Unfiltered Sumu

Unfiltered Sumu Hi, I’m Sumaia! A proud mom of 2🤱🏻, living in Ireland, lifestyle vlogger📹, and baker🧑🏻‍🍳. I’m also doing my post-grad now.

Follow my journey as I balance motherhood, studies, and creative passions🫶🏻

12/08/2025

ঘরে বসে চুলে ব্লিচ করা যায়? কিভাবে করি? মন মত কালার এসেছে😍

🦋যখন তুমি নিজের হাতে কিছু তৈরি করো, সেটা শুধু একটি জিনিস নয় সেটা তোমার স্বপ্ন, তোমার কল্পনা, তোমার সময়, আর তোমার ভালোব...
11/08/2025

🦋যখন তুমি নিজের হাতে কিছু তৈরি করো, সেটা শুধু একটি জিনিস নয় সেটা তোমার স্বপ্ন, তোমার কল্পনা, তোমার সময়, আর তোমার ভালোবাসার প্রতিচ্ছবি🦋

এই শাড়িটা ছিল একেবারে সাধারণ একটা অর্গানজা কাপড়। কিন্তু আমার চোখে এটা ছিল এক ক্যানভাস, যেখানে আমি আমার কল্পনাকে জীবন্ত করে তুলতে চেয়েছি। এমব্রয়ডারি, কাটওয়ার্ক, স্টোনওয়ার্ক প্রতিটা অংশে আমার হাতের ছোঁয়া আছে। প্রতিটি সেলাইয়ের সাথে আমি দিয়েছি আমার মন, প্রতিটি ডিজাইনে রেখেছি আমার নিজের গল্প।

যখন আমি কাজ করা/বানানো কিছু পরি, আমি শুধু একটা শাড়ি পরি না, আমি পরি আমার সৃষ্টিকে। তখন আমি অনুভব করি, আমি আরও আত্মবিশ্বাসী, আরও শক্তিশালী, আরও নিজের মতো। আমি জানি এটা একদম ইউনিক, কারণ এটা শুধু আমার জন্য, আমার দ্বারা তৈরি।

আমার কাছে এটা শুধু কাপড় নয় এটা আমার কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রমাণ। আর সেই কারণেই, এর দাম টাকায় মাপা যাবে না। 💙✨

11/08/2025
11/08/2025
একটা মজার কথা বলি, আগে আমি অনেকটা এগ্রেসিভলি ভোকাল ছিলাম, 🤬 মানে আমার সাথে কেও খারাপ কিছু করলে, আমি খুব রেগে তেরে যেতাম,...
08/08/2025

একটা মজার কথা বলি, আগে আমি অনেকটা এগ্রেসিভলি ভোকাল ছিলাম, 🤬 মানে আমার সাথে কেও খারাপ কিছু করলে, আমি খুব রেগে তেরে যেতাম, 😠মনের রাগ-ঝাল সব বলে মিটিয়ে দিতাম, 😤ভাবতাম বললে মনে শান্তি পাওয়া যায়, কিন্তু হিতের বিপরীতই হতে দেখেছি।
যেমন মানুষ অজথাই ঝামেলার কথা শুনলে আরো ঝামেলা বাড়ানোর চেষ্টা করে, কেও হাসাহাসি করে, গসিপের টপিক পায়, আবার যার উপর রাগ ঝারলাম তার বিন্দু পরিমানও পরিবর্তন হয় না। 😷
তো আসতে আসতে বয়স বাড়ছে, আর সেই সাথে নিজের ভেতর অনেক পরিবর্তন এসছে, রিএলাইজেশন এসছে। নিজের সমস্যা, ঝামেলা, বিপদ অন্যকে জানিয়ে আসলে ০% ও লাভ হয় না, পরিবারের মানুষ ছাড়া খুব কম মানুষই এগিয়ে আসবে সাহায্য করতে। আর সবচেয়ে বড় সাহায্য নিজেরই নিজেকে করতে হয়। 😌
কিন্তু তারপরেও স্ট্রেস রিলিফের জন্য কিন্তু একটা জায়গা লাগে, তখন আমি আবিস্কার করলাম চুপ থেকেও স্ট্রেস/রাগ কমানো যায়, ইয়োগা, সেলাই, রান্না, ক্রাফটিং, DIY করলে আমার স্ট্রেস লেভেল কমে যায়, রাগ কমে যায়। 🫣
যেমন ধরো, যখন আমি রান্না করার জন্য মাংস/পেয়াজ/সবজি কাটছি করছি, তখন ভাবতে থাকি ওই বদ মানুষটা হচ্ছে এই মাংস/পেয়াজ/সবজি।🤭
আবার যখন সেলাই করি, কেচি দিয়ে কাপড় কাটি তখন ভাবি, যে কাপড়টা হচ্ছে সেই বদ মানুষটা।😆
আবার যখন ক্রাফট করি, উদাহরণ হলো, পলিমার ক্লে দিয়ে যে কানেরদুল বানালাম, সেটাকে অনেক জোরে কচলানো লাগে, মোচড়ানো লাগে, ডলা দেয়া লাগে, সেটা ওই বদ মানুষটা।😉
কারো ক্ষতিও হলো না, আবার নিজের স্ট্রেস/রাগও কমে গেল😅
কথাগুলো শুন্তে এগ্রেসিভ লাগলেও, এভাবে মনের ঝাল মেটানো যায় কিন্তু! আর রেজাল্ট? সেটা তো হয় অনেক সুন্দর কিছু🥰
ব্যাপার টা অনেকটা এরকম যে, When someone tries to give you lemon, don't cry, make lemonade and enjoy😉🥂

07/08/2025

ফ্রেন্ডসদের সাথে কাটানো মুহুর্তগুলোর ভ্যালু অন্যরকম হয়❤️🫶🏻

বাংলাদেশ এ থাকাকালীন এই আমার এই সুন্দর মুহুর্তগুলোর ফুল ক্রেডিট হলো আমার ২ ফ্রেন্ডের samia আর dalia'র❤️🫶🏻 miss u babes

আমার যা ওজন বাড়লো এই Daim কেক খেয়ে খেয়ে বাড়লো🤧 আমার খাওয়া সবচেয়ে মজার কেক😋 কার কার পছন্দের?
06/08/2025

আমার যা ওজন বাড়লো এই Daim কেক খেয়ে খেয়ে বাড়লো🤧 আমার খাওয়া সবচেয়ে মজার কেক😋 কার কার পছন্দের?

Address

Dublin

Alerts

Be the first to know and let us send you an email when Unfiltered Sumu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category