Shahinur’s Small World

Shahinur’s Small World Do good , and good will come to you.
(1)

আজ আবার বানালাম 😊বানানো শিখে গিয়েছি সেই খুশিতে প্রায় ই বানাই 😊এই পর্যন্ত ৬/৭ বার বানালাম এই শীতে😊!!
11/01/2026

আজ আবার বানালাম 😊
বানানো শিখে গিয়েছি সেই খুশিতে প্রায় ই বানাই 😊
এই পর্যন্ত ৬/৭ বার বানালাম এই শীতে😊!!

আচ্ছা দুনিয়াতে কত শত কালারের গোলাপ আছে!কালো গোলাপ নেই কেন?আমার অনেক শখ একটা কালো গোলাপের😊!আমার বাসায় অনেক কালারের গোলাপ...
11/01/2026

আচ্ছা দুনিয়াতে কত শত কালারের গোলাপ আছে!
কালো গোলাপ নেই কেন?
আমার অনেক শখ একটা কালো গোলাপের😊!
আমার বাসায় অনেক কালারের গোলাপ আছে কিন্তু কালো নেই😐!
কালো গোলাপ ই নাকি নেই ….
অনেকেই বলে আছে, আবার সিনেমাতেও দেখেছি তবে বাস্তবে আছে বলে মনে হয় না!
আমি অনেক খুঁজেছি অনেক জনের কাছে তথ্য নিয়েছি কিন্তু কোথাও আছে বলে মনে হয় না😕!
গোলাপ ভালোবাসার ফুল, ভালোবাসার মানুষ কে ভালবেসে উপহার দেয়ার ফুল, ভালোবাসার মানুষকে ভালবাসার বহিঃপ্রকাশ করার সময় এগিয়ে দেয়া হয় যেটা …সেটা কালো হলে কেমন হয়! সেটার জন‍্য আসলে লাল গোলাপই সঠিক 🌹।
ভালোবাসার প্রতীক লাল গোলাপ🌹!

তবে আমার একটা কালো গোলাপ লাগবে…কালো জগতের ভালো মনে করে নিবো আমি তারপরও লাগবে….
তবে শুনেছি কালো গোলাপ নামে যেটা পাওয়া যায় সেটা আসলে গাড়ো খয়েরি টাইপ নাকি গোলাপ !
আর নাটক সিনেমায় যা দেখায় সেগুলো কালো রং স্প্রে করা 😐!

যদি কালো গোলাপ না পাও… তাহলে কালো রং স্প্রে করা গোলাপ হলেও চলবে পিও🤣🤭😜!!

09/01/2026

সত‍্য সত্য সত‍্য কঠিন সত্য 😕!!

কই ভাজা কই😁😋!!
07/01/2026

কই ভাজা কই😁😋!!

মচমচে সরপুটি ভাজা আর গরম গরম ভাত ব্যাপার টা সেই না😊😋!!আর সাথে যদি থাকে ডাল …উফ অমৃত 😋!
05/01/2026

মচমচে সরপুটি ভাজা আর গরম গরম ভাত ব্যাপার টা সেই না😊😋!!
আর সাথে যদি থাকে ডাল …উফ অমৃত 😋!

মেয়ের জন্মদিন উপলক্ষে বাহিরে খাওয়া,ঘুরাঘুরি,শপিং সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটালো তারা আলহামদুলিল্লাহ।ওর সব বান্ধবী রা ...
04/01/2026

মেয়ের জন্মদিন উপলক্ষে বাহিরে খাওয়া,ঘুরাঘুরি,শপিং সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটালো তারা আলহামদুলিল্লাহ।
ওর সব বান্ধবী রা এসেছে, সাথে আমারও বান্ধবী , ছোট বোন ছিল সব মিলিয়ে আমারও সময় খুব ভাল কাটলো আজ আলহামদুলিল্লাহ।

ছোট্ট মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল মাসা আল্লাহ ….আজ তার ১৫ বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।এভাবেই যেন সে শত বছরে প্র...
04/01/2026

ছোট্ট মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল মাসা আল্লাহ ….আজ তার ১৫ বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ।
এভাবেই যেন সে শত বছরে প্রস্থান করতে পারে একদিন ইনশাআল্লাহ।
ওর জন্মদিন আমার ও একটা বিশেষ দিন … সেদিন আমার প্রথম মা হওয়ার দিন, নতুন জীবনে পদার্পণের দিন, জীবন টা কে নতুন উপায়ে উপভোগের দিন ছিল একটা জীবন্ত পুতুল কে নিয়ে আলহামদুলিল্লাহ।
সবাই আমার মা টার জন‍্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে মানুষের মতো মানুষ করে, ভাল এবং সৎ মানুষ হিসেবে কবুল করেন , নেক হায়াত দান করেন আমিন।
শুভ জন্মদিন মা😘

31st নাইটে বান্ধবী এতো এতো গুলো রসগোল্লা বানায় এনেছে  তিনদিনেও শেষ করতে পারিনি … সেদিন রাতে তো সবাই মিলে খেয়েছে তারপর দু...
03/01/2026

31st নাইটে বান্ধবী এতো এতো গুলো রসগোল্লা বানায় এনেছে তিনদিনেও শেষ করতে পারিনি … সেদিন রাতে তো সবাই মিলে খেয়েছে তারপর দুই ফ‍্যামিলি কে দিলাম তারপরও আছে !
এ যাত্রায় শুকাতে চাওয়া আমার বিলাসিতা মাত্র …😁!

Address

Dublin

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahinur’s Small World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share