21/10/2025
ইউরোপে এক খন্ড মুসলিম দেশ বসনিয়া ও হার্জেগোভিনা আজ তাদের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা আলিজা ইজেতবেগোভিচের ২২তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছে। দেশটির স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধের কঠিন সময়ে তার আপসহীন নেতৃত্ব ও ত্যাগের কথা জাতি স্মরণ করছে।
এই দিনে, ইজেতবেগোভিচের সেই বিখ্যাত উক্তিটি আবারও প্রতিধ্বনিত হচ্ছে, যা তার সমর্থকদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে: "হতে পারে আমরা সবাই পিষ্ট হবো, আমরা সবাই মারা যাবো... কিন্তু আমরা ইসলামকে পদদলিত হতে দেব না।"
এই উক্তিটি বসনিয়ার যুদ্ধের সময় দেশটির জনগণের প্রতিরোধ এবং আত্মমর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। আলিজা ইজেতবেগোভিচকে বলকান অঞ্চলে ইসলামি জাগরণ এবং বসনিয়ার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকার জন্য স্মরণ করা হয়।
Disclaimer: The following content is for informational, awareness, and journalistic purposes only.