21/10/2024
ফেনীর সুনামধন্য Compact Polytechnic Institute, Feni. কর্তৃক আয়োজিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
অত্র কলেজের প্রিন্সিপাল জনাব ইগলু চন্দ্র রায়ের সভাপতিত্বে, ইনস্ট্রাক্টর জনাব আব্দুল আহাদ ও সুমাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানের মূল পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র কলেজের পরিচালক জনাব ইঞ্জি. ইউছুপ শাহীন। তিনি শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং পেশায় সফলতা অর্জন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অত্র কলেজের সম্মানিত পরিচালকবৃন্দ, যথাক্রমে জনাব ইঞ্জি. আসাদুজ্জামান, জনাব ইঞ্জি. চন্দন বণিক, এবং জনাব ইঞ্জি. বাসুদেব মল্লিক, কারিগরি শিক্ষার সুফল এবং ফেনীসহ সারা দেশে কমপেক্ট পলিটেকনিক শিক্ষার্থীদের সফলতা নিয়ে তাঁদের বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে একটাই কমতি ছিল তা হচ্ছে, Training Institute এর সম্মানিত পরিচালক এস.এম ইব্রাহীম সুমন স্যার এর অনুপুস্থিতি।
এছাড়াও Compact Polytechnic Institute, Feni. তাদের নবীন সকল শিক্ষার্থীদের একটি স্পেশাল ব্যাগ গিফট করেন।