INB Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from INB, Media/News Company, Jakarta.

International News Broadcasting Bangla — একটি নিরপেক্ষ সংবাদমাধ্যম, যা আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে ইসলামী বিশ্বের খবরাখবর বাংলা ভাষাভাষীদের নিকট তুলে ধরে। আমাদের লক্ষ্য হলো সত্য, ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক সংবাদ উপস্থাপন করা।

ইউরোপে এক খন্ড মুসলিম দেশ বসনিয়া ও হার্জেগোভিনা আজ তাদের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা আলিজ...
21/10/2025

ইউরোপে এক খন্ড মুসলিম দেশ বসনিয়া ও হার্জেগোভিনা আজ তাদের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা আলিজা ইজেতবেগোভিচের ২২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে। দেশটির স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের কঠিন সময়ে তার আপসহীন নেতৃত্ব ও ত্যাগের কথা জাতি স্মরণ করছে।

এই দিনে, ইজেতবেগোভিচের সেই বিখ্যাত উক্তিটি আবারও প্রতিধ্বনিত হচ্ছে, যা তার সমর্থকদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে: "হতে পারে আমরা সবাই পিষ্ট হবো, আমরা সবাই মারা যাবো... কিন্তু আমরা ইসলামকে পদদলিত হতে দেব না।"

এই উক্তিটি বসনিয়ার যুদ্ধের সময় দেশটির জনগণের প্রতিরোধ এবং আত্মমর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। আলিজা ইজেতবেগোভিচকে বলকান অঞ্চলে ইসলামি জাগরণ এবং বসনিয়ার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকার জন্য স্মরণ করা হয়।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

আজ (সোমবার) সকালে তুরস্কের ইস্তাম্বুলে এক বর্ণাঢ্য ও আধ্যাত্মিক পরিবেশে শায়খ সাইয়্যেদ মাহমুদ এফেন্দির মাদ্রাসার ৫০০ জন হ...
20/10/2025

আজ (সোমবার) সকালে তুরস্কের ইস্তাম্বুলে এক বর্ণাঢ্য ও আধ্যাত্মিক পরিবেশে শায়খ সাইয়্যেদ মাহমুদ এফেন্দির মাদ্রাসার ৫০০ জন হাফেজে কুরআন ও জ্ঞানান্বেষী শিক্ষার্থীকে (তুল্লাবুল ইলম) 'ইজাযাহ' প্রদান করা হয়েছে।

এই সমাবর্তনটি তাদের কুরআন হিফজ এবং বিভিন্ন ইসলামি শাস্ত্রে অধ্যয়ন সফলভাবে সমাপ্ত করার স্বীকৃতিস্বরূপ আয়োজন করা হয়। ইসলামি শিক্ষাব্যবস্থায় 'ইজাযাহ' হলো একটি সনদ, যা শিক্ষার্থীকে তার অর্জিত জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেওয়ার বা শিক্ষাদানের আনুষ্ঠানিক অনুমতি প্রদান করে।

এসময় অনুষ্ঠানে হাফেজ ও শিক্ষার্থীদের পাশাপাশি তাদের শিক্ষক, অভিভাবক এবং মুসলিম বিশ্বের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াত ও ইসলামি আলোচনায় পুরো আয়োজন মুখরিত ছিল।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার পাশাপাশি একটি তীব্র 'ন্যারেটিভ যুদ্ধ' বা বয়ানের লড়াই চলছে, যে...
20/10/2025

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার পাশাপাশি একটি তীব্র 'ন্যারেটিভ যুদ্ধ' বা বয়ানের লড়াই চলছে, যেখানে আফগান সরকার কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক ও বিশ্লেষক নুসরাত জাভেদ সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে এই বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, "তালেবান সরকার নিশ্চিতভাবে বয়ানের লড়াইয়ে জিতেছে ডুরান্ড লাইনের দিকে মনোযোগ সরিয়ে নিয়ে, যেখানে আমাদের মূল সমস্যা হলো সন্ত্রাসবাদ, যা আমরা বিশ্বাস করি তাদের দ্বারা পৃষ্ঠপোষকতা করা হয়।"

তার এই বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তান যখন বারবার সন্ত্রাসবাদ এবং টিটিপিকে আফগান তালেবানের সমর্থনের বিষয়টিকে আলোচনার কেন্দ্রে আনতে চাইছে, তখন আফগান সরকার সফলভাবে পুরো সংঘাতকে ঐতিহাসিক ডুরান্ড লাইন সীমান্ত বিরোধ এবং জাতীয় সার্বভৌমত্বের ইস্যুতে পরিণত করেছে। এর ফলে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণভাবে তারা নিজেদের অবস্থানকে আরও জোরালো করতে পারছে।

অন্যদিকে, সামাজিক মাধ্যমে অনেক সমালোচক মনে করছেন যে, পাকিস্তানের বয়ান দুর্বল হওয়ার মূল কারণ হলো এটি "মিথ্যা অভিযোগের" ওপর ভিত্তি করে নির্মিত। তাদের মতে, পাকিস্তান নিজেদের সমস্যাগুলোকে আড়াল করতে আফগানিস্তানের ওপর দায় চাপাচ্ছে, যা তাদের বক্তব্যকে বিশ্বাসযোগ্যতা হারাতে সাহায্য করছে।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

দীর্ঘদিন ধরে আটকে থাকা তাপি (TAPI) গ্যাস পাইপলাইন প্রকল্পে নতুন করে গতির সঞ্চার হয়েছে। তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরব...
20/10/2025

দীর্ঘদিন ধরে আটকে থাকা তাপি (TAPI) গ্যাস পাইপলাইন প্রকল্পে নতুন করে গতির সঞ্চার হয়েছে। তুর্কমেনিস্তানের জাতীয় নেতা গুরবাঙ্গুলি আজ (সোমবার) প্রথমবারের মতো আফগানিস্তানের অভ্যন্তরে প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন, যা এই মেগা প্রকল্পের বাস্তবায়নে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তাপি হলো তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতকে সংযুক্তকারী একটি প্রস্তাবিত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প। এর মূল উদ্দেশ্য হলো তুর্কমেনিস্তানের বিশাল গ্যাসক্ষেত্র থেকে প্রায় ১,৮১৪ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে আফগানিস্তান ও পাকিস্তানের ভেতর দিয়ে ভারতে গ্যাস সরবরাহ করা। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এটি দক্ষিণ এশিয়ার জ্বালানি সংকট মোকাবেলায় এবং আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আফগানিস্তানের অর্থনৈতিক বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের সাথে বৈঠকে তুর্কমেনিস্তানের জাতীয় নেতা প্রকল্পটি বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অংশে ইতোমধ্যে ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে এবং প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে জানানো হয়, প্রকল্পটি সম্পন্ন হলে আফগানিস্তান ট্রানজিট ফি বাবদ বছরে প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার রাজস্ব আয় করতে পারবে, যা দেশটির ভঙ্গুর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তুর্কমেনিস্তানও নির্ধারিত সময়ের মধ্যে তাদের অংশের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে। এই উচ্চ পর্যায়ের সফরকে প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে অনুকূল সময় হিসেবে দেখা হচ্ছে।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং সংঘাত নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। এই পরিস্থিতিতে পাকি...
19/10/2025

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং সংঘাত নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। এই পরিস্থিতিতে পাকিস্তানের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব মুফতি তারিক মাসুদের একটি সাম্প্রতিক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত এক বক্তব্যে মুফতি তারিক মাসুদ দাবি করেন, আফগানিস্তান বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং তাদের ডলার প্রয়োজন। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর হামলা করার বিনিময়ে ডলার দিচ্ছে এবং সেই ডলারের লোভেই আফগানরা এই হামলা চালাচ্ছে।

তবে তার এই বক্তব্যকে অনেকেই ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে আখ্যায়িত করেছেন। সমালোচকরা পাল্টা যুক্তি দিয়ে বলছেন, ঐতিহাসিকভাবে বরং পাকিস্তানি সেনাবাহিনী মার্কিন ডলারের বিনিময়ে কাজ করার জন্য পরিচিত। তারা ড. আ*ফি*য়া সিদ্দিকীসহ শত শত মুসলিমকে সামান্য ডলারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো পুরনো অভিযোগগুলো সামনে নিয়ে আসছেন।

এই প্রসঙ্গে আল-জাজিরার সাংবাদিক সামি আল-হাজের লেখা 'কয়েদি ৩৪৫' (Prisoner 345) বইটির কথাও উল্লেখ করা হচ্ছে। সমালোচকদের মতে, ওই বইটিতে বিস্তারিত বর্ণনা রয়েছে যে, কীভাবে পাকিস্তানি সেনাবাহিনী মুসলিমদের আটক করে মার্কিন বাহিনীর হাতে তুলে দিত।

সামাজিক মাধ্যমের বিশ্লেষণে বলা হচ্ছে, কোনো একটি পক্ষকে নিঃশর্তভাবে সমর্থন করার মানসিকতা থেকেই এ ধরনের ‘বেফাঁস’ মন্তব্য আসতে পারে। তাদের মতে, পাক-আফগান সংঘাতের মতো একটি জটিল ও বহুমাত্রিক বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে ঐতিহাসিক প্রেক্ষাপট ও বাস্তবতাকে বিবেচনায় রাখা জরুরি।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে বিনোদন জগতের অন্যতম বড় আয়োজন ‘জয় ফোরাম ২০২৫’। বৃহস্পতিবার বুলেভার্ড সিটির এসইএফ এ...
19/10/2025

সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে বিনোদন জগতের অন্যতম বড় আয়োজন ‘জয় ফোরাম ২০২৫’। বৃহস্পতিবার বুলেভার্ড সিটির এসইএফ এরিনায় অনুষ্ঠিত এই ফোরামের প্রথম দিনে বিনোদন জগতের ভবিষ্যৎ এবং এই খাতে সৌদি আরবের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা করতে সমবেত হন বিশ্বনেতা, ক্রীড়াবিদ, নির্মাতা এবং সিদ্ধান্ত প্রণেতারা।

ফোরামের উদ্বোধন করেন ইউএফসি (UFC) প্রেসিডেন্ট ডানা হোয়াইট। তিনি বক্সিং ও কমব্যাট স্পোর্টসকে বিশ্বব্যাপী জনপ্রিয় করতে সৌদি আরবের সমর্থনের প্রশংসা করে বলেন, "তুরকি আলশেখ বক্সিং জগতে প্রবেশের পর থেকে এর প্রভাব স্পষ্ট এবং সবাই পার্থক্যটা অনুভব করেছে।"

দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘GOAT ন্যারেটিভ’ শীর্ষক একটি সেশন, যেখানে এনবিএ কিংবদন্তি শাকিল ও'নিল এবং টেনিস আইকন নোভাক জোকোভিচ অংশ নেন। ও'নিল খেলাধুলায় সৌদি আরবের প্রচেষ্টাকে "একটি ব্যতিক্রমী অর্জন যা খেলাকে বদলে দিয়েছে" বলে প্রশংসা করেন। জোকোভিচ এই আয়োজনের অংশ হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ডব্লিউডব্লিউই (WWE) প্রেসিডেন্ট নিক খান সৌদি আরবকে তাদের "অন্যতম শক্তিশালী এবং সফল" অংশীদার হিসেবে অভিহিত করেন এবং ২০২৭ সালে রিয়াদ সিজনে রেসলম্যানিয়া আয়োজনের ঐতিহাসিক চুক্তির কথা তুলে ধরেন।

চলচ্চিত্র, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়া সেশনে কোরিয়ান অভিনেতা লি বিয়ং-হুন এবং লি জং-জায়ের মতো তারকারা অংশ নেন। নেটফ্লিক্সের ভাইস প্রেসিডেন্ট বেন আমাদাসুন সৌদি প্রোডাকশন ‘আলরাওয়াবি স্কুল ফর গার্লস’-এর মতো আরব কনটেন্টের বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা তুলে ধরেন।

দিনের শেষ সেশনে ইউটিউবের জনপ্রিয় তারকা মিস্টারবিস্ট এবং স্পিড অংশ নেন। মিস্টারবিস্ট তার বিশ্বজোড়া খ্যাতির পেছনের গল্প তুলে ধরেন, অন্যদিকে স্পিড সৌদি আরবে একটি নতুন খেলা চালুর ইঙ্গিত দেন।

ফোরামের দ্বিতীয় দিনে উদ্যোক্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, থিম পার্ক, বলিউড এবং মেধাস্বত্ব নিয়ে আলোচনা চলবে।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত এক আলোচনা শেষে পাকিস্তান ও আফগানিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ...
19/10/2025

কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় অনুষ্ঠিত এক আলোচনা শেষে পাকিস্তান ও আফগানিস্তান অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ (রবিবার) এক বিবৃতিতে এই ঐতিহাসিক চুক্তিটির কথা নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আলোচনা চলাকালীন উভয় পক্ষ অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে এবং দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা জোরদার করার জন্য একটি কার্যকরী ব্যবস্থা প্রতিষ্ঠায় সম্মত হয়েছে।

চুক্তির টেকসই বাস্তবায়ন নিশ্চিত করতে এবং তা নির্ভরযোগ্যভাবে যাচাই করার জন্য আগামী দিনগুলোতে ফলো-আপ বৈঠক আয়োজন করতেও দুই দেশ একমত হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য হলো উভয় দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন করা।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে, এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের সীমান্তে উত্তেজনা কমাতে এবং এই অঞ্চলে টেকসই শান্তির জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে সহায়ক হবে।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

সাবেক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ, আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছেন। সা...
18/10/2025

সাবেক মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদ, আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি কাতারের সফল মধ্যস্থতার কথা উল্লেখ করে বলেন, পাকিস্তান সেই চুক্তি লঙ্ঘন করেছে।

খলিলজাদ জানান, কাতার সফলভাবে উভয় দেশকে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি বাড়াতে রাজি করিয়েছিল, কিন্তু পাকিস্তান সেই চুক্তি ভেঙেছে। তিনি গত রাতে পাক্তিকা প্রদেশে চালানো হামলার কথা উল্লেখ করে বলেন, এই হামলায় বেসামরিক নাগরিক এবং ক্রিকেটাররা শহীদ হয়েছেন।

তিনি পাকিস্তানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, "পাকিস্তান কেন এটা মেনে নিতে পারছে না যে, কয়েক দশকের যুদ্ধের পর তার প্রতিবেশী শান্তিতে থাকবে?"

খলিলজাদ কাতারকে একজন "প্রকৃত মধ্যস্থতাকারী" হিসেবে প্রশংসা করলেও পাকিস্তানের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে প্রশ্ন করেন, "পাকিস্তান কি সত্যিকারের প্রতিবেশী?"

সবশেষে তিনি আফগানিস্তানের ওপর হামলা বন্ধ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)–এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতের কলকাতা ও দিল্লি, পাকিস্তানের লাহোর ও করাচি, এবং বাংলাদেশ...
18/10/2025

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI)–এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতের কলকাতা ও দিল্লি, পাকিস্তানের লাহোর ও করাচি, এবং বাংলাদেশের ঢাকা শহর বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

বায়ুদূষণের এই মাত্রা সংবেদনশীল গোষ্ঠীর জন্য, বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসযন্ত্র বা হৃদরোগে আক্রান্তদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার এবং প্রয়োজনে এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দিয়েছে।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

পাকিস্তানের প্রথম পশ্চিমা ধাঁচের ডেটিং শো নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি পিটিশনের শুনানি শুরু হয়েছে ইসলামাবাদ হাইকোর...
18/10/2025

পাকিস্তানের প্রথম পশ্চিমা ধাঁচের ডেটিং শো নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি পিটিশনের শুনানি শুরু হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে (IHC)। ইউটিউবে প্রচারিত ওই অনুষ্ঠানটি “অশ্লীলতা” ও “নৈতিক অবক্ষয়” ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আম্মান তারাক্কি পার্টির পক্ষ থেকে দায়ের করা পিটিশনে বলা হয়েছে, এই ধরনের অনুষ্ঠান দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে।

বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির এই আবেদন গ্রহণ করে কেন্দ্রীয় সরকার, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (PEMRA), এবং পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (PTA)-কে নোটিশ জারি করেছেন।
এ নিয়ে সাধারণ ধর্মপ্রিয় মুসলিম ও বামপন্থিরা মুখোমুখি অবস্থান করছে।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

পর্তুগালের পার্লামেন্টে মুসলিম নারীদের ব্যবহৃত বোরকা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার একটি বিতর্কিত বিল পাস হয়...
18/10/2025

পর্তুগালের পার্লামেন্টে মুসলিম নারীদের ব্যবহৃত বোরকা ও নিকাবের মতো মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার একটি বিতর্কিত বিল পাস হয়েছে। কট্টর-ডানপন্থী 'শেগা' দলের আনা এই বিলটি বামপন্থীদের বিরোধিতা সত্ত্বেও কেন্দ্র-ডান জোটের সমর্থনে পাস হয়।

নতুন আইন অনুযায়ী, জনসমক্ষে মুখ ঢাকলে বড় অঙ্কের জরিমানা এবং কাউকে তা পরতে বাধ্য করলে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নারী অধিকার ও সমতা রক্ষার যুক্তি দেখিয়ে বিলটি পাস করা হয়।

এই আইনের ফলে পর্তুগালও ফ্রান্স ও বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশগুলোর কাতারে যোগ দিল, যেখানে একই ধরনের নিষেধাজ্ঞা আগে থেকেই কার্যকর রয়েছে।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

যুদ্ধবিরতি ভেঙে গতকাল শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের সীমান্ত প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান ক...
18/10/2025

যুদ্ধবিরতি ভেঙে গতকাল শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের সীমান্ত প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এই ঘটনার পর আফগান সরকার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, পাক্তিকা প্রদেশের আরগুন ও বারমাল জেলায় এই হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাদেশিক হাসপাতালের কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন শিশু রয়েছে।

একজন সিনিয়র তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, "পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং পাক্তিকার তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আফগানিস্তান এর প্রতিশোধ নেবে।"

এই হামলা এমন সময়ে চালানো হলো যখন দোহায় শান্তি আলোচনার জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে বলে খবর বেরিয়েছিল। দুই দেশের মধ্যে দুই দিনের যুদ্ধবিরতি শুক্রবার সন্ধ্যায় শেষ হলেও, রয়টার্স পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা এবং তালেবান সূত্রের বরাত দিয়ে জানায় যে দোহা আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এই যুদ্ধবিরতি বাড়ানো হয়েছিল।

এই শান্তি আলোচনার জন্য পাকিস্তানি প্রতিনিধিদল ইতোমধ্যে দোহায় পৌঁছেছে এবং আফগান প্রতিনিধিদলের আজ (শনিবার) সেখানে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে প্রায় এক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে উভয় পক্ষে কয়েক ডজন সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছিল, যা বুধবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিতে থেমেছিল।

Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.

Address

Jakarta

Alerts

Be the first to know and let us send you an email when INB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share