে, ড. হাফিজ ইকরামউদ্দিন কামিলকে মুম্বাইতে কনসুলেট জেনারেলের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভারতের "সানডে গার্ডিয়ান" পত্রিকার এক প্রতিবেদনের বরাত দিয়ে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
ইসলামি আমিরাত পুনঃপ্রতিষ্ঠার পর এটি ভারতের সাথে প্রথম আফগান কূটনীতিক নিয়োগের ঘটনা, যা উভয় দেশের মধ্যে নতুন কূটনৈতিক সম্পর্কের সূচনা নির্দেশ করে।